নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/mahimul.islamakash

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি

অন্ধকারের আলোকিত বাসিন্দা

আসেন দুইটা কথা কই ।

অন্ধকারের আলোকিত বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

জোসে মুজিকা (আ লিভিং লিজেন্ড)

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৩২

যখন বিভিন্ন দেশের মানুষদের ভাল ভাল কাজ করতে দেখি,আফসোস হয় নিজের দেশের কথা ভেবে। কিছুক্ষণ আগেই একটা ফেইসবুক পেইজে জোসে মুজিকার কথা দেখলাম। তার অনুবাদ করার হালকা প্রচেষ্টা চালাইলাম নিচেঃ







ছবিটা দেখছেন?দেখে মনে হচ্ছে না দুই জন রাজার মাঝখানে একটা ফকির ফাকরা বসে আছে! কিন্তু আসলে মাঝখানের জন একজন প্রেসিডেন্ট। নাম তার জোসে মুজিকা।তিনি উরুগুয়ের প্রেসিডেন্ট।

বর্তমানকালের রাজনীতিক দের মত তিনি না। তার মাসিক আয়ের(১২০০০ ডলার) ৯০ ভাগ গরীব এবং অভাবীদেরকে দান করেন। 'রবিন হুড' নামে পরিচিত এক সংস্থ্যার গেরিলা ফাইটার ছিলেন তিনি ।দুইবার তাকে জেলে যাইতে হয়। একবার পালাইতে পারেন, কিন্তু পুলিশের ছয়টা গুলি খেয়ে আবার জেলে যেতে হয় তাকে । ১৪ বছর পর ছাড়া পান তিনি।চাইলেই অসাধারণ একটা রাজপ্রাসাদে থাকতে পারতেন তিনি,৪২ জন কর্মচারী সহ । কিন্তু তিনি থাকেন একটা ফার্ম হাউসে,শহর থেকে একটু দূরে।



তার ঘর আর তার কুকুরের ছবি ।১৯৮৭ সালের মডেলের একটা ভক্স ওয়াগন চালান।





পার্ট টাইম ফার্মার এর কাজ করেন তিনি । ফুল চাষ করে কাছেই মার্কেটে বিক্রি করেন । ছোট্ট একটা বাসায় নিজ স্ত্রীকে নিয়ে থাকেন তিনি। তার স্ত্রী ও একি কারণে ছিলেন জেলে। এখন উরুগুয়ের সিনেটর তিনি ।



মুজিকার প্রটেকশন ব্যবস্থা দেখেন ,



আসলে দুইজন গার্ড আর তার কুকুর ম্যানিলাই তার পাহারাদার।



এরকম একজন মানুষই তো দরকার,নাকি?

আমাদের দেশে এধরণের মানুষ নাই কেন?

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৪ সকাল ১১:৩৩

আছিফুর রহমান বলেছেন: এই জাতি কখনো শিক্ষা নিবে না,

২| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:২৮

সোহানী বলেছেন: সাধারন মন্ত্রী/হাফ মন্ত্রী রাস্তা দিয়ে গেলে আমাদের মতো ম্যাংগো পাবলিকের ঘন্টার পর ঘন্টা জ্যাম এ আটকে থাকতে হয়... আর পেসিডেন্ট বা প্রধানমন্ত্রী!!!!!! সে কথা আর নাই বললাম.........

৩| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৫১

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: আমরা শুধু আশাই করতে পারি। হয়ত হ্যা সামনের বার,নয়ত পরের বার কেউ না কেউ আসবে । নিশ্চয়ই আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.