নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/mahimul.islamakash

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি

অন্ধকারের আলোকিত বাসিন্দা

আসেন দুইটা কথা কই ।

অন্ধকারের আলোকিত বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

ভেঙ্গে পড়া শহরের নুয়ে পড়া একটি দিন!!

২৫ শে মে, ২০১৪ রাত ৯:১৩

১.

কনফোর্ট হসপিটাল। নামেই কমফোর্ট! অনেকটা ''আরামে দাঁড়াও''টাইপের ব্যাপার। আরামের কথা বললেই আরাম ব্যারাম হয়ে যায়। একে মশার কামড় তার উপর গরম। একটু দূরে বসে থাকা সুন্দরীটাই যা একটু ভরসা! টাইম পাস! যাই হোক একটু পরেই ডাক আসল! ভাবসিলাম গিয়া তুলুম কান্ড দেখব । আসলে জীবনে একবারই এর আগে এক্স রে করাইসিলাম! দাঁতের এক্সরে করানো ত আরো অদ্ভুত ভাবসিলাম! কিন্তু বেটা কি জানি একটা কাগজ দিয়া দাঁতে ধরতে বলল। ধরার দুই সেকেন্ডের ভিতর বলে হয়ে গেসে,বাইরে দাঁড়ান! আম্মারে সাথে নিয়া আসছিলাম। একটু দূরে। আম্মার কাছে না গিয়া যেখানে বসেছিলাম ওইখানেই বসে রইলাম ।পাশে দেখি এক লোক আমারে বলে,তোমার হয়ে গেসে?চিন্তা করসো! দেশের কি অবস্থা!দুই মিনিটে কত্তগুলা টাকা হাতায় নিতেসে~!

(আমি কি কমু! আমার তো মনে হয় ভালই করতেসে,কারণ বেশিক্ষণ কোন সার্ভিস নিয়ে টাকা উশুল করার চিন্তা ভাবনা আমার ভিতরে নাই। আমার হচ্ছে ফাস্ট সার্ভিস দিয়া কথা। আমি লিফট এজন্যেই খুব কম ব্যবহার করি! কিইয়ের ভিত্রে কি,পান্তা ভাতে মেহেদী!)

২.

হসপিটাল থেকে বাইর হইলাম । ফলের দোকানের সামনে দিয়ে যাইতেসিলাম।আম্মার কথায় দাঁড়াইলাম, আম্মা বলে, দাঁড়া তোর বাপের জন্য কয়েকটা বেল কিনে নিয়ে যাই।

-দুপুরে না হুলুস্থুল ঝগড়া লাগাইলা?আর না কথা বলবা না??

আম্মা হাসে! আমিও হাসলাম! মনে মনে।

৩.

আম্মার শখ হইসে ভোজন বিলাসে নিয়ে তেহারি খাওয়াবে। তো গেলাম। খাওয়া শুরু করলাম ।লাচ্ছির অর্ডার দিয়ে দিসি! তারপর লাচ্ছি শেষে আম্মারে বললাম,

-এই লাচ্ছিটা অনেকটা তোমারটার মত।

-এত মজা?

-নাহ! দুইটাই সমান তালে বাজে!

-যা শয়তান!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:২০

বকুল০৮ বলেছেন:
বেশ লাগলো!
দারুণ লিখেছেন।

২৫ শে মে, ২০১৪ রাত ১০:৫১

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: সত্যি ঘটনা কিন্তু !!

২| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:২২

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ তো :)

২৫ শে মে, ২০১৪ রাত ১০:৫১

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: থ্যাঙ্কু

৩| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৪১

ঢাকাবাসী বলেছেন: কি হলো!

২৫ শে মে, ২০১৪ রাত ১০:৫১

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: কি কি হলো ভাই?

৪| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৫৪

মাহবু১৫৪ বলেছেন: ++++++++

২৫ শে মে, ২০১৪ রাত ১০:৫১

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: থ্যাঙ্কু

৫| ২৫ শে মে, ২০১৪ রাত ১০:০৮

মামুন রশিদ বলেছেন: নাইস!

২৫ শে মে, ২০১৪ রাত ১০:৫১

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: থ্যাঙ্কু

৬| ২৬ শে মে, ২০১৪ ভোর ৬:২৮

সকাল হাসান বলেছেন: B-) মজা পাইলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.