![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..কিংবা সত্য, মঙ্গলের জন্য নয় প্রার্থনা-ই কেবল মঙ্গলের জন্য!.... ইমেইলীয় যোগাযোগ: [email protected]
যৌবনবতী রাত্রি। ঝুম বৃষ্টি!
একা একা জানালার এই পাশে।
মাঝে মাঝে হাত বাড়িয়ে ছুয়ে দিচ্ছি,
উচ্ছাসময় জলধারা।
বৃষ্টিরছাটে ভিজে যাচ্ছে হোটেলের রুম,
রাস্তায় মাঝেমধ্যেই দু’একটা গাড়ি হলুদ বাতি জ্বালিয়ে ছুটে যাচ্ছে,
জানি না কোথায়?
শুধু জানি তৃষ্ণা বাড়ছে, বেড়েই চলেছে,
শিরার ভিতর উথাল-পাথাল ঢেউ
....................................... নিকোটিনের !
চোখ কচকচ করছে।
১০ ই আশ্বিন, ১৪২০
চট্রলা, বাংলাদেশ ।
©somewhere in net ltd.