![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..কিংবা সত্য, মঙ্গলের জন্য নয় প্রার্থনা-ই কেবল মঙ্গলের জন্য!.... ইমেইলীয় যোগাযোগ: [email protected]
কিছুদিন যাবত নতুন একটা মোবাইল ফোন কিনার জন্য মনের ভিতর আকুলিবিকুলি করতেছে। নেটে খোজ নিয়া যা বুঝতে পারলাম সবচেয়ে কম বাজেটের ভিতেরে সবচেয়ে হাই কনফিগারেশন এর মোবাইল এই মুহুর্তে Walton primo X2 । কিন্তু পরিচিত জন এর কাছে খোজ নিতে গিয়ে বেশ ভাল একটা অম্লমধুর অভিজ্ঞতা হল, কেউ বলল বাজটে ২৫ হলে কেন আমি লোকাল ব্রান্ড কিনব-খুবই যুক্তিযুক্ত কথা ! / কেউ বলল চমৎকার একটা মোবইল- আহা পুরাই পুলকিত! / কেউ বলল চলে আর কি কোনরকম-দই এর সাধ ঘোলে মিটানো / কেউ বলল পুরাই ফাউল-আপডেট করা যায় না ....... মাঝখানে আমি সবজি ছাড়াই পুরাই ধান্দা খাইয়া গেলাম !!
তাই অবশেষে সামু ব্রাদার এন্ড সিস্টারদের কাছে জিজ্ঞাসু মনে হাজির হলাম।
কেউ যদি সত্যি সত্যি এই মোবইলটির ব্যবহারকারী হয়ে থাকেন; দয়া করে হাতটা বাড়ান।
কেন কিনব অথবা কেন কিনব না-একটু ব্যাখা করুন; আপনার প্লিজ লাগে।
অন্য কোন ব্রান্ডের ২৫-৩০ এর মধ্যে সাজেশন থাকলে কষ্ট কইরা হইলেও আওয়াজ দিয়েন এবং অশেষ ধন্যাবাদ হাসিল কইরেন।
২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
নীল চাঁদ বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে লিংক শেয়ার এর জন্য।
ব্যবহারকারী মাত্র ২/১ জন। আর সবাই প্রাইস বেশি এবং ব্যাটারী দুর্বল এইটা নিয়া হাউকাউ করতাছে।
কোন প্রেকটিকেল ব্যবহারকরী সামু ব্রাদার কি নাই যার সাথে দু'একটা বাতচিত করতে পারি?
যেমন সবসময় থার্ড জেনারেশন ওপেন করে রাখলে চার্জ কত্ক্ষন থাকে?
কি কি গেমস খেলা যায়? স্লো হয়ে যায় কি না?
বিভিন্ন এপ্লিকেশন আপডেট করা যায় কি না?
অথবা অজানা কোন সমস্যা কিংবা সুবিধা?
পিকচার কোয়ালিটি কেমন? ইন্টারনাল মেমোরী কি ২৪ জিবি নাকি ৩২ জিবি?
ইত্যাদি------ইত্যাদি।
২| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
সোজা আঙ্গুল বলেছেন: দরকার নাইক্ক্যা।
১৮ দিয়া সিম্ফনী পি-৮ চোখ বন্ধ কইরা কিন্নালান।
এইটার গুনাগুণ বইল্ল্যা শেষ করণ যাইতো না।
২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
নীল চাঁদ বলেছেন:
হাছানি কোন?
কেমতে কি? এক্কান খুইল্লা কওন যাইবনি ?
৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
মোঃ সাগর সরকার বলেছেন: এতো টাকা দিয়ে কিনবেন তো ব্রান্ডের ফোনই কিনুন।
২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০
নীল চাঁদ বলেছেন:
সত্যবচন।
দু'একখান স্পেসিফিক সাজেশন দেন।
ধন্যবাদ।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৫
নিকষ বলেছেন: http://www.transcommobile.com/
স্যামসাঙের স্মার্টফোন পাবেন এখানে। তবে ট্রান্সকম থেকে কেনাটা প্যাচাইলা লাগে। প্রাচীনপন্থি মানুষ তো।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২২
shahinur70 বলেছেন: আমি আপাতত symphony p8 ব্যবহার করছি। মোটামুটি ভাল কিন্তু ব্যাটারী চার্জ খুব কম থাকে।
২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
নীল চাঁদ বলেছেন:
ধন্যবাদ।
দিনে কি একাধিকবার চার্জ দেওয়া লাগে?
পিকচার কোয়ালিটি কেমন?
সিঙ্গেল সিম নাকি ডুয়েল?
সকল ফরমেটের ভিডিও কি সাপোর্ট করে?
বিশেষ কোন সুবিধা?
৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২১
shahinur70 বলেছেন: হ্যা দিনে ২বার চার্জ দিতে হয়, ডুয়েল সিম, সকল ভিডিও সাপোর্ট করে।
৭| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১০
কাজী কিংশুক হোসাইন বলেছেন: Symphony kinen,pangash mas hoileo valo ase,chor chintaai kari ra pash katai a jaibo......
৮| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৩
পাউডার বলেছেন:
দেশ থেকে কিনলে নেক্সাস চার। আর বিদেশে কেউ থাকলে একি দামে পাবেন নেক্সাস পাচ।
১০০% গ্যারান্টি।
http://www.google.com/nexus/5/
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬
মদন বলেছেন: কিছু ব্যবহারকারীর মতামত এখানে পাবেন Click This Link