নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য, সুন্দর এবং সৃষ্টিশীলতাই প্রার্থনা।

নীল চাঁদ

..কিংবা সত্য, মঙ্গলের জন্য নয় প্রার্থনা-ই কেবল মঙ্গলের জন্য!.... ইমেইলীয় যোগাযোগ: [email protected]

নীল চাঁদ › বিস্তারিত পোস্টঃ

আধাঁরের গল্প কিংবা বালক!

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:০৫





একদিন। সূর্যটাকে ছুয়েঁ দেবে বলে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল বালক। গোধূলির ক্লান্তিতে নেমে এলে আধাঁর, বালক হয়ে উঠল যুবক। আকাশে ঝলসে উঠল চাঁদ। মহুয়ার গন্ধে মাতাল হতে হতে যুবক বেছে নিল চাদঁনীকেই। তারপর যখন ফিরে এল তখন তার ঘর ছিল না। সেখানে চড়ুইপাখিদের নিত্য বনভোজন। দোয়েলের শিষে ফিঙ্গে আর ডাহুকের অধরা নৃত্য। ভালবাসায় মগ্ন জোনাকী এবং ঘাসফরিং।



উথলে উঠা জোয়ারে চাদঁনীর টান আরও প্রবল হয়। ভেঙ্গেচুড়ে একাকার করার বিভূতী ভালবাসায় চাদঁনী তার ঘোমটা খুলে ধরে, দামাল হাওয়ারা পরাক্রমশালী সম্রাটের মত দখল করে নেয় চাদঁনী মাখানো সেই চর। ডুবে যেতে যেতে, সেই রাতের আকাশে কি কেবল আধাঁরই ছিল? নক্ষত্রমন্ডলীর জোনাক আলো কি একবারও চোখে ধরাই দেয়নি?হায় যুবক আর কখনও বালক হবে না, একবুক হতাশায় চির যৌবনা চাদঁনীর জন্য কি অপার মমতাই না সে গিলেছিল জীবনের বিষ। বালক কখনই পিপাসায় কাতর ছিল না।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: খুব সুন্দর মিনি গল্পটি
ভাল লাগা +

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৭

নীল চাঁদ বলেছেন: পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১:১৫

সোজা কথা বলেছেন: ভাল হয়েছে।

৩| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৯

আমিনুর রহমান বলেছেন:



সুন্দর +++

৪| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:১৫

বদিউজ্জামান মিলন বলেছেন: গল্পটা সুন্দর। তবে আপনার লেখায় র এবং ড় এর একটু সমস্যা আছে বানানে। যেমন ঘাসফড়িং হবে। ভেঙ্গেচূড়ে নয় ভেঙেচুরে হবে। আফটার অল সুন্দর হয়েছে লেখা।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: যুবকের জন্যই চাঁদ !

খুব ভালো লাগলো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.