| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গী এল দেশে...”
ছোটবেলা কবিতাটি না বুঝে কতবারই না পড়েছি। না বুঝতে পেরে প্রায়ই মাকে জিজ্ঞেস করতাম ‘বর্গী’ কি? মা যেন কি কি বুঝাতেন! কিন্তু কিছুই বুঝতামনা কখনও। আজ আমি নিজেই দেখতে পাচ্ছি সেই বর্গী। একটা নয় বরং দুই দুইটি বর্গী। যে দেশের জনগন বর্গী’দের কে নিয়ে বসবাস করে তাদের কিছুই চাওয়া পাওয়া থাকতে পারেনা। দুই বর্গী’র ই কাজ কর্ম অভিন্ন। যদিও উভয় বর্গী’ই নিজেকে সৎ বলে দাবী করে। কিন্তু আমি আমার সাদা চোখে যা দেখতে পাই তা হল দুজনেই বর্গী।
এই বর্গী’র দেশে উন্নতি ততদিন পর্যন্ত হবেনা যতদিন না জনগন এই দুই বর্গী কে দেশ থেকে বিতারিত করবে। যে দেশের জনগন বর্গী দের ভয়ে ভিত-সন্ত্রস্ত সেই দেশের জনগন কি ই বা আশা করতে পারে? যে দেশের জনগন আজীবন মূলা দেখতে অভ্যস্ত, সেই জাতি কোনোদিনও উন্নতি করতে পারবেনা। যে দেশে পুলিশ এর এ, ডি, সি সামনে থাকা সত্ত্বেও কুখ্যাত সন্ত্রাসিরা চাপাতি দিয়ে কুপিয়ে নিরীহ পথচারীকে হত্যা করে, যেই দেশে বিতর্কিত নেতা ও পুলিশ কর্মকর্তা কে পদক তুলে দেন রাষ্ট্রপতি নিজ হাতে, যেই দেশে সরকারী দলের সমর্থনকারী সন্ত্রাসীদেরকে বেকসুর খালাস দেয়া হয়, যে দেশের রাষ্ট্রপতি তাঁর বিশেষ ক্ষমতাবলে মৃত্যুদণ্ডাদেশ এর আসামি কে রাজনীতি দ্বারা প্রভাবিত হয়ে ক্ষমা করে দিতে পারেন, যে দেশে বিচারবহির্ভূত ক্রস্ফায়ারে শঙ্কিত জনগন, পা হারিয়ে বিচারের জন্য সরকারের দ্বারেদ্বারে ঘুরতে হয় সারাক্ষন, যে দেশের মানুষ ঘুমোতে পারেনা ‘বর্গী এল দেশে’ এই ভয়ে, যে দেশে বিচারের আগে তাঁর রাজনৈতিক পরিচয় মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়, টাকার বিনিময়ে দেয়া হয় চারিত্রিক সনদপত্র, যে দেশের সরকার প্রধান এক ‘আবুল’ এর চারিত্রিক সনদ দিতে গিয়ে ১৭ কোটি জনগনের সাথে প্রতারনার আস্রয় নিতে পারে- সেই বর্গী’র দেশের জনগন কি ই বা আশা করতে পারে?
বরং এটাই সান্তনা হিসেবে বলতে পারে- “ আল্লাহ্ যা করেন, ভালোর জন্যই করেন ”
©somewhere in net ltd.