নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাইফুর এর ব্লগ

মানুষ হয়েও মানুষ হতে হয় পুনরায়।

ব্লু আই

আমি ব্লু আই

ব্লু আই › বিস্তারিত পোস্টঃ

বি,এন,পি সমর্থিত ভাই দের বলছি-

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

ক্ষমতার লোভ মানুষকে তার মনুষ্যত্ববোধ থেকে কিভাবে দূরে সরিয়ে নিতে পারে তা বি,এন,পি’র বর্তমান অবস্থাকে দেখলেই বুঝা যায়।



সারা দেশে যখন মানুষ ৭১’ এর যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী দল জামায়েত-শিবির এর বিপরীতে লড়াই করে যাচ্ছে সেখানে বি,এন,পি ’র মতো বৃহত্তম একটি রাজনৈতিক দল দেশের মাত্র ৩-৫% সমর্থিত জামায়েত-শিবির এর সাথে একাত্মতা ঘোষণা করে চলছে। সামান্য ক্ষমতার লোভে তারা রাজাকার দের দলের সাথে হাতে হাত মিলিয়ে কিভাবে চলে আমার বোধগম্য নয়।



আমি বি,এন,পি সমর্থিত অনেক কর্মী দেখেছি যারা কিনা বি,এন,পি কে মনে প্রানে অন্তর দিয়ে ভালবাসেন। কিন্তু তারা বি,এন,পি’র উচ্চ পর্যায়ের নেতাদের এরুপ সিদ্ধান্ত কে সামান্যতম সমর্থন করেনা। বরং তারা ক্ষুব্ধ ও চিন্তিত। তারা কখনও রাজাকারদের দল নামে পরিচিত জামায়েত-শিবির এর সাথে এমনকি কথা পর্যন্ত বলতে ঘৃণাবোধ করেন।



বি,এন,পি’র এরুপ আচরন দ্বারা কি জাতি বিভ্রান্তে পড়ছে নয়? বি,এন,পি কে মানুষ কিভাবে / কোন দৃষ্টি তে নিচ্ছে তা কি একবার তাদের চিন্তা করা উচিৎ নয়? আন্দোলন করতে চাইলে তারা কি নিজেরাই যথেষ্ট নয়? তবে কেন জামায়েত শিবির কে সাথে নিয়ে করতে হবে? দেশ ও জাতির নিরাপত্তার কারনে জামায়েত এর সমাবেশ করতে নিষেধাজ্ঞা থাকলে তাদের ডাকে হরতাল কে কেন সমর্থন করতে হবে?



তারা কি ভুলে গেছে ৭১’ এর কথা? তারা কি ভুলে গেছে ৩০ লক্ষ্য শহীদের তাজা প্রানের বলি দেয়ার কথা? তারা কি আমার ২ লক্ষ্য মায়ের আর্তনাদ শুনতে পায়না? তারা কি ভুলে গেছে বিধবা মায়ের সন্তান হারা আর্তনাদ? তাদের কি মনে পড়েনা সেই অন্ধকার রাতের কথা যে রাতে পাকিস্তানি শুয়োরের বাচ্চারা রাজাকার-আল বদর-আল সামস্‌ এর সহযোগিতায় আমার বুদ্ধিজীবী ভাই/বোন দের কে হাত-পা-চোখ বেঁধে একসারিতে গুলি করে/ বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল রায়েরবাগ বধ্যভূমিতে? তারা কি কখনও ধর্ষিতা মায়ের বুকফাটা কান্নার শব্দ শুনতে পায়না? তারা কি ভুলে গেছে সেই ২৫’মার্চ ভয়াল কালো রাতের কথা? শুনতে কি পায় না তারা... শুনতে কি পায় না...?



কোন মুখে তবে তারা স্মৃতিসৌধ/ শহীদ মিনারে ফুল দিতে যায়?



একবার কি তাদের ভেবে দেখা উচিৎ নয় যে তারা যা করছে জাতি তা মন থেকে ঘৃণা করছে তাদেরকে? তারা কাদের সাথে হাত মিলাচ্ছেন? তাদের উচিৎ অতিত ইতিহাস ভুলে না যাওয়া। অন্যায় কে কখনোই প্রস্রয় দিয়ে বড় কিছু তারা কখনোই আশা করতে পারেনা।



এখনও সময় আছে- নিজেদের স্বার্থে তথা দেশ ও জাতির স্বার্থে জামায়েত-শিবিরের লেজ ছেড়ে দিন। তানাহলে জাতির বিবেকের কাছে আপনারা বিতর্কিত হয়ে যাবেন।

ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিওনা...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

জ্ঞাতিবৈর বলেছেন: ৩-৫%?? বলেন কি!! কবে হইল?? X( X( অদের নির্বাচনের ফলে দেখেন, এখনও ১% হয় নাই। যে কয়টা আসন পায় তাও অই বিএনপির জোড়ে। না যানলে দেখে নেন।

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

ব্লু আই বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.