| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুরা আমার,
শাহবাগের গণআন্দোলনে আমি তাইফুর নাস্তিক নাকি আস্তিক নাকি কোনও জারজ সন্তান এটা আমার পরিচয় নয়। এই পরিচয় কেউ খুঁজতে যাবেন না দয়া করে। এখানে আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশী। বাংলাদেশ আমার মা। এই মা এর স্বার্থে আমি আমার জীবন দিতে প্রস্তুত। আপনারাও নিশ্চয়ই তার ব্যতিক্রম কিছুই ভাবছেন না।
গতকাল যখন শুনলাম রাজীব হায়দার (থাবা বাবা) ব্লগার কে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে, তখন থেকেই দেখতে পেলাম আমাদের অনেকেই তা নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। বন্ধুরা, আমরা কি ইসলাম প্রতিষ্ঠা কিম্বা ইসলাম কে ধ্বংস করার জন্য শাহবাগে সমবেত হয়েছি??? আমরা কেন সবকিছুতেই ধর্ম কে সামনে নিয়ে আসি? ধর্ম আছে ধর্মের জায়গায়। আমাদের আন্দোলন হল যুদ্ধাপরাধী রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। তবে কেন আমরা ধর্ম কে এই আন্দোলনের সাথে পেঁচিয়ে ফেলছি? এই যুদ্ধে আমাদের এক সহযোদ্ধা খুন হয়েছে। সে আমাদের সহযোদ্ধা এটাই তার পরিচয়। সে হতে পারে পরিবারের সবচেয়ে কুলাঙ্গার একটি ছেলে, হতে পারে সে কোনও জারজ সন্তান, হতে পারে সে নাস্তিক। এগুলোর সাথে আমাদের আন্দোলনের সম্পর্ক কি??? কোনও সম্পর্ক নেই। আমরা যদি এই আন্দোলনের সাথে ধর্ম কে সামনে আনি তাহলে আমাদের আর সেই জামায়েত-শিবিরের মধ্যে পার্থক্য কি রইল???
বন্ধুরা আমার,
জামায়েত-শিবির চাইবে আমাদের কে দুটি ভাগে ভাগ করে আমাদেরকে দুর্বল করে দিতে। তারা চাইবে আমরা আস্তিক-নাস্তিক নিয়ে কলহ করি। এই আস্তিক-নাস্তিক নিয়ে আমরা যদি শাহবাগে নিজেদের মাঝে বিবাদ সৃষ্টি করি তবে কারা সবচেয়ে বেশী লাভবান হবেন তা কি আপনারা একটুও বুঝতে পারছেন না??? এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে, আমাদের প্রতিটা মুহূর্তে তারা চাইবে যেকোনো বিষয় নিয়ে আমাদের নিজেদের মাঝে বিবাদ সৃষ্টি করতে। তাই আমি আপনাদের সবার প্রতি অনুরোধ করছি যে, আমরা যেন অন্য কোনও বিষয় নিয়ে নিজেদের মাঝে বিবাদ সৃষ্টি না করি। তাতে আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য থেকে আমরা দূরে চলে যাওয়ার সম্ভাবনাই বেশী।
খুব খিয়াল কৈরা ...
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬
ব্লু আই বলেছেন: আপনি একদম ঠিক বলেছেন। এখানে তাকে নিয়ে বিশাল চক্রান্ত চলছে। সেই চক্রান্তের মূল হোতা কে বের করতে হবে। সাথে সাথে আমাদেরকে সচেতন হতে হবে, যেন আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। তা নাহলে পার পেয়ে যাবে রাজাকারগুলো।
২|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪
৩|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০
খুব সাধারন একজন বলেছেন: জামায়েত-শিবির চাইবে আমাদের কে দুটি ভাগে ভাগ করে আমাদেরকে দুর্বল করে দিতে। তারা চাইবে আমরা আস্তিক-নাস্তিক নিয়ে কলহ করি। এই আস্তিক-নাস্তিক নিয়ে আমরা যদি শাহবাগে নিজেদের মাঝে বিবাদ সৃষ্টি করি তবে কারা সবচেয়ে বেশী লাভবান হবেন তা কি আপনারা একটুও বুঝতে পারছেন না??? এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে, আমাদের প্রতিটা মুহূর্তে তারা চাইবে যেকোনো বিষয় নিয়ে আমাদের নিজেদের মাঝে বিবাদ সৃষ্টি করতে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮
ব্লু আই বলেছেন: একদম ঠিক কথা। ![]()
৪|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এই সব অপপ্রচার কোনো কাজেই আসবে না। যারা এটা করছে তাদের ঈমানের ভিত খুবই নড়বড়ে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯
ব্লু আই বলেছেন: ঐ বেঈমান গুলোকে ধরতে হবে আমাদেরকে।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১০
তিতুন বলেছেন: ফেসবুক থেকে প্রাপ্ত.....
রাজাকারের ফাসি চাই
শহীদ রাজিব ভাইকে নিয়ে যে মিথ্যে প্রচরনা চলছে তার প্রমান
লেখাটি পড়ুন nuranichapa.wordpress.com যাকে থাবা বাবার ব্লগ বলে প্রচার করা হচ্ছে, তার সত্যতাঃ
ব্লগটি দেখাচ্ছে ২০১২ সালে কিন্তু এলেক্সাতে এর কোন রেকর্ড নেইঃ Click This Link Click This Link
ব্লগটি ১ বছর আগে হলে ওয়েব আর্কাইভ এ এর কোন হুদিস নেইঃ Click This Link
কিছু লেখা একই দিনে একই তারিখে লেখা, যা সন্দেহজনক। আপনিই বলুন আপনার একটা ব্লগ থাকলে ৫-৭টা লেখা কি একই দিনে লেখবেন নাকি কয়েক দিন পর পর লেখবেন?
এত সমালোচিত লেখা অথচ একটাও কমেন্ট নেই? কেন? এধরনের একটা লেখা দিলেই তো কমেন্ট এর বন্যা বয়ে যায়।
এর মানে কি? এর মানে WordPress এর এই ব্লগটি ১-২ দিন আগে তৈরী করা, এবং লেখাগুলো আগের তারিখ দিয়ে পাবলিশ করা -হ্যা এটা সম্ভব!
এরপর থাবা বাবার নাম দিয়ে লেখা যেন তার খুনের মামলা চাপা পড়ে যায় আর আমরা তাকে ঘৃনা করি।
তাহলে কে এগুলো লেখলো? অবশ্যই যারা তার খুনের সাথে জড়িত। যদি ২০১২ সালে কেউ এব্যাপারে লেখে থাকে তাহলে তো তার খুন হত ২০১২ সালে তাই না?
এটা হল তাদের চক্রান্ত যারা চায় শাহাবাগ আন্দোলন ভন্ডুল হয়ে যাক।