নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাইফুর এর ব্লগ

মানুষ হয়েও মানুষ হতে হয় পুনরায়।

ব্লু আই

আমি ব্লু আই

ব্লু আই › বিস্তারিত পোস্টঃ

মানলে তালগাছ- না মানলে বালগাছ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

কিছুদিন আগে দেখেছি সবার স্ট্যাটাস এ যুদ্ধাপরাধীর বিচার চাই। সকলের মত থাবা বাবার স্ট্যাটাস এ ও একই রকম পোস্ট দেখেছি। সবাই তাতে লাইক ও দিতে দিতে অস্তির হয়ে গেছে। সবার কমেন্ট ও অনেকটা একই রকম ছিল।



কিন্তু যেদিন রাজীব ওরফে থাবা বাবা নৃশংস ভাবে খুন হল ঠিক সেদিন ই দেখতে পেলাম যারা একদিন তার অনেক পোস্ট এ লাইক দিয়েছে সেই তারাই তাকে নিয়ে অনেক কিছু মন্তব্য করা শুরু করলো। তার মৃত্যুতে অনেকে উল্লাস করেছেন। অনেক ছাগুর মন্তব্য ছিল এজিদের মৃত্যু তে জয়োল্লাস করেছিলো- তাই থাবা বাবার মৃত্যু তে নাকি জয়োল্লাস করা জায়েজ। তাতে আবার অনেক মুমিন বান্দা লাইক দিয়ে একাত্মতা প্রকাশ করেছেন যাদের মধ্যে অনেকেই শাহবাগের আন্দলনে থাবা বাবা’র সাথে একই স্লোগান দিয়ে বলেছিল- জয় বাংলা। সেই জয় বাংলা বলতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে অথচ তাঁরই সহযোদ্ধারা সেই খুন কে মেনে নিয়ে জয়োল্লাস করেছে। তারা একবার ও ভাবলো না যে, তারা চক্রান্তের শিকার হয়েছে। ছাগুর বাচ্চা ছাগু রা জানে না যে , এজিদের মৃত্যুতে জয়োল্লাস করেনি- বরং যুদ্ধে জিতেছে বলেই সেই জয়োল্লাস ছিল। এভাবেই ধর্ম কে কাজে লাগিয়েছে শাহবাগ আন্দোলন এর মধ্যে ফাটল দিতে।



হ্যাঁ, ধরে নিলাম সে নাস্তিক ছিল। নবী রাসুল নিয়ে অনেক গালিগালাজ ও করেছে। ধরে নিলাম সে মুশরিক ছিল। সে এজিদ, নমরুদ, ফেরাউন এর চেয়েও জঘন্য ছিল। আমি বলতে চাই- আপনারা তো অনেক আস্তিক। অনেক ইমানদার ব্যক্তি। আপনারা মুমিন বান্দা। আপনারা আশরাফুল মাখলুকাত। তাহলে একজনের মৃত্যু পরবর্তী তাকে নিয়ে খারাপ মন্তব্য করা ইসলামে কতটা যুক্তিযুক্ত??? আপনারা আস্তিক হয়ে কি এমন চ্যাটের বাল আব্দুল হয়ে গেলেন? ইসলাম মানবেন না অথচ নিজেকে আস্তিক, মুমিন বান্দা হিসেবে দাবী করেন কোন মুখে?



যাই হোক- কে আস্তিক, কে নাস্তিক, কে মুশরিক এটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় কে যুদ্ধাপরাধীর বিচার চান আর কে ছাগু হয়ে কাঁঠাল পাতা চিবাতে চান। যদি বিচার চান- তবে এইসব আস্তিক, নাস্তিক নিয়ে কুত্তা কামড়া কামড়ি ছাড়েন। আমার এই কথা যদি মানেন তবে তালগাছ আপনার হবে। আর যদি না মানেন তবে বালগাছ ছাড়া কিছুই পাবেন না এই আন্দোলন থেকে। একদম স্রেফ কথা।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

লিঙ্কনহুসাইন বলেছেন: আততায়ীর হাতে নৃশংস ভাবে খুন , আততায়ী বলতে কি বুঝেন ?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

ব্লু আই বলেছেন: এখানে একটু ভুল হয়েছে খেয়াল করিনি। ধন্যবাদ

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

ব্লু আই বলেছেন: এখানে একটু ভুল হয়েছে খেয়াল করিনি। ;) ধন্যবাদ

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

রশিক রশীদ বলেছেন: ভাই আসল কথাটা বইলা দিলেন?

যখন সে এগুলো লিখেছে তখন আজকের প্রতবিাদীরা কি ছিড়তেছিল ?

১৯৭১ এর গল্প ২০১৩তে চলে না । ডেট এক্সপায়ার।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

ব্লু আই বলেছেন: যতই বলি ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধ করুন, লাভ নাই। কারন আমরা বলি অথচ আমরাই ধর্মান্ধ কিন্তু বুঝি না।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

পক্ষপাতদুষ্ট বলেছেন: ভাই বাল গাছটা কি জিনিস ? অপনার আব্বা বা মায়ের........ কিছু কি ?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

ব্লু আই বলেছেন: ;) যখন বয়স হবে তখন বুঝবেন। এখন বুঝার সময় হয়নি। ;)

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

ব্লু আই বলেছেন: এইসব রামছাগল গুলোরে কেডায় কইছে শাহবাগ যাইতে? ওখানে গিয়েও ধর্ম ধর্ম কৈরা মড়ে হারামির বাচ্চা গুলা। ওগুলো যদিও যুদ্ধাপরাধীদের বিচার চায় কিন্তু তবুও ওরা ছাগু- হাইব্রিড ছাগু।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

শয়ন কুমার বলেছেন: ফায়ারম্যান বলেছেন: হাটহাজারীতে আজ ব্লগারদের যে শাস্তি দাবি করা হয়েছে তার মূলে রয়েছে থাবা বাবা ও আসিফের মত কুখ্যাত কতিপয় ব্লগার। দুস্কৃতিকারীদের নিয়ে কখনো কোন আন্দোলন সফল হয় না। এদের দুর্গন্ধের কারণে এই আন্দোলনে আলেমগণ সমর্থন দিতে পারছে না। আসিফ থাবা বাবারা আন্দোলনে যতটুকু অবদান রেখেছে তার চাইতে হাজারগুণ বেশি অবদান রেখেছে এই আন্দোলনকে বিতর্কিত করতে। শাহবাগে আন্দোলনের সাথে যারা যুক্ত আছেন, তাদের মধ্য কোন বিতর্কিত ব্যক্তি থাকলে ঝেটিয়ে বিদায় করুন। কারণ এই ধরণের ব্যক্তিরা আন্দোলনে যতটুকু অবদান রাখছে তার চেয়ে আন্দোলনকে ক্ষতিগ্রস্হ করছে বেশি।

কুখ্যাত নাস্তিক থাবা এই আন্দোলনের লাখো মানুষের মধ্যে একজন মাত্র... সে এই আন্দোলনের রিপ্রেজন্টেটিভ বা মুখপাত্র না... এই আন্দোলন বাংলার মানুষের দাবী... থাবার ধর্ম বিরোধি লেখায় তার ব্যক্তিগত বিশ্বাস ফুইটা উঠছে... শাহবাগের সকল মানুষের না ।
আসিফ থাবা বাবারা আন্দোলনে যতটুকু অবদান রেখেছে তার চাইতে হাজারগুণ বেশি অবদান রেখেছে এই আন্দোলনকে বিতর্কিত করতে।এই ধরণের ব্যক্তিরা আন্দোলনে যতটুকু অবদান রাখছে তার চেয়ে আন্দোলনকে ক্ষতিগ্রস্হ করছে বেশি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

ব্লু আই বলেছেন: আমি যদি জারজ হই তাতে কি ঐ আন্দোলনের কোনও বিষয় এটা? হ্যাঁ, সেটা আন্দোলনের বিষয় হত যদি আমি ঐ আন্দলনে গিয়ে জাউরামতি শুরু করতাম। এখানে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান, কে আলেম আর কে জালেম এগুলো দেখে কি আন্দোলন হচ্ছে??? আন্দোলনের সাথে এগুলোর সম্পর্ক কি আমি বুঝিনা। উনারা কি শাহবাগে গিয়ে নাস্তিকতা শুরু করেছিলো। তাহলে কেন সবকিছু মিলিয়ে জগাখিচুড়ী বানানো হচ্ছে পুরো ব্যাপার টা?

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

একটু স্বপ্ন বলেছেন:
আপনার ক্ষোভটুকু আমাকেও স্পর্শ করেছে ভাই। পোষ্টের উদ্দেশ্যের সাথে সহমত। তবে একটা অনুরোধ, দয়াকরে অশ্লীল শব্দগুলো এডিট করে দেবেন কি? জানি মেজাজ ঠিক রাখা সহজ নয়, তবু বলি, অশ্লীলতা মূক্ত থাকতে ইচ্ছে করে।

ভাল হোক আপনার, আর এ অভাগা দেশটার।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

ব্লু আই বলেছেন: ভাই, রাগে দুঃখে গালি ছাড়া আর কিছুই ভালো লাগছে না। ধন্যবাদ। চেষ্টা করবো। ;)

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

কামাল পারভেজ বলেছেন: " যাই হোক- কে আস্তিক, কে নাস্তিক, কে মুশরিক এটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় কে যুদ্ধাপরাধীর বিচার চান আর কে ছাগু হয়ে কাঁঠাল পাতা চিবাতে চান। যদি বিচার চান- তবে এইসব আস্তিক, নাস্তিক নিয়ে কুত্তা কামড়া কামড়ি ছাড়েন। আমার এই কথা যদি মানেন তবে তালগাছ আপনার হবে। আর যদি না মানেন তবে বালগাছ ছাড়া কিছুই পাবেন না এই আন্দোলন থেকে। একদম স্রেফ কথা। "--

আমি এই কথা গুলোর সাথে ভীষনভাবে একমত, নাস্তিক আস্তিক নিয়া বহুত পেচাইছি, কিন্তু এই মহান ইস্যুতে ঐ সমস্ত বাল-ছাল নিয়া টানা টানি না কইরা , ইস্যুতে ফোকাস করতে হবে, কে নাস্তিক কে আস্তিক এইটা তার পারসোনাল বিষয় কিন্তু we are fighting for a cause , আর সেই কারন টাই আসল। এই বার যদি আমরা ঐ কুত্তা গুলারে মারতে না পারি তবে আমাদের কে একদিন ঐ কুত্তার কামড়ে মরতে হইবো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

ব্লু আই বলেছেন: ঠিক বলেছেন। আমি যদি জারজ হই তাতে কি ঐ আন্দোলনের কোনও বিষয় এটা? হ্যাঁ, সেটা আন্দোলনের বিষয় হত যদি আমি ঐ আন্দলনে গিয়ে জাউরামতি শুরু করতাম। এখানে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান, কে আলেম আর কে জালেম এগুলো দেখে কি আন্দোলন হচ্ছে??? এই সামান্য ঘিলু যার মাথায় নাই তাকে বুঝিয়ে কি আর হবে বুঝতে পারতেছি না। আসলে আমার মাথাই খারাপ হয়ে যাচ্ছে। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.