নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাইফুর এর ব্লগ

মানুষ হয়েও মানুষ হতে হয় পুনরায়।

ব্লু আই

আমি ব্লু আই

ব্লু আই › বিস্তারিত পোস্টঃ

জামায়েত-শিবিরের নাস্তিকদের নিয়ে আজকের আন্দোলন "শিরক" এর সমতুল্যঃ

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

কোনো কিছু করার ইচ্ছাকে ইসলামে “নিয়ত” বলা হয় । নিয়ত ভালো খারাপ দুটোই হতে পারে । যখন কেহ শুধুমাত্র “আল্লাহ সুবহানাহু তাআলার” উদ্দেশ্যে কোনো ইবাদত করে সেটাকে “ইখলাস” বলা হয় । আর কেহ লোক দেখানো বা অন্য কোনো উদ্দশ্যে “ইবাদত” করলে সেটাকে “রিয়া” বলা হয় ।





আল্লাহ্‌ পাক কোরআন শরীফে বলেন:

وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاء مَّنثُورًا



"আমি ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য তারা যেসব আমল করবে , আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকণা করে দেব।"(সুরাহ ফুরকান:২৩)



হযরত মুহম্মদ ইবনে লবীদ (রা:) থেকে বর্নিত । রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ) বলেন “আমি তোমাদের ব্যাপারে ছোট শিরক থেকে খুব ভয় করছি । সাহাবীরা বললেন – ইয়া রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ) ছোট শিরক কি ? রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ) বললেন , তা হোলো “রিয়া” বা “লোক দেখানো ইবাদত”



উপরের আলোচনা থেকে বুঝা যায় যে, ইসলামের মতে আল্লাহ্‌ ব্যতীত অন্য কোনও লোক দেখানো কিংবা অন্য কোনও উদ্দেশে যদি কোনও আমল করা হয় তবে তা শিরক এর সমতুল্য।



কিন্তু,

বর্তমান জামায়েত-শিবির আজ শুক্রবার যে আন্দোলন করছে তার নিয়ত কি তা বুঝতে হবে । কেউ যদি মনে করে যে, আল্লাহ্‌র নবী(সাঃ) কে কটূক্তি করে ও কোরআন অবমাননা করার জন্য সেই নাস্তিক দের বিরুদ্ধে আন্দোলন তবে তা সম্পূর্ণ ভুল। একটু গভীর ভাবে চিন্তা করুন। আসিফ মহিউদ্দিন বলেন আর অন্য সকল নাস্তিকদের কথাই বলুন, তারা কোরআন কে অবমাননা করে অথবা মোহাম্মদ (সাঃ) কে কটূক্তি করে যদি কোনও ব্লগ লিখে থাকে তবে তা অনেক বছর আগেই প্রথমে শুরু করেছে এবং শেষ লেখা কয়েকমাস আগে লিখেছে। গত কয়েক মাসে তারা এসব নিয়ে কিছুই লিখেনি।



কিন্তু যখন লিখেছে তখন তার বিরুদ্ধে কোনও আন্দোলন করেনি তারা। কেন তারা এতদিন পর আজ আন্দোলন করছে? তাদের এই আন্দোলন কি ইসলামের জন্য আন্দোলন?



এই আন্দোলন তাদের নিজেদের পিঠ ঠেকাতে আন্দোলন। তাদের অপকর্ম গুলো লুকিয়ে রাখার জন্য আন্দোলন। গত ১৭ দিন শাহবাগে তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জনতা। তাই তারাও বিপরীত আন্দোলনের ইস্যু খুজছিল। এবং তারা তা পেয়ে গিয়েছে। তাদের উদ্দেশ্য যদি আল্লাহ্‌র জন্য হতো তবে তারা আজ নয়, কয়েক বছর আগেই তা করতো। কিন্তু সেই সময় যদি এই আন্দোলন করতো তবে তাদের রাজনৈতিক কোনও ফায়দা পেত না। তাই তারা সেদিন কোনও আন্দোলন করেনি। বরং এই সময়ে এসব ইস্যু নিয়ে আন্দোলন করলে তারা জামায়েত-শিবির কে একটি ইসলামিক দল হিসেবে জনগনের সামনে তুলে ধরতে পারবে খুব সহজে এবং সেক্ষেত্রে ধর্মের এইসব আস্তিক-নাস্তিক ব্যাপার সেপার নিয়ে কাজে লাগাচ্ছে।



এক কথায় ধর্ম কে কাজে লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করাই প্রধান কাজ। আর যারা ধর্ম নিয়ে ব্যবসা করতে পারে তারা এই দুনিয়াতে কিই বা না করতে পারে??? যারা ধর্ম কে রাজনীতির ঢাল/ হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা কিভাবে ইসলামিক দল হতে পারে??? এগুলো একমাত্র ভণ্ডামি ছাড়া আর কিছুই না।



আপনারা যারা না বুঝে এই আন্দলনে শরিক হচ্ছেন তারা কি একবারও ভেবে দেখেছেন যে , আপনি না জেনে –না বুঝে ছোট ছোট শিরক করছেন ওদের এই আন্দলনে যোগ দিয়ে ??? একটা জিনিস বুঝতে চেষ্টা করেন, ওদের এই আন্দোলনের উদ্দেশ্য নাস্তিকদের বিরুদ্ধে নয়, ইসলামের জন্য নয়- বরং নাস্তিকদের ইস্যু কে কাজে লাগিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এই আন্দোলন। এর পরও কি আপনি এই আন্দোলন কে তথা এই শিরক কে সাপোর্ট দিবেন???

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

সান্টু বলেছেন: তাহলে বাংলাদেশে কি কোন ইসলামিক দল নাই।

আর আজ কি শুধু ছাত্রশিবির মিছিল করেছে? সাধারণ জনগণ নাই আপনি বলতে চাইছেন।

আসলে কি?

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

ফার্ুক পারভেজ বলেছেন: নাস্তিকদের এসব কর্মকান্ড আগে যতটা না প্রচার পেয়েছে সেটা এখন বেশি প্রচার পেয়েছে,
এবং প্রচার পাওয়ার পর ও নাস্তিকদেরকে আওয়ামী সরকার বিভিন্ন রকম সহায়তা দিয়ে যাচ্ছে এবং বেঈমান নাস্তিকের জানাজা পড়িয়ে মুসলমানদের ধর্মীয় অনূভুতিতে তীব্র আঘাত হেনেছে যার প্রতিফল এই বিক্ষুব্ধ আন্দোলন।

আর আপনি আসছেন এখানে আল্লাহর আয়াতের অপব্যাখ্যা করতে।
আপনাকে বলতে চাই সব কিছুর ভিতর রাজনৈতীক ফায়দা লুটার মনোভাব বাদ দিয়ে নিজের গন্তব্যের কথা মাথায় রাখুন যেখানে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

মাফকরেবন বিচারপতি বলেছেন: নবী (সা) এর অবমাননার প্রতিবাদ কারীদের তুমি মুশরিক বলছ! ওরে জ্ঞান পাপি তুইতো কাফের

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

মাফকরেবন বিচারপতি বলেছেন: নবী (সা) এর অবমাননার প্রতিবাদ কারীদের তুমি মুশরিক বলছ! ওরে জ্ঞান পাপি তুইতো কাফের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.