নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাইফুর এর ব্লগ

মানুষ হয়েও মানুষ হতে হয় পুনরায়।

ব্লু আই

আমি ব্লু আই

ব্লু আই › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকেই বলছি - "শাহবাগ নিয়ে মজা করবেন না।"

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

মাননীয় প্রধানমন্ত্রী,

আমরা রাজপথে আন্দোলন করে একের পর এক দফায় দফায় দাবী দিয়ে মিছিল করবো, স্লোগান ধরবো, রাতের পর রাত শাহবাগে নির্ঘুম সময় কাটাবো আর আপনি তা দেখে মজা নিবেন এবং ভাববেন যে আপনার পরবর্তী জয় সু-নিশ্চিত...এটা ভাবলে বিরাট ভুল করবেন আপনি। আমাদেরকে মূলা ঝুলিয়ে রাখবেন আর তা আমরা জনগন কখনও বুঝবোনা এটা ভুলেও মাথায় আনবেন না। আমরা আপনার কাছে কিছু দাবী নিয়ে শাহবাগে দিনের পর দিন পড়ে আছি কিছু আশার আলো দেখবো বলে।



আপনি আপনার বাবার হত্যাকারীদের কে ফাঁসিতে ঝুলিয়েছেন সংসদে ইনডেমনিটি আইন বাতিল করে। কিন্তু আমাদের বাবা- মা –ভাই- বোনের হত্যাকারী রাজাকারদের ফাঁসি দিতে কেন এত দেরি করছেন??? আজ আমাদের বাবা-মায়ের সেই হত্যাকারীদের বিচার চাইতে হবে কেন? তাদেরকে ফাঁসি না দিয়ে কেন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল?? কেন আমাদের রাজপথে নামতে হয়েছে??? রাজপথে যখন নেমেছি তখন দাবী আদায় করে তবেই বাসায় ফিরবো-মনে রাখবেন।



সেই রাজাকারদের বাঁচাতে আজ জামায়েত শিবির মরিয়া হয়ে হরতাল এর নামে গাড়ী পড়ানো, ভাংচুর, খুন, রাহাজানি করে জনজীবন দুর্বিষহ করে তুলছে। তারা দেশের জাতীয় পতাকা ছিঁড়ে টুকরা টুকরা ও শহীদ মিনার ভেঙ্গে চুরমার করে দিলো। অথচ আপনি প্রধানমন্ত্রী তা চেয়ে চেয়ে দেখলেন, দেখল বাংলার জনগন। আপনি না প্রধানমন্ত্রী??? তবে একটি দেশের পতাকা কে দ্বিখণ্ডিত করার মত ধৃষ্টতা ও রাষ্ট্রদ্রোহিতা একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে আপনি কিভাবে সহ্য করে আছেন আমাদের বোধগম্য নয়। কেন তাদের কে রাষ্ট্রদ্রোহিতা মামলা দিতে আপনি ভয় পান??? আপনি কি শাহবাগে লক্ষ জনতার কণ্ঠ শুনতে পান নি? আপনি কি আমাদেরকে দেখে সাহস পান না মোটেও??? আপনি কি আমাদের চাওয়া বুঝতে পারেন না? আমাদের চাওয়া আপনি বুঝলে, আমরাও আপনার চাওয়া বুঝে নিবো। আপনাকে কিছু চাইতে হবেনা-এমনিতেই পেয়ে যাবেন। তবে কেন আজ ১৯ দিন পর এখনও সেই একই স্লোগান দিতে হচ্ছে আমাদের??? এখনও কোনও কিছু নিয়ে কোনও অগ্রগতি হচ্ছেনা কেন??? কেন আমরা এখনও জামায়েত শিবিরের অযৌক্তিক হরতাল কে সহ্য করবো??? আর কতদিন???



এত কেন এর উত্তর আপনি কি দিবেন আমাদের???



আমরা সাধারন জনগন এত কিছু বুঝিনা, এত রাজনীতি আমরা বুঝতে চাইও না। আমরা জানি শুধু আমাদের দাবী আদায় করে নিতে। আমরা একটি কথা আপনাকে স্পষ্ট করে বলতে চাই, শাহবাগের আন্দোলন নিয়ে দয়া করে আমাদেরকে আপনি হতাশ করবেন না। তানাহলে, তার পরিনামে আপনাকেও হতাশ হতে হবে অদূর ভবিষ্যতে।



(অবিলম্বে কাদের মোল্লা সহ সকল রাজাকারদের দ্রুত ফাঁসিতে ঝুলিয়ে জামায়েত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হউক... )

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

মুন্সীজী বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী,
আমরা রাজপথে আন্দোলন করে একের পর এক দফায় দফায় দাবী দিয়ে মিছিল করবো, স্লোগান ধরবো, রাতের পর রাত শাহবাগে নির্ঘুম সময় কাটাবো আর আপনি তা দেখে মজা নিবেন এবং ভাববেন যে আপনার পরবর্তী জয় সু-নিশ্চিত...এটা ভাবলে বিরাট ভুল করবেন আপনি। আমাদেরকে মূলা ঝুলিয়ে রাখবেন আর তা আমরা জনগন কখনও বুঝবোনা এটা ভুলেও মাথায় আনবেন না। আমরা আপনার কাছে কিছু দাবী নিয়ে শাহবাগে দিনের পর দিন পড়ে আছি কিছু আশার আলো দেখবো বলে।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.