![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাপিত জীবন
ভ্রষ্টতায় বিভোর
অঙ্গ তার
রূপে ভরপুর
ভেতর জুড়ে
জঞ্জাল স্তুপ।
এমন ক্ষণেও
দেখে যাই স্বপন
বুনে যাই বীজ
নিজ হাতে;
বুনে যাই বীজ
কোনভাবে
অযতন
অবহেলায়;
তবুও দেখি
অজস্র সবুজ
লকলকে
বেয়ে উঠে
উঠানভর।
অজৈব রসদে
ওরা বেড়ে উঠে
বেড়ে উঠে
সূর্য না দেখে,
বড়ো হয়
আলো না দেখে,
বড়ো হয়
কেমন যেন
অদ্ভূতভাবে
দিকবিহীন।
এভাবে আমি
তৈরি করে যাই
অনিশ্চিত
অজৈব ভবিষ্যত;
এভাবে আমি
তৈরি করে যাই
নিজেরই হন্তারক।
©somewhere in net ltd.