![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে চলে, সুখে-দুখে। সুখের সময় ভাবনাহীন, দ্রুত চলে যায়, বোঝার আগেই। কিনতু দুখের সময় পাড়ি দেয়া কতোই না কঠিন! দিন শুরু হয় একভাবে, কিনতু শেষ হয় কতোজনের কতোভাবে---। কতোজনের জীবনই শেষ হয়ে যায় প্রত্যাশিত অথবা অপ্রত্যাশিতভাবে। কিংবা কেউ হয়ে যান রোগী, পংঙ্গু, আহত বা ঝলসানো। বলা হয়, সময়ই বড় নিরাময়কারী- কিনতু এই সময় সুসময় হিসেবে সবার জীবনে এলে কতই না ভালো হতো্। সবার দিন ভালো যাক, সময় ভালো কাটুক, শুভকামনা।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫০
জাফরুল মবীন বলেছেন: আপনার ভাবনার সাথে সহমত জানাচ্ছি।
আপনার জন্যও রইলো অনেক অনেক শুভকামনা।
ভাল থাকুন...
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০২
নুরুন নেসা বেগম বলেছেন: অনেক ধন্যবাদ মবীন।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩
নিলু বলেছেন: সুখের দিন গুলি দূরে চলে যায় যে , লিখে যান
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৫
নুরুন নেসা বেগম বলেছেন: ধন্যবাদ নিলু।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক, অনেক দিন পর আসলেন ব্লগে। আপনাকে খুব মিস করছিলাম, অপনি কেমন আছেন এখন ???
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪২
শায়মা বলেছেন: তোমার জন্যও শুভকামনা আপুনি!!!
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৩২
খেলাঘর বলেছেন:
বোমাবাজেরা খেলছে, খেলুক; তারপর ফাঁসীতে ঝুলবে, বাংগালীরা কাউকে ছাড়ে না।