![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক হিসেবে দেখা যায় জিপি প্রতি জিবি ডাটা সরকারের কাছে থেকে ক্রয় কর মাত্র ৫ থেকে ১৫টাকার মধ্যে কিন্তু গ্রাহকরা পাচ্ছে সেটি ৩০০টাকায় !!
প্রতিবাদ জানানোর সময় হয়ে গেছে আর মানা যায় না :-@
এ ব্যপারটি যদি মিডিয়া ফলাও করে প্রচার করে তবে নিশ্চিত ভাবে এটি ভাল ফলাফল বয়ে আনবে। কিন্তু আমি বুঝিনা এত বড় একটা বিষয় মিডিয়ার চোখে পড়েনা কেন !!
১৫ মেগাবাইট কিনতে হয় এখনো ৩৫ টাকা দিয়ে অথচ একই মূল্যে ভারতে ১জিবি দেয়া হয়। কিন্তু আমরা এত অভাগা যে সামান্য সুবিধাও পাচ্ছিনা। আর সরকারের চোখে পড়বে কেমনে? আমার তো মনে হয়না যে সরকারের কোন মন্ত্রী INTERNET জিনিসটা বোঝে বা এ নিয়ে ভাবে। যদিও প্রধানমন্ত্রী ডিজিটাল ডিজিটাল বলে গলা ফাটান।
সরকার শুধু ব্যন্ডউইথ এর দাম কমিয়েই পগারপার হয়ে যাচ্ছে একটু দেখছেও না যে এদিকে অপারেটররা জনগনের উপর কিভাবে চড়াও!! জিপি সবসময় আনলিমিটেড এর নামে ফেয়ার ইউজেস পলিসি লাগিয়ে দিয়ে বেড়াচ্ছে সেই জন্মসূত্রে!
৯৭৭টাকার একটি আনলিমিটেড মাসিক প্যকেজ আছে এদের। শর্ত হচ্ছে ৫ জিবি ইউজেসের পর স্পিড পাবেন দুই কেবিপিস। ভাবেন এতগুলা টাকা দিয়ে কিনতেছেন অথচ ব্যবহার করতে দিতেছে ৫জিবি। বাংলা লায়নও কম যায় না। এগুলা দেখার মত কি কেউ নাই?
সচেতন হোন। সময় এসেছে কিছু করবার।
২| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:১৯
শুঁটকি মাছ বলেছেন: সহমত পোষন করছি
৩| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:২০
শুঁটকি মাছ বলেছেন: বাগসবানি মনের কথা বলে দিয়েছে
৪| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:২৩
আহ্মুদুল বলেছেন: পরে আবার এখান থেকে পদ্মা সেতুর টাকা কাটবে নাতো !!!
৫| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:২৭
কালো রাজপুত বলেছেন: এইসব দেখার কি সরকারের সময় আছে?
৬| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
বাগসবানি বলেছেন: আপনের পকেটের উদরপূর্তি করলে আপনেও কিছু বলবেন না । আর মিডিয়া তো মিডিয়াই!!
মূল কারণ এটাই।
৭| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:৩২
জাহাঙ্গীর জান বলেছেন: আদালতের কেইস হওয়া উচিত । আপনার সাথে সহমত ।
৮| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:০২
আতিকুল০৭৮৪ বলেছেন: স্নিগ্ধ শোভন বলেছেন:
বাগসবানি বলেছেন: আপনের পকেটের উদরপূর্তি করলে আপনেও কিছু বলবেন না । আর মিডিয়া তো মিডিয়াই!!
মূল কারণ এটাই।
agreed..BTRC te taka dhalle unara cokhe kicu dekhen na
৯| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:০২
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
২০০৬ সালে এক মেগাবিট ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম ছিল ৩৮ হাজার টাকা।
সেই সময় মোবাইল ফোনের ১৭ জিবি ইন্টারনেটের দাম ৮৫০ টাকা
এখন ব্যান্ডউইডথের দাম কমে মেগাবিট-প্রতি ৪ হাজার টাকা হলেও সেই প্যাকেজের দাম কিন্তু এখনো ৮৫০ টাকাই আছে। সাথে যুক্ত হয়েছে ফেয়ারিউজপলিসি লিমিট ৫জিবি!
১০| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:০৮
সাংগু বলেছেন: Sticky Kora hok.............................
১১| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:১৪
প্রিতী ইসলাম বলেছেন: সাংগু বলেছেন: Sticky Kora hok.............................
১২| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:৩৮
ৎায়ইাবুর বলেছেন: কত নীতি আসলো গেলো, মাঝ খান থেকে আপনার আমার মত পাবলিকের পেছন টা মারা খেলো।
১৩| ১৮ ই মে, ২০১৩ রাত ১০:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিডিয়ার কথা বলছেন ?
এই --কির পোলারা হচ্ছে মোবাইল কোম্পানির জারজ ।
কিছুদিন আগে দেখলেন না , লোড ব্যবসায়ীদের সঙ্গত কিছু দাবী আদায়ের আন্দোলন কে মিডিয়া নিউজই করেনি ।
১৪| ১৮ ই মে, ২০১৩ রাত ১১:৩৮
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: স্টিকি করার জোর দাবি জানাচ্ছি| এটা দেশের মঙ্গলজনক বটে
১৫| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:২১
ঊজ্জল বলেছেন: সরকার, মিডিয়া, সবার পকেট ভারি করে মোবাইল অপারেটররা, তাই তারা কিছু করবেনা, ব্লগের আইনজীবি ভাইদের কে বলছি আপনারা আদালতে একটা মামলা করতে পারেন এবং সেই সাথে ক্ষতি পূরণ মামলা ও করতে পারেন যে ২০০৭ সালে এক মেগাবিট ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম ছিল ৩৮ হাজার টাকা। সেই সময় মোবাইল ফোনের একটি ইন্টারনেট সেবার মাসিক খরচ ছিল ভ্যাটসহ ৩৪৫ টাকা। এখন ব্যান্ডউইডথের দাম মেগাবিট- প্রতি চার হাজার টাকা হলেও সেই প্যাকেজের দাম কিন্তু এখনো ৩৪৫ টাকাই আছে। গ্রাহক পর্যায়ে এক টাকা ও কমেনি । তাই গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার মামলা করতে পারেন । ব্লগার , ফ্রিলান্সের সবাইকে এই বিষয়টি নিয়ে চিন্তা করার জোর দাবি জানাচ্ছি
১৬| ২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
ফায়ারম্যান বলেছেন: সোজা আঙ্গুলে ঘী ওঠে না । সো রাস্তায় নামতে হইবে ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৩ রাত ৯:১৯
বাগসবানি বলেছেন: আপনের পকেটের উদরপূর্তি করলে আপনেও কিছু বলবেন না । আর মিডিয়া তো মিডিয়াই!!