![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি তো দেখোনি বৃষ্টিভেজা কান্না
দেখবে কিভাবে, আমিতো তখন ভিজছিলাম বৃষ্টিতে !!!
তুমিতো দেখোনি ঠক ঠক করে কেঁপেছিলাম তোমার স্পর্শে
দেখবে কিভাবে, তখন যে ছিল হাড় কাঁপানো ঠান্ডা !!!
তুমি তো দেখোনি কিভাবে ঘেমে নেয়ে একাকার হয়েছিলাম
দেখবে কিভাবে, তখন তো গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ !!!
তুমিতো দেখোনি কি বিষন্নতায় আচ্ছন্ন হয়েছিলাম
দেখবে কিভাবে, তখন তো বেদনাবিধুর হেমন্ত !!!
একদিকে ঋতু আর অন্যদিকে তুমি,
হাহাকার শুধু বাতাসে ভেসে বেড়ায়,
অনূভুতি থাকে শুন্যের কোঠায় !!!
০৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৮
দূর-পরবাসী বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ , আপনাদের কাছ সুন্দর মনে হলেই আমার লেখা স্বার্থক,
ভালো থাকবেন !!!
২| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
শামছুল ইসলাম বলেছেন: বাহ, অনুভূতির কি চমৎকার প্রকাশ-কাব্যে।
ভাল থ্কুন। সবসময়।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১১
দূর-পরবাসী বলেছেন: ধন্যবাদ, শামছুল ইসলাম ভাই,
শুভেচ্ছা জানবেন !!!!
৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭
ডার্ক ম্যান বলেছেন: ভালো লাগলো। অনুভূতি সবসময় শূণ্যের কৌটায় থাকে
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৫
দূর-পরবাসী বলেছেন: ধন্যবাদ ডার্কম্যান ভাই !!!
৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯
আহমেদ জী এস বলেছেন: দূর-পরবাসী ,
অন্যরকম চিন্তা ভাবনা কবিতায় ।
দূর-পরবাসীকে কে আর আপন ঘরে ঠাঁই দেবে যখন সে থাকেই পরবাসে ?
ভালো লাগা অনেক ।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩
দূর-পরবাসী বলেছেন: আহমেদ জী এস ভাই,
আপন ঘরে ঠাঁই না পেয়েই হয়েছি বিবাগী, হয়েছি পরবাসী,
বিরহকামীতাকেই করেছি সম্বল, একাকিত্বকেই করেছি আপন,
এ দুইকে সাথী করে, জীবন চলছে জীবনের নিয়মে !!!!
অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন !!!
৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯
কিরমানী লিটন বলেছেন: ভিন্ন ভাবনার চমৎকার কবিতা-অনেক শুভকামনা .।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৪
দূর-পরবাসী বলেছেন: ধন্যবাদ, কিরমানী লিটন ভাই !!! ভালো থাকবেন !!
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:০০
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা