![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলা আসমান উপরে,
নীলা সমুন্দর নীচে !
খোলা হাওয়ায় এলোমেলো চুলে,
উড়ে চলেছি দূর অজানা পানে !
মনজিল কোথায়, চলেছি কোথায়
কিছুই জানা নেই,
একবুক নিঃশ্বাসে শুধু অনুভব করছি
আমি জীবিত !!!
হতাশায় মুষড়ে পড়া নয়,
অপূর্নতার বেদনা নয় !
ছলনার পঙ্কিলে আবদ্ধ নয়,
আলেয়ার আঁধারে ভীত নয় !
অনিশ্চিত গন্তব্যের শিহরনে কুন্ঠিত নয় !
আনন্দ-উচ্ছ্বাস করেছি আপন,
বেদনাকে দিয়েছি দূরে ঠেলে !
একবুক নিঃশ্বাসে শুধু অনুভব করছি
আমি জীবিত !!!
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১১
দূর-পরবাসী বলেছেন: গেমচেঞ্জার ভাই,
আঁধারের বেলা শেষে আলোকোজ্জ্বল প্রভাত যে আসতেই হবে !!!
মেঘমালা হয়তো ছেয়ে দিবে আমার উজ্জ্বল নীলাকাশ,
সাথে সূয্যিটাও কিন্তু অপেক্ষা করবে উদয় হবার বাসনায় !!!
অনেক অনেক শুভকামনা জানবেন !!!!
২| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
সাবলীল মনির বলেছেন: এভাবেই এগিয়ে যেতে হবে সামনে....
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪
দূর-পরবাসী বলেছেন: তাই তো সামনেই চলছি, যাওয়াটা যে বড় বালাই !!!
ভালো থাকবেন !!!
৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩
কিরমানী লিটন বলেছেন: আনন্দ-উচ্ছ্বাস করেছি আপন,
বেদনাকে দিয়েছি দূরে ঠেলে !
একবুক নিঃশ্বাসে শুধু অনুভব করছি
আমি জীবিত !!! -চমৎকার ভালোলাগা আর মুগ্ধতা রেখে গেলাম-সতত শুভকামনায়...
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৬
দূর-পরবাসী বলেছেন: ধন্যবাদ কিরমানী লিটন ভাই, সুন্দর কমেন্টের জন্য,
ভালো থাকবেন !!!
৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪
মাহবুবুল আজাদ বলেছেন: কেন জানি মনে হল কবি ফররুখ আহমেদ চলে এসেছে আপনার কবিতায়। ভাল লাগল বেশ।
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫২
দূর-পরবাসী বলেছেন: মাহবুবুল আজাদ ভাই, কবি ফররুখ আহমদ উজ্জ্বল ভবিষ্যতের অনুপ্রেরনা !!
তবে আমি জীবনানন্দকে খুঁজে ফিরি সবসময়। তাঁকে বলা হয় নিঃসঙ্গতার কবি, আমিও চরমভাবে নিঃসঙ্গ !!!
ভালো থাকবেন শুভকামনা !!!
৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭
রমিত বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪০
দূর-পরবাসী বলেছেন: ধন্যবাদ, জনাব রমিত আজাদ, আমি আপনার ভক্ত সবসময় !!!
ভালো থাকবেন , শুভকামনা !!!
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
গেম চেঞ্জার বলেছেন: সুদিনের কাব্য! ভাল লাগছে +