![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার ফিরে আসব , হয়তো কোন একদিন
এই কলকাকলিময় সবুজের স্বর্গভূমিতে ।
সেদিন হয়তো কেউই চেনাজানা থাকবে না
তবুও বুক ভরে নেব মাটির সোঁদা গন্ধ
পল্লবী বাথানে বিলীন হব,
স্মৃ্তির নস্ট্রালজিয়ায়।
যে মাটি ডেকেছিল ভালবাসার উষ্ঞতায়
প্রেমের আদিম উল্লম্ফনায়
মোহময়তার মাদকতায় ।
আমি হয়তো নিতে পারিনি কিছুই
দিতে পারাতো সুদূর পরাহত
তবুও বলবো, আমি তো এ মাটিরই অংশ,
থাকবো চিরদিন !!!
( আমার প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগর স্মরণে)
২| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১১
আরণ্যক রাখাল বলেছেন: টাইপো আছে
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২১
সাবলীল মনির বলেছেন: শুরুটা জীবনানন্দের অাবহাওয়া দিয়ে শুরু হলেও পরে কবির নিজস্ব অাবহাওয়াতে চলে, কবির অান্তরিক প্রয়াস ভাল লাগল ।