![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মঈন ফারুক। এবং কবি অ-কবি দু'টো-ই। বৈরী হাওয়া আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। একজন আমাকে ময়না পাখি বলে ডাকতো। এখন ডাকে না। চোখে দেখি, তবুও আমি একজন অন্ধ মানুষ। জীবনের মায়া হরিণীকে খুঁজতে অন্ধত্বকে সঙ্গী করে চলতে শুরু করেছি অচেনা দিগন্তে। আনমনা স্বভাব। স্মৃতি কাতর। ভুল করে অতীত ভুলতে পারি না। যখন অবসর পাই, তখন নিভৃতে কথা দেয়া কথা গুলো স্মরণ করি।
গল্পটা গল্পের মতোই
গল্পের মানুষটা মানুষের মত নয় শুধু
ভুলের মচ্ছব থেকে কুড়িয়ে রাখা
কিছু স্মৃতির পাতা
বদলের গতি থেকে বেঁধে রাখা
কিছু বন্দি হাওয়া
রুপের বৈতাল বেসাতি থেকে
রঙের বাহার কিছু
গুনে গুনে কেটে দেয়া দিন গুলোর সাথে
কেঁদে কেঁঁদে হেঁটে গেলো অতীতে
গল্পটা গল্পের মতোই মধুর
গল্পের মানুষটা মানুষের মত নয় শুধু-
সে সাক্ষাৎ শয়তানের মত!!
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪১
রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর