![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মঈন ফারুক। এবং কবি অ-কবি দু'টো-ই। বৈরী হাওয়া আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। একজন আমাকে ময়না পাখি বলে ডাকতো। এখন ডাকে না। চোখে দেখি, তবুও আমি একজন অন্ধ মানুষ। জীবনের মায়া হরিণীকে খুঁজতে অন্ধত্বকে সঙ্গী করে চলতে শুরু করেছি অচেনা দিগন্তে। আনমনা স্বভাব। স্মৃতি কাতর। ভুল করে অতীত ভুলতে পারি না। যখন অবসর পাই, তখন নিভৃতে কথা দেয়া কথা গুলো স্মরণ করি।
বৃষ্টি
............মঈন ফারুক
বৃষ্টির অপেক্ষায় ক্লান্ত
একটি স্বপ্ন
এবং
অভিমান
ভেঙ্গে গেছে-
কারো খোপায় গুজে দেয়া লাল গোলাপের মত
তরতাজা আজকের দিনটি।
বৃষ্টি এলো-
আমাদের বিন্যাস্ত চুল এলোমেলো করে;
হীম হাওয়া বয়ে বয়ে
আমাকে চাকর আর তোমাকে গৃহিনী বানিয়ে দিলো।
যা-ই হোক! বৃষ্টি তো এলো শেষমেস!!
ভেজা বারুদেও অনল হয় বুঝিনি আগে;
এই প্রথম তোমাকে ছুঁয়ে বুঝলাম!
২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৯
বৈরী হাওয়া বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ২:১৪
এম এস নিলয় বলেছেন: গুড
২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২০
বৈরী হাওয়া বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:২১
এহসান সাবির বলেছেন: দারুন......!!