![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মঈন ফারুক। এবং কবি অ-কবি দু'টো-ই। বৈরী হাওয়া আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। একজন আমাকে ময়না পাখি বলে ডাকতো। এখন ডাকে না। চোখে দেখি, তবুও আমি একজন অন্ধ মানুষ। জীবনের মায়া হরিণীকে খুঁজতে অন্ধত্বকে সঙ্গী করে চলতে শুরু করেছি অচেনা দিগন্তে। আনমনা স্বভাব। স্মৃতি কাতর। ভুল করে অতীত ভুলতে পারি না। যখন অবসর পাই, তখন নিভৃতে কথা দেয়া কথা গুলো স্মরণ করি।
মাখা মাখা চোখ দু'টো
আমার কণ্ঠনালী বিচুর্ণ করেছিল
বহুকাল আমি ছিলাম স্থির
ঐ আমাদের বাড়ীর ঘাটে কড়াই তলায়।
তারপর আর কোনো কথা হয় না।
মাখা মাখা চোখ দু'টো দণ্ডযোগ্য-
ঐ চোখে বিষ আর কপোলে প্রেম ছিল বলেই
চেয়েছি থেকে যেতে অনন্তকাল।
২| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ২:১১
অদ্বিতীয়া আমি বলেছেন: ঐ চোখে বিষ আর কপোলে প্রেম ছিল বলেই
চেয়েছি থেকে যেতে অনন্তকাল।
বেশ ভালো লাগলো ।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩
বৈরী হাওয়া বলেছেন: ধ্যবাদ অদ্বিতীয়া।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
বৈরী হাওয়া বলেছেন: মানুষ তুমি মানুষ হলে না
হলে চাটুকার
তুমি তোমারেই চিনলে না
কবরে বিশ্বজয়!!