নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষ বলছি

বোকা মানুষের কথা

একজন বোকা মানুষ বলছি, নিজের সম্পর্কে বললে বলতে হয় আমি একজন অতিব বোকা প্রকৃতির মানুষ। একটু বুদ্ধিমান হবার চেষ্টা করছি, চালাক হতে চাইনা। কারণ, চালাক অপেক্ষা বুদ্ধিমান ভালো। আর বর্তমান এ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সাথে যুক্ত আছি।

বোকা মানুষের কথা › বিস্তারিত পোস্টঃ

হয়তোবা বোকা আমি

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫

হতাশার মাঝে খুঁজি আশার আলো!

লোকে বলে, “বোকা তুমি, নির্বোধ কোথাকার!”

হেসে বলি আমি, “হয়তোবা তাই-

বোকা বলেই তো হাসি নির্লজ্জের মত।”

দুঃখের মাঝে সুখ খোঁজা; বোকাদেরই কাজ।

যখন দৃপ্ত কণ্ঠে বলি, “এদেশ আমার,

বুকের শেষ রক্ত দিয়ে করব তাকে ধন্য।”

মানুষ বলে তখন, “পাগল তুমি,

যাদের জন্য করছ এই কাজ-

তারা কী দেবে তোমায় বল?”

আমি বলি “হয়তোবা তাই-

পাগল আমি, মাতাল আমি,

কখনোবা নেশাখোর, তবু ভাল।”

লোকে বলে, “বোকা তুমি, বুজবেনা

তোমায় নিয়ে হচ্ছে কত খেলা!”

আমি বলি “হয়তোবা তাই।

তবে মশাই, এই খেলায় পাচ্ছি-

ভীষণ মজা আমি, জানি জানি

আর বলতে হবেনা, বোকা আমি।

বোকাই থাকতে চাই।”

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

উড়ালপঙ্খি বলেছেন: বেশ ভালো লিখেছেন

শুভেচ্ছা রইল

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০২

বোকা মানুষের কথা বলেছেন: ধন্যবাদ। দোয়া করেন, লেখা যাতে চালিয়ে যেতে পারি।

২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭

আমি পাগল বলেছেন: চাচা, তুমি তো বোকা ই... :-P :-P =p~

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৪

বোকা মানুষের কথা বলেছেন: আপনার আসল পরিচয়টা মনে হয় আমি জানি। যা বলার তা সামনাসামনি বলব। আসলেই আমি বোকা। বোকার রাজ্জে বসবাস করি, আরো থাকতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.