নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা_ছেলে

বোকা_ছেলে › বিস্তারিত পোস্টঃ

একটুর জন্য বেঁচে গেলাম

২৪ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৮



গত কাল রাত ১১:৩০ দিকে আমাদের বাসার সামনের রাস্তায় গ্যাসের পাইপ লিক হয়ে আগুন ধরে যায়....তারপর আমি আমাদের বাসার গ্যাসের চাবি বন্ধ করলাম..........মসজিদের মাইকে এনাউন্স করা হল..................



তারপর ঘটনাস্থল দেখতে গেলাম.......কিছুক্ষনের মধ্যেই হঠাত ভয়ানক শব্দে গ্যাসের নির্গমন বেড়ে গেল........তারপর সবাই দৌড়........যে যার মত.......প্রায় ৫০ জন বা তার বেশী মানুষ.......আমিও দৌড় মনে হল এই বুঝি আগুন আমার পিছনেই ...........কোন রকমে একটু দুরে আসার পর মনে হল শব্দ কমেছে..........ভাই বিশ্বাস করেন ...... মনে হচ্ছিল এই বুঝি আমি শেষ...



ড্রেনের পিটের ভিতর আগুন জলছিল...আর গ্যাস বের হচ্ছিল......পুরা এলাকায় গ্যাসের গন্ধ.........



এর পর তিতাস গ্যাস থেকে লোক এসে প্রায় ভোর ৫টা পর্যন্ত কাজ করে সমাধান করল...........

রাত প্রায় ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারেন্ট ছিলোনা........



উফ..............বড় বাচা বেচে গেলাম মনে হয়....................

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৮

মদন বলেছেন: আল্লাহ ভরসা

২| ২৪ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩১

শোভন এক্স বলেছেন: হুমম। আগুন লাগলে খবর ছিলো।

৩| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৮:০২

সরল মানুষ বলেছেন: ঐ মিয়া ..... X(( X((

ফোন দিয়েন একটা..... আর না হয় পল্টন আইলে খপর আছে......... X(( X((

বাহ! সেইফ হইলেন কবে ?? :)

১৬ ই মার্চ, ২০১১ রাত ৮:১৮

বোকা_ছেলে বলেছেন: উপস...ডরাইসি.........

৪| ১৬ ই জুন, ২০১১ বিকাল ৪:১৯

সাইমনরকস বলেছেন: ভাল লাগল। আমাকে জেনারেল করা হইছে। আমিও আবার সেফ হতে চাই। ধন্যবাদ।

৫| ০১ লা জুলাই, ২০১২ দুপুর ১২:০৪

মোমের মানুষ বলেছেন: ভাইজান তাড়াতাড়ি মিলাদ দেন, জানের উপর দিয়া এত্ত বড় বিপদ কাইটা গেল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.