![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
view this link
অনেকদিন ধরেই লিখবো লিখবো করছি, লিখা আর হচ্ছে না। কিন্তু হঠাৎ মনে হল এমনই অনেক দেরি হয়ে গেল, আর না। হঠাৎ করে ধর্ষন যে হারে বেড়ে গেছে, মনে হল একটু লিখা খুব প্রয়োজন। হঠাৎ করে বাঙ্গালী পুরুষের কি এমন হল যে তারা আর নিজেদের সামলে চলতে পারছেন না একদমই ? প্লো-গ্রুপ, নার্সারির শিশুদের ও রেহাই দিচ্ছেন না ? কামবোধ আগে কম ছিলো, তবে কি এখন কোন দৈবিক কারনে বেড়ে গেল? আমি কট্টর নারিবাদি নই, পুরুষ নিয়ে আমার কোন এল্যার্জিও নেই। আমি জেনারালাইজ করেও কিছু লিখতে চাইছি না। আমি বলছি না দুনিয়ার তাবদ পুরুষরাই খারাপ, না মোটেও তা নয়। আমরা সবাই একধিক সত্তা নিয়ে জগৎ এ আসি। আমি কি করবো আর কি করবো না সেই সিদ্ধান্তই আমাকে আমি আর আপনাকে আপনি করে তোলে ।।মুল বিষয় থেকে দূরে সরে যাচ্ছি। আর ভুমিকা না দিয়ে যা বলতে চাচ্ছি সরাসরি বলি। আপনাদের কখনো কি মনে হয়েছে আজকের এই অবস্থার জন্য সোস্যাল মিডিয়া আর অনলাইন ওয়েব নিউজ পোর্টালগুলো অনেকাংশে দায়ী!! অনলাইন নিউজ পোর্টালগুলো যা মন চাইছে তাই লিখছে। এই বিষয়গুলো দেখার কি কেউ নেই? যে নিউজটি দেখে না লিখে পারলাম না তার লিংকটা নিচে জুড়ে দিলাম
http://www.bd24live.com/bangla/article/44960/index.html
এটা দেখে কিছুক্ষন থমকে ছিলাম। ঠিক কারা কোন রুচিবোধ আর মানসিকতা নিয়ে এই ধরনের লিখা ওয়েবে ছাড়েন!! আর কারাইবা এই পোর্টালগুলো চালান? জানবার প্রবল ইচ্ছা গোপন করতে পারছিনা। সোস্যাল মিডিয়াগুলো এখনতো আর শুধু প্রাপ্ত বয়স্করা ব্যবহার করছে শুধু তাতো আর নয়। ছোট ছোট কমলমতি শিশুরাও ব্যবহার করছে। এইসব কুরুচিপূর্ণ লিখাগূলো এইসব ছেলেমেয়েগুলোর কি ক্ষতি করছে তা কি আমরা একটিবারো ভেবে দেখছি? যারা লিখছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনার সন্তান বা ভাই-বোন কি এইসব পড়ছেনা? আপনি কি ইচ্ছে করে এইসব মানুষের মাথায় বোপন করছেন না ? প্রতিটা নিউজিই থাকে ডাবল মিনিংয়ের। সাথে আবার লিখা থাকে ভিডীওসহ!! এই সোয়স্যাল মিডিয়া আজ এই চরম অবস্থার জন্য অনেকাংশে দায়ী। আজ নারীরা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তা আপনাদের সৃষ্টি। যে কুরুচিপূর্ন লিখা দিয়ে বাজারে বিক্রি বারাচ্ছেন তা কিন্তু আপনার সন্তানেরো ক্ষতির কারন হতে পারে। যে শুভ্র যুবকে এই মুহূর্তে আপনি উত্তেজিত করে দিলেন আপনার লিখা দিেয় সে যে আপনার
কন্যার উপরই তার লালসা চরিতার্থ করবে না সেটা কি করে ভাবলেন? তাই ওনলাইন এক্টইভিস্টদের কাছে এই আবেদন থাকবে যে আপনারা এই বিষয়গলো একটু
কি দেখতে পারেন না? একটা ছোট প্রতিবাদ ও কি করা যায় না? আমার কি ? আমারতো কেউনা। আমার কি দায়? এইভাবে যদি সবাই ভাবি তবে কি আমরা কখনও নতুন আলোর মুখ দেখবো?
২৭ শে মে, ২০১৫ রাত ১০:৫৯
হ্যাপী বলেছেন: কিন্তু এভাবে কতদিন? আমাদের কিছু করা উচিৎ।
২| ২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
খালিদ১৪ বলেছেন: সোশাল মিডিয়া আরো ধর্ষণকে উৎসাহিত করে ... নেগেটিভ ভাবে/ ভাষায় খবর প্রদর্শন করে বা তাদের টেকনিক্যাল ভাষা দ্বারা ..
২৭ শে মে, ২০১৫ রাত ১১:০২
হ্যাপী বলেছেন: হ্যা। সেটাই বললাম। স্ক্রিনিং দরকার এইসব ব্যাংয়ের ছাতা ওয়েবগুলো্।
৩| ২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
আবদুর রব শরীফ বলেছেন: বেপারটা নিয়ে আমিও ভাবছি এবং একটি ব্লগও লিখছিলাম
Click This Link
২৭ শে মে, ২০১৫ রাত ১১:০৩
হ্যাপী বলেছেন: এই পোর্টালগুলো কারা নিয়ন্ত্রন করছে?
৪| ২৭ শে মে, ২০১৫ রাত ১০:১২
চাঁপাডাঙার চান্দু বলেছেন: অনেকটাই একমত আপনার সাথে। তবে কিছু বিষয় বাদ থেকে যায়, কালকে এক ছোট বোনকে বলছিলাম, "তিনটা শব্দ; ধর্ষণ, ছাত্রলীগ, উপজেলার নাম" লিখে গুগোলে সার্চ দাও, দেখি কয়টা উপজেলা বাদ যায়!! জেলার হিসাব অনেক আগেই পেরিয়ে গেছে।
জীবনে মাইক্রোতে বন্ধুবান্ধব নিয়ে তো আর কম ঘুরিনি, ছাত্র রাজনীতিও কম করিনি। পহেলা বৈশাখে একটা মেয়ের শ্লীলতাহানী বা মাইক্রোতে একটা উপজাতি মেয়ে উঠিয়ে নেওয়া হবে, এটা দুঃস্বপ্নেও কল্পনা করা যায় না।
হ্যা, সাইকো, পারভার্ট আমাদের মাঝেও ছিল; কিন্তু সেইটা ১০০ জনের মাঝে একটা সর্বোচ্চ। এরা মাইক্রোতে উঠার পারমিশনও পায়নি কখনো। কিন্তু এখন দেখা যাচ্ছে মাইক্রো ভর্তি করে এরাই ঘুরে বেড়াচ্ছে; সবাই চেইন খুলে রেডি, কিন্তু একটাও মানুষ হয়ে মেয়েটার পাশে দাঁড়াচ্ছে না।
২৭ শে মে, ২০১৫ রাত ১১:০৬
হ্যাপী বলেছেন: কথা হল যে আমরা আসলে কি নিচ্ছি? টিভি,মিডিয়া, সোস্যা্ল সাইট থেকে? অই ভারতের মত শিক্ষা ?
৫| ২৭ শে মে, ২০১৫ রাত ১০:২৭
শতদ্রু একটি নদী... বলেছেন: এই দেশে ফেসবুক ব্যান করা হইলে সবার আগে সাধুবাদ জানাইয়া পোস্ট দিমু আমিই। অনলাইন মিডিয়াগুলা তো হাওয়ার থাইকা খবর প্রডিউস করে। ঘটনা না ঘটলেও সংবাদ হইয়া যায়, ঘটলে তো কথাই নাই।
২৭ শে মে, ২০১৫ রাত ১১:০৭
হ্যাপী বলেছেন: বিষয় গুলি দেখবার কি আসলে ঈ কেউ নেই?
৬| ২৮ শে মে, ২০১৫ রাত ১২:০৪
তৌফিক মাসুদ বলেছেন: দারুন বলেছেন। সরকারের উচিত বাজে ও যৌন উত্তেজক ওয়েবসাইট বন্ধ করে দেয়া।
২৮ শে মে, ২০১৫ রাত ১২:১৫
হ্যাপী বলেছেন: হুমম
৭| ২৮ শে মে, ২০১৫ রাত ১২:২২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: একটা জিনিসকে ভালো আর খারাপ দুভাবেই ব্যবহার করা যায়। এইসব সোশ্যাল সাইট থেকে অনেকে জনমত গড়ে অনেক ভালো কাজও করে , শিক্ষামূলক ও ব্যবসায়িক ক্ষেত্রে অনেকেরই জীবন বদলে দিয়েছে ফেসবুক। আর খারাপেরা খারাপ দিকই তো বেছে নেবে। বন্ধ করার চেয়ে সঠিক গঠনমূলক ব্যবহার হচ্ছে কিনা সেটা মনিটর করাটা জরুরী।
৮| ২৮ শে মে, ২০১৫ দুপুর ২:৫১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি রেজওয়ানা আলি তনিমা আপুর সাথে একমত --- কঠিনভাবে এসব ওয়েবসাইটের মনিটর করা জরুরী --- আর ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ইতিবাচক আচার আচরনের উপর জোর দেয়া উচিত, কারন পরিবার হতে যা শিশু শিখে তাই দীর্ঘস্থায়ী হয় সবচেয়ে বেশি ----
৯| ২৮ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
তুষার কাব্য বলেছেন: দিন দিন আমরা কি নষ্টদের অধিকারে চলে যাচ্ছি ? না, কিছুতেই না,কোনভাবেই না! ওদের সংখ্যাটা খুব বেশি না।ওদেরকে এখনই আটকাতে হবে।আর স্ক্যানিং এর ব্যাপারে বলবো ভালো খারাপ সবসময় ছিল,এখনও আছে,ভবিশ্যতেই থাকবে।কিন্তু আমাদের খারাপ কে পরিত্যাগ করার মানসিকতা দেখাতে হবে যেমন ভালো বরণ করার সে হোক অনলাইন অথবা প্রিন্ট মিডিয়া ।
১০| ২৮ শে মে, ২০১৫ রাত ১১:৩১
আমি দামাল ছেলে বলেছেন: ইচ্ছে করে এদের বিরুদ্ধে অনেক কিছু করি, পরিকল্পনাও করি হয়ত, কিন্তু যখন দেখি আমি একা; তখন জ্ঞানীর দেশে মূর্খ কিংবা মূর্খের দেশের জ্ঞানীর মত নিজেকে মুখোশে আবৃত করে ফেলি আর অন্তর্ভূক্ত হয়ে যাই আর সবার মত নিষ্ক্রিয় দর্শকের দলে।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
কোনটে বাহে জাগো বলেছেন: একদম ঠিক বলেছেন