নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্দি কন্ঠস্বর

বন্দি কন্ঠস্বর

বন্দি কন্ঠস্বর › বিস্তারিত পোস্টঃ

আমার পোষ্টটি সরিয়ে দেয়া হলো কেনো?

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫

আমি সামুতে একজন নতুন ব্লগার।সামুর নিয়ম কানুন খুব ভালো বুঝি না।তবে চেষ্টা করি সামুর নীতিমালা মেনে লিখতে।
কিছুক্ষন আগে আমি একটা পোষ্ট দিয়েছিলাম। বর্তমানে আইন-শৃংখলার অবনতি এবং মানুষের মনুষত্ব কমে যাওয়ার উপরে একটা পোষ্ট দিয়েছিলাম।
নান্দাইলে এক শিশুর উপর চরম অমানূষিক ঘটনার উল্লেখ করে পোষ্টটি দিয়েছিলাম। এতে আমি দুটি জাতীয় দৈনিকের লিঙ্ক ব্যবহার করেছি।একটি ইত্তেফাক ,আরেকটি যুগান্তর।

১)জমি-পাওনা টাকা উদ্ধারে যেতে পারবে না পুলিশ এখানে

২)বাবাকে না পেয়ে শিশুর নাড়িভুঁড়ি বের করে ফেলল সন্ত্রাসীরা

পুলিশের বর্তমান অধঃপতনের জন্য ব্যঙ্গ করে হেডিং দিয়েছিলাম আইন এখন নিজের হাতে তুলে নেয়ার সময়!!!
সামু কিছুক্ষন পর পোষ্টটি সরিয়ে নিচের নোটিশটি পাঠালো,


dear blogger, your post (আইন এখন নিজের হাতে তুলে নেয়ার সময়!!!) have been deleted due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog. regards, somewherein blog team.
dear blogger, your access has been temporarily banned for days due to violation of the blog rules. the blog rule attached and pasted, 3d. any fictitious post that is presented in a form of news that may unrest the community. ৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে । regards, somewherein blog team.

আমি কিভাবে কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরী করেছি? এখানে দুটি জাতীয় দৈনিকের লিঙ্ক ব্যবহার করেছি।
উল্লেখ্য পোষ্টটিতে শিশুটির আহত হওয়ার বিভৎস ছবি ছিলো।এগুলো নিচের দিকে দিয়েছি যাতে কারো মনে ভীতির সঞ্চার না হয়।



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৪

সুরাইয়া বীথি বলেছেন: আমি ও সামুর একজন নতুন ব্লগার ! তবে আমি মনে করি সামু যে ধরনের ব্লগ সমর্থন করে সেগুলো পোস্ট না দেওয়াই সমীচিন ! " আইন এখন নিজের হাতে তুলে নেয়ার সময় " এ ধরনের আপত্তিকর শিরোনাম ব্যঙ্গ করে হলে ও না দেয়াটাই যুক্তিযুক্ত !

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪

বন্দি কন্ঠস্বর বলেছেন: সরিয়ে দেয়া পোষ্টটা না পড়ে মন্তব্য করেছেন। মানুষ যাতে আইন এখন নিজের হাতে তুলে না নেয় আর আমাদের আইন-শৃংখলা বাহিনীর যাতে সৎ ভাবে কাজ করে, পোষ্টের মুল বিষয়বস্ত এইটাই ছিলো।

২| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি যে ছবিগুলো দিয়েছেন তা অত্যন্ত বিভৎস, এই ধরনের ছবি প্রথম পাতার জন্য উপযুক্ত নয়। আপনার কোন সমস্যা বা কোন অভিযোগ থাকলে তা আমাদের সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করবেন। এই ভাবে পোস্ট দিয়ে নয়।

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৮

বন্দি কন্ঠস্বর বলেছেন: মেইল পাঠালে রিপ্লাই দেয়া হয় না।
আমিতো পোষ্টের উপরেই সাবধান বানী দিয়েছি ছবিগুলো বিভৎস।বিভৎস বলেই ছবিগুলো আমি নিচের দিকে দিয়েছি। আর ছবি না দিলে কেমনে বুঝবে কতটা বিভৎস কান্ড ঘটিয়েছে সেই জানোয়ারগুলো।
যদি বিভৎস ছবির কারনেই সরিয়ে ফেলা হয়,তবে সেটা নোটিশে উল্লেখ করলেই হতো।খামাখা যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে এই কারন উল্লেখ করা হলো কেন? তাহলে আমি এই পোষ্টটাও দিতাম না আর ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যেতাম, এ ধরনের ছবি না দিয়ে পোষ্ট করতে। কি ধরনের এডমিন দিয়ে সামু চালায়? এক কারনে সরিয়ে দিয়ে অন্য কারন উল্লেখ করে।

যাই হোক, রিপ্লাই পেলেই আমি নিজেই এই পোষ্টটা সরিয়ে ফেলবো।

৩| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৭

নুর আমিন লেবু বলেছেন: আমি ও নতুন একজন।।। সুরাইয়া বীথির সাথে সহমত পোষন করলাম।।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.