![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশে বাতাসে খবর ঘুরে বেড়াচ্ছে, রাখাল রাজা নাকি এবারের বলির পাঠা।তিনি অর্থ চুরির ঘটনা চেপে রেখে বিশাল অপরাধ করেছেন।তাই তাকে সরে যেতে হবে। টক শোএর বিজ্ঞরা এত দিন মৌনব্রত পালন শেষে, আকাশ বাতাস কাপিয়ে ফেলছেন, কেন তিনি অর্থ চুরি গোপন করলেন? অর্থ উদ্ধার এখন আর আলোচনার বিষয় না।অথচ দুই দিন আগেও ড. আতিউর ছিলেন তাদের কাছে বরেন্য ও অনুসরনীয় ব্যক্তি। ড. আতিউর এর সময় বাংলাদেশের ইতিহাসে (সোনালী ব্যাঙ্কের ৪হাজার কোটি,বেসিক ব্যাংকের ১২শ কোটি,শেয়ারবাজার কেলোংকারী)এত কেলংকারী হয়েছে,ওনারা এতদিন নাকি বুঝতে পারেন নাই।
আসলে আওয়ামীলীগের সমস্যা মিনিমাইজ করার কৌশল দেখে বার বার মুগ্ধ হয়ে যাই।
আওয়ামীলীগের কৌশল হচ্ছে যেকোনো বড় সমস্যা হলে প্রথমে চেষ্টা করে বিএনপি-জামাতের উপর চাপাতে,যদি দেখা যায় বিএনপি-জামাতের উপর চাপিয়ে পার পাওয়া যাবে না,তখন নিজেদের ভিতর একজনকে বলি দেয়,তাকে ভবিষ্যতে আরো বেশী মুল্যায়ন করবে,এই চুক্তিতে।
অর্থ চুরির ঘটনায়ও একই কৌশল খাটানো হচ্ছে।শোনা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে নাকি বরখাস্ত /পদত্যাগ করানো হবে।প্রধানমন্ত্রীর নাকি আতিউরের উপর অত্যন্ত ক্ষুদ্ধ।অথচ আতিউর রহমান ঘটনাটি অনেক আগেই ওনাকে জানিয়েছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও এ নিয়ে বৈঠক হয়। তবে এ আলোচনার বিবরণ তিনি জানাতে চান না।
বাংলাদেশ ব্যাংকের টাকা লোপাট, শেখ হাসিনাকে আগেই জানানো হয়েছে বললেন গভর্ণর ড. আতিউর
ডঃআতিউর রহমান যদি মিথ্যা বলে থাকেন, তাহলে প্রধানমন্ত্রীর অফিস থেকে এর ব্যাখ্যা দেয়া উচিত। আচ্ছা ধরে নিলাম, ডঃআতিউর রহমান মিথ্যা বলেছেন,কিন্তু এই খবর ফিলিপাইনের পত্রিকা অনেক আগেই ছাপিয়েছিলো।বাংলাদেশে অনেকে ফেসবুকে সে খবর প্রকাশও করেছিলো। বাংলাদেশের টাকা পাচার হলো, বাংলাদেশে কোন সাড়াশব্দ নেই, অথচ ফিলিপাইনের পুলিশ, কেন্দ্রীয় ব্যাংক, মিডিয়ার মাথা খারাপ হয়ে গেছে! বাংলাদেশের এত বড় বড় গোয়েন্দা সংস্থা,বিজ্ঞ ব্যক্তি,আইটি বিশেষজ্ঞ,দুনিয়ার সব খবর রাখনেওয়ালারা কি তখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন?নাকি বিশেষ অংগের চুল ফালাচ্ছিলেন?
যাই হোক, এ যাত্রায় ড. আতিউর ভিলেন।ড. আতিউরকে দেশে থাকতে বরখাস্ত করা হলে,ক্ষুদ্ধ হয়ে অনেক কিছুই বলে দিতেন।যা মহা বিব্রতকর হত (সোনালী ব্যাঙ্কের ৪হাজার কোটি,বেসিক ব্যাংকের ১২শ কোটি,শেয়ারবাজার কেলোংকারী) ।কারন এই সরকারের অনেক কেলোংকারি তিনি জানেন।এ জন্য উনি এত হুলুস্থুলের মধ্যেও দিল্লী গিয়েছেন, বলির পাঠা কিভাবে হবেন তা নিয়ে আলাপ করার জন্য।।ড.আতিউর দিল্লীতে নিজের ভবিষ্যত কনফার্ম করে নিজেকে বলির পাঠা বানাতে রাজি হয়েছেন।এখন সে হয়ত পদত্যাগ/বরখাস্ত হবেন, এই শর্তে, ভবিষ্যতে পরিস্থিতি ঠান্ডা হলে,তাকে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বা এরকম কোন পদ দেয়া হবে।কি সুন্দর সমাধান!!!চারিদিকে ধন্য ধন্য পরে যাবে।
সুতরাং এখন টাকা উদ্ধারের আশা বাদ দিয়ে ,ড. আতিউর পদত্যাগ নিয়ে আমাদের সন্তষ্ট থাকতে হবে আর আওয়ামী লীগের কৌশলে বারবার মুগ্ধ হতে হবে।
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪
বন্দি কন্ঠস্বর বলেছেন: পদত্যাগপত্র দিলেন গভর্নর
এখন নির্ভয়ে টকশো,মিডিয়া ওয়ালারা ওনাকে কষে নির্ভয়ে গালি দেবেন আর পাছায় তালিয়া বাজাবেন।কিন্তু গরীবের কষ্টের টাকার কথা বলবেন না। এসব নাটক সিনেমা দেখতে দেখতে বোরড হয়ে গেলাম।
২| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হিরক রাজাও লজ্জ্বায় মূখ লুকাবে...................
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১১
বন্দি কন্ঠস্বর বলেছেন: হিরক রাজার গল্প বইয়ে পড়েছি,কিন্তু এই প্রজন্মের দুর্ভাগ্য বা সৌভাগ্য হলো নতুন হিরক রাজার গল্প বাস্তবে দেখা।
৩| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২২
বিজন রয় বলেছেন: শেম শেম।
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
বন্দি কন্ঠস্বর বলেছেন: টক শো ওলার শুধু ড. আতিউরের চেপে যাওয়ার কথা বলতেছে।হায়রে বিজ্ঞজনেরা, আগে তোমাদের স্যান্ডেল দিয়া বাইরানি উচিত।বিদেশী পত্রিকায় প্রকাশের পরও ড. আতিউর কিভাবে চেপে রাখে?তোমরা নাকি দেশী-বিদেশী পত্রিকা পড়?তাহলে তোমরাও জানলে না?এই জ্ঞান নিয়া জাতিকে উপদেশ দাও? তোমাদের ভাড়ামি দেখলে,এখন মানুষ হাসে।রাস্তার দোকানদাররাও জানে উপর থেকে না বলা হলে ড. আতিউরের ক্ষমতা নাই চেপে রাখার।
৪| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫২
ফাহিম আবু বলেছেন: ফাটাফাটি লেখা !! লেখাটা পডলে এখন চেতনাবাজদের বিশেষ অংগে চুলকানি শুরু হয়ে যাবে
১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮
বন্দি কন্ঠস্বর বলেছেন: চেতনাবাজরা এখানে এসে চুলকানোর সাহস পাবে না।টয়লেটে গোপনে খুব ভালো করে চুল্কে আসবে।
৫| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
পদ্মা_েমঘনা বলেছেন: "সুতরাং এখন টাকা উদ্ধারের আশা বাদ দিয়ে, ড. আতিউর পদত্যাগ নিয়ে আমাদের সন্তষ্ট থাকতে হবে আর আওয়ামী লীগের কৌশলে বারবার মুগ্ধ হতে হবে" ---সেইরাম মন্তব্য।।।
পোষ্টে প্লাস।
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪
বন্দি কন্ঠস্বর বলেছেন: চুরির দায়ে পদত্যাগ করে এখন ডঃআতিউর রহমান মহান ও সততার প্রতীক।মনে পড়ে যায় দেশপ্রেমিক সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের কথা।
৬| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪১
সোহানী বলেছেন: সুতরাং এখন টাকা উদ্ধারের আশা বাদ দিয়ে ,ড. আতিউর পদত্যাগ নিয়ে আমাদের সন্তষ্ট থাকতে হবে আর আওয়ামী লীগের কৌশলে বারবার মুগ্ধ হতে হবে।
দারুনতো পলিটিক্সের জন্য কোন নোবেল আছে নাকি !!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫
বন্দি কন্ঠস্বর বলেছেন: পলিটিক্সের জন্য নোবেল ,অস্কার,পুলিতজার থাকতো, তাহলে সকল পুরুস্কার আওয়ামী লীগ পেত।
৭| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৫০
মিলন মাযহার বলেছেন: কই! টাকা চুরি হয়ছে নাকি? এইসকল কথাবার্তা বোগাস ও রাবিশ।
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৩
বন্দি কন্ঠস্বর বলেছেন: এইসকল কথাবার্তা বোগাস ও রাবিশ কারন যারা নিজেদেরকে এই টাকার মালিক মনে করে,তারাই টাকা নিয়েছে।এটা চুরি না।
৮| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৩:৪৬
কলাবাগান১ বলেছেন: প্রধানমন্ত্রী ও জানতে পারেন এক মাস পরে
"পলিটিক্সের জন্য কোন নোবেল আছে নাকি"
তা নাই কিন্তু ঘোলা জলে মাছ ধরার জন্য উঠেপড়ে লাগার জন্য আছে
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৪
বন্দি কন্ঠস্বর বলেছেন: প্রধানমন্ত্রী ও জানতে পারেন এক মাস পরে যদি তাই হয় তাহলে বলতে হবে প্রধানমন্ত্রীর অফিসে সব অকর্মার ঢেকিগুলো বসে।যা ফিলিপাইনের পত্রিকায় প্রকাশ হয়,তা তিনি জানতে পারেন এক মাস পরে!!! এটাও বিশ্বাস করতে হবে?
আর জল ঘোলা হলেও বেশী ঘোলা নয়। আর মাছগুলোও বড় বড়।তাই খালি চোখে অনেক মাছ দেখা যাচ্ছে।
৯| ১৬ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আওয়ামীলীগের কৌশল হচ্ছে যেকোনো বড় সমস্যা হলে প্রথমে চেষ্টা করে বিএনপি-জামাতের উপর চাপাতে,যদি দেখা যায় বিএনপি-জামাতের উপর চাপিয়ে পার পাওয়া যাবে না,তখন নিজেদের ভিতর একজনকে বলি দেয়,তাকে ভবিষ্যতে আরো বেশী মুল্যায়ন করবে,এই চুক্তিতে....................+++++++++++++++
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৫
বন্দি কন্ঠস্বর বলেছেন: খেয়াল করে দেখুন,এরকম নাটক সিনেমা বানিয়েই সরকার চালাচ্ছে।
১০| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আওয়ামীলীগের মাথা আসলেই জিনিয়াস।
চমৎকার চমৎকার আইডিয়া দিয়ে দেশবাসীকে ব্যস্ত রাখছে।
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১
বন্দি কন্ঠস্বর বলেছেন: সমস্যা হলো এই আইডিয়াগুলো মানুষ বুঝে ফেলে।কিন্তু আপাতত করার কিছুই নাই।
১১| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৬
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: এত বুদ্ধি লেখকের!!!
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮
বন্দি কন্ঠস্বর বলেছেন: বুদ্ধি আওয়ামীলীগের থিংক ট্যাংকের।লেখকের অভিজ্ঞতা।
১২| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩২
হাসান নাঈম বলেছেন: "সুতরাং এখন টাকা উদ্ধারের আশা বাদ দিয়ে ,ড. আতিউর পদত্যাগ নিয়ে আমাদের সন্তষ্ট থাকতে হবে আর আওয়ামী লীগের কৌশলে বারবার মুগ্ধ হতে হবে। " এই মুগ্ধতা দিয়ে যতদিন আচ্ছন্ন করে রাখা যায় ততদিনই এই সরকারের আয়ু।
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৫
বন্দি কন্ঠস্বর বলেছেন: কবে কাটবে এই আচ্ছন্নতা!!!?
১৩| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৮
সাইফুল আরিফিন কাব্য বলেছেন: আওয়ামিলীগ যে কি জিনিস তা সেই বোঝে যে এর যাতাকলে পড়ে
১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬
বন্দি কন্ঠস্বর বলেছেন: সহমত। তবে এখন পুরো দেশ আওয়ামিলীগের যাতাকলে পড়ে বুঝতেছে।
১৪| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৭
খোলা মনের কথা বলেছেন: এখানে কোন চেইত না বাজদের কমেন্ট পেলাম না। মনে সবাই টাকা উদ্ধারের কাজে ব্যস্ত আছে।
সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে
১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮
বন্দি কন্ঠস্বর বলেছেন: ধন্যবাদ আপনাকে। চেইত না বাজরা আসলে খুশী হতাম।আরো কিছু জ্ঞান হাসিল করতে পারতাম।তবে ওরা গালি ছাড়া যুক্তি সংগত কথা বলতে পারে কি না সন্দেহ।
১৫| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪২
প্রতিবাদী ডাঃ আবদু সালাম বলেছেন: কষ্ট নেবে কষ্ট গাছে কষ্ট গায়ে কষ্ট মনে কষ্ট!!!
১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০
বন্দি কন্ঠস্বর বলেছেন: কষ্ট নয়, ভ্রষ্ট।কষ্টের জায়গায় ভ্রষ্ট লিখে দিন
১৬| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৩:০০
মজনু ০০৭জহ্যাপি বলেছেন: শেম শেম
২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩১
বন্দি কন্ঠস্বর বলেছেন: ওদের কাছে এটা ফান ফান।
১৭| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৫
রাশেদ রাহাত বলেছেন: সহমত ঁ+++
২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮
বন্দি কন্ঠস্বর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বড়ই চমেতকার!