![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি একজন দ্বিতীয়প্রজন্মের মুক্তিযোদ্ধা।ক্রিকেটিয় দেশপ্রেমের মানদন্ডে আপনি কঠিনভাবে উত্তির্ন।কারন বাংলাদেশের ক্রিকেট নিয়ে যেকোনো ষড়যন্ত্রের প্রতিবাদ সবার আগে করেন।সানি-তাসকিন নিষিদ্ধ হওয়ার খবর শুনেই কিবোর্ড নিয়ে ঝাপিয়ে পড়েছেন।বিশ্লেষন করে দেখিয়েছেন, ষড়যন্ত্র করে কিভাবে ৩ মিনিটি ৯টি বাউন্সার বল তাসকিনকে দিয়ে করিয়ে তাকে নিষিদ্ধ করা হয়। শুরু করে দিয়েছেন আইসিসি তথা ভারতের মুন্ডুপাত। আপনি সশ্রদ্ধ সালাম গ্রহন করুন।
কিন্তু সাবধান,ভারতকে গালি দিতে যেয়ে যে কাজগুলো করলে মুক্তিযোদ্ধা কোটা থেকে আপনি দেশদ্রোহীর তালিকায় পড়ে যেতে পারে।
১)যেহেতু আপনি সীমান্ত এলাকায় থাকেন না,তাই বিএসএফ প্রায় প্রতিদিন একজন করে বাংলাদেশী মারলে আপনি প্রতিবাদ করবেন না।।কারন ২/৩ হাজার টাকার লোভে ফকিন্নির বাচ্চারা গরু আনতে গিয়ে গুলি খায়।আপনার পাপা আপনাকে এই টাকা প্রতিদিন হাতখরচ দেয়।তাছাড়া কোলেষ্টরেল বেশী বলে গরুর বদলে আপনি মুরগী খান।
২)আপনি বাসায় ওয়াসার পানি খান।বিশুদ্ধ পানির দরকার হলে ফিল্টার মেশিন আছে, বোতলজাত পানি আছে।সুতরাং ভারত পানি না দিলে আপনার কিছু যায় আসে না।আপনার মাথায় ঢোকে না,ভারত পানি না দিলে সমস্যাটা কি?ওয়াসার থেকে পানি নিলেই পারে।সুতরাং উত্তারঞ্চল মরুভুমি হয়ে গেলেও আপনি প্রতিবাদ করবেন না।
৩)আপনি জানেন ৭১ এ ভারত আমাদের অনেক সাহায্য করেছে। তাই নামমাত্র মুল্যে ট্রনজিট দিয়ে সেই ঋন পরিশোধ করার সুযোগ আছে।তাই এর প্রতিবাদ করা আর অকৃতজ্ঞ হওয়া একই কথা।
৪)আপনার বাসার ছাদে বিভিন্ন গাছ লাগিয়েছেন। তাই ভারতের আগ্রহে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে সুন্দরবন ধংশ হলেও আপনার কিছু যায় আসে না।আর বাঘ-হরিনতো চিড়িয়াখানায়ই আছে।আবার বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশী বিদ্যুৎ উতপাদন হলে আপনি নিরিবিচ্ছিন্ন খেলা দেখতে পারবেন।সুতরাং যারা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে তারা আপনার খেলার শত্রু।
৫) আপনি জানেন ৮০০ কোটি টাকা লূট হয়েছে বাংলাদেশ ব্যাংকের,আপনার নয়।তাই এর প্রতিবাদ করা,আর অন্যের নানী মারা গেলে শোকে কান্না করা একই কথা।
৬)আপনি শুধু জুমার নামাজ পড়তে যান।কোর্ট রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিতে পারে শুনেছেন,কিন্তু জুমার নামাজতো নিষিদ্ধ করার কথা বলে নাই।তাই এর প্রতিবাদ পরে করলেও চলবে।আর আপনি জানেন,যারা এর প্রতিবাদ করছে,তারা মৌলবাদী,জংগী।তাই আপনি তাদের সাথে নাই।
এই প্রতিবাদগুলো করলে সরকার তথা ভারত মাতা খুব রাগ করতে পারে তাই এগুলো মনে রেখে আপনি যত ইচ্ছা গালাগালি করুন,মিছিল করুন, কোনোই সমস্যা নাই। উপরন্তু আপনি পেয়ে যেতে পারেন এ যুগের বীরশ্রেষ্ঠ উপাধি।
*উত্তেজনা বেশী বেড়ে গেলে আবার ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করতে যাইয়েন না। ডান্ডার বাড়ি কিন্তু সবগুলাই পাছায় পড়বে,মাটিতে না।
২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪০
বন্দি কন্ঠস্বর বলেছেন: আপনি বীরপ্রতিক খেতাব পাবেন বলে আশা রাখি।
২| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬
ফাহিম আবু বলেছেন: আমরা এমন এক জাতি , যেখানে দেশের কোষাগার লোটপাটের চেয়ে খেলাটা অনেক বড
২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭
বন্দি কন্ঠস্বর বলেছেন: আপনার বাড়িতে ডাকাত পড়েছে, সব লুট করে নিয়ে গেল, টাকা পয়সা স্বর্ণ অলংকার, আপনার তিল তিল করে জমানো সম্পদ। আপনার মা বোনের সাথে অসভ্য ব্যবহার করল, ভাই আর বাবাকে দিল কয়েক ঘা। হঠাত আপনার বই য়ের ভেতর প্রেমিকার দেয়া একটা শুকনো গোলাপ ফুল ছিল, সেটাতে হাত দিতেই আপনি চিতকার করে উঠলেন বাংলা সিনেমার নায়কের মত.... তুই সব নিয়েছিস, এটা কিছুতেই নিতে পারবিনাআআআআআআআ্.....
যারা বুঝেননি, তাসকিন হলো ঐ গোলাপ ফুল ।
Chintito Chintafa এর ফেসবুক থেকে।
৩| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ক্রিকেট'কে ভালবাসতে কিছুই হারাতে হচ্ছে না, কিন্তু দেশকে ভালবাসতে হলে যে কিছু কষ্ট স্বীকার করতে হয় তা কেউ করতে চাচ্ছে না। শাসকরা কিছু মানুষকে নিয়ন্ত্রণ করেছে সুবিধা দিয়ে আর কিছু মানুষকে ভয় দেখিয়ে, শাস্তি দিয়ে। মিছেই দেশপ্রেমের বুলি অউড়াই আমরা।
"কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?"
২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১১
বন্দি কন্ঠস্বর বলেছেন: ক্রিকেট'কে ভালবাসতে কিছুই হারাতে হচ্ছে না, কিন্তু দেশকে ভালবাসতে হলে যে কিছু কষ্ট স্বীকার করতে হয় তা কেউ করতে চাচ্ছে না।
ধন্যবাদ,আমার পোষ্টের মুল বক্তব্যই এটা।আপনি এক কথায় প্রকাশ করে ফেলছেন।
৪| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৪
খোলা মনের কথা বলেছেন: আমরা বাঙ্গালী, কথায় বলে হুজুগে বাঙ্গালী। দেশ প্রেম আর চেতনায় ভরপুর টইটুম্বুর। তাসকিন-সানি অবশ্যই দেশের সম্পদ কিন্তু তার চেয়ে বড় বড় সম্পদ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে সেটা নিয়ে মাথা ব্যাথা নেই। কেউ গাছের গোড়া কাটছে আগাও কাটছে। আমাদের প্রতিবাদ আগা কাটা গাছের দিকে, গোড়াই কি হল এটা নিয়ে মাথা ব্যাথার সময় আছে নাকি???
ভাল লাগল আপনার লেখাটি
২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২২
বন্দি কন্ঠস্বর বলেছেন: যে দিন শেষ পেয়াজ চাষীটা মারা যাবে,শেষ ধানী জমিটা ভারতের করিডোর হবে,শেষ ফ্যাক্টরিটা দাদা বাবুরা দেনার দায়ে দখলে নিবে,শেষ মেডিসিনটা জীবনের চেয়ে বেশী মূল্যবান হবে,সে দিন দেশপ্রেমী সবাই জানবে " ক্রিকেট খাওয়া যায় না "!!
Shaheen Shahriar এর ফেসবুক থেকে।
৫| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬
ফাহিম আবু বলেছেন: দেশটা শাসনের নিয়ম হচ্ছে এই রকই , যেখানে সরকারের দেশ বিরুধী কাজ আডাল করতে খেলা দিয়ে আডাল করতে চায় !
২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৩
বন্দি কন্ঠস্বর বলেছেন: আর ভোদাই জনগন তা চেয়ে চেয়ে উপভোগ করে।
৬| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯
ইচ্ছে পাখি বলেছেন: প্রিয় লেখক,
একটু দ্বিমত পোষণ করছি, কিছু মনে করবেন না।
সব মানুষ এক রকম নয়, হাতের সব আঙ্গুল সমান নয়, সব মানুষের প্রিয় জিনিস এক নয়.................................................।
কেউ কখনোই একই সাথে সব বিষয়ে পারদর্শীও নয়...............................................................................................।
তাই করো আবেগ, ভালবাসা, দাবী অথবা প্রতিবাদকে ছোট করে দেখবেন না।
যে যেটা নিয়ে থাকতে চায় তাকে সেটা করতে দিন। সে তো আপনাকে খেলার জন্য পাগল হতে বলেনি, হয়তো আপনি খেলা বুঝেন ও না (বুঝতেও পারেন), কিন্তু যে বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলো নিশ্চয় ভাল বুঝেন!
তাহলে সেগুলো নিয়ে আন্দোলন শুরু করেন......................কেউকি আপনার পেছন থেইকা টাইনা ধইরা রাখছে নাকি?
২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩০
বন্দি কন্ঠস্বর বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। প্রথমে উপরের মন্তব্য ও তার উত্তর গুলো পড়ে দেখার জন্য অনুরোধ করছি।
ক্রিকেট নিয়ে প্রতিবাদের বিপক্ষেতো আমি বলি নাই।সানি-তাসকিনের নিষিদ্ধের জন্য কোটি ক্রিকেটপ্রেমীর মত আমিও ক্ষুদ্ধ ও মর্মাহত।কিন্তু একটা জিনিস মানুষ বুঝতেই চায় না, ক্রিকেট চলে গেলে দেশের তেমন কিছু হেরফের হবে না।কিন্তু আমি যেইগুলা বলছি,এই গুলার জন্য দেশের বিরাট ক্ষতি হবে। শিক্ষিত তরুনরাও যদি আবেগ দিয়া সব বিচার করে,তবে তা হবে অশিক্ষিত মুর্খ মানুষের মত। এই তরুনরা উপরোক্ত বিষয় নিয়ে একবার রাস্তায় নামতো,তাহলে বুঝতাম।এই জন্যই এইগুলারে আবাল বলি।
আপনি সব উন্নত রাষ্ট্রের দিকে তাকান,তারাও ক্রীড়ামোদি।কিন্তু এত আবেগ দিয়ে নয়।আগে নিজের দেশ,তারপরে খেলা।
আর আমাকে কেউ পিছন দিয়ে টাইনা রাখে নাই।তাই আমি প্রতিবাদ করি অনলাইনে ও অফলাইনে।বলতে বলতে আশা করি একদিন সাড়া পাবো। আপনিও আসুন,আপনার বন্ধু-বান্ধবদের নিয়ে আসুন,এটাই আমার কাম্য।
আর এভাবে বলার কারন হলো,কবির ভাষায়, আধ মরাদের ঘা মেরে তুই বাচা। এখন ঘা লেগে যদি কেউ মাইন্ড করে, তাহলে আমি ক্ষমাপ্রার্থি।
মনে রাখবেন,ক্রিকেট হলো ফ্যান্টাসি,এটাকে খাওয়া যায় না।
৭| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৮
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাল লিখেছেন । শুধু ভারত নয় পাকিস্তান ও বাংলাদেশের শক্রু
২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩১
বন্দি কন্ঠস্বর বলেছেন: দুনিয়ার সকল দেশ আরেক দেশের শত্রু। শুধু স্বার্থের কারনে বন্ধুত্বের ভান করে।পরিক্ষিত বন্ধু বা শত্রু রাষ্ট্র বলে কিছু নাই।
৮| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১
এরশাদ বাদশা বলেছেন: ওয়েল সেইড। নিজের দেশকে ভালোবাসতে হবে...পাকমন পেয়ার কিংবা ভারতপ্রেম কোনটাই জায়েয না।
২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫
বন্দি কন্ঠস্বর বলেছেন: সহমত।তবে নিজের দেশকে ভালোবাসতে হবে শুধু ক্রিকেটের জন্য নয়,সব কিছুর জন্য।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৭
বাংলার নেতা বলেছেন: বিশ্ব ক্রিকেট এর মোড়ল গুলো ক্রিকেট কে আর বাচতে দিবে না!