![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমন থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরীব-দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে।'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালে ৭ মার্চের সেই বিখ্যাত ভাষনের অংশবিশেষ।
আসলে পাকিস্তানীরা আমাদের বহিঃশত্রু মনে করতো,তাই গুলি চালাতে দ্বিধা করতো না।
কিন্তূ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে এলাকাবাসীদের কি সরকার বহিঃশত্রু মনে করে নাকি উন্নয়নের শত্রু মনে করে?
বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহত ৬ যদিও অসমর্থিত সুত্রে আরো অনেক বেশী বলা হচ্ছে।
তারাতো কয়লাবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে নয়।তারা জনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে প্রকল্প বাস্তবায়ন এবং প্রকল্পের জমি কেনার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলার জন্যও কর্তৃপক্ষের কাছে বিভিন্নভাবে বার্তা দেন।তারা চায় তাদের ভিটামাটি রক্ষা করতে। এইটাই অপরাধ।এই দেশে পাখি মারা অপরাধ কিন্তু পাখির মতো গুলি করে মানুষ মারা অপরাধ নয়।আবার মরলোও তারা।আসামীও তারা।
বাঁশখালীতে ৩ হাজার ২শ' জনের বিরুদ্ধে পুলিশের মামলা
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩০
বন্দি কন্ঠস্বর বলেছেন: বাংলাদেশের পুলিশ জানে শুধু গুলি চালাতে।মনে হয়, যত গুলি,তত তাড়াতাড়ি প্রমোশন।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯
বিজন রয় বলেছেন: মর্মান্তিক!!!
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০
বন্দি কন্ঠস্বর বলেছেন: শুধুই মর্মান্তিক?
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০২
রুপম হাছান বলেছেন: শুধুই মর্মান্তিক।
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯
বন্দি কন্ঠস্বর বলেছেন:
৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
লা-তাহ্যান বলেছেন: গণতন্ত্র গেছে নির্বাসনে,আর দেশ উঠবে শশানে !!
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৩
বন্দি কন্ঠস্বর বলেছেন: এ জন্যই বোধ হয় বার্ন হাসপাতাল বানানো হচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯
এন.এ.আনসারী বলেছেন: খুবই মর্মান্তিক ছিল কালকের ঘটনা। বাংলাদেশের পুলিশ কি আইএস এর রুপ ধারন করেছে??