![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা ঘুমায়।
আইন ঘুমায়।
আইন প্রনেতারা ঘুমায়।
উনি অবশ্য এখন চিরঘুমে।
আসুন আমরাও ঘুমাই।
১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪
বন্দি কন্ঠস্বর বলেছেন: আসুন ভালো একটা ঘুম দেই।
২| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮
সুশীল দত্ত বলেছেন: আহারে কি ঘুম রে
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১২
বন্দি কন্ঠস্বর বলেছেন: ঘুমের রাজ্যে দুনিয়া আনন্দময়।
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আসুন আমরা ঘুমাই.... ভাল্লাগছে খুব।।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭
বন্দি কন্ঠস্বর বলেছেন: ধন্যবাদ,আসুন আমরা ঘুমাই.
৪| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৯
মোজাহিদ আলী বলেছেন: জটিল কালেকশান
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৯
বন্দি কন্ঠস্বর বলেছেন: জট্টিল ঘুম!!!
৫| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১
রূপক বিধৌত সাধু বলেছেন: ঘুম ছাড়া জীবনে অাছে কী! ঘুমই সত্য!
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯
বন্দি কন্ঠস্বর বলেছেন: ঘুমই সত্য! বাকী সব মিথ্যা।
৬| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৫
গোধুলী রঙ বলেছেন: দুপুর বেলা খাওয়ার পর অফিসের ডেস্কে মাথা ঠেকিয়ে একটা ভাত ঘুম আমার প্রতি দিনের রুটিন।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৬
বন্দি কন্ঠস্বর বলেছেন: আপনি কি সরকারী চাকরী করেন?তাহলে এটা স্বাভাবিক ঘটনা।আর যদি বেসরকারী চাকরী করেন,তাহলে আপনি ভাগ্যবান।
৭| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরকম আরামের ঘুম ঈশ্বরের আশীর্বাদ। আন্নেরা হিংসা কইরেন না।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮
বন্দি কন্ঠস্বর বলেছেন: হিংসা করি নাই। বিনুদিত হইছি।
৮| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: শোকের থেকে ভোখ্ বড়,তার থেকেও ঘুম বড়।।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১
বন্দি কন্ঠস্বর বলেছেন: আমাদেরও ওরা এভাবে ঘুম পাড়িয়ে রাখে।
৯| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
তট রেখা বলেছেন: ঘুম পাড়ানি মাসি-পিসি এসো মোদের দেশে
ঘুরে যাও একটু এবার ঘুম পাড়াতে এসে।
শিক্ষক ঘুমায় ক্লাস রূমে বসে চেয়ার নিয়ে
কেউ বা ঘুমায় হাত-পা ছেড়ে বেঞ্চের উপর দিয়ে।
পুলিশ ঘুমিয়ে স্বপ্ন দেখে সেমিনারে বসে
আরো একজন আসামী ধরে, ঘুম পরীদের দেশে।
মন্ত্রী ঘুমায়, নেতা ঘুমায়, ঘুমায় সেসনে
কেউ বা ঘুমায় মঞ্চের উপর, তোরা কেউ চেচাসনে।
সবাই এরা ঘুমের রাজা, সবাই থাকে ঘুমে
আটশ কোটি চুরি হলো, রাজ কোষের রূমে।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৯
বন্দি কন্ঠস্বর বলেছেন: অসাম হইছে। সংগ্রহে রাখার মত।
১০| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০১
তানভীরএফওয়ান বলেছেন: Ha ha ha
তট রেখা sleeping poem ,nice.
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩০
বন্দি কন্ঠস্বর বলেছেন: আসলেই কবিতাটা সুন্দর।
১১| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫
গোধুলী রঙ বলেছেন: সরকারী চাকরি করলে তো ভাত ঘুম শুধু না অন্য অনেক ঘুমই থাকতো
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩১
বন্দি কন্ঠস্বর বলেছেন: তাহলে আপনার বস ভালা মানুষ।
১২| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০
অনির্বান ইসলাম বলেছেন: যারা দেশকে নিয়ে ভাবে তারা রাতে ঘুমাতে পারে না, তাই একটু ঝিমুনি আরকি, এটা দেশ উন্নয়নের লক্ষণ, দেশের জন্য তারা নিবেদিত প্রান
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪
শাহ আজিজ বলেছেন: ভাল সংগ্রহ ।