নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্দী কন্ঠস্বর।

বন্দী কন্ঠস্বর। › বিস্তারিত পোস্টঃ

৫৪ ধারার বহাল এবং পুলিশ-পাবলিক রিলেশন অফিসার চাই।

১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৫



আগে পুলিশ ৫৪ ধারায় গ্রেফতার করে পরদিন আদালতে পাঠানোর পর সাধারনতঃ জামিন হয়ে যেতো এবং আর কখনো হাজিরা দিতে হতো না।এটা একটা ভালো দিক ছিলো ৫৪ ধারার।

কিন্তু গত তিনদিনে ‘গনগ্রেফতার ঈদ উৎসবে’ প্রায় ১২ হাজারের মতো গ্রেফতার করেছে পুলিশ।এদের মধ্যে আদালতের নিষেধাজ্ঞা থাকার কারনে খুব কম সংখক ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।কিছু ডিএমপি এক্টে ,আর বাকীদের বিভিন্ন মামলা যেমন গাড়ী ভাংচুর,মাদক,অস্ত্র ইত্যাদি পেন্ডিং মামলায় ফাসিয়েছে।ফলে এসব মামলায় জামিন পাওয়া কঠিন হয়ে গেছে।আবার জামিন পেলেও পরবর্তিতে হাজিরা সহ নানান হয়রানির শিকার হতে হবে।

অর্থাৎ ৫৪ ধারায় যেখানে ছিলো সাময়িক একদিনের হয়রানি আর এখন আদালতের নিষেধাজ্ঞা থাকার কারনে অন্যান্য মামলায় ফাসানোর ফলে দীর্ঘমেয়াদী হয়রানীতে পড়ছে ভুক্তভোগী মানুষ।তাই ৫৪ ধারার বহাল থাকা জরুরী।

আবার সবাই এই ১২ হাজারের মতো গ্রেফতারের সমালোচনা করেছেন।কিন্তু এর বাইরে পুলিশ কমপক্ষে এর ৩ গুন বেশী লোক আটক করছে,যাদের কথা কেউ বলছে না। এদের মধ্যে অনেকে পুলিশের গাড়ী থেকেই,বাকীরা থানা থেকে নগদ ম্যানেজের মাধ্যমে ছাড়া পেয়েছেন।যাদের বিশ্বাস না হবে,সন্ধ্যার পর নিকটস্থ থানায় গেলে দেখতে পাবেন, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ভুক্তোভোগীদের স্বজনদের ভীড় এবং পুলিশ ও পুলিশের দালালদের বাণিজ্য মেলা।

এই ‘নগদ ম্যানেজ সার্ভিস’ পেতে হলে সঠিক লোক ধরা দরকার।কিন্তু ভুক্তোভোগীরা উলটা পালটা লোকের কাছে যেয়ে হয়রানীর স্বীকার হয়।তাই প্রত্যেক থানায় ‘পুলিশ-পাবলিক রিলেশন অফিসার’ এখন সময়ের দাবী।যাতে সঠিক লোকের কাছে সঠিকভাবে ম্যানেজ হতে পারে ভুক্তোভোগীরা।

সোজা কথা,যেহেতু সাধারন পাবলিকের কপালে হয়রানী আছেই,তাই যত কমভাবে হয়রানী হয় ততই ভালো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৭

শান্তির দেবদূত বলেছেন: খুবই খারাপ অবস্থা দেখছি :(

১৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৩

বন্দী কন্ঠস্বর। বলেছেন: আসল অবস্থা এর থেকেও খারাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.