নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঠাহর

ঠাহর › বিস্তারিত পোস্টঃ

দেশে ফেরা....

২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০২

প্লেনের চাকা যখন অস্ট্রলিয়ার মাটি ছেড়ে ডানায় ভর করে আকাশে উড়ল, মনে হলো আমি সত্যি সত্যি উড়ছি, আজি কি আনন্দ আকাশে বাতাসে...

দীর্ঘ তিন বছর পর নিজের মাটিতে ফিরেছি. অস্ট্রেলিয়া থেকে আসার সময় মালয়েশিয়া-তে transit . সেখান থেকেই বাংলাদেশের flavour পাচ্ছিলাম.

মালয়েশিয়া থেকে যে ফ্লাইট-এ উঠব, তার বেশিরভাগ যাত্রিই বাংলাদেশী. সবাই ঈদ-র ছুটিতে দেশে ফিরছে. মনে হচ্ছিল জগতে আনন্দ ছাড়া আর কিছু নেই. সবার হাতে বড় বড় ব্যাগ. প্লেনের ভেতর ব্যাগ রাখার জায়গা নেই এমন অবস্থা. লোকজন অস্থির হে যাচ্ছে, চিত্কার করছে,,,,, "সরেন ভাই, যেতে দেন, আপনার ব্যাগ সরান , এটা আমার জায়গা" একটা হুলস্থুল অবস্থা. এসব দেখে আমার প্রাণ ভরে উঠছে, এইনা আমার দেশ, দেশের মানুষ. যা হোক, সবাই ঠান্ডা হয়ে বসার পর প্লেন ছাড়ল. ৭-৮ জনের হুজুরদের এক দল আছে প্লেন-এ.

তারা দোয়া-কালামের বই বের করে পড়ছে. সম্ভত তাবলীগের লোক উনারা. হঠাত তাদের মধ্যে একজন উত্তেজিত হয়ে গেল নামাজ নিয়ে, "এই মিয়া, আপনি নামাজের কি বোঝেন? বেশি কথা বলবেন না." কাকে যেন ধমকাচ্ছেন. আমি মনে মনে বলি, আহা আমার বাংলাদেশ.

স্ক্রিন-এর দিকে আমি অধীর আগ্রহে তাকিয়ে থাকি, কখন আমার দেশের সীমানায় ঢুকব.... অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসে, প্লেন রানওয়ে স্পর্শ করে. আমার চোখ বার বার ভিজে উঠতে চায়, আমি তা লুকাবার চেষ্টা করি, আমার বউ আমাক বার বার বলে, "এই, একদম কাদবে না." আমি হাসি. প্লেন আমাদের রানওয়ে-তেই নামিয়ে দেয়....দীর্ঘ তিন বছর পর বুক ভরে বাংলার বাতাস নেই.

টার্মিনাল-এ ঢোকার পর, ব্যাগ-র জন্য অপেক্ষা করছি আর মনে মনে ভাবছি, "ব্যাগ গুলো পাব তো...! ব্যাগ কাটা পড়বে না তো...!" যা হোক, সবার শেষে ব্যাগ-গুলো ঠিক ঠাকমত পেলাম. ইমিগ্রেশন পার হলাম. আমার বাবা, বোন, ভাবি, আমার বউএর ভাই-ভাবি হাত নাড়ছে আমাদের দেখে. আমি আর পারলামনা চোখের পানি আটকাতে. টার্মিনাল থেকে বের হয়ে মাকে পেলাম. মার গালের সাথে গাল লাগিয়ে শক্ত করে ধরে থাকলাম, আহা কি শান্তি... গত তিন বছর যতবার এবং যখনি এই মুহুর্তের কথা ভেবেছি, আমার চোখ ভিজে উঠেছে.....

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৯

ইলি বিডি বলেছেন: আহা কি শান্তি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.