![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ দূর থেকে দূরে, যেতে চাই অজানাতে...........। খুঁজে ফিরি তোমায়। কখনো পাই, কখনো হারাই........... তবুও আকাশ ছোঁয়া স্বপ্ন বুনে যাই............... ফেবুতে আমি, www.facebook.com/bonolota.sen.7923
৬ই জানুয়ারী। আজকে আমার বাবার জন্মদিন।
প্রতিবছর বাবার জন্মদিনে বাবাকে ছোট ছোট মজার মজার সারপ্রাইজ দিতাম। রাতের বেলা মাঝে মাঝে আমি আর বাবা বাইরে খেতে যেতাম। আমাদের পছন্দের খাবার আর পছন্দের রেস্টুরেন্টের অভাব নেই..................
আম্মুর মৃত্যুর পর থেকে আর আমার জ্ঞান হওয়ার পর থেকে, আব্বুর জন্মদিন আমি আর আব্বু মিলেই সেলিব্রেট করতাম।
ছোটবেলায় টিফিনের টাকা আর ঈদের সালামী জমিয়ে রাখতাম বাবার জন্মদিনের গিফট কেনার জন্য।
তখন স্কুল ফাঁকি দিয়ে অথবা লুকিয়ে লুকিয়ে বাবার গিফট কিনতে যেতাম। বাসায় এনে নিজেই একা একা ওগুলো সাজাতাম।
যখন একটু একটু করে বড় হতে থাকলাম তখন থেকে বাবার জন্মদিনগুলো আরো বেশী মজা করে পালন করতাম।
বাবার এক জন্মদিনের ঘটনা বলি.................
তখন আমি ক্লাস ফাইভ থেকে মাত্র সিক্সে উঠেছি। রান্নাবান্নার তেমন কিছুই জানি না।
খুব সকালে ঘুম থেকে উঠলাম। আব্বুর রুমে গিয়ে দেখি আব্বু ঘুমাচ্ছে। আব্বু সাধারনত রুমের দরজা লাগিয়ে ঘুমায়। সেদিন আব্বুর রুমের দরজাটা ভেজানো ছিলো। আব্বু হয়তো সেদিন দরজা লাগাতে ভুলে গিয়েছিল। ভাবলাম বাবার জন্য নাস্তা বানাবো। পারি না তো কিচ্ছুই...............!!!
আমি পাউরুটিতে জেলির মত করে টমেটো কেচাপ লাগিয়ে খেতে খুব পছন্দ করি। বাবার জন্যও সেভাবে ৩, ৪ পিস পাউরুটি রেডি করলাম।
ট্রেতে সুন্দর করে রুটি, পানির গ্লাস আরো কি কি যেন সাজালাম। এরপর আব্বুর রুমে গিয়ে চিৎকার করতে করতে আর আব্বুর গায়ের ওপর উঠে ধাক্কাতে ধাক্কাতে আব্বুর ঘুম ভাঙালাম। এরপর বার্থডে উইশ করলাম, বাবাকে নাশতা দিলাম, এরপর গিফট গুলো দিলাম।
ঘুম থেকে উঠেই কেচাপ মাখানো রুটি গুলো খেয়ে তো ঝালে আব্বুর অবস্থা খারাপ। তবুও আব্বু কিছু বুঝতে দেয়নি। তাকে দেখে মনে হচ্ছিল সে পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ..................
এবছরে বাবার জন্মদিনে অনেক কিছু করার প্ল্যান ছিল আমার। বাবাকে আর সারপ্রাইজ দেয়া হলো না। বাবাই আমাকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে চলে গেলো।
Happy Birthday বাবা..........
I love you abbu.
Baba, living without you is so much painful to me. I cant live without you baba.
You held me up when I was weak.
You hugged me close when tears I'd weep.
When things got hard, you pushed me through.
You always showed me you loved me true.
I know there were times I made you cry, and to this day,
I don't know why.
For without you, where would I be?
I am thankful God gave you to me.
Thanks Dad for you are one in a million.
আব্বু অনেক মিস করি তোমাকে............................
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
বনলতা মুনিয়া বলেছেন: দোয়া করবেন
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
হাসান মুহিব বলেছেন: শুভ জণমদিন বাবা
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
বনলতা মুনিয়া বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন তাঁর জন্য
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
অঞ্জলি বলেছেন: Ashirbad kori apnar baba sorgobasi hon.apni kemon achen?apnake khub miss kori!!!bhalo thakben all time.....(anjali)
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
বনলতা মুনিয়া বলেছেন: আপনাকেও মিস করি। দোয়া করবেন
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
তারছেড়া লিমন বলেছেন: অনেক অনেক দোয়া আপনার বাবার জন্য.......
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
বনলতা মুনিয়া বলেছেন: দোয়া করবেন
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
অভ্রনীল লুছিফার বলেছেন: আল্লাহ উনাকে বেহেশত দান করুক । আমীন ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
বনলতা মুনিয়া বলেছেন: দোয়া করবেন
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬
ঘুড্ডির পাইলট বলেছেন:
শুভ জন্মদিন আংকেল । যেখানেই থাকেন ভালো থাকবেন
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
বনলতা মুনিয়া বলেছেন:
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২
একজন আরমান বলেছেন:
না ফেরার দেশে চলে যাওয়া আঙ্কেলকে জন্মদিনের শুভেচ্ছা।
মন খারাপ করো না আপু। পৃথিবীটা এমনই। সবাইকেই একদিন চলে যেতে হবে। দোয়া করো।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
বনলতা মুনিয়া বলেছেন: হুম ভাইয়া
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪২
*কুনোব্যাঙ* বলেছেন: প্রার্থনা করি আপনার আব্বুর জন্য।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
বনলতা মুনিয়া বলেছেন: দোয়া করবেন
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
অপূর্ণ রায়হান বলেছেন: দোয়া এবং শুভকামনা রইল
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
বনলতা মুনিয়া বলেছেন: দোয়া করবেন
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ উনাকে বেহেশত দান করুক
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
বনলতা মুনিয়া বলেছেন: দোয়া করবেন
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
অদ্বিতীয়া আমি বলেছেন: প্রার্থনা করি আল্লাহ উনাকে বেহেশত দান করুক
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
বনলতা মুনিয়া বলেছেন: দোয়া করবেন
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
হাবিবউল্যাহ বলেছেন: আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।
বাবা মা ছাড়া বাঁচা কষ্টের হলেও এভাবেই অনেকে বেঁচে আছে।আমিও আছি।আমার ছোট ভাই ও আছে।
শুভ জন্মদিন আপনার বাবার জন্য।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
বনলতা মুনিয়া বলেছেন:
দোয়া করবেন
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
জটিল বাক্য বলেছেন: নিশ্চয়ই ভালো থাকবেন আপনার বাবা, আপনার দেয়া উপহারও তাঁর কাছে পৌঁছে গেছে।
-------------------------
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
বনলতা মুনিয়া বলেছেন: সে ভালো থাকুক সবসময়..................
দোয়া করবেন
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভ কামনা রইল। যেখানেই থাকুক, ভালো থাকুক।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
বনলতা মুনিয়া বলেছেন: দোয়া করবেন
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
আহ্মেদ সামাদ বলেছেন: আল্লাহ তাঁকে বেহেস্ত দান করুন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪
বনলতা মুনিয়া বলেছেন: দোয়া করবেন
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
আমি ইহতিব বলেছেন: এতো মমতাময়ী মেয়ে যার আছে সে বাবা কি ভালো না থেকে পারে? যেখানেই থাকুক আপনার বাবা অনেক অনেক ভালো থাকুক, শান্তিতে থাকুক এই দোয়া করি।
আল্লাহ পরপারে আপনার মতো মমতায় আবৃত রাখুক আপনার বাবাকে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
বনলতা মুনিয়া বলেছেন: দোয়া করবেন
১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
ঝটিকা বলেছেন: আপনারতো তাহলে বাবা-মা কেউ থাকল না!!! ভাবতেও কষ্ট হচ্ছে। উনাদের জন্য অনেক দোয়া, আপনার জন্যও।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
বনলতা মুনিয়া বলেছেন:
দোয়া করবেন
১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২০
জাকারিয়া মুবিন বলেছেন: দোয়া করি আপনার বাবাকে আল্লাহ বেহেশত নসিব করুন।
তবে আপনার দোয়াই তাঁর জন্য সবচে বেশি প্রয়োজন।
পড়ুন, "রাব্বির হামহুমা কামা ওয়া রাব্বাওয়ানি সগিরা"
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
বনলতা মুনিয়া বলেছেন:
দোয়া করবেন
১৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আল্লাহ উনাকে বেহেশত দান করুক
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
বনলতা মুনিয়া বলেছেন: দোয়া করবেন
২০| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
Kawsar Siddiqui বলেছেন: দোয়া করি আপনার বাবা’র জন্য ।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
বনলতা মুনিয়া বলেছেন: দোয়া করবেন
২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার মতো উচ্ছ্বল মেয়েটিকে দূরে রেখে গিয়ে তারাও শান্তিতে নেই।
আল্লাহ আপনার প্রিয় বাবা মা'কে জান্নাতবাসী করুন।
আপনার জন্য শুভ কামনা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
বনলতা মুনিয়া বলেছেন:
২২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:০৩
ইয়ার শরীফ বলেছেন: দোয়া এবং শুভকামনা রইল
০১ লা মার্চ, ২০১৩ রাত ১:০৮
বনলতা মুনিয়া বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক দোয়া করি।