নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মান্ধ এবং রাজাকার মুক্ত দেশ চাই...

একটা মেয়ের একটু কথা।

আজ আমি কোথাও যাবো না

আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার কোন আক্ষেপ নেই। শুধু অন্যেরা উকি না দিলেই হলো। তারা দেখে আমি পঙ্কিল এক পৃথিবীতে পঙ্কস্নান করছি। আমার ভাষায় যদিও তা চন্দ্রস্নান বা রৌদ্র স্নান। সেই পঙ্কিল আমাকে দেখে ভিড়মি খাওয়া মানুষদের বলছি দয়া করে আমার পৃথিবীতে আমাকে থাকতে দিন। এটা একান্তই আমার ভুবন। অশুদ্ধ আমি ভাল আছি খুব। এক টুকরো কল্পনার অংশুকে নিযে ভাল আছি খুব। শুদ্ধতা আমাকে ভাল না বাসুক আমার আপত্তি নেই। যা আছে মানে অশুদ্ধতাটুকুই নিয়ে বাচতে চাই। সব হারালে আমি বাঁচবো কি করে!

আজ আমি কোথাও যাবো না › বিস্তারিত পোস্টঃ

আজাইরা ফটোগ্রাফির জগৎ ২ (শেষ বিকেলের আলো)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

আমার আজাইরা ফটোগ্রাফির জগতে আবারো স্বগতম আপনাদের।

কয়েকদিন তোলা ফটো দিয়ে সাজালাম “শেষ বিকেলের আলো” নামের ফটোব্লগ।



প্রথমে ফুল দিয়ে শুরু করি।



১/ সাদা জবা। আমার বাগানের না অবশ্যি একজন বৃক্ষমানবের বাগানের সাদা জবা।





এবার শেষ বিকেলে আলো।



২/ এটা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড বাইপাসের পাশের মাঠে তোলা





এগুলো সব চলন্ত সিএনজি থেকে তোলা ফটো।

৩/ গাছের ফাঁক দিয়ে শেষ বিকেলের আলো দেখা যাচ্ছে।







৪/ এই ফটোর থিমটা আমার অনেক পছন্দের।







৫/ এখানে গাছটার পিছনে সূর্য আবার তার আলো পড়ছে পুকুরে।







৬/ এখানে দুর থেকে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুত কেন্দ্র দেখা যাচ্ছে।







৭/ এটা আরেকটু কাছ থেকে। কিন্তু ভিন্ন লোকেশন। টাওয়ারের মাথায় সূর্য

টাকে দেখতে কেমন জানি লাগে।





৯/ গোধুলি লগ্নে যখন সূর্য বিষন্নতার চাদরে ডুবে যায়!







১০/ এটা ও আমার পছন্দের একটি থিম।







১১/

মন্তব্য ৫৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

মাক্স বলেছেন: নাইস ফটোগ্রাফি!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: থ্যাংঙ্কস।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ল্যাও ঠ্যালা! ছবি তো অসাম হয়েছে!! খুব সুন্দর! :) :)

১, ২, ৪, ৫ মোস্ট ফেবরেট!!!!
+++++++++++++++++++++++++++++++++++++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হা হা হা ধন্যবাদ!

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: ভালো লাগেনি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমার কি দোষ! শিরোনাম দেখে ঢুকা উচিত ছিলো। :P :P

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

মায়াবী রূপকথা বলেছেন: ++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :) :)

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

বিপদ সংকেত! বলেছেন: অনেক সুন্দর ফটোগ্রাফি। ভালোলেগেছে তবে প্রথম ছবিটা শেষ বিকেলের আলোর মতো লাগছে না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ১মটা সকালে তোলা। সেটা র্স্টাটিং হিসেবে দিয়েছি।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

স্বপনবাজ বলেছেন: সুন্দর !

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ফটোগ্রাফি আজাইরা হলেও সুন্দর লেগেছে। ++++++++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। :)

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

জাকারিয়া মুবিন বলেছেন: সুন্দর, সুন্দর।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ ।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ৩,৬,৯ পুরাই হিট ......

আজাইরা বললেন কেনো ???

+++++ দিয়ে গেলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আজাইরাই্ তো! হি হি হি .......
ধন্যবাদ!

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অসম্ভব ভালো লেগেছে+++++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ!

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩

একজন আরমান বলেছেন: 3, 4 r 7 no ta besi sundor hoiche.

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ আরমান।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাধারণ। ১ নাম্বারটা বেশি সুন্দর।

শুভ সকাল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: শুভ সকাল!

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

আমিনুর রহমান বলেছেন: আজাইরা ফটোগ্রাফি +++


তুই এত ভালা ছবি কেম্নে তুল্লি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কি জানি ক্যাম্নে তুলসি! ;)
ধন্যবাদ মিয়া ভাই। :D

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

ইখতামিন বলেছেন:

বাহ!
সূর্যটাকে কতো সুন্দর করে সাজিয়েছেন.
অনেক দারুণ হয়েছে ছবি ব্লগ.
৮ম ভালো লাগা.
+++++++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। :)

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

নিয়েল ( হিমু ) বলেছেন:
সাদা জবা ? !!!!! B:-) B:-) B:-) B:-) এই প্রথম দেখলাম । এর চেও বড় কথা এই চাইনিজ রোজটা যে সাদা হৈতে পারে এইটাই জানলাম আজকেই প্রথম #:-S #:-S #:-S #:-S #:-S

২ নাম্বার ছবিটার ঠিকানাটা আরেকটু ডিটেল দিলে ভাল হৈত :#) :#) :#) B-)) B-)) B-))

৪ নাম্বার টা আমারো খুব ভাল লাগছে । কিন্তু চলন্ত সিএনজি থেকে তোলার জন্য কি পরিস্রম করতে হয়েছিল ?

৬ এবং ৭ নাম্বারে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুত কেন্দ্র দেখা যাচ্ছে না সূর্যটা চোখে লাগছে

৮ নাম্বারের থিম টা আমার ভাল্লাগছে বেশি B-) B-)

১০ ভাল হৈলেও ১১ নাম্বার টা আমার তোলা

এই ছবিটার কথা মনে করিয়ে দিল । এটা হাকালুকি হাওর ।

সব মিলিয়ে ভাল লাগল খুব :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম এখন তো জানলেন! জবা সাদাও হয়।
আর ২ নং টার লোকেশন একটা বিড়াট ঝোপ জাতীয় ঝাড়ের ভিতরে :P
চলন্ত সিএনজি থেকে তোলার জন্যে বেশী পরিশ্রম করতে হয় নাই। বসছি আর তুলছি। হি হি হি ১১ নং লইয়া যান তাইলে!!
আপনের হাকালুকি হাওড়টা সুন্দর হইসে! :D

১৬| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: খুব সুন্দর ! প্রফেশনাল ফটোগ্রাফারের ছাপ আছে।

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বলেন কি!!! :#>

১৭| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪০

বটবৃক্ষ~ বলেছেন: খুব দারুন হয়েছে......+++++++++++++++ সবগুলার জন্য ১টা করে .:):):)

বাস/চলন্ত সিএনজি থেকে ছবি তোলার লোভ অনেক সময় আমিও সামলাতে পারিনা...
৪নং টা খুব বেশি প্রফেশোনাল হয়েছে...

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ৪ নংটা আমার প্রিয়।
চলন্ত সিএনজি থেকে ফটো তোলার মজাই আলাদা।

১৮| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

শীলা শিপা বলেছেন: সুন্দর

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :) :)

১৯| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: shesh bikeler rong...daroon

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। :)

২০| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২০

শ্রাবণ জল বলেছেন: জবা আমার প্রিয় ফুল।

সব গুলো ছবিই সুন্দর।

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।

২১| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪

এম হুসাইন বলেছেন: শেষ বিকেলের সূর্যাস্তের ছবি...... কেমন জানি সুখের মতো ব্যথা লাগে......



১৪তম ভাললাগা।

শুভকামনা জানবেন, আর হা, আরও ফটো চাই।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অবশ্যই আরো দেবো! ধন্যবাদ জানবেন।

২২| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২০

chokhayrpani বলেছেন: +++++++++

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। :)

২৩| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ব্রাহ্মণবাড়িয়ায় কাল ভৈরব সংলগ্ন তিতাসে জ্যোৎস্না অনেক বেশি সুন্দর।
গিয়েছেন ওদিকে?
পোস্ট খুব সুন্দর, ব্রাহ্মণবাড়িয়ার সকাল-বিকেল-রাত সবই আসলে সুন্দর।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কাল ভৈরব সংলগ্ন তিতাসে সময় পেলেই যাই! আমার দুর্ভাগ্য ওখানকার জোৎস্না উপভোগ করতে পারি নি। :(

হুম ব্রাহ্মণবাড়িয়ার সকাল বিকাল রাত সবাই সুন্দর! :)

২৪| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২০

তানজির তনু বলেছেন: আপনি ফটোগ্রাফি করেন জেনে ভাল লাগল, কিন্তু একটা বিষয় ভেবে মন খারাপের জোগাড়, তা হল- আমার ঐকান্তিক চাওয়া স্বত্তেও একটা ক্যামেরা জোগার করতে পারি নি। ফলে ফটোগ্রাফি আর হয়ে উঠছে না।

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমি ফটোগ্রাফি করি না। এটা আমার শখ আসলে। আর ক্যামেরাও তেমন আহামরি কিছু নয়। জাস্ট শখের বশে তুলি। :)

ধন্যবাদ। :)

২৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

CatchFly বলেছেন: তোমার ক্যামেরার হাত ভাল। একটা এসএলআর দিয়ে ট্রাই করে দেখো।

শুভ কামনা।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চেষ্টা করবো। ধন্যবাদ জানবেন। :)

২৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪

গৃহ বন্দিনী বলেছেন: ৪ নং ছবিটা দারুন লাগলো ।চলন্ত গাড়ি থেকে এত সুন্দর ছবি তুললেন কিভাবে ??

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চেষ্টা করেছি। :) ধন্যবাদ।

২৭| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:৩৫

ভরযুক্ত অপদার্থ বলেছেন: সাদা জবা টা অনেক সুন্দর ,
আনেক ভালো ছবি তোলে ন আপনি

২৬ শে মে, ২০১৩ রাত ৯:১৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। :)

২৮| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৮

মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো পোস্ট ++++++
ভালো থাকুন ।।

১০ ই জুন, ২০১৩ রাত ১০:৫৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.