নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মান্ধ এবং রাজাকার মুক্ত দেশ চাই...

একটা মেয়ের একটু কথা।

আজ আমি কোথাও যাবো না

আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার কোন আক্ষেপ নেই। শুধু অন্যেরা উকি না দিলেই হলো। তারা দেখে আমি পঙ্কিল এক পৃথিবীতে পঙ্কস্নান করছি। আমার ভাষায় যদিও তা চন্দ্রস্নান বা রৌদ্র স্নান। সেই পঙ্কিল আমাকে দেখে ভিড়মি খাওয়া মানুষদের বলছি দয়া করে আমার পৃথিবীতে আমাকে থাকতে দিন। এটা একান্তই আমার ভুবন। অশুদ্ধ আমি ভাল আছি খুব। এক টুকরো কল্পনার অংশুকে নিযে ভাল আছি খুব। শুদ্ধতা আমাকে ভাল না বাসুক আমার আপত্তি নেই। যা আছে মানে অশুদ্ধতাটুকুই নিয়ে বাচতে চাই। সব হারালে আমি বাঁচবো কি করে!

আজ আমি কোথাও যাবো না › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর আগে কয়েকটি মুহুর্ত, আমি এবং একজন মায়াবতী!

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২০



কতক্ষণ ধরে বসে আছি? নিজেকে নিজেই প্রশ্ন করলাম।

নিজেই উত্তর দিলাম

“সেটা কি খুব গুরুত্ব পূর্ণ?”

“নাহ্ মোটেই না।”



এমন একটি সময়ে কোন কিছুই গুরুত্ব পূর্ণ নয়। কিন্তু কি আশ্চর্য যত গুরুত্বহীণ ব্যাপারগুলোই গুরুত্ব পূর্ণ মনে হচ্ছে! সদ্য ফুল ফোটা পলাশ গাছটায় যেন আগুন ধরে গেছে! সেটার দিকে না তাকিয়ে আমি চেয়ে আছি গাছটির নীচে বিশ্রাম নিচ্ছে একটা ঘেয়ো কুকুরের দিকে! কুকুরটা দেখতে বিশ্রী। এটার পিঠের উপরে কিসের জানি একটা ক্ষত সেটার উপর মোটা মোটা মাছি ভন ভন করছে! দেখেই ঘেন্না পাওয়ার কথা। কিন্তু কেন জানি মায়া অনুভব করছি।

ফোনটা বের করলাম। কয়েকদিন যাবত একটা আননৌন নাম্বার হতে ফোন আসে রিসিভ করি না। মেসেজ ও আসে কোন দিন পড়ে দেখি না। আজকে কেন জানি খুব ইচ্ছা করছে। অন্যদিন ফোনটা বাজতে থাকলে ভালো লাগতো ভেবে যে কেউ আমার সাথে কথা বলতে চাচ্ছে এই মুহুর্তে। কিন্তু আমি বলবো না।

সন্ধ্যা চলে এল বলে। এই মুহুর্তটা ভোরের মতোই উপভোগ্য। আমি সেটা উপভোগ করার অভিনয় করার প্রস্তুতি নিলাম। হ্যাঁ অভিনয়। প্রতিনিয়ত অভিনয় করি আমি। ভোরের বেহেস্তি হাওয়া গায়ে মাখার সময় তরল মনের অভিনয় করি। মজার কথা শুনে খুশি হবার অভিনয় করি। মানুষের সাথে কপট রাগের অভিনয় করি, মুগ্ধ হবার অভিনয় করি, আনন্দ পাবার অভিনয় করি। অভিনয়ের বাইরে আমি কি আসলে? নিজেই তো জানি না। অভিনয় করতে করতে নিজের স্বত্তাই ভুলে গেছি!



- এত কি ভাবো?

- কে? আমি চমকে গেলাম। একটা পুরুষালি কণ্ঠ শুনে। সাথে আশ্চর্য রকমের একটা সুগন্ধ যেটা আমি আগে শুনিনি।

- আমি কে সেটা জানা কি খুব জরুরী?

- আমি একমহুহুর্ত অপেক্ষা করে বলি “নাহ্!”

- হা হা হা হা.......



আমি অন্যদিকে ঘাড় ঘুরালাম। কে লোকটা জানার কোন আগ্রহ নেই আমার। লোকটা কি নেশাগ্রস্ত? নাকি মাস্তান টাইপের? অন্যদিন হলে এই চিন্তা করে চলে যেতাম। কিন্তু আজকে আমি কেয়ার করি না আসলেই করি না। লোকটা আমার সাথে অভদ্রতা করবে? করুক! আই ডোন্ট কেয়ার! ইভটিজার? নো প্রোবলেম!

- মেযেরা কেন এত আগ বাড়িয়ে চিন্তা করে? বলো তো!

- আপনি আমাকে বলছেন?

- এখানে তুমি ছাড়া তো কেউই নেই!

অন্যদিন হলে অবাক হতাম কিন্তু আজকে অভিনয়ের দিন না। বললাম:

- অন্যদের জানি না। আমি করি।

- আমি যদি তোমার হাত ধরি তাহলে কি কিছু মনে করবে?

- আই ডোন্ট কেয়ার! বলেই বুকে ধাক্কা লাগলো। তাহলে কি আমি এখনও অভিনয় ছাড়তে পারি নাই? ভয় পাবার অভিনয়! লোকটা হাসছে। এই প্রথম আমি তার চেহারা দেখার চেষ্টা করলাম। দেখা যাচ্ছে না। চেষ্টা বাদ দিলাম।



দৃষ্টি অন্য দিকে নিলাম। কিছু দেখা যাচ্ছে না তারপরও অনেক দুরে দিগন্তরেখায় কি যেন দেখা যাচ্ছে! সুক্ষ্ণ একটা আলোর রেখা যেন কি আঁকিবুকি কাটছে। আমি সেদিকে মনোনিবেশ করলাম। সেটা কি হতে পারে? চোখ বন্ধ করে দেখলে কেমন হয়? কল্পনায়? কতক্ষণ কল্পনায় ছিলাম জানি না।

কল্পনা ভঙ্গ হলে দেখলাম লোকটা একটু দুরে গিয়ে বসেছে। প্রথমবারের মতো মনে হলো আমি অভিনয় ত্যাগ করতে পেরেছি। একমুহুর্তের জন্যে যেন মনে হলো আমার সব কথা তাকে বলা যায়! কেন মনে হলো? আমি সুযোগ দেয়ার পরও কোন সুযোগ নেয় নি বলে? লোকটা ধীর কণ্ঠে আস্তে আস্তে বললো:

- তুমি বড়ো কষ্টে আছো! আমার ভাল লাগছে না।

- আপনি কিভাবে জানেন?

- আমি না জানলে কে জানবে? আমি সব জানি!

- কে আপনি?

- আমি? আমি.. আমি... আমি কেউ না!

- সস্তা বুলি!

- হয়তো! তাতে কি?

- কিছুই তো না! এককাজ করবেন?

- কি বলো!

- নাহ্ কিছু না!



আমি অন্যদিকে তাকালাম। আমার হাত এখন লোকটির হাতের ভিতর। কিন্তু আমি হাতের উষ্ণতাটুকু অনুভব করতে পারছি না। আবার হাতটি সরিয়েও ফেলছি না যেন সরালেই দেখবো পাশে কেউ নেই! আচ্ছা আমি কি পাশে কাওকে চাইছি? যে আমার হাত ধরে বসে থাকবে? আমার গালে কি যেন অনুভব করলাম! চমকে পাশ ফিরলাম। পাশে কেউ নেই! আশ্চর্য একটা সুগন্ধ তখনও রয়ে গেছে!



আমি দেখলাম প্রচন্ড বেগ সামলাতে সামলাতে একটা ট্রেন এসে প্রবেশ করছে রেলস্টেশনে। আমি আবেশিত হয়ে দেখছি। এমন সময় আবারো একটা হাতের স্পর্ষ অনুভব করলাম গালে। এবার পাশ ফিরলাম না। ফিরলেই দেখবো কেউ নেই! আমি চলে এলাম রেললাইনের মাঝখানে। এখান থেকে লোকটিকে দেখা যাচ্ছে। সে তো কেউ নয় আমারই একটা স্বত্তা! এখানে কেউ নেই! সেই ঘেয়ো কুকুরটা কি মনে করে যেন আমার কাছে চলে এসেছে। মুখ দিয়ে লালা ঝড়ছে! পশুপাখি অনেক কিছু বুঝতে পারে হয়তো সেও কিছু বুঝতে পারছে!



ট্রেন এগিয়ে আসছে। আমার চেয়ে বেশী দুরে না। এমন সময় কি হল! এক মুহুর্তের জন্যে যেন আমার পৃথিবী থমকে গেল। আমি কিছুই দেখছি না শুধু একটি মুখ ছাড়া। তিন বছরের একটা বাচ্চা মেয়ে অভিমানে ঠোঁট ফুলিয়ে রেখেছে। একমাথা কোকড়া চুল একচিলতে মায়াময় মুখ! আমার দিকে তাকিয়ে আছে কাঁদো কাঁদো মুখে। আমার মনে হতে থাকে আমি তাকালেই সে কেঁদে দিবে! কিন্তু আমি তাকে কি করে কাঁদাতে পারি! সে তো আমার মায়াবতী অংশুমনি!



আমি চোখ বন্ধ করলাম প্রচন্ড একটা গতির সামনে। কানে শুধু মোবাইলের রিংটোন বেজে যাচ্ছে। কেউ আমার সাথে কথা বলতে চাচ্ছে। প্রচন্ড ইচ্ছা থাকা স্বত্তেও আমি সেটা পারবো না!

মন্তব্য ৭০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :( :( :( :(

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মন খারাপ হবে জানলে দিতাম না!

২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগা দিলাম কিন্তু সাথে মনটাও খারাপ হয়ে গেল।

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :( :(

৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: বুঝি নাই গল্পটা ! :|

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মৃত্যুর আগের কয়েকটি মুহুর্ত নিয়ে লিখা। আমি খুবকই দুঃখিত যে বুঝতে পারি নাই!

৪| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: :( না বুঝলেও লেখাটা ভালোই লেগেছে।

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: না বুঝে ভালো লাগ ক্যাম্নে?! :(

৫| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৯

s r jony বলেছেন: প্রতিনিয়ত অভিনয় করি আমি। ভোরের বেহেস্তি হাওয়া গায়ে মাখার সময় তরল মনের অভিনয় করি। মজার কথা শুনে খুশি হবার অভিনয় করি। মানুষের সাথে কপট রাগের অভিনয় করি, মুগ্ধ হবার অভিনয় করি, আনন্দ পাবার অভিনয় করি। অভিনয়ের বাইরে আমি কি আসলে? নিজেই তো জানি না। অভিনয় করতে করতে নিজের স্বত্তাই ভুলে গেছি!

মৃত্যুর আগেও অভিনয় করব, আমি ভাল আছি, ভাল আছি

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সবাই তো আমরা অভিনয় করি!

৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৮

মাক্স বলেছেন: মন খারাপ করা লিখা!

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমি খুবই দুঃখিত!

৭| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১০

বোকামন বলেছেন: “ট্রেন এগিয়ে আসছে। আমার চেয়ে বেশী দুরে না। এমন সময় কি হল! এক মুহুর্তের জন্যে যেন আমার পৃথিবী থমকে গেল। আমি কিছুই দেখছি না শুধু একটি মুখ ছাড়া। তিন বছরের একটা বাচ্চা মেয়ে অভিমানে ঠোঁট ফুলিয়ে রেখেছে। একমাথা কোকড়া চুল একচিলতে মায়াময় মুখ! আমার দিকে তাকিয়ে আছে কাঁদো কাঁদো মুখে। আমার মনে হতে থাকে আমি তাকালেই সে কেঁদে দিবে! কিন্তু আমি তাকে কি করে কাঁদাতে পারি! সে তো আমার মায়াবতী অংশুমনি!”


লাইনগুলোতে অচেনা ভালোলাগা.........

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। এই লাইন গুলো অনেক ফিল করে লিখেছি।

৮| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১০

ইখতামিন বলেছেন:
৭ম

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :) :)

৯| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

একজন আরমান বলেছেন:
- আমি? আমি.. আমি... আমি কেউ না!
- সস্তা বুলি!

দারুন।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :)

১০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১

ফালতু বালক বলেছেন: ++++++

মন খারাপ করা গল্প।

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :) :) হুম!

১১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

মনিরা সুলতানা বলেছেন: আপুনি আন্না করেনিনা পড়েছেন ?
ভাল লাগল ...

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম আপু পড়েছি। ধন্যবাদ!

১২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৭

আশিক মাসুম বলেছেন: অন্যরকম, কেমন জেনো মনে পেইন দেওয়া গল্প। লিখা ভাল হয়েছে।

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ আশিক মাসুম। :)

১৩| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩২

জাকারিয়া মুবিন বলেছেন:
মন খারাপ করা ভাল লেখা।

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :) ধন্যবাদ।

১৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: tomakey ashtei hobey amar blogey

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আসতেসি!

১৫| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বুজলাম না কিছুই!

১৬| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

আমি ভুত বলছি বলেছেন: রেললাইন বহে সমান্তরাল.....!!!!!!

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :) :)

১৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

স্বপনবাজ বলেছেন: পড়লাম , ভালো লাগলো ! কিন্তু মরণের সাথে সম্পর্ক টা ঠিক বুঝতে পারলাম না ! এমন তো মৃত্যুর আগ মুহুর্ত ছাড়া ও হতে পারে ! গল্প টা অনেক ভালো লেগেছে !

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মরণ এর আগ মুহুর্ত আরকি!
ধন্যবাদ পড়ার জন্যে।

১৮| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২২

নিয়েল ( হিমু ) বলেছেন: গল্পে কিছু একটা প্রকাশ করেছেনে আপনি, অথবা নিজেকেই শান্তনা দিয়েছেন । ( আমি কি ঠিক বলেছি ? )
সব কিছুর পরে আমি বলব নিজেকে ধরে রাখতে নিজেকে শক্ত রাখতে, এবং নিজের আত্মবিশ্বাসের উপর ভরসা করতে ।
মনের বিখ্যিপ্ততা গল্পে ধরা পরেছে ।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: নিজের বিক্ষিপ্ত চিন্তাকে গল্পে বন্দীকরলাম না?

১৯| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মন খারাপ কথা ঘটনায় মন খারাপ হলে তাতেই যে ঘটনার স্বার্থকতা! :)

আজ আমি কোথাও যেতে চাই@

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কোথায় যাবেন!! ওয়েট! আপনি আবার রেললাইনের কাছে যাবেন না কিন্তু!

২০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ হয়েছে গল্পটা। মন খারাপের দিক দিয়ে দারুন। :)

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মন তো খারাপ ছিলো আমার। আপনার যেন না হয়। ধন্যবাদ। :)
প্রোপিকটা জব্বর? :P

২১| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন:
গেলে আটকাবে এমন কেই বা আছে? B:-/

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: নাই? :-B
তাইলে তো আপনের পিছে কাওকে লাগাতে হয়! :P :P

২২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪১

কালীদাস বলেছেন: ইন্টারেস্টিং++++++
জার্মান ডাক্তাররা এই টাইমটা কেমন লাগে জানার জন্য অনেক এক্সপেরিমেন্ট করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।

২৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩

দি সুফি বলেছেন: :( :(
লেখা ভাল লেগেছে।

মনে-প্রাণে চাই কেউ যেন কখনও আশাহত না হয়, কখনও যেন আত্মহত্যা না করে।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মনে-প্রাণে চাই কেউ যেন কখনও আশাহত না হয়, কখনও যেন আত্মহত্যা না করে।

সেটাই। ধন্যবাদ।

২৪| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪১

শ্রাবণ জল বলেছেন: লেখার স্টাইল ভাল লেগেছে।
ভাল লাগা জানবেন।

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।

২৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০১

রহস্যময়ী কন্যা বলেছেন: আপু চমৎকার। তোমার পোস্টে ভালোলাগা..

২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। :)

২৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১০

অনীনদিতা বলেছেন: খুব সুন্দর:)
+++++++++++++++++++

২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ! :)

২৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১

দুঃখিত বলেছেন: একেই বুঝি বলে ক্রিয়েটিভ মাইন্ডেড রাইটিং :) আসলে কেন জানি কমপ্লিকেটেড লেখাগুলোই বেশী ভালো লাগে । অনেক বেশীই ভালো হয়েছে আপু, ভালো থাকবেন :)

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আসলে তেমন ভালও হয়নি। আপনাতের উৎসাহ কাজে লাগাবো। ধন্যবাদ জানবেন।:)

২৮| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

আমি ইহতিব বলেছেন: এখানেও কষ্ট কষ্ট ভালো লাগা জানিয়ে গেলাম :(

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :D :D আচ্ছা এর পরের গল্পটা কিন্তু রম্য হবে! সেখানে হাসিয়েই ছাড়েবো!

২৯| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:০৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মন খারাপ করা লিখা।
ভালো লাগলো, কিছু ইংরেজি শব্দ চলে আসছে, এগুলো বাদ দিতে পারেন কাগজে আসলে :)

০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৩০| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৪

অবচেতনমন বলেছেন: অসাধারন, বেশ লাগল। অনুভূতি গুলো দারুন কষ্টময় জর্জরিত

১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মানসিক যন্ত্রনার সময় ছিল তখন। তাই অমন লেখা বেরিয়েছিলো। ধন্যবাদ পড়া জন্যে।

৩১| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :( :( :( :( :( :( :( :( :(

১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :)

৩২| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৫২

আমিনুর রহমান বলেছেন:

দারুন লিখেছিস। অনেক গোছানো ও সুন্দর। পড়তে গিয়ে দেখলাম আমি আগেই পড়েছি এটা। আবারও পড়লাম। ভালো লাগা দিতে গিয়ে দেখি আগেই ভালো লাগা দিয়েছি, কিন্তু কমেন্ট করি নাই কেন ?!

২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৫৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আনের সাথে কথা নাই। :(

৩৩| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:০৪

খাটাস বলেছেন: মজার গল্প। আত্মহত্যা করতে যাওয়া একজন মানুষের সাইকলজি খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন। জীবনে হার মানা মানুষের জন্য কোন সমবেদনা নাই। আপনার লেখনি শক্তি ভাল। প্লাস।
হুমায়ন আহমেদ কি আপনার খুব প্রিয় লেখক।

২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৫৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। :)

জ্বি হ্যাঁ হুমায়ুনরন আহমেদের প্রচুর লেখা আমি পড়েছি। কিছু প্রভাব আছে হয়তো।

৩৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:১৮

ইলুসন বলেছেন: চমৎকার বর্ণনা। পড়ে মনে হচ্ছিল আমি নিজে অনুভব করছি সব কিছু। শেষটা সবচেয়ে বেশি ভাল লেগেছে।



কানে শুধু মোবাইলের রিংটোন বেজে যাচ্ছে। কেউ আমার সাথে কথা বলতে চাচ্ছে। প্রচন্ড ইচ্ছা থাকা স্বত্তেও আমি সেটা পারবো না!

২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৫৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ!!! :)

৩৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: টানা আপনার গল্প পড়ে যাচ্ছি বলে আমার মন খারাপ হয়নি । আমি সুইসাইড ট্রাই করার আগে কি ভেবেছিলাম, সেসব মনে করে দেখলাম । হাহাহাহা ! যদিও আত্মহত্যা এতটা কাব্যিক হয়না তবুও গল্পে ভালো ভালা ! :) :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :) :) সেটা পাঠকেরই বদান্যতা!
ভালো থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.