নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মান্ধ এবং রাজাকার মুক্ত দেশ চাই...

একটা মেয়ের একটু কথা।

আজ আমি কোথাও যাবো না

আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার কোন আক্ষেপ নেই। শুধু অন্যেরা উকি না দিলেই হলো। তারা দেখে আমি পঙ্কিল এক পৃথিবীতে পঙ্কস্নান করছি। আমার ভাষায় যদিও তা চন্দ্রস্নান বা রৌদ্র স্নান। সেই পঙ্কিল আমাকে দেখে ভিড়মি খাওয়া মানুষদের বলছি দয়া করে আমার পৃথিবীতে আমাকে থাকতে দিন। এটা একান্তই আমার ভুবন। অশুদ্ধ আমি ভাল আছি খুব। এক টুকরো কল্পনার অংশুকে নিযে ভাল আছি খুব। শুদ্ধতা আমাকে ভাল না বাসুক আমার আপত্তি নেই। যা আছে মানে অশুদ্ধতাটুকুই নিয়ে বাচতে চাই। সব হারালে আমি বাঁচবো কি করে!

আজ আমি কোথাও যাবো না › বিস্তারিত পোস্টঃ

জামাত শিবিরের “মগজ ধোলাই” জন্ম দিয়েছে হাজারো ইরাদকে!

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩০





“জামাতে ইসলামি বাংলাদেশ” কাগজে কলমে একটি রাজনৈতিক সংগঠন কিন্তু আদৌ এটি কোন পলিটিক্যাল দল নয়। এটি এককথায় একটি সফল জঙ্গি তৈরির কারখানা। তাদের জঙ্গি তৈরীর মূল মন্ত্র “মগজ ধোলাই”।



তারা তাদের মগজ ধোলাই প্রকল্প কখন কি প্রেক্ষাপটে চালু করে আমার আগের পোস্টে কিছুটা উল্লেখ করেছিলাম।

তাদের অর্থায়নে পরিচালিত হাজার হাজার মাদ্রাসা তাদের প্রথম স্টেপ। সেখানে কোমলমতি শিশু কিশোরদের কুশিক্ষা দিয়ে এবং ভুল ধারণা দিয়ে তারা মগজ ধোলাই করে। কিশোরদের জন্যে শিবিরের একটি ম্যগাজিন আছে “কিশোর কণ্ঠ”।

সেটা যারা পড়েছেন তারা খুব ভালো ভাবেই বিষয়টি বুঝতে পারবেন। সেই ম্যাগাজিনটিতে প্রয়োজনমতো সুক্ষ্ণ এবং স্থুলভাবে বাংলাদেশের বুদ্ধিজীবি এবং প্রগতিশীল মানুষদের (যাদের সবাই জামাতের বিরুদ্ধে তথা ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে সোচ্চার) নামে বিভিন্ন কুৎসা রচনা এবং “নাস্তিক” ও “ইসলাম বিরোধী” আখ্যা দিয়ে করে শিশু কিশোরদের বিভ্রান্ত করে তারা। ফলাফল? তারাই পরে বড় হয়ে এই সব “নাস্তিক” এবং “ইসলামবিরোধী” দের উপর চাপাতি চালায়।



তাদের এমন ভাবে ব্রেইনওয়াশ করা হয় যে তারা আত্মঘাতী হতেও দ্বিধা করে না। কারণ তাদের এই ধারণা দেয়া হয় যে তারা ইসলামের সেবা করছে জিহাদ করছে। ধর্মের জন্যে জীবন দিচ্ছে। ইসলাম ধর্ম সম্পর্কে যারা ব্যাপক পড়াশোনা করেছেন তারা খুব ভালো ভাবেই জানেন “সর্বোৎকৃষ্ট জিহাদ” হলো নিজ “কুপ্রবৃত্তির বিরুদ্ধে” যুদ্ধ করা। তারা এমন ভাবে কিশোর তরুণদের বিভ্রান্ত করেছে যে তারা এটা বলতেও দ্ধিধা করে না যে “দেশপ্রেম ঈমানের অঙ্গ” হাদিসটি ভুয়া হাদিস। আরো হাজারটা উদারণ আমি দিতে পারবো কিভাবে তারা ইসলাম ধর্মকে অনৈতিক ভাবে অপব্যাবহবহার করে।



এরপরে তারা টার্গেট করে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলেদের। যারা বিভিন্ন পাবলিক ও প্রাইভেট একাডেমিতে পড়ে। এক্ষেত্রে তাদের মুল অস্ত্র “ইসলাম ধর্ম”।



বিভিন্ন ওয়াজ মহফিল, তাবলিগ. ধর্মীয় সভা ইত্যাদির মাধ্যমে তারা সদ্য কৈশর উত্তীর্ণ করা তরুণদের কোমল মনে প্রভাব ফেলে। ধীরে ধীরে স্লো পয়জনিং এর মতো করে সেই তরুণদের মনে উগ্র সাম্প্রদায়িকতার বিষ তারা প্রবেশ করায়। উঠতি এই সব ছেলেদের হঠাৎ করেই দাড়িগোফ রেখে কঠোর ধর্মীয় বিধান পালন করতে দেখা যায়। বিধর্মী বন্ধু বান্ধবদের তারা ত্যাগ করে এবং রীতিমতো ঘৃণা করা শুরু করে। পুরোপুরি ধর্মীয় উগ্রবাদ তাদের মাঝে প্রবেশ করিয়ে দেয় সফল ভাবে। এই ছেলেদের এই ভাবেই মুলত ব্রেইন ওয়াশ করে জামাত শিবির। ফলাফল এই ছেলেদের দিয়ে তারা দেশবিরোধী কাজ করায়। এবং এই প্রকৃয়া বহু আগে থেকেই শুরু হয়ে গেছে। জামাতের এই সব লোকেরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন।



তারা এ ক্ষেত্রে সফল যে তারা তাদের জঙ্গি এবং নব্য রাজাকার বানাবার মিশন নিয়ে এত গভীরে পৌঁছে গেছে যে এখন কেঁচো খুড়তে সাপ বের হলেও আর আশ্চর্য হতে পারছি না। ইসলামকে ঢাল হিসেবে ব্যাবহার করে তারা উগ্রতা ও সাম্প্রদায়িকতার বীজ বপন করে ফেলেছে। বাংলাদেশের প্রতিটি জেলায়, থানায়, পাড়ায় তাদের কার্যক্রম চলছে। নিজেদের সংগঠনের নামে না হলে অন্য ব্যানারে।



আর ফলাফল হচ্ছে এই তরুনরাই ধর্মীয় উগ্রতায় অন্ধ হয়ে দেশে শহীদ মিনার ভাঙচুর. পতাকা ছেড়া, মানুষ হত্যা, হিন্দু ও অন্য ধর্মাবলম্বীদের ঘরবাড়ি উপসনালয়ে আগুন দেয়া (ইসলামে যা কঠোর ভাবে নিষিদ্ধ। দ্রষ্টব্য সুরা বাকারা) এসবের মতো ঘৃণ্য কাজ করছে। এটাই জামাতে ইসলামী করেছিল একাত্তরে। তারা তখনের তুলনায় এখন আরো বেশী সংগঠিত এবং শক্তিশালী।



এবার নিজ জেলার প্রেক্ষাপটে একটু বর্ণনা করি।



ব্রাহ্মণবাড়িয়াকে সবাই জানে মৌলবাদের আস্তানা হিসেবে। মুফতি আমীনির লিবোরেল মৌলবাদ এখানে বেশ পোক্ত। এখানে হিন্দু এবং আহমদীয়া সম্প্রদায়ের মানুষ গুলোর উপর কি কি অত্যাচার করা হয়েছে সেটা কমবেশী আমরা সবাই জানি। এখানে যখন চিত্তনঞ্জন সাহার দোকান ভাংচুর মৌলবাদীদের দ্বারা করা হয়েছিলো তখন কোন মানুষ এগিয়ে আসেনি। কেন আসেনি? সবাই কি মৌলবাদী? এখানে তো শারদীয় পুজা বলুন আর কালীপুজা বলুন মুসলমান হিন্দু সমান আনন্দ করে। মুসলমানের বিয়েতে হিন্দু প্রতিবেশীর জন্যে আলাদা খাসির আইটেম করা হয়। তাহলে কারণ টা কি? সেটা হলো ভীতি। আজকে আমি মৌলবাদের প্রকাশ্য বিরোধীতা করলাম কালকেই আমার বাড়িতে আগুন লাগবে। শুধু ব্রাহ্মণবাড়িয়া কেন বাংলাদেশের সব জেলাতেই অবস্থা কাছাকাছি। বরং কোথাও আরো বেশী ভয়ংকর। মাদ্রাসার ছাত্রদের কিশোর বয়স হতেই মাগজ ধোলাই শুরু করে তারা।তাদের নিও ট্রেডিশন হচ্ছে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা।আর “মগজ ধোলাই” বা “ব্রেইন ওয়াশ” যেটাই বলি না কেন এটা হলো তাদের নব্য রাজাকার তৈরীর খুবই সামান্যতম একটি কৌশল।



ব্লগার থাবা বাবা(আহমেদ রাজীব) কে হত্যাকারীদের অন্যতম নাঈম শিকদার ইরাদের পিছনের ইতিহাস টুকু একটু ঘাটলে কিছু বিষয় পরিষ্কার হবে। মানে তাদের মগজ ধোলাই প্রকল্পের প্যাটার্নটা।



আসুন দেখি তার বন্ধুরা কি বলে তার ব্যাপারে।



নাঈম শিকদার ইরাদ। জন্ম এবং বড় হয়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়া শহরে। তার প্রাইমারী স্কুল ছিলো “খ্রীস্টিয়ান মিশন প্রাথমিক বিদ্যালয়”, মাধ্যমিক স্কুল “অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়”।

ব্রাহ্মণবাড়িয়া শহরের সেরা স্কুল এগুলো। এইচএসসি “ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ”।

ক্লাসের প্রথম সারির ছাত্রদের কথা বললে ইরাদের নাম অবশ্যই আসবে। সাইন্স গ্রুপের মেধাবী ছাত্র ছিলো। ইরাদ ছাত্র হিসেবে ভালো ছিলো। পরিবার ছিলো “সম্ভ্রান্ত মুসিলম” ট্যাগধারী পরিবার। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা। নিজের উচ্চতা নিয়ে একটু সংকুচিতো থাকতো ছেলেটি। সবার সাথে মিশতো না। তার পরিবর্তন হলো এইচএসসি লেভেলে গিয়ে। সে নিজের খেয়ালে থাকতো। কারো সাথে মিশতো না। তার পুরানো বন্ধুরা তাকে খুঁজেই পেতো না।



পরিবর্তনটা ছিলো সে হঠাৎ করেই কঠোর ভাবে ইসলামের নিয়ম কানুন মানা শুরু করলো। সমস্যা সেটা না। সমস্যা ধর্মান্ধতা। ধর্মান্ধতার বীজ তার ভেতর বপন হয়ে গিয়েছিলো। তার বাবা মা এটা নিয়ে চিন্তিতো থাকতো। তার আচার আচরনে উগ্রতা প্রকাশ পেতে থাকলো। সেটাও যদি নিয়ন্ত্রিত পর্যায়ে থাকতো তাহলে হয়তো সে এইচএসসিতে প্রত্যাশিত রেজাল্ট করতে পারতো। পরে সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন বিষয়ে ভর্তি হয়। আজকাল টাকা থাকলেই বিভিন্ন প্রাইভেট ইউনিতে ভর্তি হওয়া যায়।



পরের ঘটনা আমরা সবাই জানি। কিভাবে ব্লগার থাবা বাবার হত্যা মিশনে নাঈম শিকদার ইরাদ অংশ নেয়।(কালের কণ্ঠ ৪মার্চ)



জামাতের মগজধোলাই প্রকল্পের বলি একজন ইরাদ নয় বাংলাদেশে হাজার হাজার ইরাদ আছে।কিছুদিন আগেই আমেরিকায় স্ট্রিং অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার কৃত নাফিসের কথা তো আমরা সকলেই জানি।এরকম কত নাফিস আর ইরাদের জন্ম দিয়েছে জামাতের মগজ ধোলাই প্রকল্প তার কতটুকু খোঁজ আমরা জানি? আমরা আসলে কিছুই জানি না।



জামাত শিবিরের কর্মীদের নিজ অর্থায়নে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ায়। পাশ করার জন্যে নয় বরং নব্যরাজাকার সৃষ্টি মাধ্যমে বাংলাদেশে মৌলবাদের পাঁকা ঘাটি সৃষ্টির জন্যে। পত্র পত্রিকার কল্যানে “নানাভাই” নামক এক পালের গোদার কথা আমরা জেনেছি। পুলিশ বা গোয়েন্দা বাহিনী তাকে এখনও এরেস্ট করতে পারে নি। সে ছিলো থাবা বাবার হত্যাকারীদের ইন্ধনদাতা।



এ রকম হাজার হাজার “নানাভাই” ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের বিভিন্ন ইন্সটিটিউটে। যাদের কাজই হলো সদ্য কৈশর উত্তীর্ণদের “ব্রেইন ওয়াশের” মাধ্যমে পথভ্রষ্ট করা। তাদের মাধ্যমে “কিলিং স্কোয়াড” তৈরী করা। জামাতের নিজস্ব অর্থায়নে এই সব কাজ করা হয়। জামাতের নিজস্ব কতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তা আমরা সবাই ইদানিং মুখস্ত করে ফেলেছি। এর অদ্যাক্ষর দিয়ে স্লোগান ও দিয়েছি। কিন্তু আমাদের পত্রপত্রিকায় এখনও তো সেই সব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন একিদিকে ছাপা হচ্ছে আরেক দিকে পতাকা হাতে স্লোগানরত যুবক-যুবতীদের ফটো ছাপা হচ্ছে! তাদের খুঁটির জোর(পড়ুন টাকার জোর) যে কত সেটা অনুমান করতে কষ্ট হবার কথা না। আর তারা কি ইচ্ছা করলেই অন্য ব্যাবসায়িক সংগঠন কিনতে বা সৃষ্টি করতে পারে না? আলবৎ পারে! আর তাদের অর্থায়নের বৈদেশিক উৎসগুলোও এখন ওপেন সিক্রেট! হাজার কোটি ডলার তাদের কাছে কোন ব্যাপারই না!



আর বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিতে যারা শিবিরের সভাপতি বা এই ধরনের কিছু তাদের কঠোর নিয়ম পালন করতে হয়। জামাতের নেতাদের কথা ছাড়া তারা এক পাও চলেন না। পরবর্তীতে তাদের কর্ম সংস্থানের জন্যে তো রয়েছেই জামাতের পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান। দিগন্ত টিভির ডিরেক্টর ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি।



তাদের মিশন বাংলাদেশকে পুরোপুরি মৌলবাদী রাস্ট্র হিসেবে তৈরা করা। এতে তারা সফল হোক না হোক বাংলাদেশে দীর্ঘমেয়াদী অস্থিরতা বলুন আর ধর্মীয় উগ্রতা বলুন সেটা তারা সৃষ্টি করে ফেলেছে। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক জোট অনৈতিক ভাবে তাদের সাথে জোট বেঁধেছে “ভোটের রাজনীতির” ব্যানারে।



সরকার কি করছে? এককথায় বলতে গেলে সরকার কিছুই করতে পারছে না। জামাতকে নিষিদ্ধ করে দিলে তারা যে অন্য নামে অন্য ব্যানারে তাদের কাজ কর্ম চালাবে না সেটা ভাবার মতো বোকা এদেশের জনগণ নয়। তাই সরকার যেন অবলমম্বন করছে “পলিসি অব ডু নাথি”!

মন্তব্য ৯০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৭

দিশার বলেছেন: ধর্ম সব কিছু কে বিষাক্ত করে ফেলে .

ইন্ডিয়ার শিব সেনা , বাংলাদেশ এর জামাত, আফগানিস্তান এর তালেবান, আমেরিকার ওয়েস্ট ব্যাপটিস্ট চার্চ ,

একই কুমিরের বাচ্চা . বিষাক্ত ধোয়া , বিপন্ন মানবতা

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধর্ম কোন কিছুকেই বিষাক্তকরে না। বিষাক্ত যা করে তা হলো উগ্রতা।

২| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০০

সেলিম আনোয়ার বলেছেন: ওয়াজ মহফিল, তাবলিগ তাগরে দেখতে পারে না...তাবলীগ আর জামাত শত্রু..........তাবলীগের আমীর ভারতের ।

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: জামাত শিবির এর কোন ওয়াজে গিয়েছেন? ব্রাহ্মণবাড়িয়ায় তাদের কোন ওয়াজে বা ধর্মীয় সভায় এসেছেন?

তাবলীগের কেউ তাদের দেখতে পারে না কথা সত্য। কিন্তু তাই বলে কি জামাত বসে আছে?

৩| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১২

নায়করাজ বলেছেন: আমরাই এই কালসাপ তৈরি করেছি। তাদের নানাভাবে আমরা সহায়তা করছি। তাদের প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করে তাদের দিন দিন বড় বানিয়েছি আমরাই।

এখন দরকার তাদের সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে বয়কট করা। দান সদকা বন্ধ করা ।

জামায়াত শিবিরের সঙ্গে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ওরা যেন অন্য নামে রাজনীতিতে ফিরে না আসতে পারে, সে জন্য ব্যক্তি হিসেবে তালিকা করে নিষিদ্ধ করতে হবে।

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: নায়করাজ বলেছেন: আমরাই এই কালসাপ তৈরি করেছি। তাদের নানাভাবে আমরা সহায়তা করছি। তাদের প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করে তাদের দিন দিন বড় বানিয়েছি আমরাই।

এখন দরকার তাদের সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে বয়কট করা। দান সদকা বন্ধ করা ।

জামায়াত শিবিরের সঙ্গে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ওরা যেন অন্য নামে রাজনীতিতে ফিরে না আসতে পারে, সে জন্য ব্যক্তি হিসেবে তালিকা করে নিষিদ্ধ করতে হবে।


সহমত।

৪| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৮

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বেচারা!

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :(

৫| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫

নিশ্চুপ শরিফ বলেছেন: জামায়ত শিবির খালি ব্রেইন ওয়াস করে। আর চাপাতি লীগ আর পিতাদল খালি বসে বসে দেখে আর ফেবুতে/সামুতে বাল ফালায়, হাউকাউ করে।

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সরকার যেন অবলমম্বন করছে “পলিসি অব ডু নাথি”!

৬| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫

তাসজিদ বলেছেন: আমাদের সবাইকে বুঝতে হবে যে জমায়াত শিবির একটি অপশক্তি। এরা আমাদের দেশকে একটি পাকিস্থান বানাতে চায়।

প্রতিহত করতে হবে। যে কোন মুল্লে।

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হ্যাঁ যে কোন মুল্যে প্রতিহত করতে হবে।

৭| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪০

রাফা বলেছেন: সঠিক পর্যালোচনা এবং বিশ্লেষন।সময়টা কঠিন থেকে কঠিনতর হোয়ে যাচ্ছে।আর অবহেলা করা উচিত নয় মাদ্রাসাগুলোকে।এখনই লাগাম টেনে ধরতে হবে।

ধন্যবাদ।

জয় বাংলা।

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :)

৮| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

মো ঃ আবু সাঈদ বলেছেন: উরা পিটার খায় না কি?

নাকি বগুড়ার টিপুর মত পাগল...

ফাউল কথাবার্থ..মগজ ধোলাই....তাও আবার শিক্ষিত প্রাপ্ত বয়স্ক...

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এখানে ফাউল কথাবার্তা? ছাগু নি?
যাই হোক স্ক্রীণশট নিয়ে রাখলাম।

৯| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১০

মো ঃ আবু সাঈদ বলেছেন: রাফা--যতাই ডাক থলের বিড়াল বার বার বের হয়ে যায়.।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: থলের বিড়াল? এখন তো দিখছি থলের বিড়াল আপনার বের হলো!

১০| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৪

শের শায়রী বলেছেন: চমৎকার বিশ্লেষন। যদি মাদ্রাসা গুলোকে আধুনিক শিক্ষার সাথে অঙ্গীভূত করা যায় তবে এর প্রকোপ কমে আসবে। আরো বিশ্লেষন চাই, তবেই যদি সরকারের নজর যায়। ভাল থাকুন

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। লাগম এখনই টেনে ধরা উচিৎ।

১১| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৩

আমিনুর রহমান বলেছেন: চমৎকার লিখেছিস।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

১২| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৯

একরামুল হায়দার বলেছেন: আমি একটা দল করতে চাচ্ছি ঃ
যারা যারা জামাতের মগজ ধোলাই থেকে ফিরে আসতে পেরেছেন তাদের নিয়ে ঃ যারা ফিরে আসতে পেরেছেন শুধু তারাই জানেন ওদের মগজ ধোলাই তে কতটা ভন্ডামি থাকে, আমিও তাদের একজন

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনার অভিজ্ঞতা নিয়ে পোস্ট দিবেন আশা করি।
ভাল থাকবেন। :)

১৩| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩২

মো ঃ আবু সাঈদ বলেছেন: একরামুল হায়দার -ভাই জান জামাত বা শিবিরের কোথাকার কোন পোষ্টে ছিেলন...

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনাকে ব্যান মোবারক। :-P

১৪| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮

একরামুল হায়দার বলেছেন: ওরা প্রথমে মগজ ধোলাই করে, তারপর অনেকদিন পর্যবেক্ষণ করে, পরিবার সম্পর্কে খবর নেয়, মৌদদী বই এ আসক্ত করে, তারপর আপনি সমর্থক হিসেবে ওদের লিস্ট এ উঠবেন...... পদ পেতে আরো দেরী ভাই.......

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হা হা তিনি মনে হয় পদ পেতে যাচ্ছেন শিগগিরই! সামুতে ব্যান খাইসেন তো! ;)

১৫| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫১

s r jony বলেছেন: ১)আমরা সবাই তালেবান,
বাংলা হবে আফগান।

২)এক দেশ, এক ধর্ম
পাকিস্তান, ইসলাম

যেই দিন এই স্লোগান দিছিল সেদিনই উচিত ছিল এদেরকে "ফায়ারিং স্কোয়াডে" দাড় করি গুলিবর্সন করা।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হ্যাঁ কিন্তু তা হয়নি আমাদের নীতিভ্রষ্ট রাজনীতিবিদদের কারণে।

১৬| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: ++++++++++++++

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।

১৭| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৩

নিয়েল ( হিমু ) বলেছেন: অ সা ধা র ন
পরিশ্রমী তথ্য কোষ পোষ্ট ।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হিমু ভাই পরিশ্রম করতে কোন দ্বিধা নেই। কিন্তু এদের কার্যক্রম কবে যে নিষিদ্ধ হবে!!

১৮| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৩

নিয়েল ( হিমু ) বলেছেন: অ সা ধা র ন
পরিশ্রমী তথ্য কোষ পোষ্ট ।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হিমু ভাই পরিশ্রম করতে কোন দ্বিধা নেই। কিন্তু এদের কার্যক্রম কবে যে নিষিদ্ধ হবে!! :(

১৯| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

একজন আরমান বলেছেন:
আমার মনে হয় এনএসইউ নিয়া সরকার শুধু শুধুই ফাল পারতাছে।
জাসির এই খাসিগুলান সব ভার্সিটিতেই কম বেশি আছে।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সরকার তো কিছুই করতে পারছে না!!

২০| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: ইরাদের কাহিনী পড়ে ভয় পাচ্ছি। অনেক ভালো ছেলেপেলেই মগজ ধোলাই খেয়ে পুরাই উগ্রপন্থী হয়ে যাচ্ছে। সবাই একসাথে মিলেমিশে থাকার মধ্যে যে ভালোলাগা কাজ করে তা থেকে এরা বঞ্চিত। জামাত শিবিরের ধারি শয়তানগুলো নিজেদের কাজে এমন সুইসাইড স্কোয়াড তৈরি করছে এদের দিয়ে। একটু ধার্মিক ছেলেপলেদের পুরোপুরি ধর্মান্ধ বানিয়ে এদের জীবন ধংস করছে, পরিবারকে ধংস করছে সর্বোপরি দেশকে ধংস করছে। অনেক হয়েছে। নানা ভাই টাইপের সব মাথাগুলোকে কেটে ফেলতে হবে। আর পিছিয়ে যাওয়ার উপায় নাই, সরকারকেই দায়িত্ব নিতে হবে এই শুদ্ধি অভিযানের। আমাদের সংগ্রাম চলবে, সরকারকে আমরাই বাধ্য করব।

এখানে তো শারদীয় পুজা বলুন আর কালীপুজা বলুন মুসলমান হিন্দু সমান আনন্দ করে। মুসলমানের বিয়েতে হিন্দু প্রতিবেশীর জন্যে আলাদা খাসির আইটেম করা হয়। এই ফিলিংসটা লাইফে অনেকবার পেয়েছি, একটা অন্যধরনের ভালোলাগা কাজ করে। এখন অনেকটা শংকিত। পরস্পরের প্রতি এত ভালোবাসা, এত শ্রদ্ধাবোধ সব ধংস করে এক ধর্মান্ধ জাতিতে পরিনত করার নীল নকশা নিয়ে নেমেছে জামাত শিবির। টিভিতে অসহায় মানুষদের চেহারা দেখে নিজেকেই অসহায় লাগে। দেশটা এমন হয়ে যাবে কখনো ভাবিনি। আফগান, পাকিস্তান- এদের তালিকায় প্রিয় দেশকে দেখতে চাই না। কখনৈ সফল হতে দেবনা জামাত শিবির নামক শয়তানের প্ল্যান। দেশকে জামাত শিবির মুক্ত করেই ছাড়ব আমরা তরুন সমাজ। আমরা সংখ্যায় অনেক বেশি, অনেক সচেতন, অনেক শিক্ষিত- একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এগুলোই আমাদের শক্তি।

অনেক তথ্যপূর্ন লেখা। ভালো লাগা রেখে গেলাম।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এমন হাজারো ইরাদের জন্ম দিয়েছে জাশি। তাদের জন্যে আমরা কিছুই করতে পারছি না। ইসলাম ধর্মের অপব্যাবহার করে তারা একটু ধার্মিক ছেলেদের বিভ্রান্ত করে।
আর সাম্প্রদায়কি সম্প্রীতি যে ইউুনক ফিলিংস সেটা অনেক বার পেয়েছি! আর জাশি এটাকে ধাব্ংস করে এদেশে মৌলবাদ ককায়েম করতে চায়। এদের নিষিদ্ধ করতেই হবে!
ধন্যবাদ গঠনমুলক মন্তব্যের জন্যে। :)

২১| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

আশিক মাসুম বলেছেন: ভাল পোষ্ট অনেক কিছু জানলাম । আসলে ওদের এই ব্রেন ওয়াস ব্যাপারটাই খুব ডেঞ্জারাস, এমন একটা সিচুয়েসন হয় ছেলে গুলা নিজের বাবা মাকে মেরে ফেলতেও দ্বিধা করে না।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম সদ্য কৈশরোত্তীর্ণ ছেলেগুলোকে ওরা সহজেই বিভ্রান্ত করে।

২২| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ভাল লিখেছেন......... +++++++++++++++++

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।

২৩| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১১

স্পাইসিস্পাই001 বলেছেন: সুন্দর উপস্থাপনা .....

ধন্যবাদ....।

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।

২৪| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

মাক্স বলেছেন: +++++++++++++++

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :) কমেন্ট আশা করেছিলাম।

২৫| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট। এই ভাবেই এদের মুখোস খুলা উচিত। এরা সাধারন মানুষের ধর্মানুভুতির সাথে প্রতারনা করে। এরাই ইসলামের আসল শত্রু।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ইসামকে তারা তাদের নিজ প্রয়োজনমতো সাজিয়ে ব্যাবহার করছে। তারাই ইসলামের মূল শত্রু। এদেরকে সবাই মিলে প্রতিহত করতে হবে।

২৬| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

সাইফ সামির বলেছেন: +++++++++++++++++++++++++++++++

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।

২৭| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

হীরারক্‌স বলেছেন: সহমত++++

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আসুন আমরা তাদের প্রতিহত করি। ব্যাপক সচেতনতার মাধ্যমে।

২৮| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ওয়াজে যাওয়ার সময় পা্ ইনা আগ্রহ পাই না।তবে আমি এখন যেখানে এই খানে প্রচুর ওয়াজ বুড়া থেকে গুড়া সবাই ওযাজের রেকর্ড শুণে...আর সপ্তাহে একটা ওয়াজ মাস্ট।কান ঝালাপালা অবস্থা রাত ১০টার পর মাইকে ওয়াজ শুরু হয়ে যায় চলে শেষ রাত পর্যন্ত্ ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কি আর বলবো!! একটা কথা বলি খুব সাধারন মানুষগুলো কিন্তু তাদের সহজ টাগের্ট!

২৯| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার লিখেছেন আপু। জামাত শিবিরকে উচিৎ এখনই ব্যাণ করা। এবং এ মুহূর্তে। সরকার যত দেরি করবে ততই জাতিকে এর খেসারত দিতে হবে।

পোস্টে ভালো লাগা।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সরকার দেরী করছে। তারা অবলম্বন করেছে পলিসি অব ডু নাথিং! আরে দেরী কররে সবই শেষ হয়ে যেতে পারে!

৩০| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

বাংলার হাসান বলেছেন: চমৎকার

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।

৩১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৮

২০১৩ বলেছেন: জামাত শিবির খুব খারাপ , এর চেয়ে কুত্তালিক অনেক ভালো

কিন্তু উপরের ছবির কাউকে তো শিবির বলে মনে হয়না, আমার দেখা শিবির দের কারো এত লম্বা দাড়ি দেখিনি।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনির উপরের কাকে কাকে চিনেন? শিবিরের কেন মনে হয়না সেটাও বলেন! আপনি কি শিবির করেন নাকি ? আপনার দাড়ির দৈর্ঘ কতো? লীগের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে গঠনমুলক মন্তব্যের মাধ্যমে করতে পারেন। শুধু শুধু ল্যাঞ্জা বের না করলেই হয়! আপনারও সুবিধা আমারও সুবিধা(এনার্জি বাঁচে)।

৩২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন:
অসাধারণ একটি পোস্ট, মেধা অনুসারে নির্বাচিততেই এসেছে, তাই মডুদের ধন্যবাদ।

তবে, ব্রেইন ওয়াস প্রকল্পে যারা ধরা পড়েনা, যেমন সাধারণ মাধ্যমের ছাত্রছাত্রী, তাদেরকে হাত করা হয় রেটিনার সেই কোচিং এর সময়টা, যখন নীতি বিকাশ হতে থাকে, ফোকাস বা সাইফুরস এর মতো প্রতিষ্ঠানের কোথাও না বললেই নয়। এরকম আরও অনেক প্রতিষ্ঠান খুলে রাখা আছে কর্মী সংগ্রহে, এটা ওদের অন গোয়িং প্রসেস। আমি নিজে এইসবে লিফলেট বিতরন করতে দেখেছি, জিহাদি বই শিবির এর বইও সাপ্লাই দেওয়া হয়। এছাড়াও আছে মসজিদে নিয়ে গিয়ে কসম খাওয়ানোর মতো কুৎসিত কাজও!! এসএসসি, এইচএসসির পরে একটা অনুষ্ঠান করে এদের কর্মী পিক করার বিষয়টিও অসাধারণ। আমার দেখা বাংলাদেশের সবথেকে অরগানাইজড ক্রাইম টিম হচ্ছে শিবির। এদের কর্মসংস্থান এর ব্যাবস্থা করা হয়েছে। রেটিনার ডাক্তারেরা যায় ইবনে সিনাতে, বিজনেস এর স্টুডেন্ট ভাল সুযোগ পায় ইসলামি ব্যাংক। নামে বেনামে আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে এদের জীবিকা নিশ্চিত করতে। ঠিক যেন একটা পারফেক্ট মাফিয়া বা জঙ্গি সংগঠন। জামাত শিবিরে পদবি থাকলে এরা চাকরীতে পায় বিশাল অগ্রাধিকার। এই কারনে এই সমর্থক জাত হয়ে ওঠে বিশ্বস্ত ফ্রিক বা ফ্যানাটিক। বিএনপি আওয়ামীলীগ এর সন্ত্রাসীদের থেকে এই সন্ত্রাসীরা এই কারনেই বিশাল ভয়ানক কারন এরা বিভিন্ন ভাবে ইন্সপায়ারড। আর্থিক-মানসিক ও ধার্মিকভাবে এদের ইনফ্লুএন্স করা হয়।

খুব সামান্য তথ্য থাকলেও এই বিষয়ে দুই লাইন লিখেছিলাম। তবে আপনার পোস্টে বৃহত্তর চিত্র রয়েছে। জানেন না , লজ্জাজনক একটি বিষয় রয়েছে আমারই, আমি নিজেই ছিলাম কিছু সময় ওদের সাথে। কর্মী থেকে সাথীও হয়েছিলাম। ওরা যে কি, এবং কিভাবে কি করে, আমি সবই জেনেছি, বুঝেছি।

অবশ্য আমার গিলটি নেই, ওই সময়ের শিশুসুলভতার কারনেই ভুল করেছিলাম, পরে ওদের বিপক্ষে লাঠিও ধরেছি, তাই আফসোস নাই।

ওদের মুখোস উন্মচনে ও কিছু ভাল এঙ্গেলে ব্যাখ্যা করার জন্যে আপনার প্রতি কৃতজ্ঞতা।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: পথিক গঠনমুলক এবং ইনফরমেটিভ মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ।

ব্যাখ্যঅ ইচ্ছা করলে আরো বড়ো করতে পারি কিন্তু এই সব কথাতো আমরা সবাই জানি! কিন্তু এরপরেও আমার ইরাদদের ফিরাতে পারছি না। এটাই দুঃখ!

৩৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

২০১৩ বলেছেন: আমার দাড়ি নেই, তবে কুত্তাদের যেমন চিনি চেয়ে শিবিরের ও চিনি। সেই বোধ থেকে বললাম,

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: গঠনমুলক ভাবে বললে ভাল লাগতো।

৩৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪১

মাজহারুল হুসাইন বলেছেন: ইসলাম ধর্ম সম্পর্কে যারা ব্যাপক পড়াশোনা করেছেন তারা খুব ভালো ভাবেই জানেন “সর্বোৎকৃষ্ট জিহাদ” হলো নিজ “কুপ্রবৃত্তির বিরুদ্ধে” যুদ্ধ করা। >>> ভাই কি জিহাদে আসগর অস্বীকার করতে চাচ্ছেন ?

পরে সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন বিষয়ে ভর্তি হয়। আজকাল টাকা থাকলেই বিভিন্ন প্রাইভেট ইউনিতে ভর্তি হওয়া যায়।>>>পুরা আগুন লাগায়ে দিবেন দেখি ।

জামাত জামাত করতে করতে আরেকটা মগজ দোলাই প্রতিষ্ঠান হিজবুত তাহরিরের কথা ভুলে গিয়েছেন । সত্যিকারে ইসলামকে সাহায্য করতে চাইলে সমন্বিত উদ্যোগ প্রয়োজন ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাই কি জিহাদে আসগর অস্বীকার করতে চাচ্ছেন

আমারলেখার কোন কন্টেন্ট কি তা বলে?

>পুরা আগুন লাগায়ে দিবেন দেখি ।

কথা কি সত্য নয়?

জামাত জামাত করতে করতে আরেকটা মগজ দোলাই প্রতিষ্ঠান হিজবুত তাহরিরের কথা ভুলে গিয়েছেন । সত্যিকারে ইসলামকে সাহায্য করতে চাইলে সমন্বিত উদ্যোগ প্রয়োজন ।


ওটা জামাতের লেঞ্জা। সেটাকে নিয়ে আলাদ পোস্ট করবো। তখন এসে আপানর মুল্যবান মন্তব্য করবেন। ধন্যবাদ।

৩৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৯

কৃষি এবং কৃষক বলেছেন: নায়করাজ বলেছেন: আমরাই এই কালসাপ তৈরি করেছি। তাদের নানাভাবে আমরা সহায়তা করছি। তাদের প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করে তাদের দিন দিন বড় বানিয়েছি আমরাই।

এখন দরকার তাদের সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে বয়কট করা। দান সদকা বন্ধ করা ।

জামায়াত শিবিরের সঙ্গে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ওরা যেন অন্য নামে রাজনীতিতে ফিরে না আসতে পারে, সে জন্য ব্যক্তি হিসেবে তালিকা করে নিষিদ্ধ করতে হবে।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কৃষি এবং কৃষক বলেছেন: নায়করাজ বলেছেন: আমরাই এই কালসাপ তৈরি করেছি। তাদের নানাভাবে আমরা সহায়তা করছি। তাদের প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করে তাদের দিন দিন বড় বানিয়েছি আমরাই।

এখন দরকার তাদের সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে বয়কট করা। দান সদকা বন্ধ করা ।

জামায়াত শিবিরের সঙ্গে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ওরা যেন অন্য নামে রাজনীতিতে ফিরে না আসতে পারে, সে জন্য ব্যক্তি হিসেবে তালিকা করে নিষিদ্ধ করতে হবে।


সহমত!

৩৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২২

আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: স্বচ্ছল পরিবারে পলিটোফোবিয়া কাটাইতে হবে। এছাড়া কোন রাস্তা নাই।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এর জন্যে প্রয়োজন ব্যাপক সচেতনতা!

৩৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০

আব্দুর রহ্‌মান বলেছেন: অসাধারন লেখা ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।

৩৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫

jotejoy বলেছেন: অ সা ধা র ন

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।

৩৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

মহামহোপাধ্যায় বলেছেন: এদের হাত থেকে রক্ষা পেতে প্রাথমিক প্রতিরোধ কিন্তু পরিবারেই নিতে হবে। আমার হাতেও উঠেছিল "কিশোর কন্ঠ", কিন্তু বাসায় আল্টিমেটামও দেয়া হয়েছিল সাথে সাথেই। আর এখনকার বাবা-মা কে দেখি পাঠ্যবইয়ের বাইরে ছেলেমেয়েকে আর কোথাও সময় দিতে দেয় না। আরে সন্তানকে যদি সুস্থভাবে চিন্তা করতেই না দেয়া হয় তাহলে পক্ষান্তরে মগজ ধোলাই বা এসংক্রান্ত ব্যাপারগুলোকে পক্ষান্তরে নিমন্ত্রনই জানানো হয়। যেন পাঠ্যবইয়ের বাইরে কোন বই পড়লে সন্তান উচ্ছন্নে যাবে!!

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মহামহোপাধ্যায় বলেছেন: এদের হাত থেকে রক্ষা পেতে প্রাথমিক প্রতিরোধ কিন্তু পরিবারেই নিতে হবে। আমার হাতেও উঠেছিল "কিশোর কন্ঠ", কিন্তু বাসায় আল্টিমেটামও দেয়া হয়েছিল সাথে সাথেই। আর এখনকার বাবা-মা কে দেখি পাঠ্যবইয়ের বাইরে ছেলেমেয়েকে আর কোথাও সময় দিতে দেয় না। আরে সন্তানকে যদি সুস্থভাবে চিন্তা করতেই না দেয়া হয় তাহলে পক্ষান্তরে মগজ ধোলাই বা এসংক্রান্ত ব্যাপারগুলোকে পক্ষান্তরে নিমন্ত্রনই জানানো হয়। যেন পাঠ্যবইয়ের বাইরে কোন বই পড়লে সন্তান উচ্ছন্নে যাবে!!

হুম।

৪০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


সঠিক পর্যালোচনা এবং বিশ্লেষন।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।

৪১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: aj ontoto amar blogey ashbenna....ota akhon premey akranto

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: তাইলে তো আসতেই হয়!

৪২| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮

ইখতামিন বলেছেন:
খুব ভালো লাগলো.

আসলে আমাদের আরও অনেক সচেতনতার প্রয়োজন.

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হ্যাঁ সেটাই কাম্য। :)

৪৩| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
লেখাটা পড়েছি 'আমার ব্লগ' এ, স্টিকি হয়েছিল :)

জয় বাংলা।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ হ্যাঁ এই লেখাটা আমুতে এবং প্রজন্মব্লগে ও দিযেছিলাম।

৪৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপনার কাছে চমৎকার সব ইনফো আছে, আপু। প্লাস সহ প্রিয়তে।

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ইনফো কালেক্ট করতে কোন কষ্ট নেই। শুধু ধর্ম ব্যাবসয়িীদের প্রতিহত করতে চাই।
ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা ।
:)

৪৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩০

জাতির মামু বলেছেন: এরা শিবির না । এরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য । এটা হলো হিজবুত তাহরীর পরিচালিত একটি সংগঠন । তারা শিবিরকে দেখতে পারে । আরেকটু কষ্ট করে খোজা খুজি করেন । শিবিরের অনেক অপকর্মের খোজ পেতে পারেন । নিচের লিঙ্কে বিস্তারিত । Click This Link

৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: লিঙ্কের জন্যে ধন্যবাদ। তবে শিবিরের কাজ আর তাদের কাজ প্রায় একই। জঙ্গি গোষ্ঠী বলে কথা।
সব রসুনের গোড়া কিন্তু এক জায়গাতেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.