নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মান্ধ এবং রাজাকার মুক্ত দেশ চাই...

একটা মেয়ের একটু কথা।

আজ আমি কোথাও যাবো না

আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার কোন আক্ষেপ নেই। শুধু অন্যেরা উকি না দিলেই হলো। তারা দেখে আমি পঙ্কিল এক পৃথিবীতে পঙ্কস্নান করছি। আমার ভাষায় যদিও তা চন্দ্রস্নান বা রৌদ্র স্নান। সেই পঙ্কিল আমাকে দেখে ভিড়মি খাওয়া মানুষদের বলছি দয়া করে আমার পৃথিবীতে আমাকে থাকতে দিন। এটা একান্তই আমার ভুবন। অশুদ্ধ আমি ভাল আছি খুব। এক টুকরো কল্পনার অংশুকে নিযে ভাল আছি খুব। শুদ্ধতা আমাকে ভাল না বাসুক আমার আপত্তি নেই। যা আছে মানে অশুদ্ধতাটুকুই নিয়ে বাচতে চাই। সব হারালে আমি বাঁচবো কি করে!

আজ আমি কোথাও যাবো না › বিস্তারিত পোস্টঃ

শৃঙ্খল

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯



বাস থেকে নেমে সোজা ঢুকে গেলাম কাল্লুর দোকানে। সে ফুল ব্যবসায়ী। সে আমাকে দেখে ব্যাস্ত হয়ে উঠলো। আমি নিলাম কয়েকগাছি বেলী ফুলের মালা চৌদ্দটা টকটকে লাল ফুটন্ত গোলাপ।



- একদম তাজা ফুল ছার। এরম তাজা ফুল কোথাও পাবেন না।

- আচ্ছা কাল সকাল পর্যন্ত তাজা থাকবে তো?

- অবশ্যই থাকবো না যদি থাকে তাইলে আমার ফুলের দোকান আপনেরে লেইখ্যা দিবো! এখন শুধু একটু পানিত ভিজায়া রাখবেন। ফিরিজেও রাখতে পারেন।



আমি টাকা দিয়ে বের হয়ে গেলাম। কাঁচাবাজারে গিয়ে ঢুকলাম। কুঁচো চিংড়ি পেয়ে গেলাম মুখে হাসি নিযে সেগুলো কিনলাম। কুঁচো চিংড়ি আমি খুব পছন্দ করি এমন নয়। হাঁস কিনলাম। বিরক্তিকর যতগুলো আইটেম আছে সবগুলো কিনে ফেলতে ইচ্ছা হচ্ছে। কিন্তু পরের দিনগুলোর জন্যে ওদের রেখে গেলাম। একদিনে সব গেইম শেষ করলে কি ভাবে হবে? এর আগে অনেক বার বিরক্তিকর জিনিস নিয়ে বাসায় গেছি। শুধু মৃদুকে ইরিটেট করার জন্যে। বাইম মাছ কচুর গোড়া, কলার মোচা, কচু লতি আরো কত কি!



বাসার সামনে দাড়িয়ে কলিংবেলটাতে টিপ দিয়ে ধরে রাখলাম। বিরক্তিকর একটা কাজ এটা। আমার স্ত্রী মৃদুলা খুললো দরজা। প্রতিদিনের মতোই মুখে পরিমিত হাসি নিয়ে। আমি আসা মাত্রই আমার হাত থেকে সবব্যাগ নিয়ে নেয়ার কোন ব্যতিক্রম হবে না জানি। আমি এটাই চাচ্ছি। সে নিলো কিন্তু ফুলের প্যাকেটটা নিলো না। আমি জানতাম এটা হবে। আমিও মেপে হাসলাম। গেইম এখনও বাকি আছে তাড়াহুড়োর কিছু নাই।



আমি অনেক সময় নিয়ে গোসল করলাম। ইচ্ছা করেই ফুলগুলো লুকিয়ে রেখেছি। আমি চাই মৃদু খুঁজুক এগুলো তবে সেই সম্ভাবনা খুবই কম। ওকে আমি দশ বছর ধরে চিনি।



বের হওয়া মাত্র প্রতিদিনের মতোই কফি পেয়ে গেলাম। সে চলে গেলো রান্নাঘরে। আমার ধারনা ঠিক সে ফুল খুঁজেও দেখেনি। আগে তার কষ্ট হতো সামলাতে কিন্তু এখন অভ্যস্ত। আর আমি ও অভ্যস্ত। ফুল গুলো বের করে বেশ আয়োজন করেই ডাইনিং টেবিলে গিয়ে বসলাম। রান্নাঘর ঠিক উল্টোদিকে। দেখতে হলে রান্নাঘর থেকে বের হয়ে দেখতে হবে। আমি বেলী ফুলগুলোকে খুব যত্ন করে একত্র করি। এই পর্যায়ে স্ত্রীকে বলি একটু সুতো দিতে সে কুচো চিংড়ি বাছা রেখে সুতো দিয়ে যায়। কিন্তু সে একটু পিছলে যায় কেন জানি। জিজ্ঞেস করলো:

- ফুলগুলো দিয়ে কি করবে?

- ফুল দিয়ে কি করে?

- কাওকে দিবা?

- হু দিবো।

- আচ্ছা। কাকে?



আমি একটু হাসলাম। খানিকটা শব্দ করেই। যেনো সে লজ্জা পায়। কিন্তু একটু পিছলে গেছে পরের বার তার পিছলানো দেখতে অনেক দিন অপেক্ষা করতে হবে। আমি সাবধান হয়ে গেলাম হয়তো এবার আমার টার্ন! আমি আনাড়ি হতে ফুলগুলো বাধঁছি। আমাকে খানিকটা অবাক করে আমার স্ত্রী এসে বলতে লাগলো কিভাবে বাঁধতে হবে। আমিও মুখে হাসি নিয়ে বললাম একটু আদুরে গলায় বললাম তুমিই বেঁধে দাও তাহলে।



আমার স্ত্রী এই দশ বছরে আমার কোন কথা অমান্য করেনি এবারো করলো না।



ফুল গুলো নিয়ে একটা গেইম ভেবেছিলাম। সেটা আর করবো না। অন্য খেলা খেলবো। কারণ আমি দেখতে পাচ্ছি টেবিলে রাখা এশট্রেতে সিগ্রেটের ছাই। আমি সিগ্রেট ছেড়ে দযেছি সেই কবেই। হয়তো আমাকে দেখানোর জন্যে ইচ্ছা করেই রেখে দিয়েছে এগুলো। রমিজকে নিয়ে দুটো বাক্য বললো সে। সমপরিমান আঘাত তাকে ফিরিয়ে দিতে হবে তো! দেখলাম সাদা বেলীগুলোকে মাঝখানে রেখে আমার স্ত্রী খুব সুন্দর করে চরিদিকে লাল গোলাপ গুলো গুজে দিয়েছে। আমি মুগ্ধ হলাম। ফুলগুলো নিয়ে নিযে একটি পানিভর্তি বাটিতে করে বেডরুমে রেখে আসলাম। মৃদু অনেক যত্ন নিয়ে রান্না করলো প্রতিদিনের মতোই। আমি বেশ আগ্রহ নিয়ে টেবিলে গিয়ে বসলাম। গরম ভাত থেকে ধোঁয়া উঠছে। দেখেই স্পর্ষ করতে ইচ্ছা হয়। আমি প্লেটে ভাত নিলাম। সব কিছু রেডি এমন সময়ে মৃদুর দিকে একবার তাকিযে হাসলাম তারপর উঠে চলে গেলাম। সে একবারও ডেকে বললো না খেতে। বেডরুমে এসে শুয়ে পড়লাম। সাইড টেবিলে রাখা ফুলগুলোর দিকে তাকিয়ে রইলাম।



এগুলো কাকে দেবো ঠিক করে ফেলেছি। রিয়াকে দেবো। আমার কলিগ নতুন এসেছে মেয়েটা। আজকাল একটা জিনিস মাথায় ঢুকে না। এখকার অনেক তরুণী মেয়েরা তুলনামুলক বেশী বয়েসী বিবাহিতো পুরুষদের পছন্দ করে। কথাবার্তায় এক ধরণের আমন্ত্রনের হাতছানি থাকে আবার অবজ্ঞাও থাকে যে কোন পুরুষকে ক্রাশ খাওয়ানোর জন্যে যথেষ্ট। অবশ্য তাদের উদ্দেশ্য থাকে লাট্টুর মতো ঘুরপাক খাওয়ানোর। নারীজাতি বাঁদর নাচ দেখতে পছন্দ করে। মাঝে মাঝে ভীষণ প্রেমে পড়ে যাবার অভিনয় করি রিয়ার সাথে। আবার একটু পরেই নিদারুণ অবজ্ঞা। তার অস্ত্র দিয়ে তাকেই ঘায়েল করা আরকি। সে তো আর মৃদু নয় যে ঘায়েল হবে না। রিয়ার কথা অনেকবার বলেছি মৃদুকে। মৃদু মচুকি হেসেছে শুধু। রিয়ার ছবিও দেখতে চেযেছে। এখানে আমার এককাজে দুইকাজ হয়েছে। রিয়াকে ছবির কথা বলতেই নানা রকমের কথা বলা শুরু করলো রাজি আবার রাজি না এই টাইপের কথা আরকি। যাই হোক অনেক ন্যাকামি করে রাজি হলো। আজকাল মোবাইলে ভালো ছবি উঠানো যায়। ছবি তোলার মুহুর্তে যখন রিয়ার কাঁধে হাত রেখেছিলাম রিয়া হকচকিয়ে গিযেছিলো। আমি শুধু হেসেছি। মনে মনে অবশ্যই।



এই ছবি দেখে আমার কোন সন্দেহ নেই মৃদুও মনে মনে খুব হেসেছে। হয়তো এখনও হাসে। সে হাসতে থাকুক। এর পর থেকে রিয়ার সাথে কখনও কথা বলি নাই। আমি চেযেছিলাম ওকে দিয়ে মৃদুর সাথে গেইম খেলতে বোকা মেয়েটা সব এলোমেলো করে দিলো। কিন্তু ফুলগুলো রিয়াকেই দিবো। কয়দিন ধরে আবার ওর সাথে কথা হচ্ছে। মৃদু কি কিছু টের পাচ্ছে না? রিয়াকে নিয়ে অনেক ঘুরেছিও। বলতে গেলে রিয়ার সাথে এই মুহুর্তে প্রেমই করছি। তবে সেটা শারীরিক পর্যায়ে নিবো না কখনও আমি মৃদুর সাথে বিশ্বস্ত থাকতে চাই। আর রিয়া কষ্ট পাবে? পাক! তার সেটা প্রাপ্য।



ফুলগুলোতে হাত বুলাতে বুলাতে আমি ঘুমিয়ে গেলাম।

ঘুম ভাঙ্গলো কেন আমি জানি না। ফুঁপিয়ে কান্না করছে কেউ। কে কাঁদছে? মৃদু? আমি উঠলাম। বাটিতে ফুলগুলো নেই। দেখলাম ড্রয়িং রুমে মৃদু বসে আছে। ফুলগুলো কুচিকুচি করে ফেলেছে। ফুঁপিয়ে কাঁদছে মেয়েটা দেখেই মায়া লাগলো। আমি ওর কাছে গেলাম। আমাকে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো। আমিও ওকে ধরে বসে থাকলাম। আমি তো এটাই চাইছিলাম। গেইম খেলে ওকে কাঁদাতে চেয়েছিলাম। সে আজ কেঁদেছে। আমিও কাঁদছি। আমি খুব ভাল করে জানি এই দৃশ্য আমি ঘুমের ঘোরে দেখছি। এটা স্বপ্ন। এই স্বপ্ন আমি প্রায় প্রতিদিনই দেখি। তাই ঘুমের মধ্যেই আজকাল বুঝতে পারি এইটা স্বপ্ন। কিন্তু কি করব জাগতে ইচ্ছা করে না। আহা সারাজীবন যদি ঘুমিয়ে এই স্বপ্নটা দেখতে পারতাম!



কিন্তু আমাকে জেগে উঠতে হয় পর দিন সকালে। ফুলগুলো মৃদুই প্যাক করে দেয়। মুখে মৃদু হাসি নিয়ে। এই খেলা চলে আসছে দশ বছর ধরে। সব সম্পর্কের একটা শৃঙ্খল থাকে। সেটা হতে পারে ভালবাসা বা অন্য কিছু। আমাদের সম্পর্কের শৃঙ্খল হতে পারতো ভালবাসা বা একটা শিশু। দুটোই ঈশ্বর প্রদত্ত জিনিস। কিন্তু কোনটাই হয়নি। তাই বলে কোন শৃঙ্খল তৈরী করতে পারবো না মানুষ হয়েছি বলে? হ্যাঁ সেটা করেছি। পরষ্পরকে কষ্ট দেয়ার শৃঙ্খল। এই শৃঙ্খল ই তো আমাদের একছাদের নীচে বাস করার প্রেরণা। আমি মুচকি হেসে ঘরে থেকে বেরুলাম। যেই মুচকি হাসি হাসতে হাসতে আমি ক্লান্ত।







(লিওকে ধন্যবাদ সাপোর্ট করার জন্যে।:))

মন্তব্য ৮৬ টি রেটিং +২১/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক বেশী ভাল লিখেছেন! :)

বাস্তবতা। অনেক মানুষের বাস্তবতা।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এত প্রশংসা করার মতো লেখা না এটা! তবে চেষ্টা করেছি। :)

২| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩১

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: ভাল লাগল।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ জানবেন। :)

৩| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

মাক্স বলেছেন: চমত্‍কার গল্প!
মুগ্ধ হয়ে পড়লাম।
আচ্ছা আপনি এক কম লিখেন কেন? আরো গল্প চাই!

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমি লিখার মতো লিখি না তাই পাবলিশ করতে লজ্জা পাই। তবে চেষ্টা করছি। ধন্যবাদ জানবেন। :)

৪| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯

একজন আরমান বলেছেন:
দারুন।

ভালোবাসা আছে সত্যি, কিন্তু শুধু একটা সন্তানের জন্য এমনটা হওয়া উচিৎ বলে আমি মনে করি না।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আরমান ভাই আমি মনে হয় বোঝাতে পারি নাই! সন্তানকে আমিএনেছি শৃঙ্খল রুপে। সব সম্পর্কেরই একটা শৃঙ্খল থাকে। ভালবাসাও একটা শৃঙ্খল! আর কোনটাই না থাকলে মানুষ তৈরী করে নেয় শৃঙ্খল। সেটাই বলতে চেয়েছি।

৫| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

ইখতামিন বলেছেন:
আমার একটা বদ অভ্যাস আছে..
না পড়েই ভালো বিলিয়ে বেড়াই.
তাই ৫ম ভালো লাগা দিলাম.
প্রিয়তে নিলাম. পরে পড়ে মন্তব্য করবো :P

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হা হা হা আমার সাথে মিলে তো কিছুটা! ;)
ধন্যবাদ! :)

৬| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০১

যুবায়ের বলেছেন: চমৎকার লিখেছেন....
ভালো লাগলো..

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। :)

৭| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: পেজ লোড হচ্ছে না মন্তব্যরএন্স পরে দিচ্ছি। X(( X((

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অখন হইতাছে। X(( X((

৮| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

CatchFly বলেছেন: খুব ভাল হয়েছে। চালিয়ে যান

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।:)

৯| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

একজন আরমান বলেছেন:
আমারও মনে হয় আপনি বুঝাতে পারেন নাই। :(

কারণ আপনার গল্প পড়ে মনে হইছে যে তাদের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু তার শৃঙ্খলটা নেই শুধু একটা বেবির জন্য !

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আচ্ছা আচ্ছা এখনবুজেঝি ! :#>

১০| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

s r jony বলেছেন: গল্প জটিল

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: জটিল গল্প কারণ মানুষের মন নিয়ে লিখেছি।:) আমি দুঃখিত সহজ ভাষায় লিখতে না পারার কারণে“

১১| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

s r jony বলেছেন: আর ইয়ে গল্পের সার্মর্ম কিন্তু আমি ধরতে পারি নাই

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :( :(( :(( :((

১২| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

মামুন রশিদ বলেছেন: ওহ চমৎকার । ;)



শৃংখল, গেইম, ভালোবাসা, দুঃখ সব মিলে একটা দারুন গল্প ।

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: থেঙ্কু। :-B

১৩| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০

আশিক মাসুম বলেছেন: হাহাহা মজাতো, বিকল্প ধারার গল্প :)

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মজা পাইছেন জেনে আনন্দিত হলাম।:)

১৪| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২

হাসান মাহবুব বলেছেন: জটিল মনোজগত। পছন্দের বিষয়। ভালো লাগলো।

আপনার লেখায় সমাপিকা ক্রীয়াপদের পরপর ব্যবহার একঘেয়ে লাগে কিছু ক্ষেত্রে। অনেক জায়গাতে, গেলাম, খেলাম, দেখলাম; প্রতিটি বাক্যের শেষে এমন। এই জায়গাটা একটু দেখলে ভালো হয়।

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মনোজগৎ আমারো পছন্দের বিষয়। পড়ার জন্যে ধন্যবাদ।:)

মুল্যবান উপদেশ মাথায় রাখলাম। গল্পটা আবারো পড়ে দেখলাম আসলেই একটু পরপর ক্রিয়া পদের ব্যাবহার একঘেয়ে লাগছে! ভাষা ব্যবহারে আমি দুর্বল কোন সন্দেহ নাই! নেক্ট টাইম চেষ্টা করবো অবশ্যই।:)

১৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১

স্বপনবাজ বলেছেন: চমত্‍কার গল্প!
মুগ্ধ হয়ে পড়লাম।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। :)

১৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ১১তম+++

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।:)

১৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


সব সম্পর্কের একটা শৃঙ্খল থাকে। সেটা হতে পারে ভালবাসা বা অন্য কিছু। আমাদের সম্পর্কের শৃঙ্খল হতে পারতো ভালবাসা বা একটা শিশু। দুটোই ঈশ্বর প্রদত্ত জিনিস। কিন্তু কোনটাই হয়নি। তাই বলে কোন শৃঙ্খল তৈরী করতে পারবো না মানুষ হয়েছি বলে? হ্যাঁ সেটা করেছি। পরষ্পরকে কষ্ট দেয়ার শৃঙ্খল। এই শৃঙ্খল ই তো আমাদের একছাদের নীচে বাস করার প্রেরণা। আমি মুচকি হেসে ঘরে থেকে বেরুলাম। যেই মুচকি হাসি হাসতে হাসতে আমি ক্লান্ত।


মন খারাপ হয়েগেল।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমি দুঃখিত! :(

১৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫১

নিয়েল ( হিমু ) বলেছেন: বিষাদ ভরা গল্প ।

মৃদু তাহলে কি চায় ? তার গেইমটা কি তাহলে ? নাকি সামাজিক দায় বদ্ধতার কারনে সে বন্দি হয়ে আছে ?

উফ অনেক গুলো প্রশ্ন তৈরি করাতে পেরেছেন

এমনটা যেন চলতেই থাকবে তাদের জীবনে আবার রোজ দেখা স্বপ্নটাও যেন একদিন সত্যি হয়ে যেতে পারে....
অনেক গুলো সম্ভাবনা
অ সা ধা র ণ

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ হিমু ভাই। ভাল লেগেছে জেনে ভাল লাগলো!:)

১৯| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আজ আমিও কোথাও যাব না...

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনি আবার যাবেন না কেন! B:-)

২০| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯

জাকারিয়া মুবিন বলেছেন: সুন্দর, অন‍্যরকম।

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।:)

২১| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন: প্রতিশোদের গল্প :(

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :( পড়ার জন্যে ধন্যবাদ।

২২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৬

শায়মা বলেছেন: বাপরে!!!


কি সাংঘাতিক!!!


এই লেখা পড়ে আমি মুগ্ধ!

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ আপু। :)

২৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনি অনেক ভালো লাগলো লেখাটা.....

২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে আপু!

২৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

রিমন রনবীর বলেছেন: ওয়াও। পেলাচ পেলাচ
দারুন লিখছো গো আপুনি :)

২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অতদিন পড়ে আইছো?? /:)

২৫| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১৩

রিমন রনবীর বলেছেন: কি করমু কও আপু তোমার তো দেকাই পাওয়া যায় না :|| B:-/

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দেখবা ক্যাম্নে? অইন্য জিনিসে চউখ থাকলে কি আপুগো কথা মনে পড়ে? ;)

২৬| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪২

তন্ময়০১৩ বলেছেন: বাহ ! সত্যি ভালো লেগেছে !

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লেগেছে জেনে প্রীত হলাম।

২৭| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

নেক্সাস বলেছেন: বেশ ভাল লেগেছে

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ জানবেন।:)

২৮| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আইজ তুমি আমার ব্লগে চলো আর না গেলেও চলবো। :)

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হা হা হা যামু না কেন?!?!? B-) B-)

২৯| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

অনীনদিতা বলেছেন: ওয়াও:)
অনেক ভালো লাগলো লেখাটা:)

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ আপু। তোমার রাগ ভাঙলো তাহলে! :)

৩০| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

লাবনী আক্তার বলেছেন: khub sundor golpo. ekta chapa kosto lukiye ace golpe.

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হ্যাঁ। ধন্যবাদ পড়ার জন্যে। :)

৩১| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

রাফা বলেছেন: ভালো হোয়েছে মুচকি হাসির খেলা। ;)

ধন্যবাদ ,আজ আমি কোথাও যাবো না,

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হা হা হা সেই খেলা কিন্তু কষ্টকর! ধন্যবাদ।:)

৩২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:১০

অবলোহিত বলেছেন: darun likhechen.++

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ! :D

৩৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:০২

অদ্বিতীয়া আমি বলেছেন: খুব চমৎকার লাগলো গল্প । অসাধারন !
জটিল মনস্তত্ত্ব, কেউ হারতে চায়না !

সব সম্পর্কের একটা শৃঙ্খল থাকে। সেটা হতে পারে ভালবাসা বা অন্য কিছু। +++++

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।:)

৩৪| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

আমি ইহতিব বলেছেন: অন্যরকম সুন্দর। দারুন লেখনী। +++

যে ভালোবাসা পরস্পরকে কাছে না এনে মাঝে বিশাল এক দূরত্ব সৃষ্টি করে, এমন ভালোবাসার শৃঙ্খলের যৌক্তিকতা কি বুঝলাম না।

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালবাসার যৌক্তিকতা হলো এর কোন যৌক্তিকতা নেই। চেষ্টা করেছি ধন্যবাদ জানবেন।:)

৩৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: যুক্তিহীন যুক্তি কি যায় খন্ডানো।?

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: যুক্তিহীণ যুক্তি খন্ডানো যায় না !

৩৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২

দুঃখিত বলেছেন: আসলে কি জানেন , এই পৃথিবীর প্রায় প্রতিটি মানুষের জীবনই নানান রকম হতাশা দিয়ে মোড়ানো । আসলে কোনটা যে শৃঙ্খল আর কোনটা যে সুশৃঙ্খল বোঝাই দুষ্কর :( ভালো লিখেছেন আপু, অনেক শুভকামনা ।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কমেন্ট দেখে ইচ্ছা করছে এই টপিকে আরেকটি গল্প লিখি! ধন্যবাদ! :)

৩৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১

বোকামন বলেছেন:






ভালোলাগার শৃঙ্খল
ভালোবাসার শৃঙ্খল
কাছে থাকার শৃঙ্খল

এ শৃঙ্খল ভাঙতে নয় গড়তে চাই .....

গল্প পাঠে মুগ্ধ হলাম..
ব্লগে নিমন্ত্রন ...

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ জানবেন। নিমন্ত্রণ পেলাম! :)

৩৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮

দুঃখিত বলেছেন: বেশ তো লিখে ফেলেন :) পড়ার অপেক্ষায় থাকলাম

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম লিখে ফেলবো! :)

৩৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! মনজগৎ! অদ্ভুত একটা ব্যাপার নিয়ে চমৎকার একটা লেখা!। এই রকম লেখা আরো চাই।

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম ব্যাপারটা আসলেই অদ্ভুত। ধন্যবাদ।:)

৪০| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩

লুবনা ইয়াসমিন বলেছেন: এটা শুধু গল্প নয় অনেকের জীবনের "এইসব দিন রাত্রী"।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেকের জীবনের "এইসব দিন রাত্রী"।

:)

৪১| ১৮ ই জুন, ২০১৩ রাত ৮:০৭

তুষার আহাসান বলেছেন: ২১ তম ভাল লাগা।

২৬ শে জুন, ২০১৩ রাত ১:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।

৪২| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৪৫

আমিনুর রহমান বলেছেন:


মন আর খেলা গল্প দুর্দান্ত হয়েছে।

২৬ শে জুন, ২০১৩ রাত ১:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধইন্যাপাতা।

৪৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমাদের নাগরিক ভালোমানুষির আড়ালের চোরা স্রোত ! কেউ কেউ ভেসে যায় , কেউ কেউ বাধ দেয় । তবে মনে হয় আরওকিছু পেলে আরও ভালো লাগতো গল্পটা ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম হতে পারতো! ধন্যবাদ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.