![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার কোন আক্ষেপ নেই। শুধু অন্যেরা উকি না দিলেই হলো। তারা দেখে আমি পঙ্কিল এক পৃথিবীতে পঙ্কস্নান করছি। আমার ভাষায় যদিও তা চন্দ্রস্নান বা রৌদ্র স্নান। সেই পঙ্কিল আমাকে দেখে ভিড়মি খাওয়া মানুষদের বলছি দয়া করে আমার পৃথিবীতে আমাকে থাকতে দিন। এটা একান্তই আমার ভুবন। অশুদ্ধ আমি ভাল আছি খুব। এক টুকরো কল্পনার অংশুকে নিযে ভাল আছি খুব। শুদ্ধতা আমাকে ভাল না বাসুক আমার আপত্তি নেই। যা আছে মানে অশুদ্ধতাটুকুই নিয়ে বাচতে চাই। সব হারালে আমি বাঁচবো কি করে!
প্রচন্ড গতিতে ছুটে চলছে ট্রেন। অবশ্য এই গতি যেন থমকে থাকা গতি। ভেতরে ভ্রমণ ক্লান্ত মানুষ গুলো যার যার রোল প্লে করা নিয়ে ব্যাস্ত। পারফরমেন্স কারো ভালো কারো খারাপ এই যা। যাত্রীদের প্লে রোল যিনি লিখেছেন তিনি শুধু অবজার্ভ করেন কে কি করছে। কারো স্ক্রীপ্টের বাইরে একটা ডায়ালগ বলার পার্মিশন নেই। কিন্তু স্ক্রিপ্টের বাইরে অনেক কথা জমে থাকে। তবে তাদের শব্দ হয়ে বেরুবার অনুমতি নেই। সেই কথাগুলো পাক খায় ভেতরে ভেতরে। হয়তো মরেও যায়। শব্দের দেহ তো তাদের ধারণ করতে পারে না। দেহবিহীন তো জীবন হয় না! তাদের তাই আশ্রয়ও নেই।
- আজকের রাতটা এত মন খারাপ করা কেন?
- তাই নাকি? আমার তো ভালই লাগছে! তবে সিগারেট প্যাকেটে আর মাত্র একটা আছে এই যা! মশা আছে কিছু তবে ব্যাপার না।
- উফ! পরিবেশেটা নষ্ট করে দিতে এই একটা ধুম্রকাঠিই যথেষ্ট!
- সিগ্রেটেরর সাথে মেয়েদের শত্রুতা কি বুঝি না!
- আমিও বুঝি না সুযোগ পেলেই কেন সিগারেটের কথা বলেন আপনারা!
- হা হা হা.......... আরে এই কোথায় যাচ্ছো?
- জানি না।
- আমি আসছি তোমার সাথে।
- দরকার আছে কি?
- ওমা কি বলো দরকার থাকবে না কেন! আলবৎ আছে!
- আসেন তাহলে।
- কোথায় যাবে?
- একবার বললাম না জানি না। অস্থির আর অসহায় লাগছে খুব!
- চলো নেমে পড়ি!
- কিভাবে স্টেশন তো আসে নাই!
- তাতে কি লাফ দিয়ে নামা যাবে! বা চলো চেইন টানি!
- আমি কখনও টানি নাই চেইন।
- আমি টানি তাহলে!
- আচ্ছা।
- নেমে পড়ো শীঘ্রই! ট্রেন থেমেছে! নামো জলদি!
- নেমে পড়ছি তো! আপনি ভিতর থেকে চিৎকার করছেন কেন নামুন!
- নেমে গেছি। আচ্ছা তোমার কাছে কি এইটা?
- এটা আমার আলো। সবসময় সাথে রাখি। আমি অন্ধকার খুব ভয় পাই তো তাই! তবে এটাকে এখন জ্বালানো যাবে না।
- আচ্ছা। দেখেছো আকাশে মেঘ আছে। তৃতীয়ার একটুকরা একটাচাঁদ ছিলো। ওটাকে মেঘেরা ঢেকে ফেলেছে। তাই অন্ধাকার হয়ে গেছে। তবে আমি অন্ধকার পছন্দ করি। তুমি অন্ধকার ভয় পাও কেন?
- জানি না।
- হা হা হা......কি বাতাস দেখেছো?
- বাতাস কি দেখা যায় নাকি!
- তুমি না দেখো বাতাস সাহেব কিন্তু তোমাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছেন! আমি জেলাস ফিল করছি!
- হা হা হা......আপনিও বাতাস হয়ে যান তাহলে!
- বাতাস হলে তো তুমি দেখতে পাবে না আমাকে!
- এমনিতেও তো দেখতে পাচ্ছি না। ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। মেঘগুলো সরে গেলে দেখা যেতো!
- হায় হায় বলো কি! অন্ধকারে কিছু দেখা না গেলে তুমি তো হারিয়ে যাবে! দেখা যাবে তুমি গেছো একদিকে আমি গেছি আরেকদিকে! তখন এন্ডিংটা হবে এমন “অতঃপর তাহারা পরষ্পরকে খুঁজিয়া বাহির করার কর্মে ইস্তফা দিয়া একাকী অন্ধকার যাত্রায় মনসংযোগ করিলো” এটা কি ভালো হবে তুমিই বলো!
- না হবে না মোটেই! আচ্ছা আপনি কোন দিকে? ডান দিকে না বাম দিকে?
- কেন হাত ধরবা? হা হা হা হা.... তবে হাত না ধরলে পড়ে যাবার সম্ভাবনা আছে কিন্তু!
- উফফ! রাগ লাগছে!
- আহারে রাগ! ধরেই ফেলো! লজ্জার কি আছে! আচ্ছা আমিই ধরছি! আরে তোমার হাত ছেলেদের মতো এত শক্ত কেনো!
- উফ! চলেন সামনে যাই! আমি তো আপনার প্রেমিকা না যে হাত নরম শক্ত নিযে গবেষনা করতে হবে!
- হাটতে থাকো সামনে রুক্ষ মাঠ ছাড়া কিছু নেই।
- হুম!
- এখানে রবীন্দ্র সাহেবকে দেখেছো?
- না তো! রবীন্দ্র সাহেব কোথ্থেকে আসবে!
- তাহলে নিয়ে এসো জলদি দেরী করো না। কি চমৎকার বাতাস! এই মুহুর্তগুলোর জন্যেই রবীন্দ্র বাবু কত সুর রচনা করে গিয়েছেন! তাকে এখানে না আনলে অন্যায় হবে কিন্তু!
- তাহলো তো আনতেই হয়! আনছি!
ফুলে ফুলে ঢোলে ঢোলে
বহে কিবা মৃদু বায়
তটিনী হিল্লোল তুলে
কল্লোলে চলিয়া যায়
পিকো কিবা কুঞ্জে কুঞ্জে
কুহু কুহু কুহু গায়!
কি জানি কিসেরো লাগি
প্রাণ করে হায় হায়!
- হাততালি দিতে পারছি না। এই গানটা যেনো আমাদের জন্যেই লেখা তাই না?
- ভাবতে তো তাই ভালো লাগে! আচ্ছা চাঁদটা মনে হয় উকি ঝুকি মারছে! অল্প অল্প দেখা যাচ্ছে চারপাশ।
- আহা এই কথা বলার সাথে সাথে বাতাস বাবু রাগ করলেন দেখেছো? তিনি ঝিমিয়ে পড়েছেন। আরেকখানা রবীন্দ্র গেয়ে তাকে ফিরিয়ে আনো তো!
- থাকুক বাতাস না থাকুক চাঁদ থাকলেই চলবে! কি সুন্দর বাঁধানো দীঘি ওখানে না বসলে অন্যায় হবে!
- আচ্ছা চলো!
দীঘির টলটলে পানিতে চাঁদটার প্রতিফলন হচ্ছে। আর এতে মনে হচ্ছে চাঁদটার আয়তন যেন বেড়ে যাচ্ছে। ধীরে ধীরে যেন বড়ো হচ্ছে ওটা। তারা ঘাটে বসে আছে। মেয়েটির কোলে ঘুমন্ত আলো। পরষ্পরের চেহারা দেখতে পাচ্ছে না তারা। দেখলে মেয়েটি লজ্জা পেতো। তার গাল ভিজে গেছে কেন জানি! অকারণে ভিজে নি। কারণ সে জানে পাশে কেউ নেই।
বেহায়া অশ্রু মুছে মেয়েটি আজ রাতের জন্যে ঘুমাতে গেলো। অন্ধকার যাত্রার এখানেই সমাপ্তি টেনে। জানালা খুলে নিশিতে পাওয়া একটা পাখির ডাক শুনতে লাগলো মুগ্ধ হয়ে। এই পৃথিবী নামক ট্রেনে তো মুগ্ধ হবার উপকরণের অভাব নেই! আর এর যাত্রীরা অকারণেই মুগ্ধ হয়। মাঝে মাঝে স্ক্রীপ্টের বাইরের কিছু কথা যারা কখনও শব্দ নামক দেহের আশ্রয় পায় না সেই আশ্রয়হীন কিছু সংলাপ ভেতর থেকে বের হয়ে আসতে চায়। তারা কি আসলেই বেরুতে পারে? কিছু সুক্ষ্ণ বিমুর্ত অনুভুতি গুলোতে আশ্রয় নেয় সেই কথামালা গুলো। যা খুবি ক্ষণস্থায়ী!
০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৪৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: জ্বি ভাইয়া মুছে দিয়েছি ওটা।
পরে পড়বেন কিন্তু।
২| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৪৭
বোকামানুষ বলেছেন: কাহিনী টা ভাল বুজিনি তবে কথাগুলো পড়তে ভাল লাগলো
০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৫২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হয়তো বুঝাতে পারিনি!
৩| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটা সুন্দর ছোট গল্প। আমার কাছে শুরুটা বেশ ভালো লেগেছে।
একটু ভিন্নধর্মী স্বাদ পেয়েছি। চমৎকার। ভালো থাকবেন।
০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৫৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভিন্নতা আনা চেষ্টা করেছি। ধন্যবাদ। ভালো থাকুন।
৪| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৫৯
একজন আরমান বলেছেন:
কিছু সুক্ষ্ণ বিমুর্ত অনুভুতি গুলোতে আশ্রয় নেয় সেই কথামালা গুলো। যা খুবি ক্ষণস্থায়ী!
০২ রা মে, ২০১৩ দুপুর ১:০৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এটাই অনুভব করি!
৫| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:১০
একজন আরমান বলেছেন:
আমিও !
০২ রা মে, ২০১৩ দুপুর ১:১৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনুভুতিটা কি ইউনিভার্সাল!
৬| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:২১
একজন আরমান বলেছেন:
ইউনিভার্সাল কিনা জানি না, তবে সকলের জন্যই অলমোস্ট সেম মে বি !
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হয়তো!!
৭| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:২২
হাসান মাহবুব বলেছেন: সুন্দর গল্প। সূচনা, শেষ, সংলাপ সবই ঠিকঠাক। আপনার বর্ণনা আগের চেয়ে শক্তিশালী হচ্ছে।
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ ভাইয়া!! জেনে খুব ভালো লাগলো!!!
৮| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:৫৬
মাক্স বলেছেন: স্ক্রিপ্টের বাইরের কিছু কথা, যারা শব্দ নামকে দেহের আশ্রয় খুজতে বেরিয়ে আসতে চায় তাদের অবশ্যই বেরিয়ে আসা উচিত। আমার ধারণা তারা চাইলেই বেরিয়ে আসতে পারে!
আপনার এ পর্যন্ত যতগুলো লিখা পড়েছি তার মধ্যে এটাই বেস্ট মনে হৈসে।
শুভকামনা রইলো!
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম অবশ্যই বেড়িয়ে আসতে পারে। এবং আমি তা বের করে এনেছি গল্পের মাধ্যমে।
৯| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:৫৮
বাংলাদেশী দালাল বলেছেন:
আপনার লেখা এখন থেকে আর মিস করা যাবেনা।
চেন টেনে স্ক্রিপ্টের বাইরে যাওয়া সত্যিই দূরহ।
এই দূরহ ব্যপারটা খুব সাবলিল ভাবে সম্পূর্ণ করলেন।(হোকতা কল্পনায়)
অপুর্ব।
(প্লাস)
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক ধন্যবাদ।
১০| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো ভালো ভালো। আরেকটু বড় হলে আরও ভালো হত। তবুও, পড়তে চমৎকার লেগেছে।
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বড় গল্প মাথায় আসছে না!
ধন্যবাদআপনাকে।
১১| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
রহস্যময়ী কন্যা বলেছেন: গল্পটা সচরাচর গল্পের চেয়ে ভিন্ন ধরণের।পড়ে অনেক ভালো লাগলো আপুনি।
ভালোলাগা এবং +++++++++
০২ রা মে, ২০১৩ রাত ৮:১৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি! তোমার উৎসাহ পেলে খুব ভালো লাগে।
১২| ০২ রা মে, ২০১৩ রাত ৮:০০
বাংলার হাসান বলেছেন: বেহায়া অশ্রু মুছে মেয়েটি আজ রাতের জন্যে ঘুমাতে গেলো। অন্ধকার যাত্রার এখানেই সমাপ্তি টেনে। জানালা খুলে নিশিতে পাওয়া একটা পাখির ডাক শুনতে লাগলো মুগ্ধ হয়ে। এই পৃথিবী নামক ট্রেনে তো মুগ্ধ হবার উপকরণের অভাব নেই! আর এর যাত্রীরা অকারণেই মুগ্ধ হয়। চমৎকার ++++++ নিবেন।
০২ রা মে, ২০১৩ রাত ৮:২০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক ধন্যবাদ !
১৩| ০২ রা মে, ২০১৩ রাত ৮:৫৫
স্বপনবাজ বলেছেন: বেশ লাগলো ! দুবার পড়লাম ! আমরা সবাই কি অন্ধকারের অনাশ্রিত যাত্রী ?
০২ রা মে, ২০১৩ রাত ১০:০৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হতেও পারে! আমরা সবাই অন্ধকারের অনাশ্রিত যাত্রী!
ধন্যবাদ জানবেন।
১৪| ০২ রা মে, ২০১৩ রাত ৯:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসামান্য এবং অসাধারণ। আলাদা একটা ভালো লাগা।
এই লাইনগুলোর কোন তুলনা চলে না, বেহায়া অশ্রু মুছে মেয়েটি আজ রাতের জন্যে ঘুমাতে গেলো। অন্ধকার যাত্রার এখানেই সমাপ্তি টেনে। জানালা খুলে নিশিতে পাওয়া একটা পাখির ডাক শুনতে লাগলো মুগ্ধ হয়ে। এই পৃথিবী নামক ট্রেনে তো মুগ্ধ হবার উপকরণের অভাব নেই! আর এর যাত্রীরা অকারণেই মুগ্ধ হয়। মাঝে মাঝে স্ক্রীপ্টের বাইরের কিছু কথা যারা কখনও শব্দ নামক দেহের আশ্রয় পায় না সেই আশ্রয়হীন কিছু সংলাপ ভেতর থেকে বের হয়ে আসতে চায়।
মুগ্ধতা, শত মুগ্ধতা। ৯ম ভালো লাগা।
আঁধার মানুষ কিন্তু আমিও।
০২ রা মে, ২০১৩ রাত ১০:৩৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক ধন্যবাদ। একটু ভিন্নতার স্বাদ খুঁজি সবসময়েই। আধার মানুষ তো মনে হয় আমরা সবাই !!
ধন্যবাদ পথিক!
১৫| ০২ রা মে, ২০১৩ রাত ১০:০৩
মামুন রশিদ বলেছেন: সবচেয়ে বেশি ভালো লেগেছে শেষটা ।
দারুন লিখেছেন । অনুগল্প পইড়া পেলাস দিসি কিন্ত
০২ রা মে, ২০১৩ রাত ১০:৩৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। পড়ার জন্যে এবং পেলাসের জন্যে। :
১৬| ০২ রা মে, ২০১৩ রাত ১১:২৮
রেজোওয়ানা বলেছেন: গল্পটা ভাল লেগেছে পড়তে!
তবে
ছবিটা কেমন জানি ভুত ভুত লাগছে
০৩ রা মে, ২০১৩ রাত ১২:৩৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: গল্প ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ভুত ছবিটা দিছি ভয় দেখাইতে।
১৭| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৪৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো লাগল অনেক।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অণুগল্প, গল্প পৈড়া পেলাস দেন্না ক্যান? ;
আমি কিন্তু ১৩ লম্বর পেলাচটা দিছি। খিয়াল কৈরা।
০৩ রা মে, ২০১৩ রাত ১২:৪০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
পিলাসটা জাল ছিলো বৈলা খবরে পাপ্ত!
১৮| ০৩ রা মে, ২০১৩ রাত ২:৫০
প্রিন্স হেক্টর বলেছেন: ভিন্ন স্বাদের গল্প। ভালই লাগলো পড়তে।
১২ তম +
আপনার লেখার হাত দিন দিন আরও ক্ষুরধার হচ্ছে
০৩ রা মে, ২০১৩ সকাল ৯:০০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
১৯| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:১৭
বৃতি বলেছেন: গল্প পৈড়া পেলাস দিলাম । +++++++++++
বাহ, অনেক সুন্দর লিখেছেন ।
০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৪৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ বৃতি।
প্লাসের জন্যে ধন্যবাদ।
২০| ০৩ রা মে, ২০১৩ দুপুর ২:২৬
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
বুঝলাম !!!
সুন্দর করে ফুটিয়ে তুলেছ আপ্পি ... স্বাভাবিক কথোপকথনকেও যে এভাবে উপস্থাপন করা যায় গাল্পিক ঢং এ, ভুলেই গিয়েছিলাম !! অনেক অনেক ভালো লাগলো ...
আমি কখনো কারো পোস্ট এ ভালো লাগলেই প্লাস দিতে ভুলিনা , আজো ভুলিনি কিন্তু
ভালো থেকো আপ্পি , সামুতে আসিনা বললেই চলে ... আজ এলাম তোমার জন্যে
০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৩৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: :!> :#> কি বুজেছো গো আপ্পি!!
তোমার উৎসাহ পেয়ে ভালো লেগেছে খুব।
ধন্যবাদ।
২১| ০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৪৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
আমি সব সময় এই সব কটা পিচ্ছি আপুর পাশেই থাকি ... আছিইইইইইইইইই ...
০৩ রা মে, ২০১৩ রাত ১০:৩৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপ্পি আই লাবিউ!!!
২২| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৪:১৭
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হা হা আমি জানতাম আপনি এমুন কিছু একটা কইবেন। আসলে ঐটা ১১ নম্বর পেলাচ আছিল। আফনারে টেরাই মারছিলাম।
০৩ রা মে, ২০১৩ রাত ১০:৩৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হগলেই টেরই মারলে খেলতাম না।
২৩| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কোথায় যেন ....
বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল
সে কি আমারি পানে ভুলে পড়িবে না॥
দুটি অতুল পদতল রাতুল শতদল
জানি না কী লাগিয়া পরশে ধরাতল,
মাটির ’পরে তার করুণা মাটি হল–সে পদ মোর পথে চলিবে না?।
তব কণ্ঠ-’পরে হয়ে দিশাহারা
বিধি অনেক ঢেলেছিল মধুধারা।
যদি ও মুখ মনোরম শ্রবণে রাখি মম
নীরবে অতিধীরে ভ্রমরগীতিসম
দু কথা বল যদি ‘প্রিয়’ বা ‘প্রিয়তম’ তাহে তো কণা মধু ফুরাবে না।
হাসিতে সুধানদী উছলে নিরবধি,
নয়নে ভরি উঠে অমৃতমহোদধি– এত সুধা কেন সৃজিল বিধি, যদি আমারি তৃষাটুকু পূরাবে না॥
০৩ রা মে, ২০১৩ রাত ১০:৪১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: তোমার তৃষা টুকু না ফুরাক! বেঁচে থাকুক! তাহলে আমরা কিছু অসাম কবিতা পাবো!!!
২৪| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।প্লাস দেয়ার সুযোগ নাই। প্রক্সি মারছি।
০৩ রা মে, ২০১৩ রাত ১০:৪৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
২৫| ০৭ ই মে, ২০১৩ রাত ৩:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেমন আছো?
০৭ ই মে, ২০১৩ সকাল ৯:৪২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো আছি। তুমি কেমন আছো??
২৬| ০৭ ই মে, ২০১৩ সকাল ১০:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমিও ভালো আছি! পরসমাচার এই যে....
০৭ ই মে, ২০১৩ সকাল ১০:২৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: পর সমাচার ক্যান? নিজ সমাচার দাও।
২৭| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ১৬তম +++
০৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
২৮| ১০ ই মে, ২০১৩ সকাল ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: অনাশ্রিত সংলাপের -১এর পরের সংলাপ কি?
১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সেটা পাত্রপাত্রীর যদি আবার ট্রেন থেকে নামতে ইচ্ছা হয তাইলে হবে।
২৯| ১১ ই মে, ২০১৩ রাত ২:১৮
নিয়েল হিমু বলেছেন:
স্ক্রিপ্ট এর বাহিরের শব্দের কোন আশ্রয় নাই তাই ঐ মূল্যবান শব্দ গুলো মৃত ?? কখনো না
সেগুলোই বেচেথাকার শক্তি ।
কারা ছিল তারা ? এই প্রশ্নর জবাব আমার মন মত হয় নি ।
তারা তো কল্পনার সৃষ্টি ছিল তাই তো ? হাত ধরতে তবুও লজ্জা কেন এতো ?? আর বেহায়া অশ্রু কণাও তো দেখলে অসুবিধা ছিল না !!
আপনার সাথে পেরে উঠব না । ভাল লাগা জানবেন
১১ ই মে, ২০১৩ রাত ৮:৫০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: শব্দ গুলো মৃত হতেই পারে না!!! শব্দ গুলো জীবিতো!!!
তারা কারা ছিল হয়তো আমার কল্পনা!
বেহায়া অশ্রুকণা , হত ধরা ইত্যাদি তখন সতই মনে হচ্ছিল তাই লজ্জা।
ধন্যবাদ ভাইয়া।
৩০| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৩
ঘুড্ডির পাইলট বলেছেন: ভিন্য টাইপের গল্প পড়লাম ।
১১ ই মে, ২০১৩ রাত ৮:৫২
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
গল্প কিরাম হেচে কৈলেন না!!!!
৩১| ১৩ ই মে, ২০১৩ রাত ১০:০১
এরিস বলেছেন: সুন্দর বললে কম হয়ে যাবে। ভিন্ন স্বাদের গল্প। ভাললাগা, সীমাবদ্ধতা আর কিছু কল্পনার অসাধারণ মিশ্রণ। আপনার নিকটা চোখে পড়ে খুব। মরার আলসেমির জন্যেই ঘুরাঘুরি হয়না। খুব বড় ভুল হয়ে গেছে। এখন থেকে মিস করবোনা, কখনো না। ( আমি কিন্তু লেখা ভালো লাগলে প্লাস দেই। পিসি তে ঝামেলা হলে মোবাইল দিয়ে লগইন করে হলেই প্লাস দিয়ে যাই। )
১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:০৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক ধন্যবাদ। গল্প পৈড়া প্লাস দিছেন তাই ডাবল ধইন্যা নিয়ে যান।
৩২| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:১২
শুঁটকি মাছ বলেছেন: আপু আমি হাংকিপাংকি ধরনের লেখি।কারণ আমার জ্ঞান সীমাবদ্ধ।তবে তোমার লেখাগুলো আসলেই খুব ভিন্ন ধরনের হয়।সত্যিকারের ছোটগল্প যেটাকে বলে আরকি!!!!
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এত প্রশংসা করলা আপু! :!> :#>
ধন্যবাদ!!
৩৩| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৮
আমি তুমি আমরা বলেছেন: তাহলে পুরোটাই কি কল্পনা?
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: জ্বি হ্যাঁ।
ধন্যবাদ পড়ার জন্যে।
৩৪| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:৫২
এক্সপেরিয়া বলেছেন: সবাই ভিন্ন বলতেছে । তাই আমিও ভিন্ন বলতাছি । কারণ গল্পের আগা মাথা কিছুই বুজতে পারছি না ।
১৪ ই মে, ২০১৩ রাত ৮:০৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ব্যার্থতা খাইলাম।
৩৫| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
মেহেদী হাসান মানিক বলেছেন: পিলাস
১৪ ই মে, ২০১৩ রাত ৮:০৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধইন্যা।
৩৬| ১৪ ই মে, ২০১৩ রাত ৮:১০
অকিঞ্চনের বলেছেন: পড়লাম।
চাঁদ আছে আবার কারো চেহারা কেউ দেখছে না। এটা কেমন যেন লাগল।
সংলাপগুলো ভাল হয়েছে।
১৪ ই মে, ২০১৩ রাত ১০:০৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: দেখতে চাইছে না তাই দেখতে পারেনি।
ধন্যবাদ দাদা।
৩৭| ১৪ ই মে, ২০১৩ রাত ৮:৩৩
রুপ।ই বলেছেন: ভালো লিখেছেন। শিরোনামটা আরো সুন্দর
১৪ ই মে, ২০১৩ রাত ১০:০৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক ধন্যবাদ।
৩৮| ১৫ ই মে, ২০১৩ রাত ১০:৫৩
দুঃখিত বলেছেন:
কিছু সুক্ষ্ণ বিমুর্ত অনুভুতি গুলোতে আশ্রয় নেয় সেই কথামালা গুলো। যা খুবি ক্ষণস্থায়ী!
গল্পটা আগেই পড়েছি নতুন করে বলছি না সেই পুরানো কথাটাই বলবো " অমায়িক "
মন্তব্য দিতে দেরী করলাম তাই আমি দুঃখিত আপনার কাছে দুঃখিত
১৫ ই মে, ২০১৩ রাত ১১:০২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধইন্যাপাতা।
৩৯| ১৭ ই মে, ২০১৩ রাত ৩:০৫
দুঃখিত বলেছেন: আপনার সাথে আমার কি নিয়ে ঝগড়া আছে ? তাহার সেই পোস্টে উক্ত কথা বলিবার কি কারণ আপনার এই ভ্রাতা উহা জানিতে চায় ।
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাই বোনের মধুর ঝগড়া!
৪০| ১৭ ই মে, ২০১৩ রাত ৮:১৬
দুঃখিত বলেছেন: মনে তো হইছিলো হিংসার জ্বলন ও সাথে ছিলো
১৮ ই মে, ২০১৩ সকাল ১০:১৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: :!> :#>
৪১| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনাশ্রিত সংলাপ-২ আসছে নাকি? ব্লগে তেমন দেখিনা! আমিও অবশ্য তেমন আসিনা।
১৮ ই মে, ২০১৩ রাত ১১:২৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আসবে তো!
৪২| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: দ্রুত পরের পোস্ট চাই।
২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: দিবো রে ভাই ! আপানার মতো সব্যসাচী ব্লগার নই!
৪৩| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:৪২
মামুন রশিদ বলেছেন: আবার পড়লাম । মুল ধারা থেকে বের হয়ে আসার আনন্দটা নতুন করে উপভোগ করলাম ।
২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা।
৪৪| ৩০ শে মে, ২০১৩ রাত ২:০০
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: ভাল লিখেছেন
৩০ শে মে, ২০১৩ সকাল ১০:৫২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ!
৪৫| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:২৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম..........
১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
৪৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
আদনান শাহ্িরয়ার বলেছেন: আপনার গল্পগুলো একটু আলাদা । পড়ার সময় বুঝতে একটু সময় দিতে হয় নিজেকে । ভালো লাগছে লিখাগুলা । ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন !
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৩৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পোস্ট দুবার আসছে।
প্রথম প্লাস দিয়ে গেলাম।
পরে এসে পড়বো, আপাতঃত বসুন্ধরায় যেতে হচ্ছে।