![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার কোন আক্ষেপ নেই। শুধু অন্যেরা উকি না দিলেই হলো। তারা দেখে আমি পঙ্কিল এক পৃথিবীতে পঙ্কস্নান করছি। আমার ভাষায় যদিও তা চন্দ্রস্নান বা রৌদ্র স্নান। সেই পঙ্কিল আমাকে দেখে ভিড়মি খাওয়া মানুষদের বলছি দয়া করে আমার পৃথিবীতে আমাকে থাকতে দিন। এটা একান্তই আমার ভুবন। অশুদ্ধ আমি ভাল আছি খুব। এক টুকরো কল্পনার অংশুকে নিযে ভাল আছি খুব। শুদ্ধতা আমাকে ভাল না বাসুক আমার আপত্তি নেই। যা আছে মানে অশুদ্ধতাটুকুই নিয়ে বাচতে চাই। সব হারালে আমি বাঁচবো কি করে!
নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এর কাছাকাছি যে মানুষরা গিয়ে আবার ফিরে এসেছে নাকি দেখে তাদের চারপাশের পৃথিবী চোঙ্গের মতো হয়ে আসছে। ত্রিকোণ চোঙ্গ। কোথায় পড়েছিলাম কথাটা ঠিক মনে করতে পারছি না। মনে পড়ার মতো অবস্থায়ও নেই আমি। কারণ আমার চারিদিক না স্যরি তিনদিকে ত্রিমাত্রার হাতছানি। আরেকটি দিককে কেন জানি খুঁজে পাচ্ছি না। আসলে কোন দিন খোঁজার চেষ্টাও করেছি কিনা সেটাও মনে করতে পারছি না। আমি কি সরিসৃপের মতো বুকে ভর দিয়ে এগুচ্ছি? নাকি বাতাসে ভেসে থাকা পালকের মতো? আমি জানি না। কিন্তু আমি এগুচ্ছি সেটা নিশ্চিত। আচ্ছা এটা কি মৃত্যু? আমি কি মরে যাচ্ছি? নাকি মরে গিয়েছি? জীবন আর মৃতের পার্থক্যটাই বা কি? চিৎকার করার ব্যার্থ প্রচেষ্টা গুলো আমাকে ক্লান্ত করে দিচ্ছে। আশ্চর্য আমি এখনো ক্লান্ত হই! চেতনাকে জাগ্রত রাখার প্রাণপণ প্রচেষ্টা করতে করতে আমি হারিয়ে গেলাম।
কল্পবিলাস:
জেগে উঠে যায়গাটা ঠিক চিনতে পারছি না। দেহনির্ভর আমাকে আমি খুঁজে পাচ্ছি না। কেউ যেন আমার চেতনাটুকুকে একটা ত্রিকোণ বৃত্তে বন্দী করে দিয়েছে। চেতনার নগ্নরূপ দেখতে আমি চাই না! তিনদিকে তিনটা আয়নায় আমাকে আমি প্রতিফলিত হতে দেখি। প্রথম আয়নাটিতে আবছা ভাবে দেখা যাচ্ছে কিছু একটা। আমি দেখতে চাই না! আমি দেখতে চাই না!
আমি প্রাণপণে ছুটতে শুরু করি। ছুটে কোথায় যাবো আমি জানি না। আমার দেহকে একটু একটু করে খুঁজে পাচ্ছি। আমি একটা আয়নার সামনে বসা। চেহারায় একরাশ হতাশা। অবিন্যাস্ত চুলকে শাসন করতে ব্যাস্ত আমি কাকে যেন বলছি:
- কালো শাড়িতে আমাকে মোটেও মানায় না।
- তোমাকে আসলেই মনিয়েছে।
- অন্ধকারে কিভাবে বুঝলেন? আর আপনি তো আমার দিকে তাকানও নি!
- হা হা হা তাই নাকি! তাহলে আমি কিভাবে জানলাম তোমার কপালের টিপটা কালো?
- কালো শাড়ির সাথে কালো টিপ পড়বো এটা তো সাধারণ জ্ঞান!
- তোমার চশমার ফ্রেমটাও বাকা হয়ে আছে তো!
- আমার চশমার ফ্রেম বাঁকা হয়ে যায় সেটা আপনি জানেন ভাল করেই এটা বলায় কোন নতুনত্ব নেই।
অভিমানী মেয়েটির সাথে সাথে আমার চেতনাও জানালার পাশে গিয়ে দাড়ায়। বাইরে নিশিতে পাওয়া একটি পাখির ডাক শুনে মুগ্ধ হয়ে। ঢেউয়ের মতো ঝলকে ঝলকে ছাতিম ফুলের গন্ধ কোথা থেকে ভেসে আসে। আমি মেয়েটিকে আবছা দেখতে পাচ্ছি যেন এবার। আরো ঝাপসা হয়ে আসছে সে।
মেয়েটি এবার কি ভাবছে? আচ্ছা কেউ কি জানে মেয়েটি ইচ্ছা করেই চশমার ফ্রেম বাঁকা করে পড়েছিলো? কেউ একজন যেন ফ্রেমটা সোজা করে দেয়!
আশ্চর্য হচ্ছি মেয়েটির চেতনায় আমি কিভাবে মিশে গেলাম? নাকি ওটাই আমি? আর এখন কেন তাহলে আমার দেহকে অনুভব করতে পারছি না! দেহবিহীন চেতনার কি মূল্য আছে? আর আমার চেতনা কি তাহলে দেহ থেকে দেহে ঘুরে বেড়াচ্ছে? আর দেহ গুলো কি আমারি?
তন্দ্রবিলাস:
এবার পরবর্তী পর্বের জন্যে আগ্রহী আমি দ্বিতীয় আয়নাটি খুঁজতে লাগি। নিজের বিভিন্ন রূপ দেখার আগ্রহ প্রবল হয়ে উঠলো। নিজেকে দেখার সৌভাগ্য কয়জনের হয়? হ্যাঁ এটাকে আমি সৌভাগ্য হিসেবেই ধরে নিচ্ছি। দেহ নেই তো কি চেতনা তো আছে!
এবার আমি পালানোর চেষ্টা করি না। কিসের কাছে যেন আপনাতেই ধরা দিই। কোথায় কি? এখানে তো কোন আয়না নেই! এতো বৃষ্টিভেজা ছাদ! ধবল শাড়ি লেপ্টে আছে গায়ে। নীল রংও কি ছিলো কিছুটা? আমি বুঝতে পারছি না। আমার চেতনাকে যেন সমুদ্রের নোনা জলে কেউ মিশিয়ে নিচ্ছে। সোডিয়াম আর ক্লোরিনের রাসায়ানিক বন্ধনের মতো। এ যেন মুক্তি পিয়াসী এক নতুন আমি!
ঝরঝর বৃষ্টিতে ভিজতে ভিজতে চোখর পানি আর বৃষ্টির পানি আলাদা করতে পারছি না! কিঞ্চিত মুক্তি যেন বৃষ্টি হয়ে ধরা দিয়েছে আমাকে। পুরোটা বৃষ্টি গায়ে মেখে নিতে ইচ্ছা করছে।
বাধন বিহীণ বাঁধন দিয়ে মুক্তিটাকে আমি বাঁধতে চাই! কতক্ষণ ভিজেছি জানি না। বৃষ্টির ধারায় অশ্রুবিন্দু গুলোকে আলাদা করতে পারি না কখনো।
- আপনি ভেজার সময় কাঁদছিলেন কেনো?
আমি চমকে তাকালাম পেছনে। আধো আলো আধো ছায়ায় অস্পষ্ট দেখা যাচ্ছে চেহারা। সে যেই হোক সেও ভিজে একসা।
- আপনি কে?
- আশ্চর্য! আমি যে কেউ হতে পারি!
- আচ্ছা।
- এত ভিজেছেন আসুন চা খাওয়া যাক। আমি চা নিয়েই ছাদে উঠেছি।
- আচ্ছা চলুন।
- আপনার হাইট ফোবিয়া আছে তাই না?
- হুম!
- বসার ভঙ্গি দেখেই বুজেছি! ফেলে দিবো কিন্তু আপনাকে ধাক্কা দিয়ে।
মেয়েটির সাথে খিলখিল করে হেসে ওঠে আমার চেতনা। হঠাৎ কি হয়? সবকিছু ঝাপসা হয়ে আসে কেন? সামনে কিলবিল করতে থাকা শত শত কিলবিলে স্করপিওন যেন মেয়েটিকে গ্রাস করে নেয়ার চেষ্টায় লিপ্ত। শুভ্র শাড়ি ঢেকে যায় কিলবিলে কালো কীটে। আমি দুরে চলে যাচ্ছি মেয়েটি থেকে! আমি সহ্য করতে পারবো না কোনভাবেই! কর্কশ শব্দে কি যেন বাজতে থাকে।
আমি শব্দ উৎসটিকে খুঁজতে লাগলাম। যেন সেটিকে খুঁজে পেলেই আমার চিরমুক্তি! আমার চেতনার ঘোড়ায় অন্য দেহে আমি সওয়ার হতে পারবো না আর! না দেহ গুলো আমার নয় আমি না ! আমি না! চিৎকার করতে ইচ্ছা হচ্ছে। কোথায় যেন গান বাজছে “যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিতো মনের কোণে স্বপনের ছবি আঁকে..........”
ধড়মড় করে জেগে উঠলাম আমি! ধুকপুক করছে বুক! তৃ্ষ্ণায় যেন ফেটে যাচ্ছে। ঘাম দিয়ে গোসল করে ফেলছি যেন! গান তাহলে প্লেয়ারে ছেড়ে ঘুমিয়ে পড়েছিলাম! প্লেয়ারে এখনো গানটি বাজছে “যেটুকু যায়রে দুরে ভাবনা কাঁপায় সুরে তাই দিয়ে যায় বেলা নুপুরেরো তাল গুনি.......................”
আবশেষে নিজের দেহকে অনুভব করতে পারলাম আমি। কিন্তু নিজেকে নিজের মাঝে খুঁজে পেয়েও কে জানি আনন্দ হচ্ছে না। বিষাদে ঢেকে আছে দেহমন। কর্কশ শব্দের উৎস তাহলে মুঠোফোনটি। রিসিভ করতেই ওপাশে:
- আচ্ছা এত রাতে ঘুম ভেঙ্গে গেল কেন বলোতো?
আমার সমস্ত চেতনা ব্যাকুল হতে চাইলো মুগ্ধ আবেশে!
(কি লিখেছি নিজেই জানি না। অস্থির মনের বর্হিপ্রকাশ বলতে পারেন এটাকে। কোন গল্প হয়েছে কিনা আদৌ জানি না। এই শিরোনামে গল্প লিখার ইচ্ছা আছে বটে। কিন্তু এটা গল্প না। পোস্টটি কষ্ট করে পড়ার জন্যে ধন্যবাদ। )
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: লেখার প্রতি অবিচার মেনে নেত পারবো না।
২| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২
এক্সপেরিয়া বলেছেন: কি লিখারে..!!!
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
কষ্ট করে পড়েছো তাই ধইন্যাপাতা।
৩| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৪
এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: হাহাহা,
বিছিন্ন আবেগ !!
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
পড়ার জন্যে ধন্যবাদ।
৪| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
উফ কি যে কষ্ট হইল লেখাটা পইড়া এমন লিখাও কেউ লেখে
যাক এই শিরোনামে যেই গল্প লিখবেন ওইখানে কিন্তু আবার বইলেন না যে লেখা খারাপ , আলতু - ফালতু ইত্যাদি তাইলে কিন্তু পোস্টে মাইনাস দিয়া আসুম।
এখন আপাতত এই পোস্টে ++++++++ দিয়া গেলাম।
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মজা লন?
এই শিরোনামে নেক্সট গল্পটায় কোন বাহুল্য কমতি রাখবো না। কিবোর্ডের কসম!!!
অেনক ধন্যবাদ কান্ডারী ভাই।
৫| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো হয়েছে তো!!! সাধারন পাঠক হিসেবে লেখাটা আমার ভালোই লেগেছে। বিক্ষিপ্ত মনের লেখাগুলোই ভালো হয়।
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বিক্ষিপ্ত চিন্তার লেখা এইটা বলতে পারেন। গতকাল আধাঘন্টায় বসে লিখেছি। পরেআজকে পালিশ দিতে গিয়ে দেখলাম কিছু পারছি না। এমনি দিয়ে দিলাম। অনেক ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা।
৬| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আসলেই বিক্ষিপ্ত........
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম।
ধন্যবাদ পড়ার জন্যে।
৭| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:০৭
বিষন্ন একা বলেছেন: +++
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ!!!
৮| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:১৬
রোহান খান বলেছেন: এই লেখার ভিতর লুকিয়ে আছে কোন কিছু হারানোর বেদনা....। কোথায় বিক্ষিপ্ত..... এটাতো হারিয়ে যাওয়া সময়ের অব্যাক্ত কান্না। অনেক ভাল লেগেছে।
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হারিয়ে যাওয়া সময়গুলো হারাতে দিতে হয়। হুম লেখাটায় অনেক কিছুই আছে। ধন্যবাদ আপনাকে!
৯| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:১৭
রোহান খান বলেছেন: আমাদের মাঝে কজন এমন আছেন যিনি নিজেকে দেখতে পারেন এভাবে?
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব অল্পই আছেন!
ধন্যবাদ!
১০| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:১৯
নিয়েল হিমু বলেছেন: জীবনান্দের বনলতা সেন কবিতার একটা চরণ ছিল "এত দিন কোথায় ছিলেন" ঐ লাইনটা কিন্তু ছিল কবির বাস্তব জীবন থেকে নেয়া একটা লাইন ।
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম জানি। এই গল্পেও বাস্তব থেকে নেয়া একটা লাইন আছে। আপনি ভালো করেই জানেন ভাইয়া!
১১| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:২২
মাহতাব সমুদ্র বলেছেন: হাইথট। মনে হলো রহস্যপত্রিকার কয়েকটা পাতা পড়লাম। তবে রোমান্টিকতা গল্প থেকে মনোযোগ সরাতে দেয় নাই।
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: যাক আমি তাহলে রোমান্টিক!! :!> :#>
গল্পটা উত্তপ্ত মস্তিষ্কের লেখা। কষ্ট করে পড়েছেন তাই ধন্যবাদ!
১২| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৪
অপর্ণা মম্ময় বলেছেন: দেহহীন চেতনার ভ্রমণ অনেক বিস্তৃত !
ভাললেগেছে লেখা !
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আরো ভালো করতে পারতাম।
ধন্যবাদ আপনাকে।
১৩| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৫
বৃতি বলেছেন: আমার কাছে বেশ ভাল লাগলো !
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: জেনে অনেক ভালো লাগলো।
১৪| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৭
তন্দ্রা বিলাস বলেছেন: আমি নিজেই তো তন্দ্রাবিলাস।
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সেটাইতো দেখছি!!!
ধন্যবাদ।
১৫| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৫
হাসান মাহবুব বলেছেন: স্বপ্নের ট্রেইনে চড়ে ভ্রমরাজ্যে ভ্রমণ বেশ ভালো লাগলো। তবে এই ভ্রম আমাদের গহীনে কোথাও লুকিয়ে থাকে।
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম লেখাটার নাম হওয়া উচিৎ ছিলো ভ্রমরাজ্যের ভ্রমন। পুরোই ভ্রমিতো লেখা ভাইয়া!
আসলে লেখাটা লিখেছিলাম গতকাল। এর কিছুদিন একটা তন্দ্রায় আমি যেন তিনটি আমাকে দেখছিলাম পরষ্পরকে দেখতে পাচ্ছি অথচ শত চেষ্টাও ছুঁতে পারছি না। গল্পটাও উৎপত্তি সেখান থেকেই।
অনেক ধন্যবাদ ভাইয়া।
১৬| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫০
ডি মুন বলেছেন: হাউ মাউ খাও .... রহস্যের গন্ধ পাও :-< :-< :-<
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
:>
পড়ার জন্যে ধন্যবাদ।
১৭| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৮
ইখতামিন বলেছেন:
অনেক ভালো লেগেছে.
এক জায়গায় দেখি তন্দ্রবিলাস আছে. :/
রিপ্লাই দেন না কেনো
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: জ্বর উঠছে রে ভাই। পিসিতে বসলে মাথা ঘুরায়। তাই রিপ্লাই দিতে দেরী হইলো। দুঃখিতো।
হুম তন্দ্রাবিলাস নামে কি যেন একটা লিখেছি লেখাটায়।
ধন্যবাদ পড়ার জন্যে।
১৮| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লেগেছে লেখাটা।
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ ভাইয়া। তেমন ভালো হয়নি এটা। পরের বার প্রমিজ এমন হবে না।
১৯| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৫
মামুন রশিদ বলেছেন: আমার রীতিমত হিংসা হচ্ছে, এত সুন্দর কিভাবে লিখেন ??
হাসান মাহবুব বলেছেন: স্বপ্নের ট্রেইনে চড়ে ভ্রমরাজ্যে ভ্রমণ বেশ ভালো লাগলো। তবে এই ভ্রম আমাদের গহীনে কোথাও লুকিয়ে থাকে।
হ্যাঁ, এটা অন্তর্যাত্রার গল্প ।
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এমনিতেই জ্বর আর আপনার হিংসাত্মক কমেন্ট দেখে সাময়িক ভাবে তব্দিত।
অনেক ধন্যবাদ আপনাকে ভ্রাতা!
২০| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: আত্মজ চিন্তা ভাবনা চমৎকার।
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব!
২১| ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো ।
১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ!!!
২২| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:১১
রহস্যময়ী কন্যা বলেছেন: খাইসে আপুনি,কি পড়লাম এইটা??পুরাটা কি স্বপ্নের মধ্যেই ঘটে গেলো??
তবে লেখাটা ভালো লেগেছে খুব।তোমার লেখা বরাবরই অনেক ভালো।ভালো থেকো আপুনি
১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৪১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপু হামা ভাইয়ের কমেন্টের আন্সারে বর্ণনা করেচি এই লেখার কারণ।
কষ্ট করে পড়েছো তাই অনেক ধন্যবাদ!!!
২৩| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৩১
মায়াবতী নীলকন্ঠি বলেছেন: এ যদি হয় বিক্ষিপ্ত!!!!+++++
১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৪২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ মায়াবতী!!! তোমার নামটা চোখের সামনে দেখে ইউনো চোখে পানি আসলো, একজন মায়াবতীর জন্যে।
২৪| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: আমার ভাল লেগেছে।
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:১৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
২৫| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:২৯
বোকামন বলেছেন:
জানেন না বলেই হয়তো, অজানায় একটি চমৎকার লেখা আমরা পড়তে পারলাম....
মাঝে মাঝে জানার বাইরে যাওয়া ভালো।
লেখাটি পড়ে বেশ ভালো লাগলো তাই কৃতজ্ঞতা জানাচ্ছি।
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২৬| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮
*কুনোব্যাঙ* বলেছেন: কঠিল লেখা তবে পড়তে ভালো লেগেছে
একাদশ +++
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ ব্যাং ভায়া।
২৭| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৫৫
স্বপ্নবাজ অভি বলেছেন: তন্দ্রাবিলাস ই মনে হয়েছে !
১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:২২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভ্রম বিলাসও বলতে পারেন!!
২৮| ১৪ ই জুন, ২০১৩ রাত ৩:৪০
ঘুড্ডির পাইলট বলেছেন: লেখা ভালো হইছে আনলাকি ১৩ লাইক দিলাম
হঠত কোমা টাইপ লেখা কেন ?
১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:২৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ ভাইজান। কোমা টাইপ লেখা যে কেন সেইটা আমিও বুজতে পারছি না! ফিলিং অসহায়!
২৯| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:৫১
মাক্স বলেছেন: প্রথম থেকেই ডার্ক একটা আবহ ছিল, শেষের দিকে আলোর ঝলকানি। ভালো লিখেছেন কিনা বুঝতে পারতেসি না, অল্প ইনডিউসড মনে হল। তবে বর্ণনা করেছেন সুন্দর। শুভকামনা।
১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:২৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
৩০| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
মাহাবুব১৯৭৪ বলেছেন: ভালো লাগলো।
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ!
৩১| ১৫ ই জুন, ২০১৩ রাত ৩:৩৩
শিপু ভাই বলেছেন:
ধন্যবাদ গ্রহন করলাম!!! কারন কষ্ট কইরা পড়ছি পুরাটা!!!
আমি সোজা সরল মানুষ। এত কঠিন কঠিন কথা আমার এন্টিনায় ধরে না!!!
ঝরঝরে লেখার জন্য+++++++++++++
১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:২০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ গ্রহণ করায় আবারো ধন্যবাদ।
পুস্টের কথা গুলা্ন আরো ভাল করতে পারতাম। আফসোস হৈতেছে।
এরপরো এই অখাদ্য ট্রাই করায় ধইন্যাপাতা ভাইয়া।
৩২| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঘটনা কী! আমি এর আগে একবার কমেন্ট করতে চেয়েও পারি নি! এখন দেখছি কমেন্ট করতে পারছি! আপনি কী আমারে ব্লক করছিলেন নাকি? না সামুতে প্রোব হইছিলো?
না আপনি কমেন্ট বন্ধ রাখসিলেন?
আপাতত ভালো লাগা রেখে গেলাম। রাইতে পড়মু।
১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হায় হায় কন কি! আমি আপনেরে ব্লকামু কিয়ের লাগি! প্রিয় কবিদের ব্লকানোর আগে মাথায় আমার ঠাটা পড়ুক।
সামুর প্রবের কারণে হয়তো কেমন্ট আসে নাই। আমি তো কমেন্ট কখনোই বন্ধ রাখি না!
ভাল লাগা জানলাম। ধন্যবাদ।
৩৩| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:২০
দুঃখিত বলেছেন: ইহা কি ! মাথা ঘুরতেছে তো !
১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
দুঃখিত ভাইয়া আমি দুঃখিতো।
৩৪| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আজকে বুঝতে পারছি আসলে সেই ব্লগার আপনি ছিলেন না, যার ব্লগে কমেন্ট করতে চেয়েও পারি নাই! আজ দেখলাম সে অন্য ব্লগার!!
আপনার অনেক পোষ্ট পড়া হয় নাই। আশাকরি কিছুদিনের মধ্যেই অবশর পাবো! তখন একটানা পড়বো।
ভালো থাকবেন আপু।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ!
৩৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
আদনান শাহ্িরয়ার বলেছেন: অ্যা অ্যাঁ অ্যাঁ ! আমার দুই খানা দন্ত নড়বড় করিতেছে ! নেত্রতে কর্কশবোধ হইতেসে ! ইহা আমি কি হেরিলাম ! কি হেরিলাম !
কখনও কখনও বোধ বিবেচনার বাহিরে অন্তর্গত বিছিন্নতাবোধের ছায়ায় আপ্লুত হলাম । শুভেচ্ছা জানবেন ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:২৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: কি লিখলাম জানি না। সুবিচার করতে পারি নি লেখাটার প্রতি। লেখা আমাকে মাফ করে দিস।