নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মান্ধ এবং রাজাকার মুক্ত দেশ চাই...

একটা মেয়ের একটু কথা।

আজ আমি কোথাও যাবো না

আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার কোন আক্ষেপ নেই। শুধু অন্যেরা উকি না দিলেই হলো। তারা দেখে আমি পঙ্কিল এক পৃথিবীতে পঙ্কস্নান করছি। আমার ভাষায় যদিও তা চন্দ্রস্নান বা রৌদ্র স্নান। সেই পঙ্কিল আমাকে দেখে ভিড়মি খাওয়া মানুষদের বলছি দয়া করে আমার পৃথিবীতে আমাকে থাকতে দিন। এটা একান্তই আমার ভুবন। অশুদ্ধ আমি ভাল আছি খুব। এক টুকরো কল্পনার অংশুকে নিযে ভাল আছি খুব। শুদ্ধতা আমাকে ভাল না বাসুক আমার আপত্তি নেই। যা আছে মানে অশুদ্ধতাটুকুই নিয়ে বাচতে চাই। সব হারালে আমি বাঁচবো কি করে!

আজ আমি কোথাও যাবো না › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুমাত্রিক পৃথিবী

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৮



জীর্ণ, প্রাণহীণ শ্যাওলাচ্ছন্ন একটা ঘরে চারদেয়ালে প্রতিফলিত হচ্ছে কয়েকটা শব্দ। “আমাকে একা থাকতে দাও” শব্দ গুলো কি আমিই করছি? মনে হচ্ছে আমার চেতনার একটা অংশ বিকারগ্রস্ত কিন্তু আরেকটা অতিক্ষুদ্র অংশে এখনো কিছু অনুভুতি রয়ে গেছে। চারদেয়ালের দিকে তাকালাম। নাহ! কোন দরজা নেই। কোন জানালা ও দেখতে পাচ্ছি না। আবারো প্রতিফলিত শব্দ গুলোকে দেয়াল চারটি তাচ্ছিল্যভরে ছুড়ে ফেলে বার বার! বিকারগ্রস্ত উদভ্রান্ত আমি ধুলিধুসরিত আয়নায় নিজেকে দেখার জন্যে আকুল হয়ে উঠি। আয়নায় আলোর প্রতিফলন আমাকে দেখায় কোটরগ্রস্ত চোখে সাদা হয়ে যাওয়া একজোড়া মণি। ওরা আমার রক্ত হিম করে দিয়ে বলে আমি জীবন্মৃত! আশ্চর্য আমার সব প্রয়োজন আজ ফুরিয়েছে। এক মৃত্যুমাত্রিক পৃথিবীতে আমি পদার্পণ করলাম।



মৃত সম্মেলন:

আমার মৃত্যুমাত্রিক পৃথিবীতে আপনাদের স্বাগতম। আর এই মৃত সম্মেলনে দয়া করে জীবিত কেউ আসবেন না।

- এই যে আপনি হ্যাঁ আপনাকেই বলছি আপনি মৃত নাকি জীবিত?

- আমি জানি না।

- দেখি এদিকে আসেন চোখ দেখলেই বুঝবো।

- আচ্ছা।

- হুম আপনি মৃত। চোখর মণি নিষ্প্রাণ সাদা। আসুন আপনি ভিতরে আসুন।

হ্যাঁ যা বলছিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম নিজের মতো একটা পৃথিবী সাজাবো। আমিই হবো সেই পৃথিবীর সৃষ্টিকর্তা। আমি জীবন সৃষ্টি করতে পারি না তাই মৃত দিয়ে সাজিয়েছি পৃথিবী। এই পৃথিবী শুধুই আমার।

জীবিত পৃথিবীতে অনেক মানব মানবী মৃত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা জানেও না তারা মৃত। শুধু তাদের জন্যেই এই পৃথিবী সাজালাম। এই খানেও সূর্য ওঠে। তবে পঁচা ডিমের কুসুমের মতো রং। এখানে আকাশ নীল নয়। ধূসর আর ফিরোজার মাঝামাঝি একটা কালার। এই খানে আকাশের দিকে কেউ তাকায় না। তাকালেও ক্লান্ত ডানায় উড়তে থাকা হাড্ডিচর্মসার গায়ে ঘা হয়ে যাওয়া পাখিদের রক্তহিম করা ডাক শুনতে হয়। এই পাখির প্রিয় খাদ্য মৃত মানুষের চোখ। গলে পড়া মাংশ। পাখিগুলো যত খায় তত মৃত হয়। তখন আর তারা উড়তে পারে না।

এই খানে কোন আয়না নেই। মৃত মানুষদের তো রুপচর্চা করতে হয় না। তাদের অনেকেরই চোখ পাখি খেয়ে ফেলেছে। এটা নিয়ে অবশ্য কারো কোন অভিযোগ নেই। কারণ পরে বলছি। কোন রং খেলা করে না তাদের চোখের রেটিনায়। দরকারও নেই। কারণ মৃত্যুমাত্রিক পৃথিবীতে তারা যে রং দেখতে পায় সেটা জীবিতোদের দেখতে পাওয়া অসম্ভব। আর এই রং দেখার পরে চোখ না থাকলেও কোন আফসোস নেই।

জীবিতদের থেকে মৃতরা বেশী স্বাভাবিক। কেন ? জীবিতোদের বেঁচে থাকার জন্যে উদ্দেশ্য খুঁজতে হয় প্রতিনিয়ত, প্রতিমুহুর্ত। অস্বাভাবিক সব কাজ করতে হয়। দৌড়াতে দৌড়াতে বাসে ট্রেনে ওঠা, নয়টা পাঁচটা কাজ করা, সন্ধ্যায় বাসায় বাজার হাতে ফেরা, স্ত্রীর বাক্যবাণে বিদ্ধ হওয়া অতঃপর খানিকের নিশিপ্রেমে পাগল হয়ে যাওয়ার প্রচেষ্টা। নতুবা জৈবিক চাহিদায় পাগলপ্রায় কতিপয় মানষের অপেক্ষাকৃত দুর্বল বলে পাঠ্য বইয়ে স্বীকৃতি পাওয়া এক শ্রেণীর স্পিসিসের উপর ঝাপিয়ে পড়া। তা সে যত বয়সেরই হোক না কেন। সতেরো দুগুণে চৌত্রিশ বছর বা সতেরো বছর বা সতোরো মাস। এদের আবার সামাজিক ভাবে নারী বলে অভিহিত করা হয়। মুক্তখাঁচায় স্বেচ্ছাশেকল পড়া পাখিদের একোন ধরনের অস্বাভাবিক আচরণ? ইউনিভার্সিটি কলেজ পড়ুয়াদের রঙ্গিন চোখের স্বপ্নগুলোও অস্বাভাবিক। কোন স্বপ্ন নয় এগুলো ! সমাজ পরিবর্তন? হা হা হা....ওপস! জীবিতোদের নিয়ে মৃতদের হাসতে মানা। বিপ্লব! হা হা হা .....স্যরি এবার না হেসে পারলাম না। আমি মৃতের হাসি দেখে পিলে চমকে গেছে কার কার? যার গেছে সে এখান থেকে উঠে চলে যেতে পারেন। কারণ আপনি জীবিতো এখনো।

তো যা বলছিলাম মৃতদের কোন উদ্দেশ্য খুঁজতে হয় না মৃত থাকার জন্যে। আমাদের কাজ কি তাহলে? আমাদের কাজ হলো জীবিতদের মাঝে লুকিয়ে থাকা মৃতদের খুঁজে বের করা।



মৃত্যুমাত্রিক পৃখিবীতে সবকিছু ধূসর বালি কঙ্কর ময়। এখানে সূর্যোদয় সূযাস্ত নিয়ে আহ্লাদি নেই। জীবিতদের কাছে তো সূর্যাস্ত মানে আধা ন্যাংটো হয়ে সী বিচে শুয়ে থাকা। তবে চন্দ্র ভালোই প্রভাব বিস্তার করতে পারে। শুক্লপক্ষে মৃত মানুষগুলোর কি যেন হয়। আমারো তাই হয়। চাতকের মতো চেয়ে থাকি ধূসর আকাশের মাঝে জ্বলজ্বল করতে থাকা গোল রূপার থালার মতো একটা বস্তুর দিকে। জীবিতরা দেখতে পায়না এমন হাজারো রং এসে প্রতিফলিত আমাদের চোখের কর্ণিয়ায়। এই রং জীবিতরা দেখতে পাবে না কোন দিন। কেউ জীবিত যদি থেকে থাকেন এই খানে তাহলে তার নিশ্চয় আফসোস হচ্ছে! জীবিতদের নিয়ে এই একটাই যন্ত্রনা। শুধু আফসোসময় তাদের জীবন। অথচ আমাদের মরণ কত সুন্দর। এইখানে কোন আফসোস নেই, না পাওয়ার বেদনা নেই, অসহ্য যন্ত্রনাকে প্রতিনিয়ত কাছে ডাকি তাই সে আসাই ছেড়ে দিয়েছে!

আরেকটি কথা বলবো? এই খানে কোন জেন্ডার নেই। এখানে কোন “হি” অর “শি” নেই। জীবিতদের পৃথিবীতে সামাজিক ভাবে স্বীকৃত বলশালী প্রাণী ছেলেরা একমুহুর্তের জন্যেও ভুলে থাকতে পারে না পাশের মেয়েটির বুকের একযুগল স্তনের কথা। অনেকে আবার কদম্ব বলে! ফাক ইট! আর সামাজিক ভাবে স্বীকৃত দুর্বল প্রাণী মেয়েটাও ভুলতে পারে না পাশের ছেলেটির পুরুষালী(আশ্চর্য এক শব্দ) বাইস্পেস ট্রাইসেপস এর কথা। নিজের চোখে মুখে রং মেখে কিম্ভুতকিমাকার সেজে থাকে তারা। নিজেদের ফিগার ৩৬ - ৩০ - ৩৬ এ ধরে রাখার প্রাণপণ চেষ্টায় হাস্যকর সব কাজ করে। নিজেদের তারা যোগ্য পরগাছা করে গড়ে তোলে। এই মৃত্যুমাত্রিক পৃথিবীতে কিন্তু এসব নেই। এই খানে সবাই সমান। প্রত্যেকেই নিজেদের সম্মানিতো মৃত বলে পরিচয় প্রদান করে। জীবিত পৃথিবীও কিন্তু মৃত্যু ছাড়া অসম্পূর্ণ না। প্রতিনিয়ত তাদের মরতে হয়, প্রতিমুহুর্তে। মানসিক এবং শারিরীক ভাবে। আগে তাদের হাস্যকর মানসিক মৃত্যুর কথা বলে নিই। প্রতিমুহুর্তের কৃত অন্যায়গুলোর জন্যে তারা যখন অনুতপ্ত হয় না তখন তারা থাকে বিকৃত স্বত্তা। তাদের স্বত্তাকে কোন না কোন সময় জেগে উঠতেই হয়। এছাড়া পথ নেই। তখন তারা সয়ংক্রিয় ভাবে মৃত হয়ে যায়। আর অপেক্ষাকৃত জাগ্রত স্বত্তা গুলো তো প্রতিনিয়ত মরতে মরতে বেচে আছে। শারিরিক মৃত্যুর পরে শুরু হয় আরেক আদিখ্যেতা।



জীবন মৃত্যু ছাড়া অচল অথচ মৃত্যু স্বয়ংসম্পূর্ণ! আজকের এই মৃত সম্মেলন শেষে সবাই মৃত্যুমাত্রিক এক পৃথিবীতে প্রবেশ করবো। হাত তুলুন কে কে প্রবেশ করতে চান!







(গল্পটার নাম প্রথমে ছিল শুধু মৃত্যুমাত্রিক। কিন্তু অন্য একটি গল্পের নামের সাথে মিলে যাওয়ায় নাম চেঞ্জ করলাম। :) )

মন্তব্য ৮০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:১০

মায়াবী ছায়া বলেছেন: ভালো লিখেছেন আপু ।ভালো লাগলো ।
ভালো খাকুন ।

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:২৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া। :)

২| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:১২

এক্সপেরিয়া বলেছেন: আপু একটা ছোট গল্প চাই....!!

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এই এইটা তো ছোট গল্পই!! তবে রুপক আরকি। একটু ট্রাই নিছিলাম। পরের গল্প আরেকটু চমক হবে।

৩| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:২১

রোহান খান বলেছেন: সব সময় এত মনমরা গল্প কেন ?

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মনমরা ভাব কাটাইতে পারতেছি না কেন জানি। :( ধন্যবাদ পড়ার জন্যে।

৪| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:২৫

মাগুর বলেছেন: মৃত্যুমাত্রিক পৃথিবীতে আমার কি একটু ঠাঁই হবে?

অসাধারন, শুধু অসাধারন বললে মনে হয় কম হবে। আমার বিশেষণের ভান্ডার কম বলে ভালো লাগা প্রকাশ করতে সমস্যা হয় :(

সত্যি সত্যি এমন একটা মৃত্যুমাত্রিক পৃথিবী দরকার আমার।
লেখায় প্রথম প্লাস সহ প্রিয়তে :)

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মৃত্যুমাত্রিক পৃথিবীটা আমি খুঁজছি। কল্পনা ছাড়া কোথাও খুঁজে পেলাম না!
অনেক ধন্যবাদ মাগুর ভাই!

৫| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:২৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: একই শিরোনামে হাসান মাহবুবের গল্পটা মনে পড়ে গেল।

গল্প ভালো হয়েছে। 'সম্মানিতো', 'বাইস্পেস ট্রাইস্পেস' ইত্যাদি ছোটখাটো বানান ভুল আছে। ঠিক করে নেবেন, তাহলে পড়তে গেলে আরও ভালো লাগবে।

প্লাস।

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৪০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হামা ভাইয়ের লেখাটা পড়েছিলাম। নামটা মিল হয়ে গেল একটু আগেই খেয়াল করলাম! চেন্জ করবো কিনা বুঝতে পারছি না!

ধন্যবাদ প্রফেসর সাহেব। আমি বানান গুলা ঠিক করে দিচ্ছি।

৬| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

মৃত্যুমাত্রিক পৃথিবী সৃষ্টির আইডিয়া মন্দ না :)
কিন্তুঁ মৃত্যু পরবর্তী ভাবনাই ভয়ঙ্কর ঠেকে, যদিও ধ্রুব সত্যে যেতেই হবে।

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভয়ের কি আছে!! যা ভবিতব্য তাই চিরন্তন! বাকি সব ‍ভুয়া!

ধন্যবাদ ভাইয়া!

৭| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৪

ইখতামিন বলেছেন:
3rd Valo laga :)

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ ইখতামিন ভাইয়া!!! :)

৮| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! চমৎকার। আপনার অন্যতম ভালো লেখা।
জীবন মৃত্যু ছাড়া অচল অথচ মৃত্যু স্বয়ংসম্পূর্ণ! খুব গভীর একটি কথা।

শুভেচ্ছা রইল।

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা!!
শুভেচ্ছার জন্যে ধইন্যা পাতার চাটনি নিন। :)

৯| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮

মামুন রশিদ বলেছেন: মৃত মানুষের রুপকল্প । কল্পনাশক্তি আর বর্ননার মাধুর্য্যে অসাধারন লেখনি ।

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক ধন্যবাদ মামুন রশিদ ভাই! :)

১০| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:০১

রোজেল০০৭ বলেছেন: রুপক গল্পে মৃত্যুর ও জীবনের নান্দনিক সংমিশ্রণ।

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেকটা সেইটাই! ধন্যবাদ।

১১| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৮

এসএমফারুক৮৮ বলেছেন: ভাল লাগলো আপু।

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ! :)

১২| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
আমি হাত তুলেছি। আমাকেও সাথে রাখতে পারেন। তবে ফিগারের ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার।

আমার পড়া আপনার ভাল লেখাগুলোর মধ্যে অন্যতম ভাল একটি লেখা এটি।

শুভকামনা নিরন্তর +++++++++++++++

আর কিছু এই মুহূর্তে দেয়ার নেই। মনে পরলে দিয়ে যাব। :)

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ফিগার নিয়া চিন্তা নাই। :P জিরো সাইজ তো লাগবে না। ;)

অনেক ধন্যবাদ কান্ডারি ভাই।

১৩| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হ্যাঁ হ্যাঁ মৃত্যু স্বয়ংসম্পূর্ণ! মহাকালের সূচনা তো মৃত্যুতেই। তাই তো মহাকালের পথ ধরবার বৈতরনী নায়ের অপেক্ষায়!

গল্প ভালো লেগেছে। যদিও কিছু টাইপো আছে। সময় সুযোগমত ঠিক করে নিয়েন।

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: টাইপো নিয়ে সব সময়েই বিব্রত হতে হয়। আমি ঠিক করে নিচ্ছি। ধন্যবাদ কবি সাহেব!!!

১৪| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++

১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ! :)

১৫| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

রোহান খান বলেছেন: মনমরা ভাবটা কাটাটে পারবেন কিন্তু ইচ্ছাটা আপনার নাই .........।

দরকার:-

১) ভিডিও কামেরা (৭২০ মেগাপিক্সেল হলে ভাল হয় নাহলে ওয়েব ক্যাম)
২) ৮০ গ্রাম ওজনের অফসেট পেপার।
৩) নিল কালির কলম।
৪) মনমরা হবার কারণ ও তার ফটো।
৫) সময় & ইন্টারনেট & ইমেইল এডরেস।


প্রথমে কামেরাতে ভিডিও চালু করুন, আর তা এমন ভাবে কোথাও রাখুন যাতে আপনি একটু পরে যা করতে যাচ্ছেন তা ভিডিও হয়। এরপর যেই কারনে মন খারাপ সেই কারনটাকে কাগজে লিখে-কুচি কুচি করে ছিড়ে তা নিয়ে হাই কমোডে ফ্লাশ করে দিন। এবার ভিডিওটা যার কারনে মনমরা তাকে ইমেইল করে দিন। দেখবেন মনটা হালকা হয়ে যাবে, এভাবে প্রতিদিন করে ৩০ দিন ট্রাই মারুন - ফলাফল অবশ্যই আপনাকে আশাহত করবে না।

১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনার এই ট্রিকস একদিন একবার ট্রাই করলেই হবে! মনমরা ভাব কেটে যাবে! উফফ এত দিন কোথায় ছিলেন? আমার মনমরা ভাবের কারণে মুকে রিংকলস পড়ে গেল! :( আপনার ট্রিকস ট্রাই করবো। ;)

১৬| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২০

রোহান খান বলেছেন: আর পোষ্টে অবশ্যই হাজারটা ++++++, এমন ভাবে লিখতে সবাই পারে না।

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:০০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

১৭| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

দুঃখিত বলেছেন:
"জীবিত পৃথিবীতে অনেক মানব মানবী মৃত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা জানেও না তারা মৃত। শুধু তাদের জন্যেই এই পৃথিবী সাজালাম।"

সো ট্রু ! ভালো হয়েছে ^_^

++++ নে ;)

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:০১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :| :| পিলাস তো নিছি ভাইয়া চোখ টিপ কিয়ের রঅগি দিলেন বুঝতে পারলাম না। ;)

১৮| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সাদেকুর বলেছেন: মৃত্যু স্বয়ংসম্পূর্ণ B:-) B:-) B:-)


বাস্তবেই কি যার শুরু নেই, তার শেষ সম্ভব???

আর এক বার ভেবে দেখবেন কি???



১৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সেটা নির্ভর করে মৃত্যুকে কি ভাবে ব্যাখ্যা করেন তার উপর। জীবন মৃত্যু ছাড়া অচল অথচ মৃত্যু স্বয়ংসম্পূর্ণ!
জীবিত মানুষও বারবার মরে মৃতরা মরে না। তাই মৃত্যুকে স্বয়ংসম্পূর্ণ মনে হয়েছে। ধন্যবাদ।

১৯| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ৯ম ভাল লাগা । নিরন্তর শুভকামনা।

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

২০| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: এমন টাইপ গল্প আগেও লিখছিলি তো ! তবে ভালো হইছে ।

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এই টাইপ গল্প লিখি নাই তো ভাইজান! তবে চেষ্টা করছিলাম অনেক গল্পে হয়তো আবহ রয়ে গেছিলো। ধইন্যা ভাইজান!

২১| ১৭ ই জুন, ২০১৩ রাত ৮:০৫

মাক্স বলেছেন: বর্ণনা বরাবরের মতই সুন্দর তবে রুপকের অর্থটা ধরতে পারি নাই!

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: রুপকের অর্থটা জীবন্মৃত। বেচে থেকেও মরে যাওয়া কিছু মানুষকে নিয়ে। যারা আবার স্বয়ংসম্পূর্ণ। আমি মেবি ফুটিয়ে তুলতে পারি নাই। ধন্যবাদ আপনাকে।

২২| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ভয়াবহ টাইপের সুন্দর করে লিখেছেন ! লিখতে থাকুন !

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:১২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি। :)

২৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:২৬

সোহাগ সকাল বলেছেন: হুম। অনেক সুন্দর করে লিখেছেন। শুভ কামনা।।

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:১৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। :)

২৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: ১৩ তম ভালোলাগা +++

ভালো থাকবেন সবসময় :)

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:১১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ অপূর্ণ ভাইয়া। :)

২৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:৩৩

হাসান মাহবুব বলেছেন: এক অন্য পৃথিবীতে হয়তোবা মৃত মানুষের দল জীবিতদের বেঁচে থাকার বেহায়াপনা আর মৃত্যুনির্ভরতা দেখে হাসছে। মৃত্যু সম্মেলনের মানুষেরাই ভালো। নির্ভীক, টেনশনবিহীন! হয়তোবা! আমরা কেউ জানিনা তা। কখনও জানতেও পারবো না। তবে মৃত্যু যে জীবনের ওপর খবরদারী করে চলে এ ব্যাপারটা সত্যি। জীবন তা পারে কই?

চমৎকার গল্পে ভালো লাগা রইলো।

১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হ্যাঁ ভাইয়া মৃতরা আমাদের প্রতিমুহুর্তের মৃত্যুর মাঝে জীবিত থাকার চেষ্টা দেকে না হেসে পারে না। মৃত্যু জীবনের উপর সর্বদা খবরদারী করে চলে। কথা সত্য। জীবন তা পারে না। পারার চেষ্টা করতে গেলেই মৃত্যুর শীতল স্পর্ষ অনুভব করতে হয়। এখানেও মৃত্যু স্বয়ংসমম্পূর্ণ!!

অনেক ধন্যবাদ ভাইয়া। :)

২৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:২২

একজন আরমান বলেছেন:
আপনার গল্পগুলোর মাঝে একটা কন্সিকুয়েন্স খুঁজে পেয়েছি আমি। ধিরে ধিরে হ্যালুসিনেসন ভাবটা গভির থেকে গভিরতর হচ্ছে।

ভাবনাটা অনেক গভির।

১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: পুরোপরি হ্যালুসিনেটিং ভাব আনতে পারছি না। :( ট্রাই করতেছি এখনো। ধন্যবাদ ভাইয়া!!! :)

২৭| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: গপ টা পড়লাম বাট ভাল করে বুঝিনি

১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: গল্পটার সারসংক্ষেপ এক কথায় জীবন মৃত্যু ছাড়া অচল কিন্তু মৃত্যু নিজেই স্বয়ংসম্পূর্ণ।
ধন্যবাদ। :)

২৮| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

রোহান খান বলেছেন: আজকে কি আমার বাতলে দেওয়া উপায় টা ট্রাই মেরেছেন ?

১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: না ভাই ট্রাই মারতে হয় নাই! মনমরা ভাব কাটানোর জন্যে আমারে হেল্প করছে একটা শাদা জবা! আমার বাগানে আজই প্রথম ফুটলো!

২৯| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:২৫

রোহান খান বলেছেন: ও আচ্ছা তার মানে আপনি বাগান করেন। তাই তো বলি এত ভিতরের কথা গুলো কোথা থেকে আসে, একটা অসাধারন মানুষেরও অমন অন্তরদর্শন খুবি কম দেখা যায়। যাইহোক...ওটার ফটো আপলোড চাই......।

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ফটো দিবো। ফটোটা তুলেই নেক্সট কমেন্টে মারবো। আ এত প্রশংসায় সাময়িক ভাবে তব্দিত হইয়াছি। তব্দা কাটুক। ;)

৩০| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩০

দুঃখিত বলেছেন: চোখ টিপি টা দিয়েছিলাম এই জন্যে যে আমি এমন কিছু মৃত মানুষকে চিনি তাই ;) ;) ;)

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মৃত মানুষরে চিনো ভাইয়া!!! আমিও কিন্তু চিনি। ;)

৩১| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৫০

এক্সপেরিয়া বলেছেন: এই গম্ভির টাইপ গল্প ভাল্লাগেনা....অন্য রকমের গল্প দাও আপু.....

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হু ভাইডি দিবো। মাথায় গপ্প আসতেছে না। :( আসলেই তোমার জন্যে একটা দিবোই!

৩২| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
টাইপো কোন ব্যাপার না। আমার নিজেরই হাজার হাজার হয়! সচেতনতা বাড়ানোর জন্যই টাইপোর কথা বলা। আর কিছু না।


শুভ কামনা রইল।

১৯ শে জুন, ২০১৩ সকাল ৯:১৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হ্যাঁ বুঝেছি তো। টাইপো নিয়ে বিব্রত হতে হয়। :/ সামুর মডুরা যদি টাইপো ঠিক করার জন্যে কাওকে রাখতো তাইলে কি ভালই না হইতো। :P :-B

৩৩| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩১

রোহান খান বলেছেন: ভালো লাগলো, সবাই বলে আমি নাকি মানুষের প্রশংসা করতেই জানিনা। ভাল তো । ফুলের ছবিটা দেখতে চাই..।

১৯ শে জুন, ২০১৩ সকাল ৯:১৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ফুলের ছবিটা আপলোড কর্তে পার্তাছি না ক্যান জানি! B:-) /:)



আচ্ছা আমি আবারো ট্রাই করতেছি।

৩৪| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৭

অবচেতনমন বলেছেন: জীবন মৃত্যু ছাড়া অচল অথচ মৃত্যু স্বয়ংসম্পূর্ণ! আজকের এই মৃত সম্মেলন শেষে সবাই মৃত্যুমাত্রিক এক পৃথিবীতে প্রবেশ করবো। হাত তুলুন কে কে প্রবেশ করতে চান!

আছি তো বটেই, অসাধারন লেখা-বেশ লাগল ভাললাগা রইল।

১৯ শে জুন, ২০১৩ সকাল ৯:২০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৩৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ৩:০৩

নিয়েল হিমু বলেছেন: উপস্থাপনা একদম খাটি সাইন্স ফিকশন এর মত হয়েছে ।
তবে maybe আপনার কাছ থেকে প্রথম ফিলোসফি পাইলাম জীবন মৃত্যু ছাড়া অচল অথচ মৃত্যু স্বয়ংসম্পূর্ণ
তবে কেন জানি মনে হচ্ছিল পুরো গল্পটা বিষাদে ছাওয়া !!

১৯ শে জুন, ২০১৩ সকাল ৯:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: গল্পটা বিষাদ নিয়েই লিখেছি হিমু ভাই।
ফিলসফি এইটা যদি হয়ে থাকে তাইলে ক্যাম্নে কি! ফিলসফি ভাল লাগে না। এইটা একটা জীবনবোধ বা মরণ বোধ বলতে পারেন।

৩৬| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৩

রোহান খান বলেছেন: কোথায় - ??? এখোনো হল না...

২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন:


নেন ভাই।

২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রথমে আপলোড হইতাছিলো না। শাদা জবা আমার খুব প্রিয়। এটা অবশ্য ফুটে গতকালই ঝড়েগেছে এর আগে ফটোখানা খিচে রেখেছিলাম!

২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৫২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: নেন আপনার জন্যে আরেকটা এটা অবশ্য আমার গাছের না।





Click This Link

এইখানে পুস্টাইছিলাম।

৩৭| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার লিখসেন, বেশ ভাল্লাগসে ||

২০ শে জুন, ২০১৩ সকাল ১০:০২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৩৮| ২১ শে জুন, ২০১৩ রাত ২:০৭

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: মৃত্যুতে শুরু আর মৃত্যুতেই শেষ...++++++++++++

২১ শে জুন, ২০১৩ সকাল ১১:১৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম তাই। ধন্যবাদ। :)

৩৯| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:২২

অদৃশ্য বলেছেন:




আপনার শেষ পোষ্টি পড়েছি আজকে... এই গল্পটা সময়করে এসে পড় যাব...


শুভকামনা...

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.