![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার কোন আক্ষেপ নেই। শুধু অন্যেরা উকি না দিলেই হলো। তারা দেখে আমি পঙ্কিল এক পৃথিবীতে পঙ্কস্নান করছি। আমার ভাষায় যদিও তা চন্দ্রস্নান বা রৌদ্র স্নান। সেই পঙ্কিল আমাকে দেখে ভিড়মি খাওয়া মানুষদের বলছি দয়া করে আমার পৃথিবীতে আমাকে থাকতে দিন। এটা একান্তই আমার ভুবন। অশুদ্ধ আমি ভাল আছি খুব। এক টুকরো কল্পনার অংশুকে নিযে ভাল আছি খুব। শুদ্ধতা আমাকে ভাল না বাসুক আমার আপত্তি নেই। যা আছে মানে অশুদ্ধতাটুকুই নিয়ে বাচতে চাই। সব হারালে আমি বাঁচবো কি করে!
আপডেট! আপডেট!! আপডেট!!!
(আমাদের ইভেন্ট (লিঙ্ক নিচে দেয়া আছে) ক্রিয়েট করা হয় গত শুক্রবার। আর আসিফ মহিউদ্দীনে মুক্তির দাবীর ইভেন্ট ক্রিয়েট করা হয় গতকাল। স্পষ্টতই এইখানে তারা কপটতা করার হীণ অপচেষ্টা করেছে। তাদের আর ধর্ষকের মানসিকতার পার্থক্য খুব সামান্যই। শেষ খবর অনুযায়ী আগামীকাল ২১ জুন শুক্রবার বিকাল ৪ টায় জাতীয় জাদুঘরের সামনে শুধু মাত্র আমাদের সমাবেশই হবে। আপনারা সবাই যোগ দিন। তাদের সমাবেশ বাতিল করা হয়েছে এবং আমাদের সমাবেশেও তারা অন্য কোন দাবী নিয়ে ঢুকতে পারবে না!)
ধর্ষিতা - কি নিদারুণ একটা শব্দ। আমাদের দেশে প্রতিদিন কত কত নারী ধর্ষিত হচ্ছে কতটুকু আমরা জানি? উত্তর সহজ! যতটুকু পত্রিকায় আসে ঠিক ততটুকু! পত্রিকায় নিউজে আসার পরে ফেইসবুকে প্রতিবাদের ঝড় ওঠে। স্ট্যাটাস লাইক কমেন্টের বন্যায় ভেসে যায় ফেইসবুক! লাইক মারাই যে প্রতিবাদ নয় এটাও কিন্তু আমরা জানি না এমন নয়। আমরা জানি। কিন্তু রাস্তায় কতজন নামি? প্রতিদিনই খবর আসে কোন না কোন জায়গায় কোন না কোন মেয়ে ধর্ষিত। সোনার দেশের সোনার ছেলেদের কীর্তি। একজন ধর্ষিতার প্রতি আমরা আসলে কতটুকু সহমর্মী? নিজেকে জিজ্ঞেস করুন তো! আন্সার আসবে- অনেক খানি সহমর্মী। কিন্তু আসলে আমরা তা না। ধর্ষিতা একটি মেয়ে ধর্ষনের পরে যে রকম শারিরীক মানসিক সামাজিক যন্ত্রনার মধ্যে বাস করে আমরা তা কোনদিন কল্পনা করতে পারবো না। শারিরীক ক্ষত হয়তো শুকিয়ে যায়। কিন্তু মানসিক যন্ত্রনা সহ্য করে যেতে হয় দিনের পর দিন! আর সামাজিক যন্ত্রনা? সেটা কি রকম নগ্নভাবে বাস্তব আমরা প্রত্যেকেই জানি! শুধু ধর্ষিতার কষ্টটুকু অনুভব করতে পারি না। আছেন কোন বীরপুরুষ যে নাকি একজন ধর্ষিতাকে বিয়ে করতে আগ্রহী? আর যদি ধর্ষিতা মেয়েটি বিবাহিত হয় তাহলে তো কথাই নেই। এই খবর কোন দিন কেউ জানতে পারে না। কোন ভাবে জানাজানি হলে হয়তো বিচ্ছেদ নয়তো সারাজীবন কটাক্ষ নিয়ে বসবাস করতে হয়। গত কয়েকদিনের প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার নিউজগুলোতে চোখ বুলালে ধর্ষন এবং ধর্ষিতা শব্দটি এত কমন দেখা যাবে যে মনে হবে এই দেশের আপামর পুরুষ সমাজ ধর্ষক। একটি মেয়েকে একটা নরপশু রেপ করার পরে আমরা সবাই মিলে তাকে সারাজীবন রেপ করেই যাই। সামাজিক ভাবে মানসিক ভাবে। ধর্ষিত (শব্দটা ইউজ করতে খুব খারাপ লাগছে আসলে) খুব সাহসী কোন মেয়ে বা পরিবার থেকে দৃঢ় সাপোর্ট পাওয়া মেয়ে নেকাব না পড়ে মুখ খোলা রেখে চলতে পারে। জীবনে পরবর্তী স্টেজে যেতে পারে। আমরাই সমাজবাসী মানুষরা মেয়েটিকে বারবার রেপ করি। আসলে আমাদের নিজেদের পরিবারে কেউ রেপড না হওয়া পর্যন্ত আমাদের টনক নড়বে না। আর মেয়েদের কথা যদি বলি অন্য একটা মেয়ে রেপড হয়ছে বিষয়টা ভেবেই গা গুলিয়ে ওঠে প্রথমে দুফোঁটা ধরলাম চারফোঁটা অশ্রুই বিসর্জিত হয়। কিন্তু তারপরও আমাদের পরের জন্যে আমাদের রাস্তায় দুঘন্টা দাঁড়ানোতে আপত্তি। কিন্তু নিজেদের কিছু হলে দৌড়াদৌড়ি করে জুতো ক্ষয় করে ফেলি। আমি সবার কথা বলছি না অবশ্যি। অনেককেই চিনি যারা কোন রকম স্বার্থ না রেখে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কাজে নিজেকে বিলিযে দেন। এই রকম মানুষরাই আলোকিত মানুষ। তাদের বলছি কিভাবে সহ্য করছেন এমনটা? কেন প্রতিবাদ করতে পারছি না? আমরা কি ধর্ষকদের কাছে কোন ভাবে দায়বদ্ধ? নাকি প্রতিবাদ করতে ক্লান্ত লাগে? মেয়েদের বলছি আমাদের প্রতিবাদ অন্য কেউ এসে করে দিয়ে যাবে না। নিজেদেরই করতে হবে। ধর্ষকদের দ্রুত দৃষ্টান্ত মুলক শাস্তি হলেই ধর্ষনের হার কমে যাবে। বলছি না রাতারাতি সমাজ পাল্টাবে কিন্তু আমরা তো প্রতিবাদ করতে পারি! আমরা কি পারি না ধর্ষিতাদের জন্যে কিছুক্ষণ সময় রাস্তায় দাঁড়াতে? একটি প্ল্যাকার্ড হাতে যেখানে লেখা থাকবে “আমাদের ক্ষমা করো বোন, আমরা মানুষ হিসেবে লজ্জিত ” ভাইরা তাদের বোনদের জন্যে কি একটুও লজ্জিত হবেন না? নাকি অপেক্ষা করছেন সেই দিনের জন্যে যেই দিন কোন নরপশু ঝাপিয়ে পড়বে আপনার বোনটির উপর বা বান্ধবী বা স্ত্রীর উপর? তখন চোখে অন্ধকার দেখবেন আর গলায় দলা পাকিয়ে কিছু আটকে রেখে দেখনে কেউ আপনার পাশে দাঁড়াচ্ছে না! বাংলাদেশে ভার্চুয়াল জগত যেখানে ধর্ষনের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে আসুন আমরা ভাচুয়াল জগতের এই ক্ষোভ নিয়ে রাস্তায় কিছুটা সময় দাঁড়াই! আসুন একটি প্ল্যাকার্ড হাতে নিই যেখানে লিখা কিছু বাণী আমাদের দায়বদ্ধতা খেকে কিছুটা হলেও মুক্তি দিবে।
চলে আসুন ২১ জুন শুক্রবার বিকাল ৪ টায় জাতীয় জাদুঘরের সামনে ।আমরা কজন ধর্ষিতা বোনের ভাই-বোনেরা প্রতিবাদে নামবো। এইদিন আমরা রাজপথে থেকে প্রতিবাদ জানাবো।বেশ কিছু দাবি থাকবে আমাদের এ আন্দোলনে :
১. ধর্ষণ মামলায় জামিন আবেদন নিষিদ্ধ করণ;
২. ধর্ষণের শাস্তি হিসেবে শুধুমাত্র ফাঁসি বলবৎকরণ;
৩. ধর্ষণের দায়ে অভিষুক্ত আসামীকে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমার বাইরে রাখা;
৪. দুই মাসের মাঝে রায় কার্যকর করা;
৫. ধর্ষিতার অনুমতি ব্যতীত ছবি ও পরিচয় প্রকাশ থেকে বিরত থাকা;
৬. ধর্ষিতার ভবিষ্যত জীবনের দ্বায়ভার রাষ্ট্রের উপর ন্যস্তকরণ;
এইখানের প্রতিটি পয়েন্টর যৌক্তিকতা নিঃসন্দেহে প্রমাণিত! বোনেরা কে কে আছেন যারা বিকালের সময় টুকু একটি পবিত্র কাজে ব্যায় করতে পারবেন? ভাবতে পারেন? ধর্ষিতা মেয়েটির স্থলে আপনিও থাকতে পারতেন! ভাইয়েরা কে কে আছেন? যে ধর্ষককে পুরুষ না ভেবে নরপশু আখ্যা দিতে রাজি আছেন?
ইভেন্টে জয়েন দিন সবাই।
Click This Link
১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধর্ষকের মানসিকতা বিকৃত! তাই বলেই নারীর উপর ঝাঁপিয়ে পড়তে পারে!
২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:১২
তামিম ইবনে আমান বলেছেন: ইনশাল্লাহ আসবো
১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ইনশাল্লাহ!!
৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অবশ্যই আসব। খুব চমৎকার কিছু পয়েন্ট তুলে ধরেছেন।
পোষ্টে +
১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আসবেন আশা করি! ধন্যবাদ আপনাকে!!
৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:২৬
নিয়েল হিমু বলেছেন:
ধর্ষককে পুরুষ না ভেবে নরপশু আখ্যা দিতে রাজি আছি মানে এটাই তো বলি ।
এনি ওয়ে ২১ জুন শুক্রবার বিকাল ৪ টায় স্থানটা আমার প্রতিবন্ধকতা । তবে আছি সব সময় ।
১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:২৮
এক্সপেরিয়া বলেছেন: এক নাম্বারে ধর্ষকের কোন জামিন নাই...আর অবশ্যই আমরা ঐসব কুলাঙ্গারের বিরুদ্ধে এবার ঐক্যবধ্য হব....
১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হতেই হবে।
৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: দারুণ পোস্টে ভাল লাগা। ধর্ষণ ওটাতোএকজনের স্বাধীনতা ,সম্ভ্রম সম্মান হরণ করা । অতি জঘন্য কাজ। শারীরীক ব্যপারটার চেয়ে মানসিক ব্যাপারটা ক্ষতটা অনেক যন্ত্রণাদায়ক। সহমত। ধর্ষকের বিচার চাই
১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনিও আসবেন আশা করি!!!!
৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধর্ষকদের ফাঁসি চাই ।
এ আন্দোলনের উদ্যোক্তাদের স্যালুট ।
১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৫৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনিও আসবেন আশা করি!
৮| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৫৬
আরিফ আরাফাত রুশো বলেছেন: আরেক টা শাস্তি নাদিলেই না, তা হল কোন ধর্ষিতা যদি প্রমানিত হয়সে আসলে ধর্ষিতা না,কারো টাকা খেয়ে বা শত্রুতামূলক কারনে নিরীহ কাউকে ফাসানোর চেষ্টা করেছে। কারন মিথ্যা অভি্যোগের দোহাই দিয়ে অনেকে পার পেয়েযায়। আর এ ধরনের মিথ্যা অভি্যোগ অনেক ঘটে বলেই আইনের সাজা দেওয়া অনেক খানি ব্যাহত হয়।
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম ভালো একটি পয়েন্ট। আসছেন আশা করি!
৯| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:০১
রহস্যময়ী কন্যা বলেছেন: আপু খুবই ভালো উদ্যোগ এটা।ঢাকায় হয়তো আসতে পারবো না।তবে অনলাইনে সবসময় আছি আপু
ধর্ষকের বিচার চাই
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম আপুনি সবার সাপোর্টই দরকার!! শেয়ার দিতে পারো পোস্টটা।
১০| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:০১
আরজু পনি বলেছেন:
সচেতনতা এবং কঠিনতম সাজাই একমাত্র এই পশুবৃত্তির নিয়ন্ত্রণ করতে পারে।
শেয়ার নিলাম।।
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ আপু!!!
১১| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১১
অ্যামাটার বলেছেন: অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, সেদিন কোনও সচেতন ব্লগার সেখানে যাবে বলে মনে হয়না। কারন এখানে গিয়ে ব্ল্যাকমেইলিং এর শিকার হবার সম্ভাবনা রয়েছে। কেননা এখানে নারী নির্যাতনের প্রতিবাদে সমাবেশের কথা বলা হলেও সেদিন একই স্থানে অত্যন্ত হাস্যকর একটা দাবী নিয়ে সমাবেশের কথা বলা হচ্ছে, Click This Link
@লেখক, বিষয়টা দয়াকরে পরিষ্কার করেন!
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমাদের ইভেন্ট ওটার আগে খোলা হয়েছে। আসিফের ব্যাপারে আমরা কিছু করবো না। কোন যৌক্তিক কারন নেই করার। আপনি একজন সচেতন ব্লগার হিসেবে আমাদের ইভেন্ট দেখতে পারেন।
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: Click This Link
আমাদের ইভেন্ট। আমরা সকাল থেকেই সেখানে অবস্থান নিবো।
১২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অবশ্যই আসব। দাবিগুলোর সাথে একমত।
পোস্টে +++++
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই!!!
১৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৯
*কুনোব্যাঙ* বলেছেন: +++++
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ব্যাং ভায়া আসবেন আশা করি!
১৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৫
হাসান মাহবুব বলেছেন: এই আন্দোলন থেকে ফলপ্রসু কিছু হোক। এভাবে চলতে দেয়া যায়না। এত ধর্ষণ হচ্ছে, ধরাও পড়ছে কিন্তু শাস্তি হবার কথা তো শুনি না!
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: রাস্তায় তো নামতে হবে!!! ভাইয়া সময় করে আসবেন আশা করি!!
১৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫০
মতিউর রহমান মিঠু বলেছেন: ইনস্ আল্লাহ্ বেঁচে থাকলে অবশ্যই আসবো। বির্তকিত কোন ব্লগার না আসা ভালো মনে হয়। আর এই প্রতিবাদ ইভেন্টে যেনো দলীয় ব্যানার ঢুকে না যায় এদিকে খেয়াল রাখা জরুরী............
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ইনশাল্লাহ!! বিতর্কিত কেউ আসবে না আশা করি! আর আমরা কোন বিতর্কিত কাওকে আসতেও দিবো না!! আর দলীয় ব্যানার? না সেটা কোন ভাবেই এলাউড না! ধর্ষিতার চোখের পানি কোন দলীয় রুপ পেতে পারে না! আপনি আসবেন আশা রাখি!
১৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৮
ব্যান্ড পার্টি বলেছেন: ++++++
২০ শে জুন, ২০১৩ রাত ১২:০২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আসবেন আশা রাখি।
১৭| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
২১ জুন শুক্রবার বিকাল ৪ টায় জাতীয় জাদুঘরের সামনে
সবাইকে আসার অনুরোধ করছি। আমি আসছি।
২০ শে জুন, ২০১৩ রাত ১২:১৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: কান্ডারি ভাই শেয়ার দিন পোস্টটি এবং ইভেন্টে ও জয়েন দিন। আপনারা যারা অনলাইন অফলাইনে সমান এক্টিভ তাদের কাধেই এই দায়িত্ব!
১৮| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:১১
মনিরা সুলতানা বলেছেন: সবচাইতে কঠিন শাস্তি প্রাপ্য ...
২০ শে জুন, ২০১৩ রাত ১২:১৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অবশ্যই!! আর তাতেও মনে হয় তার অপরাধেল পুরোটা সাজা মেটে না!
১৯| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:১৩
একজন আরমান বলেছেন:
আমার একটা পরীক্ষা আছে, পরীক্ষা দিয়েই চলে আসবো।
আমার একটা লেখা ছিল আমি - আপনি আমরা সবাই ই ধর্ষক !
সব কথার সাথে পূর্ণমত।
২০ শে জুন, ২০১৩ রাত ১২:২১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ আরমান ভাই!!! হুম লেখাটা দেখছি।
২০| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:১৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: ইনশাল্লাহ, আসব।
২০ শে জুন, ২০১৩ রাত ১২:২২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ইনশাল্লাহ!!!
২১| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৪০
লিঙ্কনহুসাইন বলেছেন: +++++ দেশের বাইরে আছি তাই প্রতিবাদ সমাবেশে থাকতে পারলামনা , তবে সব দাবীর সাথে একমত প্রকাশ করছি ।
২০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনাদের সাপোর্টই আমাদের প্রেরণা! ধন্যবাদ!
২২| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: একটি সুসংবাদ আসিফের মুক্তির ইভেন্ট বাদ দেয়া হয়েছে। আমাদেরটা চলবে!
২৩| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৫৫
এস আর সজল বলেছেন: ধর্ষণ কখনই কারো পোশাক পরিচ্ছদের উপর নির্ভর করে না, করে ধর্ষকের বিকৃত মানসিকতার উপর। শরিয়াভিত্তিক দেশ সউদি আরব ইরানে যেমন ধর্ষণ হয় তেমনি আমেরিকার মত উন্নত দেশেও হয়, নাইজেরিয়া সোমালিয়ার মত মূর্খ হিংস্রদের দেশেও হয় জাপান নরওয়ের মত শান্তিকামী শিক্ষিতদের দেশেও হয়। আজ থেকেও শত-শত বছর পূর্বেও হয়েছে, আজ থেকে শত বছর পরেও হবে। মানসিকভাবে বিকৃত লোক যখন যেখানে থাকবে সেখানে হবে। এখানে কারো পোশাক পরিচ্ছদ,ধর্মীয় নীতি, শিক্ষা ইত্যাদি ফ্যাক্টর করে না। ফ্যাক্টর করে কতিপয় হিংস্র জানোয়ার আর বিকৃত মানসিকতার মানুষ রুপি অমানুষের নিচ, জঘন্য আর বিকৃত আকাঙ্খা।
চাচাতো বোনের বিয়ে নয়ত থাকতাম। সমর্থন রইলো অন্তরের অন্তস্থল থেকে।
২০ শে জুন, ২০১৩ রাত ১২:৫৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ সমর্থনের জন্যে!!!
২৪| ২০ শে জুন, ২০১৩ রাত ১:০৬
মাগুর বলেছেন: ২১ তারিখ, বিকাল ৪টায় পেয়ে যাবেন আমাকে জাদুঘরের সামনে।
২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৩১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ইনশাল্লাহ! ধন্যবাদ আপনাকে!
২৫| ২০ শে জুন, ২০১৩ রাত ১:৫১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সন্ধ্যায় এম বি এ কুইজ।
পরদিন মাস্টার্স ফাইনাল।
তবুও চেষ্টা থাকবে যোগ দিয়ে যাওয়ার।
২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৩২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: যেতে না পারলেও সাপোর্ট তো দিয়েছেন! সেইটা অনেক কিছু!
২৬| ২০ শে জুন, ২০১৩ সকাল ৭:৩৯
দি সুফি বলেছেন: ধর্ষকের মৃত্যুদন্ড চাই। আপনাদের উদ্যোগও ভালো। কিন্তু একই সময়, একই জায়গায় একটা জানোয়ারের মুক্তি চাইয়া ইভেন্ট আয়োজন করা হইছে! ঐ যায়গাতেই, ঐ সময়েই আরেকটা ইভেন্ট আয়োজন বেশ দৃষ্টিকটু।
২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমাদের খাসি প্রেমী ফেসবুক সেলিব্রেটি লুতুপুতু স্ট্যাটাস আর ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশ বানচালের জন্য দেওয়া আসিফ মহিউদ্দিনের মুক্তির দাবিতে মানবন্ধনের জন্য স্ট্যাটাস দেওনে ব্যস্ত।
অথচ সবার জন্যই বলছি, আমরা ইভেন্ট ক্রিয়েট করছি গত শুক্রবার আর ওরা আজ ইভেন্ট ক্রিয়েট করেছে আমাদের দেওয়া ইভেন্ট এর স্থানেই। এরা কতোটা কপট সেটা এদের ইভেন্ট আহ্বানেই বুঝা যাচ্ছে। আসলে এদের সাথে আর ধর্ষকের সাথে কোনো পার্থক্য নাই।
২৭| ২০ শে জুন, ২০১৩ সকাল ৭:৪৫
দি সুফি বলেছেন: আজ আমি কোথাও যাবো না বলেছেন: একটি সুসংবাদ আসিফের মুক্তির ইভেন্ট বাদ দেয়া হয়েছে। আমাদেরটা চলবে!
বাই দ্যা ওয়ে, এইটা মিস্ করছিলাম। দুঃখিত।
জানোয়ারের ইভেন্ট বাদ দেয়া হইলে ভালো!
২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হ্যাঁ তারা পাত্তা পায় নাই। আমাদেরর ইভেন্ট আগে ক্রিয়েট করা হয়েছে। তারা করেছে কালকে। ওদের আর ধর্ষকদের সাথে তফাত খুব সামান্যই!
২৮| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:২৩
না পারভীন বলেছেন: সাপোর্ট করছি
২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সাপোর্টের পাশাপাশি অংশগ্রহণও কাম্য।
২৯| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৩
বৃতি বলেছেন: একমত আপু । কাছাকাছি থাকলে আমার পূর্ণ সহযোগিতা অবশ্যই থাকতো ।
২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ একমতের জন্যে। একচুয়েলি যারা যেতে পারচেন না তারা ফেবু ইভেন্টে অংশ নিতে পারেন।
৩০| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৫২
মাসুম আহমদ ১৪ বলেছেন: এই আন্দোলন সফল হউক - ধর্ষকদের সঠিক বিচার হউক
২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সাপোর্টের জন্যে ধন্যবাদ। আপনার অংশগ্রহণ আশা করছি।
৩১| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: স্টিকি করা হোক +++++++++++++++
২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: কর্তৃপক্ষের সহযোগীতা কাম্য। সাপোর্টের জন্যে ধন্যবাদ।
৩২| ২০ শে জুন, ২০১৩ সকাল ১১:০৯
শিপু ভাই বলেছেন:
আসবো অবশ্যই!!!
এরকম উদ্যোগের জন্য তোমাকে সালাম জানাই!!!
+++++++++++++++
পোস্ট স্টিকি করার দাবী জানাই!!!
২০ শে জুন, ২০১৩ দুপুর ২:০১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: শিপু ভাই সাপোর্টের জন্যে ধন্যবাদ আপনাকে। আর এটার উদ্যোক্তা একচুয়েলি আমি না। আমি সহযোগী। আপনি উপরে লিঙ্কে দেয়া ইভেন্টটাতে জয়েন দিয়েছেন পোস্ট গুলোও পড়ে দেখবেন। ধন্যবাদ ভাইয়া! কর্তৃপক্ষ একটু সহযোগীতা করলে ভালো হতো!
৩৩| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৮
অপু তানভীর বলেছেন: আগামী কাল যদি বেঁচে থাকি তাহলে আসবো ইনশাল্লাহ !!
২০ শে জুন, ২০১৩ দুপুর ২:০৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ইনশাল্লাহ!!! ধন্যবাদ!
৩৪| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
মাহাবুব১৯৭৪ বলেছেন: ভালো উদ্যোগ। সমর্থন জানাচ্ছি।
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। অংশগ্রহণও কাম্য।
৩৫| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইভটিজাররাও কি যেতে পারবে? নেগেটিভ প্রশ্ন করায় দুঃখিত।
শুভ কামনা রইল।
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: যারা যাবে তারা প্রতিবাদ করতেই যাবে। এখন কে কি করেছে সেটা যদি জানতে পারতাম তাহলে ইভটিজারকে ওখানে সবার সামনেই জুতোপেটা করতাম। নেগেটিভ প্রশ্ন করবেন না কেন করবেন। তবে করে ফেলার পর দুঃখ টুকু প্রকাশ না করলে ভালো হয়।
শুভকামনার জন্যে ধন্যবাদ।
৩৬| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:২৪
শাহরিয়ার পলক বলেছেন: অনেক ইচ্ছা আছে আপনাদের সাথে যোগ দেবার কিন্তু দেশের বাইরে থাকায় ইচ্ছা পূরণ হচ্ছে না। আশা করছি আপনাদের আন্দোলন সফল হবে...
শুভকামনা।
পোস্ট ভালো লাগায় +
২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
৩৭| ২০ শে জুন, ২০১৩ রাত ৯:১০
সপ্নাতুর আহসান বলেছেন: চমৎকার, অনেক কিছু তুলে ধরেছেন।
পোষ্টে +
২০ শে জুন, ২০১৩ রাত ১০:০৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। অংশগ্রহণ কামনা করছি।
৩৮| ২০ শে জুন, ২০১৩ রাত ৯:১৪
নতুন বলেছেন: শাহরিয়ার পলক বলেছেন: অনেক ইচ্ছা আছে আপনাদের সাথে যোগ দেবার কিন্তু দেশের বাইরে থাকায় ইচ্ছা পূরণ হচ্ছে না। আশা করছি আপনাদের আন্দোলন সফল হবে...
শুভকামনা।
পোস্ট ভালো লাগায় +
২০ শে জুন, ২০১৩ রাত ১০:১১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
৩৯| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:২৪
রাজনীতির ভাষা বলেছেন: এইসব প্ল্যাকার্ড আর মানববন্ধনে খুব একটা কাজ হবে বলে মনে হয়না। আপনি যেসকল পয়েন্টের কথা বললেন এগুলোতো সবই কিওর। প্রিভেনশন হচ্ছে
১। মাফিয়া হয়ে শাস্তি দিতে হবে। আইন-শৃংখলা বাহিনীর হাতে মামলা ছাইড়া দিলে কাম সাড়া
২। সাংস্কৃতিক মূল্যোবধের বিকাশ ঘটাতে হবে
২১ শে জুন, ২০১৩ রাত ১:১৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনি কি আসবেন? আসলে ভাল হতো। কিছু পয়েন্ট তুলে ধরতে পারতেন!
৪০| ২১ শে জুন, ২০১৩ রাত ১:২৮
মায়াবতী নীলকন্ঠি বলেছেন: কেন যে ঢাকা নাই........সন্মেলন সফল হোক
২১ শে জুন, ২০১৩ সকাল ১১:১৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ আপু।
৪১| ২১ শে জুন, ২০১৩ রাত ১:৪০
খেয়া ঘাট বলেছেন: শাহরিয়ার পলক বলেছেন: অনেক ইচ্ছা আছে আপনাদের সাথে যোগ দেবার কিন্তু দেশের বাইরে থাকায় ইচ্ছা পূরণ হচ্ছে না। আশা করছি আপনাদের আন্দোলন সফল হবে...
শুভকামনা।
পোস্ট ভালো লাগায় +
২১ শে জুন, ২০১৩ সকাল ১১:১৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ জানবেন।
৪২| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:২৮
অদৃশ্য বলেছেন:
সফলতা আসুক... বিচারতো আমরা চাই, হয়না/পাইনা...
চমৎকার পোষ্ট
শুভকামনা...
২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ!
৪৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ৮:১০
সেলিম আনোয়ার বলেছেন: গ্রামের বাড়িতে যাওয়াতে প্রোগ্রামে অংশ নিতে পারিনি। পরবর্তী প্রোগ্রামে থাকার চেষ্টা করবো ।
২৪ শে জুন, ২০১৩ রাত ১:৩০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ্
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩ রাত ১০:১১
তামিম ইবনে আমান বলেছেন: ধর্ষিতার কাপড়ের কথা সবাই বলে কিন্ত ধর্ষকের বিকৃত মানসিকতার কথা কেউ বলে না