নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মান্ধ এবং রাজাকার মুক্ত দেশ চাই...

একটা মেয়ের একটু কথা।

আজ আমি কোথাও যাবো না

আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার কোন আক্ষেপ নেই। শুধু অন্যেরা উকি না দিলেই হলো। তারা দেখে আমি পঙ্কিল এক পৃথিবীতে পঙ্কস্নান করছি। আমার ভাষায় যদিও তা চন্দ্রস্নান বা রৌদ্র স্নান। সেই পঙ্কিল আমাকে দেখে ভিড়মি খাওয়া মানুষদের বলছি দয়া করে আমার পৃথিবীতে আমাকে থাকতে দিন। এটা একান্তই আমার ভুবন। অশুদ্ধ আমি ভাল আছি খুব। এক টুকরো কল্পনার অংশুকে নিযে ভাল আছি খুব। শুদ্ধতা আমাকে ভাল না বাসুক আমার আপত্তি নেই। যা আছে মানে অশুদ্ধতাটুকুই নিয়ে বাচতে চাই। সব হারালে আমি বাঁচবো কি করে!

আজ আমি কোথাও যাবো না › বিস্তারিত পোস্টঃ

আমার বিড়ম্বনার বিড়ম্বিত বিড়ম্বনাময় কাহীনি X( :| :(( :!> :#>

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪২



অপরের বিড়ম্বনা দেখে হাসি নাই এই রকম বীর নারী পুরুষ খুব কমই আছে ( কম কথাটা ভদ্রতা কৈরা বলসি আসলেই নাই- সমীকরণ এক)। আর আমি এই কমের মধ্যে পড়ি (সমীকরণ এক দ্রষ্টব্য)। ছেলেদের প্রধান বিড়ম্বনা সম্ভবত সখিনা কুলসুম ফুলিদের নাম মনে রাখতে না পারা। :P নাম তো দুরের কথা কণ্ঠই মনে থাকে না। তাদের চোখে আর কানে সম্ভবত সমস্যা আছে (ভাইয়ারা কিছু মনে নিয়েন্না সত্য ইজ সত্য)। :D সবাইকে তাদের একরকমই লাগে। আর যার নাম মনে থাকে (অনেক রিহার্সেলের পর) তার বার্থডে ভুলে যায়! মেয়েরা আবার এই সব ব্যাপারে সাবধান। :| এককেজি মুরগির মাংসে কতটা এলাচি লাগবে থেকে শুরু করে পরিচিতদের নাম-ধাম. ঠিকানা, বার্থডে আর কে কখন কি বলসে সব মনে থাকে। এই ক্ষেত্রে ভাইয়ারা ধরা খায়। কথা বলার সময বলতেই থাকে পরে ভুলে যায় কি বলসে। এইটা নিয়ে ভাবি/ হবু ভাবিদের সাথে নিয়মিত সংদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। আর নিয়ম করে হারে। ;) যাই হোক ম্যালা প্যাচাল পাড়সি (ইচ্ছা কৈরাই কিন্তু)। এবারে আসল কথায় আসি। হ্যাঁ কথা হচ্ছিল বিড়ম্বনা নিয়ে। বাস্তব জীবন থেকে ধার করা কিছু বিড়ম্বনা ময় ঘটনা লিখতে ইচ্ছা হলো হঠাৎ করে। :)

১/

আমার ফুপাতো ভাইয়ের বিয়ের স্টোরি বলি। দীর্ঘ আট বছর প্রবাস জীবন কাটিয়ে তার ইচ্ছা হলো অনেক হৈসে এবার দেশে যাওয়া যাক (আসল ঘটনা বিয়ে করবেন)। পাঁচমাসের জন্যে দেশে আসলেন। আমাদের সব কাজিনদের মধ্যে প্রথম বিয়ের ঘটনা। সবাই এক্সাইটেড। শুধু ফুপুর কথা জনি না। তিনি এসবের উর্দ্ধে চলে গিয়েছেন ভাইয়া প্রবাসে থাকা অবস্থাতেই। যাইহোক ভাইয়া বিয়ে করবেন এই কথাটা শোনার পরে রাস্তায়, শপিং এ, কলেজে সুন্দরী মেয়ে দেখলেই তাকায়া থাকতাম। :-* মেয়েদের দেখলেই কথা বলার চেষ্টা করতাম। খাতির জমিয়ে (এই ব্যাপারে আমার দক্ষতা নিয়া আমার পরিচিত কারো সন্দেহ নাই) ফোন নাম্বার নিতাম। B-) নিজেরে ইভটিজার মনে হইতো তখন। ছেলে কাজিনরা বলতো তুই ছেলে হইলে মাইয়া পটানো কোম্পানির এমডি হইতি। :| বিশেষ দ্রষ্টব্য আমার ভাইয়া ঝিমকালা নামের বর্ণের অধিকারী। একই সাথে তার মাইয়া পটানোর কোন হিস্টোরী নাই। কোন মেয়ের সাথে ভালো ভাবে কথাই বলতে পারতো না। খেয়াল রাখতে হইতো যে মাইয়া যেন আমার মতো ফাজিল না হয়। যাইহোক আমরা সব কাজিনরা তীব্র বিতর্ক লাগসিলাম যে ভাইয়াকে দুরে বিয়ে দেয়া হবে না কাছে। বড়রা ঠিক করলো যে দুরে বিয়ে হলে ভালো। কারণ বৌ গোস্বা করে কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার হুমকি দিতে পারবে না। :P আমরা পরবর্তী তিনমাস বৌ দেখার জন্যে ময়মনসিংহ, রংপুর, পঞ্চগড়, সিলেট এসব যায়গায় মাইক্রো ভাড়া করে হৈ চৈ করতে করতে যেতাম আর চলে আসতাম। :D পিকনিক পিকনিক মনে হচ্ছিল। কিন্তু আসল কাজ হচ্ছিল না। মানে মেয়ে পছন্দ হচ্ছিল না। যাইহোক দুরে বিয়ের সব আশায় জলাঞ্জলী দিয়ে ভাইয়াকে আমাদের জেলাতেই বিয়ে দেয়া হলো। উল্লেখ্য যে মেয়েটাকে আমিই প্রথমে রেকমেন্ড করেছিলাম। B-) তো এনগেজমেন্ট হলো । একমাস পর বিয়ে হয়েছিল। তো বিয়ে হলো কাবিন টাবিন সব হলো। বাসায় আসলাম বৌ নিয়ে। আমি আর আমার মতোই ফাজিল আমার এক কাজিন ভাইয়ার কানে কানে বললাম “ভাইয়া এটা কিছু হইলো? তুমি মাত্র একবার কবুল বলসো! কবুল তিনবার বলতে হয়! তোমার তো বিয়ে হয় নাই!” :-* ভাইয়া প্রথমে পাত্তা দিলেন না। একটু পর শুনলাম ভাইয়া সবাইরে বলতেসে “আমার ভুল হইসেতো আমি কবুল একবার বলসি!” =p~ =p~ সবাই বোঝায় আরে কাবিন হয়ে গেছে তো বিয়ে হয়ে গেছে। তিনি আর বোঝেন না। ওদিকে হাসাহাসির রোল পড়ে গেল! ভাইয়ার জেদাজেদির কারণে আবার কাজি ডাকা হইসিল। :| তিনবার কবুল বলেই ভাইয়া ক্ষান্ত হলেন! সেদিন আমি আর কাজিন হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে ফেলসিলাম! পরে অবশ্য চাচী এই ঘটনা জানতে পেরে সবাইকে বলে দিছিল। ভাবসিলাম সবাই বকবে কিন্তু আমার ফুপার মতো গুরুগম্ভীর মানুষ যখন বকতে গিয়ে হেসে ফেলেছিলেন তখন রিলিফ ফিল করছিলাম! উফফ... :P :P

২/

এবার আমার জুতা বিড়ম্বনা নিয়া কিছু বলি। সেই ছোট বেলা থেকে আব্বু আমাকে নিয়ে জুতা কিনতে গিয়া প্রথমেই বাটার দোকানে ঢুকতেন। :| বাটার এমন কোন জুতা নাই যে আমি পড়ি নাই! X( এখনো আব্বু জুতা কিনতে বললে দুজোড়া কিনি একজোড়া বাটার একজোড়া পাংখু। মানে বাটার জুতা ছাড়া জুতা কিনে বাসায় আসতে পারি না। আমি এমনিতে সব সময় ফ্ল্যাট জুতা পড়ি। /:) হাইহিল পড়ে পা মচকাবার কাহিনী আমার অনেক আছে। :!> :#> একবার আমার দুর সম্পর্কের এক প্রায় সমবয়েসী খালার বিয়েতে কমিউনিটি সেন্টারে সবার সামনে আছাড় খেয়ে মানসম্মান বিসর্জন দিতে হইছিল! সাথে পা মচকানো তো আছেই! :(( এরপর থেকে হাইহিল দেখলেই অসুস্থ বোধ করি। কিন্তু কেন জানি এইবার ঈদে শখ হইলো হাইহিল পড়বো। :-* এজ অলওয়েজ বাটা থিক্যা সেই ব্রিটিশ আমলের ডিজাইনের এর একজোড়া জুতা কিনলাম। X( আরেক জোড়া হাইহিল (এই জুতার ঢিল দিয়া মানুষ মারা যাইবো)। হাইহিল জোড়া পড়ে দুদিন ট্রায়াল দিলাম কেমনে হাঁটবো ঈদের দিন। B-) সমস্যা হলো আসল মুহুর্তে আমার সবকিছু ভজঘট হয়ে যায়! ঈদের দিন দুপুরে জামা পড়ার আগেই হাইহিল পড়লাম এবং আমার রুমে আসার আগেই আছাড় খেলাম! /:) :(( পা মচকায় নাই অবশ্য। যাইহোক জুতাজোড়া খুলে একবার বিষদৃষ্টিতে তাকালাম এবং ড্রেস পড়লাম। /:) বলাবাহুল্য সেই বাটার প্রাগতৈহাসিক ডিজাইনের সেই জুতা পড়ে ঈদ পালন করতে হৈলো! /:)

৩/

অন্যান্য কিছু বিড়ম্বনার কথাও অল্প ভাষায় বলি। আমার আম্মুর সবচেয়ে ফেভারিট কালার হলো লাল খয়েরী। :-* আম্মু শাড়ি কিনলে লাল খয়েরী থাকবে। এমনকি আমার ভাইবোনের জামা জুতা থেকে শুরু করে ঘরের পর্দা, সোফার কুশন, বিছানার চাদর, বালিশের কাভার, বিস্কিট লবন চিনির কৌটা, ইভেন রান্নাঘরের এপ্রন পর্যন্ত লাল খয়েরী কিনার অপচেষ্টা করেন! |-) |-) আম্মুর এহেন স্বৈরাচারী কেনাকাটার বিরুদ্ধে আব্বুসহ আমরা সবাই বিরোধী দলের ভুমিকা পালন করি। :| কিন্তু সরকারী দলের উপরে কোন কথা নাই! :(( কিন্তু কিভাবে জানি আম্মু একবার ডিসিশন পাল্টালেন আমি তখন ক্লাশ এইটে পড়ি। রোজার ঈদ ছিল। ও হ্যাঁ বলতে ভুলে গেছি আম্মুর (ভুল)ধারনা ছিল যে আমাকে সবচেয়ে ভালো স্যুট করে কমলা কালার। :| /:) :(( সেই ক্লাশ ফাইভ থেকে কমলা কালারের(আমার ভাষায় ঠাটা পড়া কালার) কত্ত কত্ত জামা যে পড়েছি গুনে শেষ করা যাবে না। /:) যাইহোক আম্মু সেবার শপিং এ গেলেন। ঘন্টা তিনেক পর বাসায় আসলেন। সব জিনিশ পত্র খুলতে লাগলেন আমাদের সামনে। প্রথমেই আমার জামা বের করলেন কমলা কালার। /:) আমি ততদিনে অল্পশোকে কাত্রানি ভুলে অধিক শোকে গ্রানাইট হয়ে যাচ্ছিলাম। এরপর বের করলেন আম্মুর শাড়ি কমলা কালার! B:-) ভাইয়ের জন্যে টিশার্ট কমলা কালার! ছোটবোনের জন্যে টপস দেখলাম কালো রং কিন্তু এর চারপাশে চিকন করে কমলা রং এর কি কাজ জানি। #:-S আব্বু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন “আমার পাঞ্জাবি কিনেছো?” B:-/ আম্মু অত্যন্ত ব্যাথিত কণ্ঠে উত্তর দিলেন যে রোজা রেখে মাথা ঘুরতেছিল তাই কিনেন নাই। :D আব্বুর মুখ ফিলিপস বাত্তির মতো উজ্জ্বল হয়ে উঠলো। কণ্ঠে মধু ঢেলে বললেন যে আম্মুকে আর কষ্ট করে রোজা রেখে শপিং এ যেতে হবে না তিনি নিজে গিয়েই কিনবেন। :P আমি ঢোক গিলে দেখলাম আমার জুতার মধ্যেও কমলা রং এর ফুল! /:) /:) /:) একটু পর ভযে ভয়ে দেখলাম আম্মু একটা প্যাকেট বার করলেন। :-* খুলে দেখার সাহস হলো না। এটা কি হতে পারে? যাই হোক নির্ঘাত কমলা রং এর কিছু একটা হবে আমি একশ ভাগ নিশ্চিত ছিলাম! আম্মুকে জিজ্ঞাসা করতে আম্মু উত্তর দিলেন প্যাকেটের ভিতর কমলা! X( X( X(( :-/

(সেইবার ঈদে কমলা ড্রেসটা বদলানো হয়েছিল।) B-)





এবার অফ যাই। বাস্তব জীবনের কিছু ঘটনাকে রম্য করে লিখার চেষ্টা করলাম। আর ব্রাদার এক্সপেরিয়া আমার কাছে একটা রম্য লেখা পাওনা ছিল। এক্সপেরিয়া ব্রো তোমাকে বলছি আমি বাকি টাকি রাখি না কিছু পাওনা পরিশোধ করলাম। কড়ায় গন্ডায় পরিশোধ যেমন করি তেমন আদায়ও করি। হ্যাপ্পি ব্লগিং সবাইকে।

মন্তব্য ১৫৩ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১৫৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ ! রম্য পোস্ট ফাটাফাটি হৈসে।খুব মজা পাইসি পড়ে।
গুড নাইট ||

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B গুডনাইট!

২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D :D

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমার লাইগা একটা পাত্রী খুইজা দেন..... :(( :(( :((

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: /:) পারুম না। রেজা ঘটক।

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৩

শহুরে আগন্তুক বলেছেন: বিবাহ করা দরকার :#>

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: করে ফেলেন! :P

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৮

শুঁটকি মাছ বলেছেন: এইডা একটা কাম করলি?বেচারার বিয়া করা বঊটার লগে আবার বিয়া দিলি!!!! X( X( X( X(

জুতা নিয়া আমার কোনো দুঃখ নাই।বাট দুঃখ হইল পা নিয়া।জুতা পরতে পরতে পায়ের উপর কালো কালো দাগ হইছে।সাদা-কালা মিশায়ে পাওটা দেখলেই জেব্রার কথা মনে পইড়া যায়। |-) |-) |-) |-) |-) |-)

আর জামার কথা কি কমু!!!!!!জীবন তো কাটছে লাল-হলুদআর গোলাপী পইরাই!আমার আম্মুরও ধারনা আমারে ঐ তিনটা কালার ছাড়া আর কোনো কালারে মানায় না!!!!! X( X( X( X(

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চাইর মাস লাগায়া বৌ খুইজা যাও এক্টারে পাইলাম তাও সে ভুল করলো! আবার চাইর মাস লাগামু? এর চেয়ে বিয়া করা বৌ এর সাথেই বিয়া দেয়া ভাল ছিল না? ;)

জুতা নিয়া আমার দুঃখ সারাটা জীবন থাকবো রো! :(

আর জামা! X( X( আধা জীবন পার কর্সি কমলা পৈড়া।

আর হ্যা হলুদও প্রচুর পর্সি। আব্বুর ধারনা আমারে গোলাপী আর হলুদে মানায়। :(

৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪০

গৃহ বন্দিনী বলেছেন: কেউ হাইহিল কিনার পরও পড়তে পারে না আর কেউ কেউ হাইহিলের দিকে তাকানোরই সাহস পায় না। সারা জীবন মাথা হেট করেই জুতা কিনা লাগলো। ইহজন্মে হাইহিল আর পরা হইলো না :(( :(( :((

রম্য লেখা ভালই লাগলো ।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: /:) :| :( :(( :(( :(( :(( হাইহিল আর পড়া হৈলো না! :/

৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এত্তোগুলা দুষ্টামি? :-B :-B :-B :-B

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P :P

৮| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩

মামুন রশিদ বলেছেন: আপনার বিড়ম্বনার গল্প পইড়া আমি কিন্তু একটুও হাসি নাই :|




:) :D B-) ;) :#) B-)) :> :#> :-B =p~ :P

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: B:-/ B:-/ B-)) B-)) B-)) :P :P :> :>

৯| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: B-) B-) B-)

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P

১০| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হাইহিল নাকি মেয়েদের স্বাস্থ্যগত দিক বিবেচনায় ও উপকারী।
কোথায় যেন পড়ছিলাম।

ঘটনাগুলোয় বেশ মজা পেলাম।
দারুন করে লিখেছেন।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

আমার স্বাস্থ্য মাশাল্লাহ!! হাইহিল ছাড়াই! B-)

১১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লেগেছে মজারু কাহিনীগুলো।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :) ধন্যবাদ।

১২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:০২

মাক্স বলেছেন: ধ্রু প দী!!! :P

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :| :| X( X( X( :( :( :( :(( :(( :(( আপনেও মজা লন!? খেলুম না!

১৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: মজার ঘটনা, তিনবার কবুল বলাটা বেশি মজার :)

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :) ধন্যবাদ!

১৪| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:১০

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আপনি বেঁচে গেছেন, পা মচকায়নি। আমার একবার পা মচকে গিয়েছিল ঈদের আগে। ওই আছার খেয়েই। সারাদিন শুয়ে কাটাতে হয়েছিল। এখন মনে পড়লে হাসি পায়। কিন্তু তখন খুব খারাপ লাগছিল :((

প্রথম ঘটনাটা বেশি মজা পাইছি।

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P :P

১৫| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০১

নিয়েল হিমু বলেছেন:
ঝিমকালা নামের বর্ণ প্রথমে বুঝি নাই :D :D

জুতা পরে আছার !! আশ্চর্য !!! সাবধান আরো ।
আর বাটার জুতা গুলো সত্যিই প্লাইস্টোসিন কালের ডিজাইন করা । আমি আমার ২৩বছর লাইফে কোন দিন বাটা ব্যবহার করি নাই ।

পাঞ্জাবি কেনা হয়নি তাই খালুসাহেবের আনন্দিত দৃষ্টি কল্পনা করে মজা পাচ্ছি শেষের প্যাকেট টায় কমলা ছিল ? LOLZZ

পোষ্টের শুরুর অংশে ছেলেদের নামে মিথ্যা অপবাদ কেন দিলেন ? :D

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হা হা হা ঝিমকালা মানে এখন বুঝেছেন আশা করি?

হাইহিল পড়ে আছাড় খাওয়া আমার ভাগ্যে সিল মেরে লিখে দেয়া আছে। :|

আর বাটার কথা কি বলবো! :(

ওই মিথ্যা অপবাদ আমি দিইনা। সত্য কথা বলসি। :P :P ;)

১৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৩

মিজভী বাপ্পা বলেছেন: ভালা হইছে :) মজা পাইলাম B-) B-)



ছেলেদের প্রধান বিড়ম্বনা সম্ভবত সখিনা কুলসুম ফুলিদের নাম মনে রাখতে না পারা।

এসকুজ মী ফিলিপস :P এইখানে সব পোলাদের ইন্ডিকেট করেছেন নাকি গুটি কয়েক??? :!> B:-)

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: থেঙ্কু থেঙ্কু!!

সব পোলাদেরই ইন্ডিকেট করসি। :P :P :P আপনার লজ্জিত হওয়ার ইমুটা তাই তো প্রমান করে!

১৭| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: মজার পোস্ট । উপভোগ্য । উপভোগ করলামও ।

রম্য ভাল লেগেছে ++++

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: থেঙ্কু!

১৮| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৩

প্রিন্স হেক্টর বলেছেন:





শুভকামনা প্রিয় সিজেল :) ♥ রইল

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :| :( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( আপনে আমারে নস্টালজিক করে দিলেন!!!

১৯| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১২

আম্মানসুরা বলেছেন: হা হা হা ...............
মজা পেলাম =p~

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: থেঙ্কু!! B-) B-)

২০| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫১

আর.হক বলেছেন: হাসির শব্দ শুনা যায়?

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B

২১| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১২

আরজু পনি বলেছেন:

আমি কি ভুলে গেছি এই ব্লগারের ব্লগ দেখতে ? ;)

:P

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: B-) B-) :-B :-B :-B :!> :#>

না!!

২২| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১

তূর্য হাসান বলেছেন: খুব মজার লেখা। ধন্যবাদ।

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

২৩| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০২

রহস্যময়ী কন্যা বলেছেন: কমলা রঙের জামা পরা বনলতাকে দেখতে মন চাচ্ছে খুব B-) B-) B-)

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :| :| এখন আর ওই কালার দেখলে চোখে ব্যাথা পাই। :( তবে গোলাপী দেখেছো না আপু? ;)

২৪| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১২

সেলিম আনোয়ার বলেছেন: আমি এসে গেছি। গল্পটা পড়েছি বেশ কয়েকবার। ভাল লেগেছে। ৭নম্বর লাকি প্লাস টা দিয়ে গেলাম।+++ঠা ঠা ঠা =p~

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P থেঙ্কু।

২৫| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

এক্সপেরিয়া বলেছেন: একটা রম্য গল্প চাইসিলাম.... বুজিয়া পাইলাম.... :) আপনি যে লিখেছেন এতেই খুশি.... তবে কড়ায় গন্ডায় পরিশোধের কথাটা বুজলাম না....!

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কড়ায় গন্ডায় মানে কোন রকম ফাকি না রেখে। :)

২৬| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: অনেক মজা পেলাম। :) এরকম নির্মল বিনোদন এখন আর পাওয়াই যায়না ব্লগে। :(

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ! মজা পেয়েছেন জেনে আরো ভালো লাগলো!! :)

২৭| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০

এক্সপেরিয়া বলেছেন: কোন বিয়েতে আপনাকে দাওয়াত দিয়া যাইবনা..... :P

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কেসে! :P :P জোর কৈরা আদায় করুম!

২৮| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৫

মোঃ ইসহাক খান বলেছেন: বেশ ক্যাজুয়াল ভঙ্গির গল্প বলা। ভালোলাগা।

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ! :)

২৯| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৯

রাজন আল মাসুদ বলেছেন: তিনবার কবুল বলা ভাইয়ার বিবাহিত জীবন এখন কেমন যাচ্ছে?

পোস্ট ভালা পাইছি +++++

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাইয়ার বিবাহিত জীবন সুখে যাচ্ছে শান্তিতে যাচ্ছে!!
ধন্যবাদ! :)

৩০| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১১

শীলা শিপা বলেছেন: নিজের বিয়েতে ঠিকমত কবুল বলবেন কিন্তু!!! :P

অনেক সুন্দর করে লিখেছেন :)

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P গ্যারান্টি দিতে পারছি না। তবে নিজের বিয়ের দিন যদি দুষ্টামি না করি লাইফটা জীবন হয়ে যাবে!

ধন্যবাদ! :)

৩১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪০

আলাপচারী বলেছেন: লেখা ভালো লাগলো। আরো ভালো লাগলো এই কারনে যে, এইমাত্র একটা আর্টিকেলে পড়লাম সোসিয়াল সাইট গুলো বিষন্নতা ছড়ায়। কথাটা সর্বাংশে সত্য নয়, প্রমাণিত।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক ধন্যবাদ!! না সোশাল সাইট শুধু বিষন্নতা ছড়ায় বলে মনে হয় না!
:)

৩২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৭

হাসান মাহবুব বলেছেন: প্রথম ঘটনাটা সবচেয়ে মজার। আর লেখায় ইমো বিড়ম্বনার মুখোমুখি হলাম :||

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B B:-) :) :D B-) :( :(( X( :| X(( :-/ :P :-* :#) #:-S 8-| :!> :#> :|| :> :-< |-) /:) B:-) B:-/ :-& :-0 !:#P =p~

আমিও! :(

৩৩| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৮

শহুরে আগন্তুক বলেছেন: কেউ তো রাজী হচ্ছে না :( |-)

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আরে সবুরের ফল মিঠা হয়! ;)

৩৪| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৪

ধানের চাষী বলেছেন: মজার অভিজ্ঞতাগুলো নিয়ে লিখেছেন, বেশ ভালো লাগলো ।

ঝিমকালা বর্ণের অধিকারী হলে কি খুব ঝামেলা হয় পাত্রীর সন্ধান পেতে ? (এইটা সিরিয়ার প্রশ্ন)

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ। :)

না ছেলেদের পাত্র পেতে সমস্যা হয় না। আমি ম্যাচিং এর কথা বলেছিলাম আরকি! :P :P


অট: আপনার একই কমেন্ট দুবার আসাতে একটা রিমুভ করে দিলাম।

৩৫| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৩

এরিস বলেছেন: প্রিন্স হেক্টর , কি মন্তব্য দিলেন ভাই?? :D :D

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P :P

৩৬| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ভূতাত্মা বলেছেন: আমারে নিয়া কেউ রম্য লিখে না
ভূত বৈলা কি মন নাই??? /:) /:)

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ওক্কে লেখুম্নি। মন খ্রাপ কৈরেন্না। :P :P

৩৭| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

জাতির শ্বশুর বলেছেন: আমার ইজ্জত নিয়া টানাটানি ................খারা দেখতছি.............তবে পোস্ট তেস্ট অইছে

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ইজ্জতে টান পড়সে নাকি! B:-) B:-)

৩৮| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইয়া আল্লাহ!!!!!!!!!!! এত এত ইমো!!!!!!!!!!!!!!
বিড়ম্বনা তো শুধু নিজে পান নাই, আমারেও দিসেন। ;)

যাউজ্ঞা এপিক কাহিনীর জন্য সব মাফ কইরা প্লাস দিলাম।

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: B:-) B:-) আপনেরে বিড়ম্বনা দিসি! /:) হাছা কথা কৈলে মানুষ যে ক্যান চেতে। ;)

থেঙ্কু থেঙ্কু! :-B :-B

৩৯| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি কিন্তু একদম মজা পাইনি লেখাটা পড়ে। ;)

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সমীকরণ এক দ্রষ্টব্য! :P :P ;)

৪০| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩

লাবনী আক্তার বলেছেন: :D :D

কমলা খাইতে মন চাইছে ! ;) ;) :P :P


অনেক মজা পাইছি । B-)

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন:

৪১| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫০

রাধাচূড়া ফুল বলেছেন: :D :D

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B

৪২| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০০

ভূতাত্মা বলেছেন: ত্রাত্রি লিখেন!!! :-< :-<

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: B:-/ B:-/ ভুতের ধৈর্য তো বেশী হয় বইলা শুন্সিলাম!

৪৩| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

ইখতামিন বলেছেন: এই লেখাটাও মিস হয়ে গেল :(

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P লেখা আবার মিসেস হয় নাকি?

৪৪| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৩

প্রিন্স হেক্টর বলেছেন: উপ্রে এরিস আপু কি কয় :|| B:-)

:!> :#>

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: লজ্জা পাইছো ক্যারে? বড় আপু বলসে। :P :P

৪৫| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) :-B :-B :-B B:-/ B:-/

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B :D B-) ;) X( :#> :!> B:-/ :P :P :P

৪৬| ১৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০০

ভূতাত্মা বলেছেন: এটো ঢৈর্য ঢড়টে পাড়ুম না!! X(

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: না পারলে প্রেতাত্মানির সমিস্যা আমার কি? ;)

৪৭| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২২

ইখতামিন বলেছেন: =p~ :) :-* B-)) :P

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B :-B

৪৮| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাসতে হাসতে পেটের খিল বিকট আওয়াজ করে ফেটে গেলো =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P :P

৪৯| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৮

অলওয়েজ ড্রিম বলেছেন: আম্মুকে জিজ্ঞাসা করতে আম্মু উত্তর দিলেন প্যাকেটের ভিতর কমলা! এই লাইনটা পড়ার পর সেই যে হাসতে শুরু করলাম আর থামেই না, থামেই না...

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এখন থামসে? B:-/ B:-/ B:-) :-B :-B

৫০| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

একজন আরমান বলেছেন:
প্রথম কাহিনি পইড়াই হাসতে হাসতে শেষ।

ও ফেবুতে কারো বার্থ ডে হাইড না করা থাকলে আমার তার জন্মদিন মনে থাকে। কারণ তার আগের দিন বিকেলে আমার ফোনে অটো এসএমএস চলে আসে ! :P

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P :P আপনে এক্সপিরিয়েন্সড জিনিশ আগেই জানি।

৫১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

খাটাস বলেছেন: মজা পেলাম, তবে প্রথম টা বেশি মজার। এক কবুল। =p~ =p~ =p~ :) :)
আর ও বিড়ম্বনায় পড়ুন, মানে আর ও দুষ্টুমি করুন। ব্লগে সেয়ার করুন। :) :) ভাল থাকবেন। শুভ কামনা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ! :)

৫২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫০

কে এম শিহাব উদ্দিন বলেছেন: বড়রা ঠিক করলো যে দুরে বিয়ে হলে ভালো। কারণ বৌ গোস্বা করে কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার হুমকি দিতে পারবে না


অস্থির!!!!

=p~ =p~ =p~ =p~ =p~

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B :-B

৫৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হে হে খুব মজার পোস্ট তো :) ভালো লাগলো পড়ে :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :!> :#> :#> :-B :-B ধন্যবাদ ডাক্তার আপু!!

৫৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

ইখতামিন বলেছেন: অনেক মজার পোস্ট :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P :P

৫৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: বিড়ম্বিত হাসি দিলাম যদিও পোস্ট পড়ে বিড়ম্বিত হইনি তবুও বিড়ম্বনামূলক কথাবার্তায় হাস্যরস খানিক বিড়ম্বিত হয় বটে !!! হে হে হে হেহে হে !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :D :D :D

৫৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

নীল-দর্পণ বলেছেন: বিড়ম্বনার বিড়ম্বিত বিড়ম্বনাময় কাহিনী পড়ে খুব মজা পেলাম =p~

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :) :)

৫৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

এক্সপেরিয়া বলেছেন: অনেক দিন ধরে নতুন লেখা পাইনা কেন? একটু দ্রুত নতুন লিখা দেন...,

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: /:) /:) /:) নতুন লেখা মাথায় আসে না ।

৫৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

যাযাব৮৪ বলেছেন: মজা পাইছি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B :-B

৫৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~



রিভিশন দিলাম।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P :P

৬০| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪১

রোহান খান বলেছেন: ১ নাম্বার কাহিনি পড়ে বুজলাম আপনার কতটা ফাজিল ছিলেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: B:-) B:-) B:-) আয় হায় বু্‌ইঝা ফালাইসে!!

৬১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০০

অদ্বিতীয়া আমি বলেছেন: আপু হাসতেই আছি , তোমার বিড়ম্বনার গল্প পড়ে ।

তবে জুতার ব্যাপারটা মিলে গেসে । বাটার জুতা জোর করে বাবা কিনে দিত আগে । তবে হিল পরে কখনও পড়ে যাইনি , ছোট থেকেই আম্মুর হিল পরতাম , ছোট বেলায় বড় দের হিল পরতে অনেক মজা লাগত ।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ আপু। :) ছোট বেলায় আমারো বড়দের হিল পড়তে ভালো লাগতো! :(

৬২| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৯

শায়মা বলেছেন: আরেক জোড়া হাইহিল (এই জুতার ঢিল দিয়া মানুষ মারা যাইবো)।


প্রথমে এটা পড়ে হাসছিলাম কিন্তু কমলা কাহিনী পড়ে হাসতে হাসতে মারা গেছি আপুনি!:P

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P :P পড়ার জন্যে ধন্যবাদ আপুনি। :)

৬৩| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: নতুন পোস্ট দেন X((

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: /:) /:) /:) লেখতে পারি না।

৬৪| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

এক্সপেরিয়া বলেছেন: নতুন পোষ্টের লাইগ্যা কি আন্দোলনে নামতে হইব?

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :D :D :D না না ভয় পাইসি! শীঘ্রই আসতেসে। ;)

৬৫| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০

ধূর্ত উঁই বলেছেন: ৫৯ টা ইমু ইমু ময় পোস্ট ভাল লাগলো। :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক ধন্যবাদ!!!

৬৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: হাহাহাহা। কমলা ড্রেসটা বদল করা ঠিক হয় নি।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :D :D কি জানি!

৬৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২১

ভষ্ম মানব বলেছেন: আপনার ছবিও দেখি লাল-খয়েরি!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: B:-) B:-) B:-)

খেয়াল করলাম!

৬৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৯

বেঈমান আমি. বলেছেন: আপু :( :(( X(

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বেঈমান ভাইইইইইইইইইইই........................................

৬৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

বৃশ্চিক রাজ বলেছেন:
ঘুরে গেলাম।

নিয়মিত হব আশা করি।

শুভেচ্ছা অগণিত :)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: শুভেচ্ছা!!

৭০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

পাঠক০০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
+++

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B :-B :-B

৭১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পড়ে ভালই লাগল! সুন্দর হয়েছে।


ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনাকেও ধন্যবাদ!!

৭২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

উদাসী স্বপ্ন বলেছেন: রম্য মজাদার হইছে

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ!!

৭৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :#> :#> :#>

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-P :-P :-P

৭৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৫

হান্টার১ বলেছেন: =p~ =p~ =p~

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P :P

৭৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

ইখতামিন বলেছেন: ঘুম শেষ হয়েছে? :P

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P :P হুম হয়েছে।

৭৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

অদ্ভুত_আমি বলেছেন: =p~ =p~ =p~

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P :P

৭৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯

তাসজিদ বলেছেন: কত্ত কত্ত দুস্টমি করে। :(( :(( :(( :(( :(( :(( :((

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.