![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার কোন আক্ষেপ নেই। শুধু অন্যেরা উকি না দিলেই হলো। তারা দেখে আমি পঙ্কিল এক পৃথিবীতে পঙ্কস্নান করছি। আমার ভাষায় যদিও তা চন্দ্রস্নান বা রৌদ্র স্নান। সেই পঙ্কিল আমাকে দেখে ভিড়মি খাওয়া মানুষদের বলছি দয়া করে আমার পৃথিবীতে আমাকে থাকতে দিন। এটা একান্তই আমার ভুবন। অশুদ্ধ আমি ভাল আছি খুব। এক টুকরো কল্পনার অংশুকে নিযে ভাল আছি খুব। শুদ্ধতা আমাকে ভাল না বাসুক আমার আপত্তি নেই। যা আছে মানে অশুদ্ধতাটুকুই নিয়ে বাচতে চাই। সব হারালে আমি বাঁচবো কি করে!
অনেকে যারা বলছেন ৯০ কোটি টাকায় জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড করার চেয়ে অন্য কাজে টাকা খরচ করা যেত ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা যেত বা দুঃস্থ মুক্তিযোদ্ধাদের কে সাহায্য করা যেত। আবার কেউ সরাসরিই বলে দিচ্ছেন এই রেকর্ড এ তিনি গর্বিত না। কারণ টাকা খরচ করে করা হয়েছে। তা বলি আপনি এই পর্যন্ত কোন কোন ভালো কাজে টাকা খরচ করেন্নি? বা টাকা খরচ হয় নি?
তাদের কে বলছি আপনাদের জন্য জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড করে হাসিনা সরকার ভুল করেছেন। ম্যাডামের বদৌলতে দুর্নীনিতে পাঁচ পাঁচ বার বিশ্বচ্যাম্পিয়নশিপ অর্জন করেছিল যেই দেশ সেই দেশে আসলেই সত্যিকার গর্ববোধ করার মতো কিছু করতে নেই। গিনেজ বুক অব ওয়ার্লড এ যখন সম্মিলিত কণ্ঠে সবচেয়ে বেশী মানুষ নিজ দেশের জাতীয় সংগীত গাইবার রেকর্ডটি আপনার দেশের সেইটা আপনার মনে কোন ধরণের গর্ব সৃষ্টি করতে পারে না তখন আপনার জন্য ঐ দুর্নীতির রেকর্ডটিই যথার্থ রেকর্ড। অনেকে বলছেন খাবার আর স্যালাইন ইত্যাদি ইবনে সিনার পণ্য ছিল। ঠিকাছে আয়োজকদের জিজ্ঞাসা করুন। ইভেন্ট ম্যানেজমেন্টের দ্বায়িত্ব ছিলো সশস্ত্র বাহিনির এবং খাবার এরেঞ্জের দ্বায়িত্ব ছিলো সেনাবাহিনীর। সেনাবাহিনীর যেই ব্রিগেড এইটার দ্বায়িত্ব ছিলো সেই ব্রিগেডের ব্রিগেডিয়ার সাহেবকে গিয়া জিজ্ঞাসা করতে পারেন।
কিছু প্রশ্ন
১/ দুঃস্থ মুক্তিযোদ্ধাদের জন্য এই টাকা খরচ করা যেত। সরকার মুক্তিযোদ্ধা কল্যানের জন্য যা কিছু করেছে এবং করছে যেটা আর কোন গর্ভমেন্ট করেছে অতীতে? (যদিও এটা করা সরকারেরই কর্তব্য তবুও প্রসঙ্গটি আনছি) মুক্তিযোদ্ধা নাম শুনলেই চুলকানি শুরু হয় যাদের বা যেই দলের তারা করেছে? আপনিই বা লাইফে কি কি করেছেন মুক্তিযোদ্ধাদের জন্য?
২/ ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা যেত যারা বলছেন তাদের বলছি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনি এই পর্যন্ত কি করেছেন? আপনি মহল্লার গলি ঝাড়ু দিয়েছেন কোনদিন? ঢাকা শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনার দরদ এত বেশী থেকে থাকলে আপনার দরদের ফিরিস্তি দিন।
পরিশেষে যারা জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকর্ড আর ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতা বা অন্য কিছু মিলাচ্ছেন তাদেরকে বলছি প্রতিদিন গোসল করলে শরীর পাক পবিত্র হয় কিন্তু মন পাক পবিত্র করার জন্য কি করতে হয় আমার জানা নেই। খুব ভালো হয় যদি ফরজ গোসল করে নেন। নাপাক অবস্থায় বেশীক্ষণ থাকলে সমস্যা হয় যেটা আপনার কথা বার্তায় ফুটে উঠতেছে।
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ মিমা।
স্বাধীনতার স্বাধীন অভিনন্দন।
২| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১০:০০
প্রোফেসর শঙ্কু বলেছেন: যদিও টাকা নিয়ে টানাটানির ব্যাপারটায় মোটেই সমর্থন দিচ্ছি না, কিন্তু এজন্যে একসাথে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইবার যে রোমাঞ্চ, সেটা থেকে বঞ্চিত হতে চাই নি। গিয়েছিলাম।
স্বাধীনতার শুভেচ্ছা রইল।
২৭ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: স্বাধীনতার শুভেচ্ছা।
৩| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪০
বিবেক বিবাগী বলেছেন: স্রেফ একটা রেকর্ড। একটু রোমাঞ্চ, অহংকার, গর্ব। কিন্তু এর সত্যিকারের এফেক্ট কি? দেশের মানুষ অভাবে থাকবে, চক্রাকারে একে অন্যের সাথে দূর্নীতি অন্যায় করেই যাবে, দেশ যেমন আছে, তেমন-ই থাকবে, নতুন করে দেশপ্রেমিক হয়ে যাবে না। যাক, টাকা তো এর চেয়েও আরও বেশি অর্থহীন কাজেও খরচ হয়, এ আর নতুন কি...
২৭ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হ্যাঁ আপনার পরিচয় চেনালেন। এইটার আসলেই কোন এফেক্ট যে আপনার উপর পড়েনি সেটা বোঝা যাচ্ছে।
দেশের জন্য কিছু করাটা আপনার কাছে অযথা পয়সা খরচ। আমি আর কি বলবো।
৪| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৫
জেরিফ বলেছেন: প্রোফেসর শঙ্কু বলেছেন: যদিও টাকা নিয়ে টানাটানির ব্যাপারটায় মোটেই সমর্থন দিচ্ছি না, কিন্তু এজন্যে একসাথে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইবার যে রোমাঞ্চ, সেটা থেকে বঞ্চিত হতে চাই নি।
গিয়েছিলাম।
২৭ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
৫| ২৭ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৯
ভোরের সূর্য বলেছেন: যদিও আমারো সেই মত যে এই টাকা দিয়ে দেশের জন্য অনেক কিছু করা যেত কিন্তু আপনি একটা পয়েন্ট বলেছেন যে দেশের মানুষ সবাই এক হয়েছে এটাই একটা বড় পাওনা।
কিন্তু সত্যিই কি আমরা এক হতে পেরেছি? আসলেই কি আমাদের ঐক্য আছে?
আমরা এই ৩লাখ লোক কিংবা সারা দেশের লোক এক হয়ে কি দুই নেত্রীকে বলতে পারতাম না যে আমরা সন্ত্রাস দুর্নীতিমুক্ত দেশ চাই।আগুনে পোড়ানো,হরতাল, বোমা,অবরোধ মুক্ত দেশ চাই। আমরা আমাদের ভোটাধিকার চাই।নিরপেক্ষ,সুষ্ঠু নির্বাচন চাই। কিন্তু এগুলো বলার কেউ নাই।গত অবরোধের সমও দেখেছি যে মানুষ আগুনে,বোমায় মারা যাচ্ছে আর আমরা জাতীয় পতাকার বিশ্বরেকর্ড করছি।
বলুনতো কোনটা বেশী দরকারি ছিল?
এক হয়ে জাতীয় সংগিতের রেকর্ড ভাঙ্গা নাকি অন্যায়,অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা?
২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: স্টার্টিংটা এটলিস্ট দরকার। দুই নেত্রী একত্র হলেও কোন ফায়দা হবে না যতদিন জামাত নিষিদ্ধ না হয় আর যতদিন জামাতী আর্থিক প্রতিষ্ঠার রাস্ট্রায়ত্ব করা না হয়।
৬| ২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৩
আমিনুর রহমান বলেছেন:
প্রফেশর শঙ্কু'র কমেন্ট মনে ধরেছে। যদিও যাওয়া হয়নি তবে টিভিতে লাইভ দেখেছি আর উচ্চস্বরে একসাথে গেয়েছি।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ মিয়া ভাই।
শুভেচ্ছা।
৭| ২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: ঐধরণের লোকদের কথা বলে কি লাভ?আমার মনে হয় গুরুত্ব না দেওয়ায় ভালো।তবে কাল শিবিরের সেক্রেটারী বলেছে সুযোগ পেলে ১৬ ডিসেম্বর তিন দিনে ১০ লাখ মানুষ জড়ো করে বিশ্বরেকর্ড করে দেখাবে।আপনি দেখবেন আপনার বর্ণিত লোকগুলো এটা সফল করতে কি ভূমিকা পালন করে!সামু এমনিতেই ছাগুতে ভরে গেছে।২৫শে মার্চ,২৬শে মার্চ,১৫ আগস্ট,১৪ ডিসেম্বর,১৬ ডিসেম্বর আসলে ছাগলামী উতলে উতলে পরে।কিন্তু আপনাদের মত সিনিয়ররা এগিয়ে না এলে যে ক্ষতিটা হয় তা হল নব্য সুশীল হাইব্রিড কিছু ছাগলের জন্ম হচ্ছে এবং যথাযথ জবাব না পেয়ে তাদের আতলামী ছাগলামী আরও মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।
২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আসলেই গুরুত্ব না দেয়াই ভালো মনে হচ্ছে।
৮| ২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: হুম তাই গুরুত্ব না দিলেই ভালো।ওরা যেহেতু জানে তারা মিথ্যা কিন্তু তা নিয়েই ফাইট করে তাই রেসপন্স না পেয়ে হতাশ হয়ে বিলীন হয়ে যাক।আপনি রেসপন্স করলে আপনাকে তার নিজের লেভেলে নামিয়ে নেবে।তার চেয়ে বরং ফাইট করলে একচেটিয়াভাবে ফাইট করেন যেন এক ঘাতেই শেষ হয়ে যায়
৯| ২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দীর্ঘ সময় পায়ে হেটে আর ভিড় ঠেলে গেছিলাম।
এত মানুষ একসাথে, এক সুর, একই শব্দগুচ্ছে গাইছে এটাই দারুন।
১০| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
আদনান শাহ্িরয়ার বলেছেন: আমরা যেকোনো বিষয়ে তর্ক বিতর্ক এবং বিরোধিতা করতে ভালবাসি । কি আর করার !
১১| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৭
আহলান বলেছেন: সরকারের পয়সা সরকার খরচ করেছে তাতে কার কি? ধার করে ঘী খেলেই বা তাতে কার কি? ঘী এর স্বাদ তো পেলাম .....
১২| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৪
মামুন রশিদ বলেছেন: সহমত । যেতে পারিনি, তবে মেয়ের স্কুলে সবার সাথে গেয়েছি ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৮
মিমা বলেছেন: এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না যদিও, যে জানতে চায় তাকে বোঝানো যায়। যে কিচ্ছু না জেনে নিজের মতো করে ভুল বুঝে নিয়ে চ্যাঁচ্যাঁয়, তাকে বোঝানো সম্ভব নয়। দেশ ভালো কিছু অর্জন করলেও এরা চ্যাঁচ্যাঁবে, খারাপ করলে তো যা করেনাই তাও বের করে এনে চ্যাঁচ্যাঁবে!

রেকর্ড গড়া আর নাম ওঠানো কে আমি বলবো একটা সাইড জব, আমার জন্যে এটা একটা অজুহাত মাত্র! প্যারেড গ্রাউন্ডে তো মাত্র আড়াই লাখ মানুষ, যে যেখানে বাংলাদেশ নামক পরিচয় বহন করছে সেখানেই দাড়িয়ে আমার সোনার বাংলা গেয়েছে আজ, ভিজেছে চোখ, দেশ ও দেশের মানুষের প্রতি ভালবাসায় আদ্র-সিক্ত হয়েছে প্রতিটি হৃদয়, লক্ষ কোটি হৃদয়! কি অসাধারণ অনুভূতি। আজ তিনটি অনুচ্ছেদ পরিমান সময়ে এ দেশে কোন মানুষে কোন ভেদাভেদ ছিল না। ইবনে সিনার ডাক্তার হোক, কিংবা রেলের কর্মচারী!
আমি আর কিচ্ছু দেখতে রাজি না, গিনেস বুক কিংবা স্যালাইনের প্যাকেট। আমি শুধু জানি, আমার সোনার বাংলা, আমি তোমায় অনেক অনেক অনেক ভালোবাসি।
শুভকামনা বনলতা আপু, স্বাধীন অভিনন্দন!