![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অথচ...দিনশেষে আমরা সবাই একা
তুমি নাহয় একতারা হও
মায়াবী সুরের ঢেউ ছড়িয়ে
আমি তখন বাউল হবো
তোমার কন্ঠে আঙ্গুল ছুঁয়ে
তুমি নাহয় সীমান্ত হও
কাঁটাতার আর দেয়াল তুলে
আমি তখন প্রহরী হবো
তোমার প্রবেশপথ আগলে
তুমি নাহয় মেঘমালা হও
নীল আকাশের উঠোন জুড়ে
আমি তখন বর্ষা হবো
তোমার নয়ন সজল করে
তুমি নাহয় কাদামাটি হও
নরম দেহেরে আকার নিয়ে
আমি তখন শিল্পী হবো
নতুন একটা আঁচড় দিয়ে
তুমি নাহয় সমুদ্র হও
উজান ভাটির পালাবদলে
আমি তখন তুফান হবো
তোমার বুকে ঘূর্ণি তুলে
তুমি নাহয় মহাকাল হও
বিগত অতীত বুকে জড়িয়ে
আমি তখন এপিটাফ হবো
তোমার পাশেই ঠায় দাঁড়িয়ে
...........................................
(আমার প্রথম পোষ্ট। ধন্যবাদ)
২| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
বসন্তবিহার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২
বেকার সব ০০৭ বলেছেন: অসাধারন হয়েছে, আপনার প্রথম লেখা কবিতা