নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহা জেনেল

মহাপুরুষের ডায়েরী

তবু বেঁচে থাকতে হয়,আমিও বেঁচে আছি। কোনো স্বপ্ন নিয়ে নয়, একটা স্বপ্ন গড়ার জন্য।

মহাপুরুষের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

মিথ্যা বাড়ি

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮

আমার মিথ্যা বাড়ি।
আমি সেই বাড়িতেই খাই দাই আর ঘুমে হই স্বপ্নচারী।
কোনো একদিন দখিনের লেলুয়া বাতাস বিনা অনুমতিতে প্রবেশ করে ,
একটা একটা স্বপ্ন আলতো হাতে স্পর্শ দিয়ে চূরমার করে,
তারপর আবার নিভৃতেই যায় চলে আমার আমায় ছাড়ি।
আমার সেই মিথ্যা বাড়ি।

তারপর একদিন,
আবার একটা মিথ্যার হয় জন্মদিন।
আমি এক ফুটফুটে মিথ্যার জন্ম দেই!
সহস্র যতনে আপন পিষ্ঠে যত্ন নিই।
সেই মিথ্যা মাইটোসিস হয়, বাড়তে থাকে বহুগুণে!
আমার ঘরও ভরতে থাকে, রাখি সাদর সম্ভাষণে!
সুযোগ দেই! দেই! দেই! আর তারা মিথ্যা থেকে মিথ্যাগুলো হতে থাকে!
একটা সময় নিজেরাই নিজেদের গড়তে থাকে! ঝাকে ঝাকে !
আমি কিছু বলিনা!
ওরা আঘাত দেয় আমার উপর! তাও কিছু বলিনা!
কি করে বলি? আমিই যে ওদের জন্ম দিয়েছি। সন্তানকে কিছু বলা যায় না!

তারপর আরেকদিন!
কিভাবে যেনো এক মিথ্যা থেকে অনেকগুলো সত্য বের হয়ে আসে!
আমি খুশি হই! এতদিনে এক কাজের কাজ হয়েছে!
নিজের সন্তানদের জন্য গর্বে বুকটা ভরে উঠে!
কিন্তু হঠাৎপাওয়া খুশি সত্য ঘাটতে গিয়ে যায় ছুটে!
সে বড় ভয়ঙ্কর সত্য! শুনলেই মন খারাপ হয়!

তারপর আবার একদিন!
সেই দিখিনা লেলুয়া বাতাস আসে! তাদের মেরে ফেলে!
বেচে থেকে সত্যেরা! তাদের রেখেই বাতাস যায় চলে!
আমি মন খারাপ কিছু সত্য নিয়ে বেচে থাকি!
আবার একদিন স্বপ্ন দেখতে মুদি আখি!
সুখ নেই! সাধনা নেই! আছে কিছু কল্প স্বপ্ন ভারী!
এই নিয়ে গড়া আমার মিথ্যা বাড়ি!

""'''''''' মিথ্যা বাড়ি """"
মাহা-জেনেল (২৮.০৭.১৫)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.