নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহা জেনেল

মহাপুরুষের ডায়েরী

তবু বেঁচে থাকতে হয়,আমিও বেঁচে আছি। কোনো স্বপ্ন নিয়ে নয়, একটা স্বপ্ন গড়ার জন্য।

মহাপুরুষের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

মাফ করবেন

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৬


শিক্ষক আন্দোলন সব ভার্সিটিতেই হয়! কোথাও হচ্ছে বেতনের জন্য, কোথাও হচ্ছে পদমর্যাদার জন্য, কোথাও হয় ভিসি বিরোধী আন্দোলন!
আমাদের ভার্সিটিতেও ইদানীং আন্দোলন হচ্ছে!আমাদের প্রাণপ্রিয় শিক্ষকদের বিরুদ্ধে কতিপয় জামাত-শিবিরপন্থি রীট করেছে! হাইকোর্ট আবার সেটা স্থগিত করে দিয়েছে! এ নিয়ে তাদের আন্দোলন! আমি সাধারণ ছাত্র এতকিছু বুঝি না। আমি বুঝি আমার স্যারেরা কিছু একটা নিয়ে যৌক্তিক আন্দোলন করছে এবং তা যেহেতু যৌক্তিক তাই আমাকে সেটা সমর্থন করতে হবে!
ছাত্রলীগ আমাদের ভার্সিটিতেও আছে! কই তারা তো সেখানে কোনো বাগড়া দেয়নি! এমনকি ভার্সিটির সাধারণ সম্পাদক কে সেখানে স্যারদের সমর্থন জানিয়ে বক্তব্য দিতেও দেখেছি। তাহলে ব্যাপারটা কি দাড়ালো ? ছাত্রলীগ মানেই শিক্ষক পেটাতে পটু কথাটা পুরো ভুল! ছাত্রলীগ যুগযুগ ধরে শিক্ষকদের পাশেও ছিলো!
শাহজালাল ভার্সিটি যেহেতু আমার বগলের কাছেই সেহেতু কারা কি করলো একটু খোজ খবর নিলাম ! খবর নিয়ে যা জানলাম ভিসি আমিনুল আসলেই খারাপ লোক! সে ছাত্রদের হাতে রাখার জন্য একবেলা ফুটবল খেলার নামে পঞ্চাশ হাজার টাকা ডোনেশন দেয় অথচ বাসের ব্যাপারে কোনো সুরাহাই করে না!
যাই হোক, সে কেমন সেটা আমার আলোচনার বিষয় না ! কথা হচ্ছে সে ছাত্র কিনেছে এবং তাদের ব্যবহার করেছে! ভাড়াটে ছাত্ররা না বুঝেই বসের (যে টাকা দিয়ে ছাত্র হাত করে তাকে স্যার না বলে বস বলা ভালো) আদেশে চলে গেছে শিক্ষক পেটাতে! বর্ম হিসেবে ছাত্রলীগ নেতা প্লেট তো আছেই! তারপর আর কি ? পিডা এক ধার থেকে ! দোষ ছাত্রলীগের না, দোষ লোভের! ভিসি তাদের কিছু একটা আশ্বাস দেয়াতেই তারা এই কাজ করেছে! ( কি আশ্বাস তা আর ভাঙ্গলাম না সবার সামনে)
এবার একটু তীতা কথা বলি! আজ চারজন বহিষ্কার হয়েছে! তো কি হইছে? ছাত্রলীগ শুদ্ধ হইয়া গেছে ? এরকম ভাড়াটে ছাত্র নামধারী ছাত্রলীগ সব ভার্সিটিতেও আছে! আমার ভার্সিটি যেমন আছে, আপনারটাতেও আছে! এদের কখনো তাড়াতে পারবেন না! অন্য দলের পোলাপান যখন সামান্য কিছু লোভের জন্য ছাত্রলীগে ঢুকতে চায় তখন আমাদের নেতারাই স্বার্থের জন্য নিজের গ্রুপ ভারী করতে তাদের লীগে ভেরায়!তা্রা ব্যবহৃত হয় আর তারা ব্যবহার করে! ফলে উভয়েই লাভবান হয়,শুধু দোষ হয় ছাত্রলীগের! এই স্বার্থান্বেসী ভাব থেকে যতক্ষন কেউ বের হতে পারবেনা ততোক্ষন ছাত্রদের জন্য ছাত্ররাজনীতির হবে বলে আমি মনে করি না!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৫

চাঁদগাজী বলেছেন:


মাফ করে দিলাম।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

অগ্নিবীণা! বলেছেন: চট্রগ্রামের যখন সোহাগ সাহেব দৌড়ানি খাইছে,সেটাতো কোনো সাধারণ কর্মীর হাতে নয়,সেই প্যাদানি ছিলো চট্রগ্রামের ছাত্রলীগের নেতৃত্বাধীনের হাতে!
তার মানে আপনাদের নেতৃত্বও দালাল/আগাছা ডুকে গেছে, সুতরাং হাসিনার কথামতো যদি এখন আগাছা পরিস্কার করা হয়,তাহলেতো আপনারা বিলুপ্তির পথে চলে যাবেন,নাকি???
মাপ করবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.