নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহা জেনেল

মহাপুরুষের ডায়েরী

তবু বেঁচে থাকতে হয়,আমিও বেঁচে আছি। কোনো স্বপ্ন নিয়ে নয়, একটা স্বপ্ন গড়ার জন্য।

মহাপুরুষের ডায়েরী › বিস্তারিত পোস্টঃ

আমি এবং একটি গোলাপ!!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৭


১.
আমাকে কেউ কোনদিন কোনো গোলাপ দেয়নি। তাই জানা নেই একটি ফুল পাওয়ার ভালো লাগা। তাই জানতে ইচ্ছে করত কি আছে গোলাপে!
একবার এক বন্ধু বাড়ি থেকে পাঠানো টাকা তুলার জন্য আমাকে নিয়ে শহরের একটা ব্যাংকে নিয়ে গিয়েছিলো। ব্যাংকটার পাশেই ছিলো একটা ফুলের দোকান। টাকা তুলে বের হয়েই ও আমার কাছে এক অদ্ভুত আবদার করে বসলো!
- দোস্ত, একটা গোলাপ কিনে দে না?
- কি?
- একটা গোলাপ। সাদা গোলাপ। দেস না কিনে?
- ধুর! গোলাপ একটা কিনার জিনিস হলো নাকি?
- দেস না? একটা গোলাপই তো। তোর কাছে কখনো তেমন কিছু চাইনি।
- সেজন্য গোলাপ? ওসব তো যারা প্রেম করে তারা একে অপরকে দেয়। তোরে দিতে যামু ক্যান? তুইতো আর আমার প্রেমিকা না।
- দেস না? কারণ আছে!
- পারবো না। নিজে কিনে নেস না ক্যান?
- তুই বুঝবি না। মাত্র তো দশটাকা।

আমার পকেটে তখন মাত্র বিশটাকা ছিলো । দশটাকা খরচ করলে হেটে বাসায় যেতে হবে।
আমি ওকে গোলাপ কিনে দিলাম। সাদা গোলাপ। সদ্য ফোটা সাদা গোলাপ। দোকানদার সম্ভবত ফুলটা ফোটার আগেই তুলে এনেছে।

ফুলটা কিনার পর ওকে বাসে তুলে দিতে গেলাম।দেখলাম ও ফুলটা হাতে নিয়ে মাথাটা নিচু করে বসে আছে। খুব সম্ভবত কান্না লুকানোর চেষ্টা।
আমি খুব অবাক হয়ে ওর দিকে তাকিয়ে ছিলাম। একটা গোলাপের মাঝে এমন কি আছে যা কাউকে কাঁদাতে পারে!

২.
আমি একা একবার একটা গোলাপ কিনেছিলাম! কোনো কারণ ছাড়া!
ফুলের দোকানগুলোর সামনে দিয়ে কেনো যেনো খুব লোভ হতো। অপলকভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকতাম সেদিকে । মনে হতো কি আছে এই ফুলের মাঝে যা মানুষকে এত্ত মুগ্ধ করে।সেই ভাবনা থেকেই কেনা।
ফুলটা হাতে নিয়ে আমি রাস্তায় অনেকক্ষণ বসে ছিলাম। যেই যাচ্ছিল আমার হাতের ফুলটার দিকে তাকাচ্ছিলো! হয়তো ভাবছিলো আমি হয়তো কারো জন্য অপেক্ষা করছি যাকে ফুলটা দিবো। আমি হলেও তাই ভাবতাম।
সন্ধা পর্যন্ত আমি বসে ছিলাম। ফুলটা হাতে নিয়ে। তাও কিছু বুঝলাম না। হঠাৎ দেখি দূরে একটা বাচ্চা মেয়ে গোলাপটার দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে ছিলো। চোখে চোখ পড়তেই সে চোখ সরিয়ে নিলো। আমি তাকে ডাক দিলাম। সে ভয়ে ভয়ে আসলো।
- এই গোলাপের দিকে তাকিয়ে আছিস কেনো?
- এমনি। আর চামু না।
- তাকাবি না ক্যান?
- যা দিয়া কাম নাই, তার দিকে চাইয়া লাভ আছে?
- ফুলে কোনো লাভ নাই?
- না নাই। আমাগো মত গরীব মানুষের কাম নাই। ঐসব তামসা আপনেগো লাইগ্যা!
- ধর, ফুলটা তোকে দিয়ে দিলাম।
সে ফুলটা অবাক হয়ে নিলো। তার চোখে অদ্ভুত এক অনুভূতি ফুটে উঠলো। এই অনুভূতির কি নাম দেওয়া যায় আমি জানি না। টোকাই মেয়েটার হয়তো ধারনাও ছিলো না তাদের কেউ কিছু না চাইতেও দিতে পারে। সে ফুলটা নিয়ে দৌড় দিলো, পাছে আমি মত বদলে ফেলি!
আমি অবাক হয়ে তার পথের দিকে তাকিয়ে রইলাম। তখনো বুঝলাম না একটা গোলাপের মাঝে কি আছে যার জন্য কেউ এভাবে পালাতে পারে!

৩.
আমি আজো ফুলের দোকানগুলোর সামনে তাকিয়ে থাকি । মাঝেমাঝে দেখি একটা ছেলে যখন কোনো গোলাপের থোকা কিনতে থাকে তাদের চোখ কেমন যেনো চকচক করতে থাকে। আমি অবাক হয়ে ভাবতে থাকি একটা গোলাপের মাঝে এমন কি আছে যা মানুষকে এতোটা আন্দোলিত করতে পারে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.