![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু বেঁচে থাকতে হয়,আমিও বেঁচে আছি। কোনো স্বপ্ন নিয়ে নয়, একটা স্বপ্ন গড়ার জন্য।
একটা কনে দেখার ঘটনা...
.
পাত্র সহ চার, পাচ জন আসছে কনে দেখতে। কনের নাম,বাবার নাম,ভাই-বোন, সব জিগানোর পরে,তাদের প্রশ্নগুলো ছিলো এই রকম...
--- তুমি তো অর্নাসে পড়ো,তাই না. ?
--- জি।
কানাকানি চলছে... ( ঠিকানাটা লিখো তো মা )
--- তুমি নিউজপেপার পড়ো.?
--- জি,পড়ি।
কিছুক্ষণ কানাকানি করে আবার..
---আপা,আপনি কোরআন পড়তে পারেন .?
--- জি ,পারি।
--- আচ্ছা, আপু আপনি বলতে পারবেন,প্রথম আলো তে যিনি রাশিফল লিখেন তার নাম কি. ?
---জি, কাওসার আহমেদ চৌধুরী।
--- মা ,তুমি রান্না- বান্না করতে পারো. ?
--- আমাকে কখনো রান্না করতে দেন নি,তবে আমি পারি।
--- মাশাল্লাহ,মাশাল্লাহ... এখনকার মেয়েরা তো আবার কিছুই পারে না।তা, মা, শাড়ি কি তুমি নিজে পড়েছো.? না কেউ পড়িয়ে দিয়েছে. ?
--- আমি নিজে পড়েছি।
--- তুমি একটু এইদিকে এসে বসো তো মা, আমার পাশে আসো..
.
--- তুমি কি তাকাতে লজ্জা পাচ্ছো. ? তাকাও এই দিকে।আমরাই গো মা, শরম পাওনের কিছু নাই।
.
--- তুমি হাতের কাজ কিছু পারো. ?
--- সুইয়ে সুতা পড়াতে পারি।
--- হা,হা,হা... মাশাল্লাহ, মাশাল্লাহ। তোমরা কিছু জিগাইবা আরো .? ছেলে কিছু বলে নাা কেন।বলো কিছু।
পাশ থেকে একজন...
এখনকার ছেলেমেয়ে তো,একটু আলাদা কথা বলুক...
.
এবার পত্র-পাত্রী আলাদা...
.
বলতে শুরু করেছে কনে .....
--- চুপ করে আছেন কেন,কিছু জানতে চান.? না চাইলে আমি বলবো।
--- ও, হ্যা ,বলেন আপনি...
--- আজ নিয়ে কয়টা মেয়ে দেখেছেন. ?
--- জি,
--- বিয়ে করবেন কি পেপার মুখস্ত করাতে. ?
--- মানে. ?
--- না,এমনি। আমার দিকে তাকিয়ে দেখেন,,আমি ট্যারাও না,খোড়াও না। কায়দা করে হাটা দেখা,চোখ দেখা,ঘোমটা সড়িয়ে চুল দেখা সবই তো করেছেন। এখন আপনি হাটেন আমি দেখবো।
--- কি বলতেছেন আপনি এসব. ?
--- কি বলতেছি শুনছেন না, সুই দিয়ে কান ছিদ্র করতে হবে.? আপনার শার্ট,প্যান্ট আপনি পড়েছেন,নাকি আর কেউ পড়িয়ে দিয়েছে. ?
--- সরি,আপনাকে এইগুলো বলা ঠিক হয় নি,আমি লজ্জিত।
--- কাউকে বিব্রত করে সরি বলে লাভ নেই। আপনার ঠোট দেখে বুঝা যাচ্ছে আপনি সিগারেট খান,নেশাখোর কোন ছেলেকে আমি বিয়ে করবো না। আপনি শিক্ষক মানুষ, অসম্মান করতে চাই নি,এখন আপনি আসতে পারেন। আর আমার মুখের চেয়ে হাত আরো দ্রুত চলে,ঠিকানা দেখতে চেয়েছিলেন
লিখেছি,নিয়ে যান।
--- আপনাকে আমার পছন্দ হয় নি। এবার যেতে পারেন!
বিঃদ্রঃ আমাদের তথকথিত সভ্যসমাজ পাত্রী দেখার নাম করে মেয়েদের উল্টিয়ে পাল্টিয়ে দেখার স্বভাব যতদিন বাদ দিতে পারবে না, ততোদিন জাতিকে অনুন্নয়নের গোঁড়ামি থেকে বের হতে পারবেনা! একদিনে ধর্মের বুলি কপচাইবেন আবার অন্যদিকে বিয়ের সময় উল্টেপাল্টে দেখবেন সেটা কি করে হয় ?
আসলে বাঙালী মেয়েরা পারে না কথাটা ভুল। ভীতু মেয়েটাও সময়ের দাবিতে সোচ্চার হতে পারে।
( সত্য ঘটনার আলোকে)
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৩০
মহাপুরুষের ডায়েরী বলেছেন: ধারনাটা ভুল! এইজন্য ঐ মেয়েকে ঘর থেকে কম ঝামেলা পোহাতে হয় নি!
২| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
এরকম সত্য ঘটনা আরও ঘটুক।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫৫
বাংলিশ বাবু বলেছেন: এখনকার সমাজে এইরকম মন মানসিকতার কিছুটা পরিবর্তন ঘটছে বলে মনে হচ্ছে ।