![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু বেঁচে থাকতে হয়,আমিও বেঁচে আছি। কোনো স্বপ্ন নিয়ে নয়, একটা স্বপ্ন গড়ার জন্য।
আমার এক বৃত্ত আছে,
বৃত্তের একটা কেন্দ্র আছে,
তার ভিতরে একটা ব্যস আছে,
তার ঠিক পাশে ব্যস ভিন্ন জ্যা আছে,
জ্যাটি কেন্দ্র বরাবর লম্ব করে আছে,
সেই লম্বটি বর্ধিত হয়ে কেন্দ্রস্থ কোন হয়ে আছে,
এদিকে একই চাপের হয়েও বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোনের অর্ধেক হয়ে আছে,
আবার অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ হয়ে আছে,
দুইটা বিপরীত কোন দুই সমকোণ করে আছে,
প্রবৃদ্ধ কোন চার সমকোণ করে আছে।
দেখেছ,সবাই কিছু না কিছু সৃষ্টি করেই আছে।
শুধু সেখানে তোমার কোন সৃষ্টি নেই,ধ্বংস আছে।
তুমি প্রতিবার আসো,আমার বৃত্ত ভাঙ্গো,
কেন্দ্র পাল্টে দাও,ব্যস কে জ্যা আর জ্যা কে ব্যাস বানিয়ে দাও,
কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের পার্থক্য থাকে না,
বিপরীত কোণগুলো দুই সমকোণ করেনা।
সব বদলে যায় এক নিমিষে, তোমার আশিষে।
তুমি আমার বৃত্ত নও,এক নিরেট গোলক।
এক ভালোবাসার এক চরম চলক ।
০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৬
মহাপুরুষের ডায়েরী বলেছেন: ধন্যবাদ।
২| ০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৬
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: খুব ভালো হয়েছে।ভালো থাকার শুভ কামনা রইলো।
০৫ ই জুন, ২০১৭ সকাল ১০:০১
মহাপুরুষের ডায়েরী বলেছেন: আপনার জন্যও শুভকামনা।
৩| ০৫ ই জুন, ২০১৭ সকাল ১০:০৯
বিজন রয় বলেছেন: বৃত্তের মাঝে সত্যের আবিস্কার!!
ভাল লিখেছেন।
আপনার নিকটি সুন্দর।
এত কম পোস্ট করেন কেন?
০৫ ই জুন, ২০১৭ সকাল ১০:১৬
মহাপুরুষের ডায়েরী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জীবনের অর্থ খুজতে ব্যস্ত থাকি তাই জীবনকে মাঝেমাঝে ভুলে যাই। এজন্য লেখালেখি করা হয়না।
শুভেচ্ছা থাকলো আপনার জন্য।
৪| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৮
ধ্রুবক আলো বলেছেন: জ্যামিতিক কাব্য +++
৫| ১০ ই মে, ২০১৮ রাত ৯:৫১
ফয়সাল হাওড়ী বলেছেন: অসংখ্য ভালো লাগা ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৫২
লেখোয়াড়. বলেছেন: সুন্দর।