| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Biniamin Piash
প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!
একটা ভালোবাসার চারাগাছ লাগিয়েছি,
নিত্য তাতে আবেগ, অনুভূতি আর প্রেম দেই।
নিজের চেয়েও বেশি যত্নে বুনি সেই চারাগাছ
স্বপ্নের স্পর্শ দিয়ে রোজ খানিকটা পূর্ণতা দেয়া
পরিশুদ্ধ ভালোবাসায় রাঙিয়ে দেয়ার প্রচেষ্টা
স্বপ্ন দেখি একদিন সেই চারাগাছ শাখা-প্রশাখা ছড়িয়ে যাবে সুদূর মহাকাশে
লজ্জারাঙা হাসি হেসে তোমার দরোজায় পৌঁছে দেবে আমার ভালোবাসার বার্তা
প্রতিটা শাখে ফুটবে বর্ণিল আলোকোজ্জ্বল অচেনা ফুল
সেই ফুলের রঙ হবে ঠিক তোমার হাসির মত
অচেনা এক ঘ্রাণে মাতাল করে দিবে তোমাকে
সেই সুবাসে তুমি অনুভব করতে পারবে কতদিনের কত শুদ্ধ ভালোবাসায় বৃদ্ধি পেয়েছে এই বৃক্ষ
মুখে যে অনুভূতিটুকু ব্যক্ত করা সম্ভব নয় সেটুকুই পাঠিয়ে দেবো সবুজ পাতার খামে
প্রতিটি পত্রের শিরায় যে বিচিত্র অঙ্কন থাকবে তা হবে ভালোবাসার সাংকেতিক চিহ্ন
সহজ কথাটুকু আরেকটু সরলতায় প্রকাশ করতে চাই
তার নিমিত্তেই যত্ন নেই এই চারাগাছের।
একটি চারাগাছ,
যার প্রতিটি শাখা-প্রশাখায়, পত্র-পল্লবে শুধুমাত্র একজন
ভোরের আলোর মত তার মুগ্ধতার কারণ হতে চাই
একটি চারাগাছ, একজন মানবী আর একটি ভালোবাসার গল্প!
হোক নাহয় নতুন করে, শুরু থেকে শেষ!
বিনিয়ামীন পিয়াস
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১২
Biniamin Piash বলেছেন: ধন্যবাদ ![]()
২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪০
Biniamin Piash বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৩
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: চারাগাছটা যথার্থ ভালোবাসা পৌছে দিক এই শুভকামনাই।