| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Biniamin Piash
প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!
ভালোবাসো?
উত্তর দিতে হবে না।
শেষ বিকেলের মৃদু বাতাসে শাড়ির আচলটা
খানিক দুলিয়ে আমার পাশে এসে দাড়িয়ো
কনিষ্ঠা আঙুলটা শক্ত করে ধরে
বেপরোয়া ভঙ্গিতে হেটে যেও দিগন্তের পানে
আমি বাধা দেবো না তোমায়
মিশে যাবো তোমার প্রেমে আর দিগন্তের অসীম মায়ায়।
তুমি শুধু এসো সেই বিকেলে
গোধূলী রাঙা সন্ধ্যেটুকু মিথ্যে করে দিও তোমার হাসিতে
সে হাসির রঙে পৃথিবী ভুলে যাবে দিক
সূর্য হারিয়ে ফেলবে তার গতি
গোধূলি থেকে হঠাত হবে রক্তরাঙা ভোর
গ্রীষ্ম-বর্ষা-বসন্ত সব হারিয়ে যাবে
কেবল এক ঋতু থাকে সবখানে
সেই ঋতু হবে তোমার হাসি!
বিনিয়ামীন পিয়াস
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০১
Biniamin Piash বলেছেন: জিজ্ঞেস করে দেখবেন যাকে ভালোবাসেন তাকে!
২|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯
ইব্রাহীম আই কে বলেছেন: এখনো ভালোবাসি! তুমি কি ভালোবাসো? জানতে খুব ইচ্ছে করে!