নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

আমি যখন কবি হব

০৮ ই মে, ২০২১ রাত ১০:৫৩

এই যে আমি খোদার নামে করে নিলাম পণ
ভাঙব কলম, লিখব আজি, কাব্য দু-চার মণ!
লিখব কিরে, লিখব কিরে- পাই না ভেবে কূল
পলিটিক্সের বাজার গরম। অ্যাম আই ব্লাডি ফুল?
পলিটিক্সে রিস্কও হেভি, মামলা খাবার ভয়
আমি বাবা শান্ত কবি, ওসব আমার কম্ম নয়।
লিখতে হবে এমন কাব্য, পাবলিক খাবে বেশ
গালি দিয়ে বলবে না কেউ, "কীসব যৌনাঙ্গের কেশ!"
অল্প খানিক রসের ভেতর, হালকা সুড়সুড়ি
কামের কবি হলে পরে মিলবে না মোর জুড়ি!
প্রকৃতি নিয়ে লেখার এখন যুগ কি আছে বল?
ইনস্টাগ্রামে লগিন দিলেই পাহাড়-নদীর ঢল।
ওসব নিয়ে লিখেছেন অনেক, জসিম-রবি-দাশ
হলে আমি প্রেমের কবি, রস ঝরাবো বারোমাস।
দেশে নাকি চাটাচাটির ডিমান্ড অনেক হাই
মন্ত্রী-এমপি-আমলা-নেতা, চাটব সবার পা-ই।
কাব্য লিখে উইশ করব, "হ্যাপি বাড্ডে ভাই"
আপনি যখন নেতা হবেন, পদকটা মোর চাই।
হবো আমি বিদ্রোহীও রেখে কাজীর মতো চুল
বুবু-দিদির পক্ষে লেখব, করব না তাতে ভুল।
রবির মতো কবি হলে লাভটা কিরে বল?
মাল্লুদেরকে গালি দিলেই লাভ ইমোজির ঢল।
সময় পেলে লিখব নিয়ে এন্টারকোটিক-নাশা
জ্ঞানের খুপরি শূন্য হলেও, চাপায় আমি খাসা।
তালিম নিয়ে আলেম হব, তেতুল হুজুর ধরে
পর্দাবিহীন বেশ্যাদেরকে দেবো জায়গা মতো ভরে।
বুদ্ধি ফেলে শুদ্ধ হব, বেঁচব মেরুদন্ড
বুদ্ধি-বিবেক বিলাসিতা থাকলে শক্ত পুংদন্ড।
আমিই হবো শেষ জমানার সহীহ কবি, তাই
দেরী না করে চরণতলে বুকিং দে তোর ঠাঁই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২১ রাত ১১:০১

জটিল ভাই বলেছেন:
এসব নিয়ে লিখছে অনেকে
এটা পুরান ছল,
বর্তমানে লিখায় গাধা, পাগল
ট্রাক্টর, পেঁচার চল্!

২| ০৯ ই মে, ২০২১ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: ভালোই হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.